Tuesday, July 17, 2012

স্থানীয় সরকার ব্যবস্থা

স্থানীয় সরকার ব্যবস্থাস্থানীয় সরকার বলতে কোন একটি নির্দিষ্ট এলাকায় সেই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসনকে বুঝায় যা কেন্দ্রীয় সরকারেরই একটি সমপ্রসারিত অংশ৷ যেমন - পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও এদের সাথে সংযুক্ত অন্যান্য সংস্থার কার্যকলাপ ও রীতিনীতিকে বোঝায়৷ এ সমস্ত সংস্থা কোনো নির্দিষ্ট এলাকা বা স্থানের সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে৷ স্থানীয় সরকার ব্যবস্থা বিভিন্ন শ্রেণীর মানুষের কল্যাণের জন্য নানারকম সেবামূলক কাজের পরিকল্পনা ও পরিচালনা করার এক মাধ্যম বিশেষ৷ এই সংস্থার পরিচালনাকারী কর্তৃপক্ষ স্থানীয়ভাবে নির্বাচিত বা মনোনীত হয়ে থাকে৷ স্থানীয় সরকার ব্যবস্থা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ওপর থেকে ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যকে একটি সুনির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নিম্নতর পর্যায়ে ক্রমে হস্তান্তর করা হয়৷ এ প্রক্রিয়ার সাথে জড়িত প্রতিটি স্তর একে অপরের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকে এবং এদের সকলের কাজের মধ্যে সমন্বয় থাকে৷ 

স্থানীয় সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা

গণতন্ত্রকে শক্তিশালীকরণ এবং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা ব্যাপক৷ বাংলাদেশ গ্রাম প্রধান দেশ৷ গ্রামের উন্নয়ন ভিন্ন বাংলাদেশের উন্নয়ন কখনো সম্ভব নয়৷ আর এই উন্নয়ন কেন্দ্রীয়ভাবে শুধুমাত্র সরকারের পক্ষে অসম্ভব৷ এ কারণে বাংলাদেশের সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে গ্রাম পর্যায়ে 
পৌঁছে দেওয়ার জন্য গঠন করা হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা৷ যার দ্বারা তৃণমূল পর্যায়ের সকল কর্মকান্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে৷ যে সকল কারণে স্থানীয় সরকার ব্যবস্থা প্রয়োজন:

১. 
গ্রামীণ এলাকার প্রতি সরকারের দৃষ্টি দান: স্থানীয় সরকার ব্যবস্থা গঠনের মূল উদ্দেশ্য হলো গ্রামীন জনগণের ভাগ্য উন্নয়নে দৃষ্টি দান৷ যেমন, কৃষি উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন ইত্যাদি৷
২. 
দ্রুত ও সহজ বিচার ব্যবস্থা: বিচার ব্যবস্থাকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেবার জন্য উপজেলা পর্যায়ে ফৌজদারী কোর্ট স্থাপন করা, ছোট-খাট অপরাধের বিচারের জন্য সালিসীর ব্যবস্থা করা যাতে গ্রামীন জনগণ সহজেই আইনের আশ্রয় গ্রহণ করতে পারে, তাদের শহরমুখী হতে না হয়৷
৩. 
গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন: সামাজিক সমস্যা নিরসন যাতে অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ সুগম হয়৷ পল্লী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন, সরকারি অফিসের শাখা সম্প্রসারণ, বিভিন্ন উন্নয়ন নীতি নির্ধারণ, যেখানে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে৷ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি যাতে গ্রামীণ নেতৃত্ব বিকাশের সুযোগ থাকে৷

শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা তৃ
মূল পর্যায়ে গনতন্ত্র প্রতিষ্ঠিত করতে সহায়তা করে৷ স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা এবং সকল কার্যক্রমে জনগণের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করতে সাহায্য করে৷ জণগণের সাথে সরকারের নিবিড় সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যকে সামনে রেখেই স্থানীয় সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে৷