Sunday, March 18, 2012

29th BCS Preliminary Question


61.  সবচেয়ে শক্তিশালি সৌর চুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে
      যুক্তরাষ্ট্র
      ভারত
      নেপাল
      জাপান
62.  ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি তৈরি হয়
      বিদুৎ
      তাপ
      চুম্বক
      কিছুই না
63.  যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তূ ভর সংখ্যা সমান না তাদেরকে কি বলে
      আইসোটোপ
      আইসোটোন
      আইসোমার
      আইসোবার
64.  চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন
      বায়ুমন্ডলীয় প্রতিসরনে
      আলোর বিচ্ছুরনে
      অপাবর্তনে
      দৃষ্টিভ্রমে
65.  লাল আলোতে নীল রংয়ের বস্তু তেমন দেখায়
      বেগুনি
      সবুজ
      হলুদ
      কালো
66.  বৈদুতিক ভাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি
      সংকর ধাতু
      সীসা
      টাংস্টেন
      তামা
67.  জারন বিক্রিয়ায় কি ঘটে
      ইলেকট্রন গ্রহন
      ইলেকট্রন আদানপ্রদান
      ইলেকট্রন বর্জন
      শুধু তাপ তৈরি হয়
68.  নিচের কোনটি ক্ষারকীয় পদার্থ
      P4O10
      Mgo
      Co
      Zno
69.  কোন ধাতু পানি অপেক্ষা হালকা
      ম্যগনেসিয়াম
      ক্যালসিয়াম
      সোডিয়াম
      পটাসিয়াম
70.  পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার হয়
      সোডিয়াম
      পটাসিয়াম
      ম্যাগনেসিয়াম
      জিংক
71.  সুষম খাদ্যর উপাদান কয়টি
      ৪ টি
      ৫ টি
      ৬ টি
      ৮ টি
72.  কোন বিজ্ঞানি রোগ জিবানু তত্ত্ব আবিস্কার করেন
      ডারউইন
      লুইপাস্তুর
      প্র্রিস্টলি
      ল্যাভয়েসিয়ে
73.  গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
      উষ্ণতা থেকে রক্ষার জন্য
      অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
      আলো থেকে রক্ষার জন্য
      ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য
74.  পৃথিবির প্রথম বানিজ্যক যোগাযোগ কৃতিম উপগ্রহ কোনটি
      আলিবার্ড হল
      এস্ট্রোলার হল
      ত্তবেরি হল
      কসমস
75.  সূর্য পৃষ্টের উত্তাপ কত?
      ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
      ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
      ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
      ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড 

No comments:

Post a Comment

Thanks for visiting.