Thursday, September 27, 2012

The Daily Ittefaq | বস্তিতে আগুন ও ঝুঁকিপূর্ণ বসবাস | News



বস্তিতে আগুন ঝুঁকিপূর্ণ বসবাস

রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১২, আশ্বিন ১৪১৯

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুনবাড়ি খাল হাতির ঝিল রাস্তা সংলগ্ন একটি বস্তিতে আগুন লাগে গত বৃহস্পতিবার ইহাতে ছয় শতাধিক বাড়িঘর ভস্মীভূত হয় আহত হন অর্ধ শতাধিক মানুষ তবে এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায় নাই এই অগ্নিকান্ডে দেড় সহস্রাধিক বস্তিবাসী গৃহহীন হইয়াছেন তাহাদের আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ফায়ার বিগ্রেডের লোকজন প্রাথমিকভাবে গ্যাসের চুলার আগুন অথবা শর্ট সার্কিট হইতে এই আগুনের সূত্রপাত বলিয়া ধারণা করিতেছেন তবে একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ হইতে জানা যায়, দ্বিতল তিনতলা টিনের বাড়ি ঘেঁষিয়া তৈরি একটি পোশাক কারখানার পাশে ঝুটের স্তূপে আগুন লাগিলে তাহা দ্রুত টিনের বাড়িতে ছড়াইয়া পড়ে অতঃপর গ্যাসলাইনের সংস্পর্শে আসিয়া তাহা আরও তীব্র আকার ধারণ করে যেভাবেই আগুন লাগুক না কেন এই ঘটনাটি দুঃখজনক ইহাতে দরিদ্র বস্তির মানুষ নিঃস্ব হইয়া পড়িয়াছেন এখন তাহাদের পুনর্বাসনে যথাসম্ভব সকল কিছুই করিতে হইবে

বেগুনবাড়ি বস্তির একজন বাসিন্দার অভিযোগ হইল, জমি দখল করিতে পরিকল্পিতভাবে আগুন ধরাইয়া দেওয়া হইয়াছে এই অভিযোগ সত্য কিনা আমরা জানি না তবে এই রাজধানীর বুকে এমনতর ঘটনা যে ইতোপূর্বে অনেক ঘটিয়াছে তাহাতে কোন সন্দেহ নাই সাধারণত ঢাকায় যেসব বস্তি আছে তাহার অধিকাংশই গড়িয়া উঠিয়াছে সরকারি বা কোন প্রতিষ্ঠানের জমির উপর তাহার পর দখলদারি বজায়, সাময়িক অর্থনৈতিক লাভ, প্রান্তিক মানুষের আবাসনের চাপ ভবিষ্যতের কথা চিন্তা করিয়া বস্তি গড়িয়া তোলা হইলেও একসময় নানা কারণে এই জমি উদ্ধার করা কঠিন হইয়া পড়ে বস্তির জমির মালিকানা নিয়াও দেখা দেয় দ্বন্দ্ব বিবাদ তখন প্রতিপক্ষ গ্রুপ বা একক মালিকানা দাবিকারী ব্যক্তি জমি উদ্ধারের স্বার্থে বস্তিতে আগুন লাগাইয়া দেয় বা দিতে পারে ইহাতে অসহায় বস্তিবাসীর অনেকেই হতাহত হয় এবং জীবনের শেষ সম্বলটুকু হারাইয়া পথে বসিয়া যায় খোলা আকাশের নিচে বসবাস করিয়া তাহারা মানবেতর জীবন যাপন করে

বেগুনবাড়ির যে বস্তিটি আগুনে ভস্মীভূত হইয়া গেল, সেইখানে যাহারা বসবাস করিতেন তাহাদের অধিকাংশই গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস বা তৈরি পোশাক এক্ষণে দেশের প্রধান রফতানি শিল্প হইলেও আমরা ইহার শ্রমিকদের জীবন মানোন্নয়নের ব্যাপারে সত্যিই উদাসীন ইহাছাড়া বস্তিতে থাকে রিক্সাচালক, কাজের মহিলাসহ বিভিন্ন শ্রেণীর নিম্নআয়ের মানুষ কর্মজীবী এইসব মানুষের সামগ্রিক উন্নয়নে বা তাহাদের ন্যায্য অধিকার প্রদানে আমরা বরাবরই অনাগ্রহী তাই এই সমস্যার কোন কুল-কিনারা হইতেছে না

বস্তুত বস্তি এলাকা ঘনবসতি সংকীর্ণ হওয়ায় নানা দিক দিয়াই ইহা ঝুঁকিপূর্ণ এখানে যেভাবে গ্যাস-বিদ্যুতের সংযোগ লাইন দেওয়া হয় তাহা বিপজ্জনক অনেক সময় এই লাইন দেওয়া হয় চোরাই পথে ফলে বিপদের আশংকা সব সময়ই থাকে তাহাছাড়া বস্তিগুলি মাদকের বিস্তার, নানা অপরাধমূলক অসামাজিক কর্মকান্ডের জন্য পরিচিত এগুলি সুস্থ-স্বাভাবিক জীবনের অনুকূল নহে এইভাবে বস্তিগুলিকে ঝুঁকিমুক্ত না করিতে পারিলে এইখানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিতে থাকাই স্বাভাবিক এই ব্যাপারে সকলেরই এখন সতর্ক সচেতন হওয়া একান্ত প্রয়োজন

No comments:

Post a Comment

Thanks for visiting.