- ... ফরাসি সরকার ১৯২৮ সালে পরিবর্তনশীল নক্ষত্রের ওপর তার কাজের জন্য যশোর জেলার একজন কেরানী রাধাগোবিন্দ চন্দ্রকে OARF (Officer d'Academic Republic Francaise) পদক প্রদান করে?
- ... আরতি সাহা প্রথম এশীয় মহিলা সাঁতারু যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
- ... ১৯২০ সালে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তৈরি করেন কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন এবং ১৯২৯ সালে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছিল?
- ... মাচু পিচু ইনকা সভ্যতার এক দুর্গ নগরী, যা সমুদ্রপৃষ্ট থেকে ২৪০০ মিটার উচ্চতায় অবস্থিত?
- ... কিছু ঝুমঝুমি সাপ আছে যেগুলো ডিম পাড়ার বদলে সরাসরি বাচ্চা সাপের জন্ম দেয়?