31. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
১৩৬ তম ১৩৭ তম ১৩৮ তম ১৩৯ তম 32. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? তানবির কবির হামিদুর রহমান হামিদুজ্জামান অস্কার বাদল 33. জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? বি.এ সিদ্দিকী খাজা ওয়াসিউদ্দিন হুমায়ন রশিদ চৌধুরী শমসের মবিন চৌধুরী 34. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপধিতে ভূষিত করা হয়? ৫ জন ৭ জন ২ জন ৬ জন 35. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে? ১৯৯৫ ১৯৯৬ ১৯৯৮ ২০০১ 36. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? ৫ম ৮ম ৯ম ১০ম 37. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? ৮ ১০ ১২ ১৪ 38. বাংলদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সনে? ১৯৭২ ১৯৭৫ ১৯৭৩ ১৯৯৭ 39. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? পেট্রোল ইঞ্জিনে ডিজেল ইঞ্জিনে রকেট ইঞ্জিনে বিমান ইঞ্জিনে 40. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘের বিকিরন হচ্ছে- আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি রঞ্জন রশ্মি 41. মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? দুটি চারটি ছয়টি আটটি 42. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারন- রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয় উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক 43. বিলিরুবিন তৈরি হয়- পিওথলিতে কিডনীতে প্লীহায় যকৃতে 44. মানুষের গায়ের রং কোন উপাদানের উপাদানের উপর নির্ভর করে? মেলানিন থায়ামিন ক্যলোরিন হিমোগ্লোবিন 45. বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে? তীক্ষ্ দৃষ্টি সম্পন্ন চোখের সাহায্যে ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্নয় করে সৃষ্ট শব্দের প্রতিধ্ধনি শুনে অলৌকিক ভাবে |
No comments:
Post a Comment
Thanks for visiting.