- ...ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন বিপ্লবী লীলা নাগ, যিনি ১৯২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে এমএ পাশ করেন?
- ... হরপ্পা রবি নদী তীরবর্তী বিস্তৃত এলাকার কারণে প্রত্নবিদদের কাছে বেশ পরিচিত ছিল, কিন্তু ১৯২২ সালে মহেঞ্জোদড়ো আবিস্কাররের পূর্বে সিন্ধু সভ্যতার এই গুরুত্বপূর্ণ শহরের প্রকৃত তাৎপর্য সবার কাছে অজ্ঞাত ছিল?
- ... যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে ১৯৬৯ সালে দ্বিতীয়বারের মত সুরারোপ করেন আলতাফ মাহমুদ, যা জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল?
- ...১৭৭০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল বাংলার ইতিহাসে সব থেকে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি এবং বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু ঘটেছিল ১৭৭০ এবং তার পরবর্তী বছরগুলিতে?
- ...বিজ্ঞানীগণ আশংকা করছেন যে বাংলাদেশের উত্তরে অবস্থিত বাঙালি নদী, যমুনা নদীর সাথে মিশে যেতে পারে এবং এর ফলে ১০০,০০০ হেক্টর এলাকা হারিয়ে যেতে পারে?