Network Topology
Network Topology: Work Station ও Server সমূহকে পরস্পরের সাথে যুক্ত করার পদ্ধতিকে Network Topology বলে।
Network Topology কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- Bus Topology
- Star Topology
- Ring Topology
- Tree Topology
- Mesh Topology
- Hybrid Topology
এই Topology-তে Work Station ও Server সমূহ একটি মূল লাইন যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় তার সাথে সরাসরি যুক্ত থাকে। এই Topology তে অনেক ডাটা বিট সংঘর্ষ হয়। ম্যাসেজ পাঠানোর জন্য ওয়ার্ক ষ্টেশন ম্যাসেজকে বাসে পাঠায় । ম্যাসেজটি যে ওয়ার্ক ষ্টেশনের সে ম্যাসেজটি গ্রহণ করে। নেট ওয়ার্ক সম্প্রসারণ সহজ।
Bus Topology |
Star Topology
এই Topology তে একটি কেন্দ্রীয় Hub এর সাথে সকল সার্ভার ও ওয়ার্ক ষ্টেশন যুক্ত থাকে। ম্যাসেজ পাঠানোর জন্য ওয়ার্ক ষ্টেশন ম্যাসেজকে Send করলে তা হাবের মাধ্যমে নির্দিষ্ট ওয়ার্ক ষ্টেশনে পৌঁছে । Bus topology-র তুলনায় এই টপোলজিতে বিট সংঘর্ষ কম। নেট ওয়ার্ক সম্প্রসারণ সহজ।
Star Topology |
Ring Topology
এই টপোলজিতে হোস্ট ও সার্ভারসমূহ এমন অনুক্রমিক ভাবে সংযুক্ত থাকে যেন প্রথমটির দ্বিতীয় প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে , দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে এভাবে সর্বশেষটির দ্বিতীয় প্রান্ত প্রথমটির প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে। টোকেন রিং পদ্ধতিতে হয় ঘড়ির কাঁটার দিকে না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ডাটা প্রেরণ করা যায়। যার কাছে টোকেন থাকে সে ডাটা প্রেরণ করতে পারে। ম্যাসেজটি ওয়ার্ক ষ্টেশন ওয়ার্ক ষ্টেশন ঘুরতে থাকে । কোন ওয়ার্ক ষ্টেশন যদি দেখে যে ম্যাসেজটি তার জন্য না তা হলে সে প্যাকেটটিকে পরবর্তী ওয়ার্ক ষ্টেশনে প্রেরণ করে। এভাবে যে ওয়ার্ক ষ্টেশনের জন্য Packet টি সেখানে পৌঁছে।
Star Topology |
Tree Topology
Hybrid Topology
Hybrid Topology |