এই
লেখাটিতে প্রধানত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর বড় প্রশ্নগুলোর জন্য
অতি গুরুত্বপূর্ণ কিছু ‘বেসিক
টপিক’ শেয়ার করা হয়েছে। যারা ইতোমধ্যে নিজেকে পরীক্ষার জন্য ভালোমতোই প্রস্তুত করে
ফেলেছেন তারা নিচের টপিকগুলো পড়া হয়েছে কিনা শুধুমাত্র মিলিয়ে দেখতে পারেন, লেখাটাকে তেমন গুরুত্ব দেয়ার
দরকার নেই। আর যারা এখনো মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, তারা হাবুডুবু খাওয়ার ফাঁকে
ফাঁকে নিচের টপিকগুলো যত্নের সাথে পড়ে ফেলুন। কেননা এই বেসিক টপিকগুলো না পড়ে
পরীক্ষার হলে উপস্থিত হওয়া মোটেই বুদ্ধিমানের মতো কাজ হবেনা।
@বাংলাদেশ বিষয়াবলীঃ ১ম পত্র
১। বাংলাদেশের অভ্যুদয়ঃ ১৯৪৭-১৯৭১ পর্যন্ত সমস্ত
ঘটনা প্রবাহ। মুক্তিযুদ্ধের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারন। অর্থাৎ
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, ভাষা আন্দলোনের ভূমিকা প্রভৃতি।
২।
বাংলাদেশের অর্থনীতিঃ তৈরী পোশাক, জনশক্তি রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ (FDI=
Foreign Direct Investment), কৃষি, শিল্পায়ন
প্রভৃতি সেক্টরের বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা/ গুরুত্ব, এই সেক্টরগুলোর সমস্যা, সম্ভাবনা, সমস্যার প্রতিকার।
৩।
বাংলাদেশের বিদ্যমান সমস্যা সমূহঃ জনসংখ্যা সমস্যা, জ্বালানী/ বিদ্যুৎ সংকট, জলবায়ু পরিবর্তন/ বৈশ্বিক
উষ্ণায়নের প্রভাব, দুর্নীতি, সড়ক দুর্ঘটনা এরকম বর্তমানে
বাংলাদেশে বিদ্যমান সমস্যা সমূহ।
৪।
সংবিধান থেকে ১টা বড় প্রশ্ন
**বিগত বছরের প্রশ্নের আলোকে দেখা যায় উপরের ৪টা ক্যাটাগরি
থেকে সাধারনত বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্র পরীক্ষায় ৪টা
বড়
প্রশ্ন
করা হয়।**
এছাড়া
আরও কিছু বিষয় থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসতে দেখা যায়। যেমন-
§ খাদ্য নিরাপত্তা
§ মানব সম্পদ উন্নয়ন
§ পানি সম্পদ
§ জাতীয় শিক্ষানীতি
§ SAARC
§ প্রাকৃতিক দুর্যোগ/ দুর্যোগ
ব্যাবস্থাপনা
§ বাংলাদেশের অবস্থান, সীমানা, ভূ-প্রকৃতি
@বাংলাদেশ বিষয়াবলীঃ ২য় পত্র
১। সংবিধানঃ
নিঃসন্দেহে
বলা যায় সংবিধান প্রথম অবস্থায় অন্য ১০টা বিষয়ের মতো ‘জলবৎ-তরলং’ কোন বিষয় নয়। আর
তা নয় বলেই, প্রস্তুতির
ক্ষেত্রে ‘সংবিধানের গুরুত্ব বিচারে’ এটা বিশেষ মনোযোগ এবং পরিশ্রমের দাবী রাখে।
অনেকেই বলেন সংবিধান পড়তে ভালো লাগেনা, কঠিন লাগে ইত্যাদি। তাদেরকে বলবো , এইসব পড়ালেখা কারোই বিশেষ
ভালো লাগেনা, কিন্তু
কিছু করারও তো নেই, না!
বিশেষ কোন লক্ষ্য অর্জন করতে হলে এই চরম প্রতিযোগিতার বাজারে চরম পরিশ্রমের কোন
বিকল্প নেই, সেখানে
নেই কোন ইচ্ছার মূল্য। এত ভণিতা করছি শুধু ১টা সহজ সত্য প্রতিষ্ঠিত/বয়ান করার
জন্য। আর তা হলো, পরীক্ষায়
সংবিধানের সকল প্রশ্নের উত্তর করা জরুরী এবং তার জন্য শর্টকাট কোন উপায়ও (অন্তত)
আমার জানা নাই।
নিচের
৩টা টপিক থেকে সাধারনত ১টা বড় প্রশ্ন বিভিন্ন সময় লিখিত পরীক্ষায় এসেছে।
§ রাষ্ট্র পরিচালনার মূলনীতি
সমূহ
§ মৌলিক অধিকার
§ সংশোধনী সমূহ (১৫তম
সংশোধনীসহ)
বাকী
প্রশ্নগুলোর জন্য তেমন কোন ধারাবাহিকতা অনুসৃত হয়নি। যেমন-
§ নির্বাচন কমিশন গঠন ও উহার
কার্যাবলী (৩২তম)
§ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত
হবার যোগ্যতা ও অযোগ্যতা এবং মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া (৩১তম)
§ জরুরি অবস্থা জারি সংক্রান্ত
বিধান (৩০তম)
§ অর্থবিল এবং এর অনুমোদন
প্রক্রিয়া (২৯তম)
§ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, গঠন, কার্যপ্রণালী ও এখতিয়ার
(২৯তম)
এরকম
আরও কিছু নতুন নতুন প্রশ্ন প্রত্যেকবারই করা হয় যেগুলো আগে কখনোই আসেনি। তাই
এক্ষেত্রে ধারনা করা সম্ভব নয় কোন কোন অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার
মতো। যেটা দরকার তা হলো সংবিধানের উপর সার্বিক প্রস্তুতি। সংবিধানের সূচীপত্র
ো
সংবিধান কয়েকবার ভালমতো রিডিং দিয়ে প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখুন। সূচ
প্রথমেই মুখস্থ/আত্মস্থ/নিজস্ব কোন পদ্ধতি অবলম্বন করে আয়ত্ত করে নিন এবং পুরোপত্র আপনার
াকলে লাভ হবে ৩টা। প্রথমত, যেকোন টীকার উত্তর দেয়া সম্ভব হবে।
নিয়ন্ত্রণে থা
্বিতীয়ত, যেকোন
দ্বি
ড় প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে। তৃতীয়ত, সংবিধান ব্যতীত অন্য কোন প্রশ্নেও
ব
ংবিধানের প্রাসঙ্গিক অনুচ্ছেদ দিয়ে দেয়া সম্ভব হবে। এর চেয়ে সহজ কোন পন্থা আমার
সংজানা নাই। আমি নিজে এভাবেই সংবিধানের প্রস্তুতি নিয়েছি এবং সেই অভিজ্ঞতাই আপনাদের
, পরীক্ষায় সংবিধান থেকে যে
সাথে শেয়ার করলাম। সবার আগে নিজের মাইন্ড সেট করে নিন
্রশ্নই করুক না কেন আপনি তার উত্তর করবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, দেখবেন একসময় সংবিধান
প্র
জলবৎ-তরলং’ মনে না হলেও খুব একটা কঠিন লাগবেনা।
‘
২। বড় প্রশ্নের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকঃ
§ বাংলাদেশের সমুদ্র বিজয়
§ স্থানীয় শাসন/ স্থানীয় সরকার
ব্যবস্থা
§ বাংলাদেশের পররাষ্ট্রনীতি
§ MDG’s এবং বাংলাদেশের অর্জন
§ জাতিসঙ্ঘ ও বাংলাদেশ
§ বাংলাদেশ-ভারত সম্পর্কের
সর্বশেষ অবস্থা, বাংলাদেশ-মার্কিন
সম্পর্ক, বাংলাদেশ-মায়ানমার
সম্পর্কের বিভিন্ন দিক (রোহিঙ্গা ইস্যু সহ)
§ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা
§ বাংলাদেশে সিভিল সোসাইটির
ভূমিকা
§ বাংলাদেশে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির ভূমিকা
§ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন
§ বাংলাদেশে NGO’s সমুহের ভূমিকা
§ PPP
(Public Private Partnership), PRSP (Poverty Reduction Strategy Paper), পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বাজেট ২০১২-২০১৩, আদমশুমারী ২০১১
§ পদ্মা সেতুর ভবিষ্যৎ, শেয়ার বাজার পরিস্থিতি, পরবর্তী নির্বাচন কোন
পদ্ধতিতে হওয়া উচিত?
যদিও
এখানে অনেকগুলো টপিক বাংলাদেশ বিষয়াবলী ১ম ও ২য় পত্রে আলাদা আলাদা ভাবে দেখানো
হয়েছে তথাপি এগুলো যেকোন পত্রেই আসতে পারে। আর একটা কথা, ৩১ তম’তে বাংলাদেশ বিষয়াবলী
২য় পত্রে এবং ৩২ তম’তে বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্রে মানবণ্টন ও প্রশ্নের সংখ্যাই
ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হওয়ায় এই ধরনের প্রশ্নপত্রে উত্তর করার জন্য প্রস্তুতির
পরিধি তথা টপিকের সংখ্যা বৃদ্ধির বিকল্প নেই।
@আন্তর্জাতিক বিষয়াবলী
বিগত
বছরের প্রশ্ন থেকে দেখা যায়, এই
অংশে “বাংলাদেশ সম্পর্কিত আন্তর্জাতিক বিষয়াবলী”র উপর বিশেষ গুরুত্ব দিয়ে কিছু
প্রশ্ন করা হয়। যেমন- বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশ-মায়ানমার সম্পর্ক, জাতিসঙ্ঘের শান্তি মিশনে
বাংলাদেশের ভূমিকা বা এরকম আরও কিছু প্রশ্ন আসতে দেখা যায়। সেক্ষেত্রে বাংলাদেশ
বিষয়াবলী ১ম ও ২য় পত্রের টপিক গুলো থেকেই আন্তর্জাতিক অংশে কিছু প্রশ্ন আসতে পারে।
আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকঃ
§ জাতিসঙ্ঘ
§ আরব বসন্ত ও আরব বিশ্বের
বর্তমান পরিস্থিতি
§ জলবায়ু পরিবর্তন/ বিশ্ব
উষ্ণায়ন/ গ্রীন হাউস এফেক্ট/ জলবায়ু সম্মেলন সমূহ
§ বিশ্ব অর্থনৈতিক মন্দা, Euro
Zone Crisis
§ Globalization
§ SAARC এর ভূমিকা
§ NAM,
Commonwealth, OIC
§ MDG’s
লক্ষণীয়
যে, জাতিসঙ্ঘ,
MDG’s, SAARC এর
ভূমিকা, জলবায়ু
পরিবর্তন/ বিশ্ব উষ্ণায়ন প্রভৃতি বিষয়গুলো বাংলাদেশ বিষয়াবলী ১ম ও ২য় পত্র এবং
আন্তর্জাতিক বিষয়াবলী সকল পরীক্ষাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ।
উপর্যুক্ত
৩টা পত্রের টপিকগুলো পড়া থাকলে বাংলা বা ইংরেজি রচনার জন্য আলাদা প্রস্তুতির দরকার
হয়না শুধুমাত্র সাহিত্যমান বজায় রেখে লিখতে পারলেই হলো।
যেকোন
ধরনের সমালোচনা, জিজ্ঞাসা, পরামর্শ সাদরে গৃহীত হবে।
সবার জন্য শুভকামনা রইলো।
সামিউল আমিন
বিসিএস
(প্রশাসন)
মেধাস্থানঃ
৭ম
৩১ তম
বিসিএস