Sunday, May 20, 2012

৩৩তম বিসিএস পরীক্ষা

৩৩তম বিসিএস পরীক্ষা১ জুন বসছে ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসর। বিগত পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষস্থান অধিকারী বিসিএস ক্যাডাররা তৈরি করে দিচ্ছেন মডেল টেস্ট
বাংলা
১। বাংলা ভাষার মধ্যযুগের বিস্তৃতিকাল কত?
ক. ৬৫০-১২০০ খ্রি. খ. ১২০১-১৮০০ খ্রি.
গ. ১৫০১-১৬০০ খ্রি. ঘ. ১২০১-১৫০০ খ্রি.
২। বাংলা সাহিত্যে 'সাহিত্য বিশারদ' কার উপাধি?
ক. আব্দুল করিম খ. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. মোতাহার হোসেন চৌধুরী ঘ. আবুল ফজল
৩। 'লাইলী মজনু' কাব্যের অনুবাদক হলেন_
ক. কৃত্তিবাস ওঝা
খ. সৈয়দ সুলতান
গ. দৌলত উজির বাহরাম খান
ঘ. আলাওল
৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি দেওয়া হয় কত সালে?
ক. ১৯৩২ খ. ১৯৩৬
গ. ১৯৪০ ঘ. ১৯৪৪
৫। জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. রাখালী খ. সোজন বাদিয়ার ঘাট
গ. ধানক্ষেত ঘ. নকশী কাঁথার মাঠ
৬। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কী?
ক. সংবাদ প্রভাকর খ. দিগদর্শন
গ. সমকাল ঘ. বঙ্গদর্শন
৭। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে?
ক. শাহেদ আলী খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আবুল মনসুর আহমদ ঘ. শওকত ওসমান
৮। 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দিন
ঘ. শওকত ওসমান
৯। 'কল্লোল' পত্রিকার প্রথম প্রকাশকাল হলো_
ক. ১৯৩১ সাল খ. ১৮৪৩ সাল
গ. ১৯১৪ সাল ঘ. ১৯২৩ সাল
১০। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী খ. মুক্তি
গ. পদ্ম গোখরো ঘ. বিদ্রোহী
১১। 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম ঘ. জসীমউদ্দীন
১২। 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন_
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. প্রমথ চৌধুরী
ঘ. মাহবুবুল হক
১৩। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা হতে?
ক. সংস্কৃত খ. পালি
গ. প্রাকৃত ঘ. অপভ্রংশ
১৪। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন_
ক. মধুসূদন দত্ত খ. নবীনচন্দ্র সেন
গ. কায়কোবাদ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ
ঘ. মীর মশাররফ হোসেন
১৬। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
ক. মহাভারত খ. মহাশশ্মান
গ. মেঘনাদবদ ঘ. অশ্রুমালা
১৭। মাইকেল মধুসূদনের জন্ম কবে?
ক. ১৮২২ খ. ১৮২৪
গ. ১৮২৯ ঘ. ১৮৩২
১৮। 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. অগি্নবীণা খ. বিষের বাঁশী
গ. দোলনচাঁপা ঘ. বাঁধনহারা
১৯। 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মোহিতলাল মজুমদার
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মীর মশাররফ হোসেন
২০। রিকশা>রিশকা এটি কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জন বিকৃতি খ. বিষমী ভবন
গ. ধ্বনি বিপর্যয় ঘ. ব্যঞ্জনচ্যুতি
২১। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
২২। 'ব্যাঙের সর্দি'_ অর্থ কী?
ক. রোগ বিশেষ খ. সম্ভাব্য ঘটনা
গ. অসম্ভব ঘটনা ঘ. প্রতারণা
২৩। শব্দ ও ধাতুর মূলকে বলে_
ক. প্রকৃতি খ. ধাতু
গ. বিভক্তি ঘ. কারক
২৪। কোনটি সূর্যের প্রতিশব্দ নয়?
ক. আদিত্য খ. দিবাকর
গ. তপন ঘ. সুধাকর
২৫। বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. শব্দ খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. ভাষা

মহিদুল ইসলাম চৌধুরী
মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকারী
বিসিএস ট্যাক্স
২৯তম বিসিএস পরীক্ষা







উত্তরমালা
৩৩তম বিসিএস পরীক্ষার মডেল টেস্ট : বাংলা
১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. খ।

No comments:

Post a Comment

Thanks for visiting.