Monday, January 21, 2013

সরকারের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন - প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে। আর এ জন্য সরকারের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারাই পারেন আমাদের সেই সুযোগ দিতে। অর্থনৈতিক মুক্তির যে উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে।’
বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। তাঁর এই ভাষণ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচার করা হয়। 
প্রধানমন্ত্রী সংঘাতের পথ পরিহার করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন না। তাহলে জাতি আপনাদের কখনোই ক্ষমা করবে না।’ 
প্রধানমন্ত্রী ৩০ মিনিটের ভাষণে প্রায় তিন হাজার শব্দের একটি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যের বেশির ভাগজুড়েই ছিল তাঁর সরকারের চার বছরের বিভিন্ন সফলতার কথা; বিশেষ করে অর্থনীতি, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের চিত্র। বক্তব্যে বিরোধী দলের সমালোচনাও করেন তিনি। তিনি জাতিসংঘে তাঁর উপস্থাপন করা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন মডেল’ প্রস্তাব পাস হওয়া এবং তাঁর মেয়ে সায়মা ওয়াজেদের অটিজম সচেতনতার বিষয়টিও সাধারণ পরিষদে গৃহীত হওয়ার কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণ, দেশের প্রধান দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর ক্ষমতা আঁকড়ে রাখে এবং চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা চালায়। ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়ন করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে। গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন চালাতে থাকে। তিনি বলেন, ‘সেদিন যারা মাইনাস টু ফর্মুলা প্রবর্তন করতে চেয়েছিল, তারা এখনো সক্রিয়। মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে।’ 
ভবিষ্যতে জনগণের সাংবিধানিক অধিকার যেন কোনো মহল কেড়ে নিতে না পারে, সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধী-স্বাধীনতাবিরোধীদের বিচার গণদাবিতে পরিণত হয়েছে। এ দাবিকে অগ্রাহ্য করে বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মাঠে নেমেছে। নৈরাজ্য সৃষ্টি করছে। জামায়াত ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত যত ষড়যন্ত্র করুক, যত অপচেষ্টা করুক, যুদ্ধাপরাধী, মা-বোনদের সম্ভ্রম হরণকারী, বুদ্ধিজীবী হত্যাকারী, ঘরে ঘরে লুটপাট-অগ্নিসংযোগ-নির্যাতনকারীদের বিচার বাংলার মাটিতে হবেই।
প্রধানমন্ত্রী দাবি করেন, নির্বাচনের আগে তাঁর দল যেসব অঙ্গীকার করেছিল, নানামুখী প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য পূরণ করছে। কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্যের চেয়েও বেশি অর্জিত হয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, অর্থনীতি খুব দৃঢ় অবস্থানে আছে। 
বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের ‘রোল মডেল’। এ সময় তিনি চার বছর আগে তাঁর সরকার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। 
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকার কঠোর অবস্থান নিয়েছে। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হয়েছে। দুদক স্বাধীনভাবে কাজ করছে। তদন্তের স্বার্থে দুদক মন্ত্রী, উপদেষ্টা, সাংসদ ও সচিবকে তলব করছে। বারবার জিজ্ঞাসাবাদ করতে পারছে। মামলা দিচ্ছে। তিনি প্রশ্ন করেন, বিএনপি-জামায়াত জোটের সময় কি এমনটা কল্পনাও করা যেত? 
শেখ হাসিনা বলেন, সব অনিয়ম দূর করার স্বার্থে হল-মার্ক ও ডেসটিনির অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে। অর্থ পাচার রোধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও পুঁজিবাজারকে চাঙা করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হয়েছে। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। জনপ্রশাসনকে দক্ষ ও জবাবদিহিমূলক করা হয়েছে। নারীর অধিকার সুরক্ষায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। 
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত চার বছরে ব্যাংকিংসহ সব অর্থনৈতিক কর্মকাণ্ড, সেবা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি—প্রতিটি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করা হয়েছে। সব বয়সী জনগণ এই প্রযুক্তিকে গ্রহণ করেছেন। প্রতিটি ইউনিয়নে ইন্টারনেট সার্ভিস ও তথ্যসেবাকেন্দ্র থেকে প্রতি মাসে ৪০ লাখ গ্রামীণ মানুষ ই-সেবা নিচ্ছেন। থ্রিজি মোবাইল ফোন চালু, ইন্টারনেটের গতি বাড়ানো ও ব্যয় কমানো হয়েছে। ইন্টারনেট গ্রাহকসংখ্যা সাত গুণ বেড়ে প্রায় চার কোটিতে উন্নীত হয়েছে।
বিদ্যুৎ খাত সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, চার বছরে তিন হাজার ৮৪৫ মেগাওয়াট ক্ষমতার ৫৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এখন সর্বোচ্চ ছয় হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনক্ষমতা আট হাজার ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে। পাঁচ হাজার ২৮৭ মেগাওয়াট ক্ষমতার আরও ২৬টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে চুক্তি করা হয়েছে। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শিগগিরই শুরু হবে। তিনি বলেন, গত চার বছরে সরকারি খাতে পাঁচ লাখ ও বেসরকারি খাত মিলিয়ে ৭৫ লাখের অধিক মানুষের কর্মসংস্থান করা হয়েছে। এই সময়ে দারিদ্র্যের হার ১০ শতাংশ কমেছে। বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ডাল, মসলা, তেলবীজ, ফল ও সবজি উৎপাদনে কৃষকদের বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। 
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে করতে পারেনি। তারা ঢাকার মিরপুর ও মাগুরার উপনির্বাচনে ব্যাপক কারচুপি ও সন্ত্রাস করে। তাঁর সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে শক্তিশালী করছে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ তৈরি করা হয়েছে।



পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Tanvir Ahmed
Tanvir Ahmed
২০১৩.০১.১২ ০২:০১
মাননীয় প্রধান মন্ত্রী, শেয়ার বাজারের শত কোটিটাকা, হলমাক, ডেসটিনি, সাগর রুনি ,লিমন,বিশ্বজিত, কালোবিড়াল, পদ্মা সেতু, আর ও অনেক কিসু করেসেন। একটি সরকার যে কত, নিষ্ঠুর এবং বিপজ্জনক হতে পারে—তার বড় প্রমাণ , দেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসনের একটি নজির আমরা দেকেছি । সুশাসন নির্বাসনে চলে গেছে। রাষ্ট্র পরিণত হয়েছে একটি পুতুল খেলার বস্তুতে। দুর্নীতি মুখ্য বিষয়ে পরিণত হয়েছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। মানুষের প্রতিটি মুহূর্ত কাটছে চরম শঙ্কা, উত্কণ্ঠা ও দীর্ঘশ্বাসে। দুর্নীতি, লুটপাট, খুন, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি চূর্ণ হয়ে গেছে। আজ জনগন এ থেকে শিক্ষা নেয়নি । আমাদের মাফ করুন ভোট আর আপনাকে দিয়া জাবে না .......
Engr. Golam Robbani Nayan
Engr. Golam Robbani Nayan
২০১৩.০১.১২ ০২:০৬
Go ahead for corruption free Bangladesh.
Tanvir
Tanvir
২০১৩.০১.১২ ০৩:৩০
No, the present govt. must go ASAP. The country is suffering from many issues - corruption, dirrelction of duty by Hasina, no accountability and lack of security for people, among many others. Hasina failed miserably . We just need change for the betterment of the country.
Reza
Reza
২০১৩.০১.১২ ০৪:৩৬
মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা যদি আরেকবারের জন্য ভোট চাওয়ার পরিবর্তে একটিবার আত্নসমালোচনা করতেন, তাহলে দেশ ও জাতির জন্য অনেক মঙ্গল হতো। অন্তত নিজের ভুলের কিছুটা স্বীকৃতি দিতেন। তাহলে জনগনের মনেও কিছুটা জায়গা করে নিতে পারতেন। কখনো কি আপনি বা আপনার মন্ত্রীপরিষদ শেয়ার বাজারে সর্বস্ব হারানো বিনিয়োগকারীদের হাহাকার শুনেছেন? অথচ, তার পরিবর্তে আপনার অর্থমন্ত্রী এটাকে বারবার ফটকা বাজার বলে বিনিয়োগকারীদের সাথে তামাশা করেছেন। আর আপনার দলের দরবেশ দেরকে দরবেশী চালিয়ে যেতে অবাধ লাইসেন্স দিয়েছেন। তাই যদি না হতো, তাহলে কেন বারেবারে আপনার দল ক্ষমতায় এলেই দরবেশের খুঁটির জোর বাড়ে আর শেয়ার বাজারে কারশাজি করার সুযোগ সে নেয়? এতো গেল শেয়ার বাজারে কথা। এবার আসুন পদ্মা সেতুর প্রসঙ্গে। কেন এতো চেষ্টা করলেন আবুলের দুর্নীতি ঢাকার বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিতে?! বিশ্বব্যাংক তো গেলই গেল, শেষমেষ দুদকের মাধ্যমে জোর খাটিয়ে আবুলকে বাঁচিয়ে আনলেন? কিন্তু কেন? কার জন্য? তাহলে কি আপনি ও এই স্কীমে জড়িত? আপনার সুপুত্র জয়ের ভার্জিনিয়াতে অবৈধ টাকা এয়ারপোর্টে ধরা পড়ার কারনে তার আইনজীবি স্ত্রী তাকে ছেড়ে দিয়েছে, যা কিনা ভার্জিনিয়ার প্রবাসীদের কাছে ওপেন সিক্রেট।
Reza
Reza
২০১৩.০১.১২ ০৪:৩৯
আপনি কেন একটিবারে জন্য দলীয় সংকীর্নতার উর্ধে উঠতে পারলেন না?! ছাত্রলীগের গুন্ডামী যেখানে পুরা দেশবাসীর দ্বারা নিন্দিত হচ্ছিল, কেন আপনি একটিবারের জন্য ও সত্যিকারের কঠোর ভূমিকা গ্রহন করলেন না তাদের গুন্ডামীর পায়ে শিকল পরানোর জন্য?! এভাবে কি জাতির সামনে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনার অমর্যাদা হলো না??
Reza
Reza
২০১৩.০১.১২ ০৪:৪৩
ডঃ ইউনুসকে নিয়ে যে ছেলেখেলায় আপনারা মেতে উঠলেন তাতে সারা বিশ্বের সামনে জাতি হিসেবে আমাদের মাথা হেঁট ই হয়েছে। আর কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে অনুচিত, তা নিয়ে মন্তব্য করে শিশুসুলভ আচরনের মহড়াও আপনার মন্ত্রীরা পুরা জাতিকে শুনিয়েছেন। বিস্ময়ে হতবাক হয়ে যাওয়ার মতোই ব্যাপার!!
shahed
shahed
২০১৩.০১.১২ ০৫:০৪
আবার সুজোগ দেই আর আপনার শেয়ার বাজার লুট করেন, সোনালী, রুপালীরে নিলামে উঠান, তিতাসের উপর দিয়া রোড বানান, ছাএ লীগকে পুলিশের বদলে ইউস করেন। আপনার মিথা কথা আমার শুনতে ভালো লাগে না ।
shofiqur rahman
shofiqur rahman
২০১৩.০১.১২ ০৫:০৬
মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্য সুন্দর ভাষন দিলেন ।এই মুহু্‌র্তে জাতি গভীর আগ্রহ নিয়ে যে বিষযটার আপনার বক্তব্য থেকেআসা করেছিলেনআইন শৃঙ্খলা উন্নতি এবং নির্বাচন নিয়ে যে অচলাবস্হ তৈরী হয়েছে, তার সমাধান । কিন্তু এগুলা নিয়ে আপনি কিছুই বললেন না। তার মানে আপনার দল আরেকটা ১/১১এর পরিবেশ তৈরী করিতেছ। বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্হিতি এত খারাপ যেটা প্রতিনিয়ত দেখা যাচ্ছে, গুম, হত্যা, এবং ছাত্রলীগের হিংস্র কর্মকান্ড দিন দিন বৃদ্বি পাচ্ছে । অর্থনীতি নিয়ে গর্ব করার আপনার সরকারের কিছুনেই, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, সংগে আ্মাদের গার্মেন্টেস এর পরিশ্রমী শ্রমিকরা । অতচ প্রবাসীরা দেশে গেলে সবচেয়ে বেশী হয়রানীর শিকার হয় দলীয় সন্ত্রাসীদের হাতে এবং গার্মেন্টেস শ্রমিকদের জীবন কত মানবেতর ভাবে চলছে অল্প বেতনের কারনে। শিক্ষাও আপনার দলের কৃতিত্ব কেউ মানবে না এটা ব্যক্তির সততার ফসল যার সম্মান পাওয়নার অধিকার একমাত্র শিক্ষামন্ত্রীর । দুর্নিতী দমন কমিশন নিরপেক্ষভাবে কাজ করিতেছে আপনার বক্তব্য, তাহলে দুই আবুল এখনও গ্রেফতার কেন হলো না, কার ইঙ্গিত, তা বন্ধ । শেয়ার কেলেঙ্কারী তদন্ত কেন বন্ধ হয়ে গেল, দুর্নিতি দমন কমিশন তদন্ত করার সাহস পান নাই কারন শেয়ার কেলেঙ্কারীর সংগে যারা জড়িত তারা মাফিয়াগ্রপ এবং তাদের হাত অনেক লম্বা। পরিশেষে বলতে হয়, রোম যখন আগুনে পুড়িতেছিল নিরু তখন মনের সুখে বাশি বাজাইতেছিল এবং আপনি ঠিক তেমনি আপনার ধারাবাহিক ফিরিস্হ এবং বিরোধী দলকে কিভাবে হেয় করা যায় তাই করে যাচ্ছেন । এটা বিএনপি ক্ষমতায় থাকতে তাই করেছিল।
Shuvo
Shuvo
২০১৩.০১.১২ ০৬:৩১
তার আরেকটি সুযোগ প্রদান করেন যাতে সে গোটা অর্থনীতির ভারতে বিক্রয় করতে পারেন
Sezan
Sezan
২০১৩.০১.১২ ০৭:০১
"তাঁর সরকার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে" Do you still dream the digital Bangladesh...... We are extremely sorry that we do not want digital and artificial ...... we want analog Bangladesh..
Muzahid
Muzahid
২০১৩.০১.১২ ০৭:২৬
কিসের ধারাবাহিকতা 
"খুন, গুম , দুরনিতি, বাকসালি তন্তর, কালবাযারি আর ভারত তসনের? 
আর না , মাপ করেন!
Bappy
Bappy
২০১৩.০১.১২ ০৭:২৮
People of Bangladesh have to understand and look for the developed countries. Why those developed countries maintain a continuation on their presidents or prime minister. As long we the people of bangladesh don't maintain these NO MATTER which party that is (except JAMAT). Hopefully the new generation will understand this matter.
maruf khan
maruf khan
২০১৩.০১.১২ ০৭:৩২
প্রিয় দেশবাসী, আপনারা জানেন এবং অবগত আছেন যে, শুরু থেকেই বিডিআর বিদ্রোহ, বিমানবন্দরের নাম পরিবর্তন, বিরোধীদলীয় প্রধানকে বসত-বাড়িসহ উচ্ছেদ, শতাধিক বিরোধী মতের লোকজনের গুম-নিখোঁজ-খুন নিশ্চিত করা, শেয়ার বাজার ধ্বংস করা, বিনামূল্যে ভারতকে ট্রানজিট দেয়া, ঢাকা শহরকে দুইভাগ করা ও নির্বাচন বন্ধ করে দেয়া, রেলওয়ের 'কালো বেড়াল' খুজে পাওয়ার পরও বেড়ালকে ছেড়ে দেয়া, সোনালীসহ রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেয়া, তিস্তা'র পুরা পানি পশ্চিমবঙ্গ সরকারকে উপহার দেয়া, বিএসএফ সীমান্তে নির্বিচারে বাঙালী হত্যার প্রতিবাদ না করে উল্টা নিজেদের দোষী বলা, সংবিধান বদলে নিজেদের অধীনে পূর্ণ ক্ষমতার্পণ করা, মুখে ডিজিটাল বাংলাদেশের কথা বলে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধ করে দেয়া, পদ্মা সেতুর চিন্হিত দুর্নীতিবাজকে "দেশপ্রেমিক" উপাধি দেয়া....সহ ইত্যাদি ইত্যাদি সবই আপনাদের প্রতি আওয়ামী লীগ সরকারের চার বছরের উপহার এবং এ জাতীয় উপহার আগামী তে নিয়মিত দেবার জন্য আগামীতে আমরা ক্ষমতায় থাকবো। জয় বাংলা।
২০১৩.০১.১২ ০৭:৪১
হ্যা, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঠিকই বলেছেন । তবে সেই ধারাবাহিকতা হতে হবে একটু অন্য মডেলে । ঠিক মাহাথেরী মোহাম্মাদ এর একটা অবিকল প্রতিচ্ছবি ( মানে-সত্যিকার মাহাথেরী, মিথ্যাকার নয় ) এ জাতিকে পুণ:গঠণ করে টানা ৫০ বছর ধারাবাহিকভাবে দায়িত্বপালন করলেই আমরা এগুতে পারব । আপনি এবং উনি দু'জনেই দয়া করে অবসরে যেয়ে আমাদের মুক্তি দিন ।
Aataur Rahman
Aataur Rahman
২০১৩.০১.১২ ০৭:৪৫
Voter of the country will evaluate the total performance of the Government in due time
Sezan
Sezan
২০১৩.০১.১২ ০৭:৫৯
"পাঁচ হাজার ২৮৭ মেগাওয়াট ক্ষমতার আরও ২৬টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন" but do you imagine the cost per unit when all will works....
Tajerul islam sadhin
Tajerul islam sadhin
২০১৩.০১.১২ ০৮:১৪
কিছু অনাকাঙ্খিত ঘটনা ছাড়া সরকার ধারাবাহিক ভাবে দেশের উন্নয়ন চালিয়ে যাচ্ছেন। আমি আশারাখি ভবিষ্যতে উন্নয়ন অব্যাহত থাকবে। বিশেষ করে তিনি বেসরকারী প্রথমিকবিদ্যালয়ের শিক্ষকদের অনেক বছরের দাবী পূরণ করে সব বেসরকারী প্রাথমিকবিদ্যালয় কে সরকারী করে একটি চূরান্ত দূষ্টান্ত স্থাপন করেছেন।
Md. Mahbubur Rab
Md. Mahbubur Rab
২০১৩.০১.১২ ০৮:১৭
আসল কথা হল নির্বাচন মানি, গদিটা আমার।
Abul Abdullah
Abul Abdullah
২০১৩.০১.১২ ০৮:৩০
I think I am an Awamileage supporter and I have given all my vote to them in all elections all the time. But last 4 years the way they handle the country it will be biggest mistake for the nation to give them another chance in power.If Awamileage pass next election the nation will loose every possibility of any hope for the country. Awamileage should not be trusted any more. They miss used the opportunity and trust which public gave them in last election. They brought themselves in the level lower then the BNP's last term. I think we as a public just to keep our hope alive we should avoid Awamileage and give BNP another chance this time if they promise for good governs.
kabir ahmed bahar
kabir ahmed bahar
২০১৩.০১.১২ ০৮:৩৩
এ বছর ত্ত চুরি হলে আরেক বার ক্ষমতায় গিয়ে কি চুরি করবেন ? নির্লজ্জের মত মামার বাড়ীর আবদার !!!!
Mohammad Shah Alam
Mohammad Shah Alam
২০১৩.০১.১২ ০৯:১২
অামরাতো ধারাবাহিকতা রক্ষা করেই একবার অাপনাকে অারেকবার ওনাকে প্রধানমন্ত্রী করি !অাপনারাইতো সেই পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন । তাহলে দোষ কার বলুন তো ??অাপনার মেয়াদ শেষ এখন ওনাকে অাসতে দিন এটাই গনতন্ত্র । মেনে নিন জনগনের ভোটই অাপনাদের ক্ষমতার শিড়ি। জনগনের রায়কে সম্মান দিন । যেটা অাপনার ও অামাদের সকলের জন্য মঙল।
Beauty
Beauty
২০১৩.০১.১২ ০৯:১৬
আমরা যারা সাধারন জনগন আমরা অরাজনৈতিক সরকার চাই শান্তিতে থাকার জন্য জীবনের নিরাপত্তার জন্য । আমরা তথাকথিত রাজনৈতিক নেতাদের সেবার দরকার নেই । যারা আমার গরিব দেশের টাকা আজ আমেরিকা কানাডা বাজেয়াপ্ত করে কারন যারা এটাকার এদেশ থেকে বিদেশে পাচার করেছে তারা ধরা পড়লে টাকার উতস বলতে পারেন না কখনও কখনও টাকা দাবি করতে পর্যন্ত যাননা কারন অবৈধ টাকা দাবি করতে গেলেও বিপদ । আসুন সবাই মিলে আওয়াজ তুলি নেতা নয় উন্নয়ের জন্য আমরা প্রত্যক বড় নেতাকে বছরে ৫০০ শত কোটি টাকা " সেবা না করার ভাতা" দেব যদি তারা আমাদের সেবার দোহাই দিয়ে ক্ষমতায় না এসে চুপচাপ থাকেন । এটাকা খুবই কম , যে পরিমান টাকা দূর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয় আমরা কজন তার হিসাব জানি !! শুধু গত এক বছরে আমাদের এক নেত্রীর অবৈধ ৮.৫ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে আমেরিকা আর কানাডা করেছে ৭.৫ মিলিয়ন ডলার এ টাকার কোন বৈধ উতস টাকার মালিক বলতে পারা তো দুরের কথা ধরা পরার পর টাকা দাবি না করে রাতারাতি পালিয়ে েগছে বাংলাদেশী পাসপোর্ট দেখিয়ে ।
জায়েদ কোরেশী, মস্কো
জায়েদ কোরেশী, মস্কো
২০১৩.০১.১২ ০৯:২৫
নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ জামানত ফেরত পাবে না l
mahamud
mahamud
২০১৩.০১.১২ ০৯:৩০
এখনো অনেক কিছু হজম করা বাকী তাই আরেক বার সুযোগ দরকার।
mahamud
mahamud
২০১৩.০১.১২ ০৯:৩৪
অনেক কষটে বিগত ৫ বছরে এই সরকার বাহির করতে পেরেছে খলেদার ছেলে কোকো ১৪ কোটি টাকা পাচার করেছে।আর এই সরকারের কোন কেলেংকারী হাজার কোটি টাকার কম। যেমন হলমাক, ডেসটিনি, শেয়ার মাকেট। তাহলে বলুন কে বড় .....
Beauty
Beauty
২০১৩.০১.১২ ০৯:৩৭
আমরা সংবিধানিক অধিকার চাইনা, চাইনা কোন অধিকার দয়া করে আমাদের বেচে থাকার অধিকার টুকু দিন সন্ত্রাস চাদাবাজি থেকে মুক্তি দিন আমরা আর কোন রাজনৈতিক নেতার সেবা চাই না । এবার আপনার সেবার হাত থেকে জনগনকে মুক্তি দিন । জনগনকে তাদের ইচ্ছামত পছন্দ মত লোক নির্বাচন করতে দিন । তাহলে আমাদের ছেলেরা আর লাশ হয়ে বাড়ি ফিরবেনা, খালি হবেনা মায়ের বুক, অকালে বিধবা হবেনা কোন কিশোরী -বধু, পুত্রহারা পিতা অপেক্ষায় থাকবেনা গুম হয়ে যাওয়া ছেলের জন্য । আপনি /আপনারা তো আপনাদের ছেলেমেয়েদের বিদেশে রেখেছেন নিরাপদে । আর শত শত মায়ের বুক খালি করছেন প্রতিদিন । যারা করদিচ্ছে দেশের উন্নয়নের জন্য সে টাকা দিয়ে গ্রেনেট কিনে তাদের হত্যা করছেন পাখির মত, নিত্য নতুন অশ্ত্র কিনছেন তাদেরই খুন করতে ।
২০১৩.০১.১২ ০৯:৪০
সবাই সবার জায়গায়ই ঠিক আছেন শুধু ঠিক নেই তাদের কথা এবং আইন।
sayed Ahmed
sayed Ahmed
২০১৩.০১.১২ ০৯:৪২
For What ? Grand corruption ? or

destroy what rest ?
Albert Khan
Albert Khan
২০১৩.০১.১২ ১০:০৫
যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন তা আগে ফেরত আনুন, বিশ্বজিতের জীবন ফেরত দিন, শেয়ার মার্কেটের যে টাকা লুট করেছেন তা ফেরত দিন, বিদ্যুতের দাম আগের অবস্থায় ফেরত আনুন, তেলের দাম আগের জায়গায় ফেরত আনুন, তার পরে চিন্তা করে দেখব আপনাকে ভোট দেওয়া যায় কিনা
mahamud
mahamud
২০১৩.০১.১২ ১০:০৫
বিদ্যুত, গ্যাস, তেলের দাম কত বাড়ালেন সেটা ভাষনে নাই কেন।
২০১৩.০১.১২ ১০:১০
তত্বাবধায়ক সরকার চাই ...
Md. Farid
Md. Farid
২০১৩.০১.১২ ১০:১৩
awmilig is still better than BNP though they need to focus on satro league and corruption
mahamud
mahamud
২০১৩.০১.১২ ১০:১৩
উনি বলেন" বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের ‘রোল মডেল’।" হ !!!! আমেরিকাও এখন চিন্তা করতাছে কিভাবে বাংলাদেশের পযায়ে যাওয়া য়ায়।
Faruq hossain
Faruq hossain
২০১৩.০১.১২ ১০:১৯
We don’t want any greedy Govt again.
নয়ন ১৭
নয়ন ১৭
২০১৩.০১.১২ ১০:২৪
সরকারের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন- মানে? এইসব দুর্নীতি আবার চলবে নাকি? মাফ করবেন আপনাকে ভোট দিয়া আর যাই হোক না ক্যানও দেশের গুনি জনদের আর অপমান করাতে পারবনা।
নয়ন ১৭
নয়ন ১৭
২০১৩.০১.১২ ১০:২৭
এই শীতকালেও দিনে ৪ ঘণ্টা লোড শেদ্দিং হয়। এমন টি কখনও দেখিনি! এসব আবার চলবে নাকি?
Saidur Rahman
Saidur Rahman
২০১৩.০১.১২ ১০:৩৬
জনগণ সরকারের ধারাবাহিকতা বজায় রাখলে, সরকার কি ইচ্ছেমত তেল ও বিদ্যুতের দাম আরো বাড়িয়ে জনগণের টাকা কেড়ে নিয়ে ব্যবসায়ীদের পকেটে ঢোকাবে? ধারাবাহিকতা থাকলে কি আরো অনেক বিশ্বজিতকে প্রাণ হারাতে হবে? ব্যাংক লুটের পরিমাণ কি আরো বেড়ে যাবে? এবারের আড়াই হাজার কোটি টাকার বিপরীতে আগামিতে কি সরকার থেকে বলা হবে ১০ হাজার কোটি টাকা লুট কিছুই না? শেয়ার বাজারে জনগণকে আবার বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে আরো বেশি অংকের টাকা কি লুট করা হবে? ভাই হারিয়ে, ছেলে হারিয়ে কিংবা বোনের সম্ভ্রমহানির বিচার চাওয়ার সুযোগ কি আরো কঠিন হয়ে যাবে? মানুষকে কি আরো অগণতান্ত্রিক কাউন্সিল দেখতে হবে? ধানের দাম না পেয়ে কৃষকের বিপদ কি আরো বেড়ে যাবে? চিকিৎসকরা কি রাজনৈতিক দলের কর্মী হিসেবে দায়িত্বে অবহেলা আরো বেশি করবে? উন্নয়ন বরাদ্দের টাকার অপচয় ৫০% থেকে বেড়ে কি ৮০% হবে। খাসজমি আর নদী দখল কি আরো বেড়ে যাবে? বিশ্ববিদ্যালয়গুলো কি আরো বেশি দিন বন্ধ থাকবে? আদালতে পেন্ডিং মামলার সংখ্যা কি আরো বেড়ে যাবে? সরকার দলীয় লোকদের আইন-শাসনের বাইরে রাখার পুলিশী অঙ্গীকার কি আরো বেড়ে যাবে? বিশেষ বিশেষ ব্যবসায়ীদের কিছুই বলা যাবে না ধরনের ইনডেমনিটির সংখ্যা কি আরো বেড়ে যাবে? গণতান্ত্রিক উত্তরণের পথকে বন্ধ করার জন্যে সংবিধান সংশোধকে কি আরো কঠিন করা হবে? নিজেরা সাম্প্রদায়িক হয়ে অসাম্প্রদায়িক সমাজ গড়ার কপটতা কি আরো শক্ত হবে? সংবিধান ও গণতন্ত্রের নামে ভণ্ডামি কি আরো বেড়ে যাবে?
Pappu (Canada)
Pappu (Canada)
২০১৩.০১.১২ ১০:৪০
একেবারে খাঁটি কথা। সরকারের দুর্নীতির ধারাবাহিকতা রক্ষা করা খুবই প্রয়োজন।তাই এই সরকারকে আবার ক্ষমতা আনার খুবই প্রয়োজন।
mishu
mishu
২০১৩.০১.১২ ১০:৪৩
যেহেতু রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না বরং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন!কি আর করা যাক - কথা দিলাম আমরা আপনাকে আবার আসন উপহার দিব। তবে প্রধানমন্ত্রীর নয়, বিরোধী নেত্রীর আসন।
sajib
sajib
২০১৩.০১.১২ ১০:৪৭
time will say what to do , what not to do!!!!!!!!!!!!!!!!!
mamun bhuyan
mamun bhuyan
২০১৩.০১.১২ ১০:৫৬
if he got any chance ,country will be faced so much problem.
Himu
Himu
২০১৩.০১.১২ ১১:২১
জনগন সিধান্ত নিবে ............।
mahmudul hasan
mahmudul hasan
২০১৩.০১.১২ ১১:২২
digital Bangladesh!!! is this is a kind of fun, what about your Doel Laptop the project is totally a mess,corrupted & unplanned project. just make couple of Website is doesn't mean digital.
২০১৩.০১.১২ ১১:৩০
সরকারের ধারাবাহিকতা থাকলে দেশ ভাল হবে সেটা সকলে আশা করে, কিন্তু বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি হয়ে গেছে সেটার পরিবর্তন না হলে দেশে এক সরকার ধারাবাহিক ভাবে অনেক বছর থাকলেও কোন পরিবর্তন হবে বলে আমি মনে করি না।
২০১৩.০১.১২ ১২:১৪
বাংলাদেশের বর্তমান সাংঘর্ষিক গনতন্ত্রের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ভাষনে আশাব্যঞ্জন কিছুই লক্ষ্য করা যায়নি যেমনটা দেশের মানুষ প্রত্যাশা করেছিল। ১/১১ নিয়ে প্রধানমন্ত্রী যে আশংকার কথা বলেছেন, বর্তমান অমিমাংসীত রাজনৈতিক পরিস্তিতি থেকে উত্তরনের জন্য প্রধানমন্ত্রী ও তার সরকার যদি কোন আন্তরিক উদ্যেগ না নেয় তাহলে ওনার আশংকার সাথে দেশের জনগনের আশংকাও যোগ হবে সন্দেহ নেই । যথারীতি বিরোধী দলের সমালোচনা সরকারের শেষ বছরে এসেও দেশের জনগন কিভাবে গ্রহন করে সেটা ভেবে দেখার সময় এসেছে । আর কোন সরকারের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন সেটা তো বিবেচনা করবে দেশের জনগন ।
Foyezur Rahaman
Foyezur Rahaman
২০১৩.০১.১২ ১২:১৮
এবছর যদি শুধু ধরি চুরি ত আগামীতে সাথে যোগ হবে সিনা জুড়ি। বিপদ থেকে সাবধান !
টুটুল, ফিরোজশাহ, চট্টগ্রাম
টুটুল, ফিরোজশাহ, চট্টগ্রাম
২০১৩.০১.১২ ১২:৩৫
Tajerul islam sadhin@অর্জনের চেয়ে দুর্নীতি, খুন, ধর্ষন, স্বজনপ্রীতি, দ্রব্যমুল্য, ছাত্রলীগের সন্ত্রাস, বিরোধীদলের উপর নিপিড়ন ইত্যাদির পাল্লা ভারি হয়ে উঠছে - 
আর শিক্ষক দের কথা বলছেন, দেখুন খিক্ষকরা অনশন করার অধিকারও পাচ্ছে না তাদের উপর মরিচ স্প্রে এবং এসিডও ছুড়ে মারা হচ্ছে?
Md.Syful Islam
Md.Syful Islam
২০১৩.০১.১২ ১২:৩৮
বর্তমান সরকারের কিছু ব্যর্থতার পাশাপাশি সফলতার পাল্লাটা ও কিন্তু কম নয়।এটা স্বিকার করতে আমরা কেন দ্বিধা করবো ।
Tutul
Tutul
২০১৩.০১.১২ ১২:৪২
বি.এন.পি এখন যা করছে তা সব আওয়ামীলীগেরই শিখানো আন্দোলন, যেমন সংসদে না যাওয়া, জামাতকে সাথে নিয়ে ১৭৩টি হরতাল, তত্বাবধায়ক সরকার - এখন শুধু বাকী আছে লাঘি, লগি বৈঠার আন্দোলনটা বাকী সবই রপ্ত করেছে আওয়ামী লীগ থেকেই
২০১৩.০১.১২ ১২:৪৮
শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকা ফেরত দেন, সোনালী বাংক এর হাজার হাজার কোটি টাকা ফেরত দেন, পদ্দা সেতুর দুরনীতিবাজদের দেশপ্রেমিক না বানিয়ে শাসতি দিন, রেলের কালো বিড়ালদের ধরুন, ডেসটিনি ব্যবসায়ীদের সাজা দিন, ছাএলীগের লাগাম টেনে ধরুন, বিশ্বজিতের খুনীদের ফাসি দিন, বিকাশদের আবার জেলে ভরুন, গুম-হত্যা বন্ধ করুন, সাগর-রুনি সহ সকল খুনের হত্যাকরিদের ধরুন, বিদ্যুতের দাম কমান, স্বজনপ্রীতি করে নিয়োগ / ঘুস গ্রহনে নিয়োগ বানিজ্য বন্ধ করুন তারপর চিন্তা করে দেখব আপনাদের সরকারের ধারাবাহিকতা রাখা যায় কিনা। আর না পারলে, আমরা দু:খিত।
angel
angel
২০১৩.০১.১২ ১৩:২০
আপনি অথবা আপনার সরকার দেশ ও জাতির কি এমন উপকার বা উন্নয়ন করেছেন যে আবার আপনার ক্ষমতায় আসা উচিত ?????????????? বরং তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রবর্তিত করে দেশ ও জাতিকে আরেকটি লাশ উপহার দেয়া থেকে বাঁচান।
মনিরুজ্জামান
মনিরুজ্জামান
২০১৩.০১.১২ ১৩:২০
ভাই টুটুল @ আপনি ঠিক ই ধরেছেন , যে দল আন্দোলনের জন্যও অন্য দলের উপর নিভরশীল, নিজের থেকে কোন আন্দোলনের রূপরেখা ও দিতে পারে না সে রকম একটা অসমর্থ রাজনীতিক দল কে কি আপনি দেশের সরকারে দেখতে চান ? তারা তো সরকারে ও বার্থ হবে ....
মনিরুজ্জামান
মনিরুজ্জামান
২০১৩.০১.১২ ১৩:২৯
সরকারের যেমন বার্থতা আছে তেমনি সাফল্যও অনেক , একজন সাধারণ মানুষ হিসেবে এটা অস্বেকারের কোনো উপায় নাই। বাক্তিগত ভাবে শেখ হাসিনা অনেক সাহসী , বি ডি আর বিদ্রোহ পরবর্তী অবস্থা সামলানো , যুদ্দাপরাধির বিচার শুরু তার ই ফল, মানুষ লিডার হিসাবে তার মত মানুষ দেখতে চায়। এমন কি উইকালিকেস এর ফাস হওয়া তথ্যে ও দেখা যায় তার সাহস .
Shafiq Islam
Shafiq Islam
২০১৩.০১.১২ ১৩:৩৯
We do not like to hear your Lecture. We want Caretaker govt for all party participate in the next general Election. You & your party done enough now we want peaceful election.
Md. Matiur Rahman Palash
Md. Matiur Rahman Palash
২০১৩.০১.১২ ১৩:৪০
মাননীয় প্রধানমন্ত্রী,

২৬৭ আসন!!! কাজ করেননি যাথাযাথ ভাবে। ৩০০ আসন পেলে কে যাথাযাথ ভাবে কাজ করতে পারবেন ?
Muktar
Muktar
২০১৩.০১.১২ ১৩:৪৫
If Bangladeshi people are fool, then they will elected you again.
Anisur
Anisur
২০১৩.০১.১২ ১৪:১৭
আপনি ঠিকই বলেছেন এবং আমি আপনার সাথে একমত যে দেশের উন্নতির জন্য সরকারের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। কিন্তু ম্যাডাম আমি যদি আপনাকে ভোট দেই এবং আপনি যদি আরও পাচ বছর ক্ষমতায় থাকেন। এই পাচ বছরে আমিতো আমার শেয়ার বাজারে হারানো টাকা গুলোতো ফিরে পাবনা। আপনারা তো শিকার ই করেননা শেয়ার বাজার অর্থনীতির কোন আংশ, আমার রাবিশ, ফটকাবাজ,। এই রাবিশ ফটকাবাজ দের ভোট নিশ্চই আপনি আশা করেন না। আমার শেয়ার গুলো আমি ধরে রেখেছি এই আশায় যে আপনি সরে যাবেন এবং আমার শেয়ারের দাম কিছুটা হলেও বারবে।
mohammad mijanur rahman bhuiyan
mohammad mijanur rahman bhuiyan
২০১৩.০১.১২ ১৪:২০
আহারে কি জানি মজা ক্ষমতার। মধুর কথায় মানুষ ভুলবেনা আপনাদের অপকরম।
রিহান্নুম রুবাইয়াত
রিহান্নুম রুবাইয়াত
২০১৩.০১.১২ ১৪:৪০
দেশের পুলিশ সাব ইন্সপেক্টরদের দ্বিতীয় শ্রেণি, ওসিদের প্রথম শ্রেণি, আইজিকে সিনিয়র সচিব, নার্সদের দ্বিতীয় শ্রেণি, রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়- সরকারি যে যা চেয়েছে সব আবদার আপনি পূরণ করেছেন!!!- সকল ক্ষেত্রে অবদানের জন্য মহামান্য প্রেধান্মন্ত্রীকে অনেক শুভেচ্ছা। তবে অনেক ক্ষেত্রে চেইন অব কমাণ্ড ......! আপনার ইচ্ছা পূরণ হোক এই কামনা হরি। 

প্রধান্মন্ত্রীর দরবারে কেউ ফেরেনা খালি হাতে।
Faisal
Faisal
২০১৩.০১.১২ ১৪:৪৯
বর্তমান সরকারের ধারাবাহিকতা থাকলে দেশে আগামী ৫/৭ বছরে পদ্মা সেতুর নির্মানতো দূরেই থাক, ভিত্তিপ্রস্তরও স্থাপিত হবেনা। পদ্মা সেতুর প্রসংগ এখানে গুরুত্বের দাবি রাখে এজন্যে, যে এসেতু নির্মিত হলে দেশের জিডিপি ১-১.৫ শতাংশ স্বাভাবিকভাবে বেড়ে যাবে।
২০১৩.০১.১২ ১৫:০৩
মাননীয় প্রধানমন্ত্রী, হলমাক, ডেসটিনি এর মতো অনেক বড় বড় দূর্নীতি আপনার সরকার উদঘাট্ন করেছে, পদ্মা সেতুর দূর্নীতির জন্য দুদক উপযুক্ত ব্যাক্তিদের সাজার ব্যবস্থা করেছে, এ জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যারা শেয়ার ব্যবসা করি তাদের জন্য কি কিছু করা যায় না ? যখন আপনার সরকার ক্ষমতায় আসলো, বাজারের অবস্থা দেখে মনে করেছিলামা সতি্যই আমাদের সরকার আমাদের জন্য কিছু করছে, কিন্ত হায়... । তাই দয়া করে একটু বাজারটার প্রতি একটু নজর দিন। আমরা বিস্বাস করি,, আপনি অবশ্যই তাই করবেন।
Imran
Imran
২০১৩.০১.১২ ১৫:১৩
প্রিয় বাংলাদেশী ভাই ও বোনেরা, চলেন আরো একবার আমরা আওয়ামী লীগেরে সুযোগ দেই, যাতে করে তিনারা ডিজেলের দাম ১০০ টাকা লিটার, বিদ্যুতের দাম সর্বনিম্ন ১০ টাকা ইউনিট সারের দাম ৫০ টাকা কেজি, করতে পারেন।
kabir
kabir
২০১৩.০১.১২ ১৫:৩১
please give us gas. you gave enough time to your corruption ayameleague leaders to make money for the nane of celendar gas. if I knew gas will not be supplied I would not build the home with my sweating money.
Tutul
Tutul
২০১৩.০১.১২ ১৫:৩৭
মনিরুজ্জামান@ BNP is best for government & AL is best for opposition
Sharif Hossain Sumon
Sharif Hossain Sumon
২০১৩.০১.১২ ১৫:৫৮
যারা আওয়ামীলীগের অন্ধ ভক্ত তারা মনে করে আওয়ামীলীগ সরকার ৯৫% সফল, যারা অন্ধ বিএনপি করে তাদের মতে সরকার ৯৮% ব্যর্থ, আর আমাদের মতো সাধারণ মানুষের মতে সরকার ৭৫% ব্যর্থ। সফলতা রয়েছে শিক্ষা আর যোগাযোগ খাতে, আর ব্যর্থতা রয়েছে সন্ত্রাস, দুর্নীতি.... আর অনেক কিছুতে। তাহলে আবার কি করে আপনাকে আর একবার সুযোগ দেই, আর সুযোগ দেয়াটা কি একজন বিবেকবান আর সুস্থ চিন্তাসম্পন্ন মানুষদের করা কি ঠিক হবে!
Prodip
Prodip
২০১৩.০১.১২ ১৬:০৮
প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে তো ঠিকই বলেছেন । যে সব সেক্টরে দৃশ্যমান সফলতা এসেছে তাকে এগিয়ে নিয়ে যাবার জন্য অাবার ভোট চাইতে পারেন তিনি ।
Rukon
Rukon
২০১৩.০১.১২ ১৬:১৪
বর্তমান সরকারের কিছু ব্যর্থতার পাশাপাশি সফলতার পাল্লাটা ও কিন্তু কম নয়।এটা স্বিকার করতে আমরা কেন দ্বিধা করবো । সর্বোচ্চ ছয় হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনক্ষমতা আট হাজার ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যুদ্ধাপরাধী-স্বাধীনতাবিরোধীদের বিচার হচ্চে . প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোথাও কোনো অভিযোগ উঠেনি।জনগণ যাকে খুশী তাকে নির্বাচিত করে ক্ষমতায় বসাবে নির্বাচন কমিশনে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা হয়েছে।‘বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে যুগান্তকারী কাজ সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো।২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ লক্ষাধিক শিক্ষক পরিবারে আনন্দ..১৯৭৩ সালের পর এই প্রথম একসাথে এত স্কুল জাতীয়করণ করা হল।এই বৈশ্বিক মন্দার মাঝেও তার জিডিপি ৬.৬. কারা আগে এসব করে ছিল । এসব শুধু Bangladesh Awami League সরকার পারে....মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। এই অগ্রযাত্রায় আস্থা রাখুন Bangladesh Awami League এর উপর। Bangladesh Awami League বাংলাদেশকে নিয়ে যাব কাংখিত লক্ষ্যে।
Azaharul islam
Azaharul islam
২০১৩.০১.১২ ১৬:৫৩
দয়াকরে কেউ কি বলবেন ? আমাদের বিকল্প কি চিন্তা করা উচিত ? আমাদের দেশের দুটি প্রধান দলই দূর্ণীতির বৃক্ষ তো আমরা সাধারণ জনগন কার পাশে গিয়ে দাড়াব। এই প্রশ্নের উত্তর কোথায়। কখনও কি দুটি প্রধান দলের রাজনৈতিক সমঝোতা সম্ভব নয়। সমঝোতা, সহনশীলতা যতক্ষন না আসবে দুটি প্রধান রাজনৈতিক দলের মাঝে । ততক্ষন পর্যন্ত আমাদের মত সাধারন জনসাধারনের ভাগ্যের পরিবর্তনের আশা করা আর চাঁদের বুকে ঘর বাধার স্বপ্ন দেখার মত।
Raihan
Raihan
২০১৩.০১.১২ ১৭:২৮
এটা কি বক্তব্য নাকি সংবাদ পাঠ বুঝতে পারলাম না । তবে একটা জিনিস বুঝছি সেটা হল, তিনি ভাল সংবাদ পাঠিকা হওয়ার যোগ্যতা রাখেন ।
muhammad jasim uddin
muhammad jasim uddin
২০১৩.০১.১২ ১৭:৩৮
ব্যাংকিং চ্যানেলে যতদুর হাত প্রসারিত করা যায়, ততদুর (যেমন-পরিকল্পিতভাবে শেয়ারবাজার লুটপাট,ব্যাংকিং জ্ঞানশূন্য পরিচালক,হলমার্কের মতো ইত্যাদি ঘটনা ) পর্যন্ত লুটপাট করার পর সে ক্ষত কিভাবে শুকোবে বা মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য অর্থনৈতিক মুক্তি কি এভাবেই ঘটবে-তা ভাবতে গেলে দেখা যায়, বক্তব্য পুরোপুরি হতাশাজনক ।
Sharif Hossain Sumon
Sharif Hossain Sumon
২০১৩.০১.১২ ১৮:২৮
বাংলাদেশের উন্নয়নে কেউ যদি সব থেকে বড় ভুমিকা রেখে থাকে তা হলে সেইটা বাংলাদেশের জনগন। বাংলাদেশের উন্নয়নে কোন আমালের সরকাররা তেমন ভুমিকা রাখতে পারেনি, হোক বিএনপি সরকার বা আওয়ামী সরকার। যেইখানে প্রবাসী বাংলাদেশীরা সৎ ও পরিশ্রমী হিসেবে সুনাম কুরিয়ে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটাচ্ছে সেখানে আমাদের সরকাররা দুর্নীতি আর কমিশনের বানিজ্য করে দেশের উন্নতি ও ভাবমূর্তি ডোবাচ্ছে। আর দেশের গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্ন সাধারণ জনগন ও ব্যাবসায়িরা অবদান রেখেছে উন্নতির পিছনে কিন্তু বাধা হয়ে দারাচ্ছে সন্ত্রাস- চাঁদাবাজি ও দুর্নীতি। রেন্টাল আর খাম্বা কম্পানি এরা আমাদের জনগনের সেবার জন্য নয় নিজেদের অতি মুনাফার ব্যাবসা আর দুর্নীতির জন্য জন্মিয়েছে। আর বর্তমানে কোঁথায় বিদ্যুতের উন্নতি ঘটেছে? যখন কিনা শীত কালেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকেনা। সব থেকে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা ও অর্থনীতি। বর্তমান সরকার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, কিন্তু কেন তার কোন উত্তর নেই! ডঃ মুহাম্মদ ইউনুসকে বয়স্ক ও নিষ্কর্মা প্রমানের চেষ্টা করা হয়েছে এতে বহিবিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, কারন উনি আমাদের দেশের সুনাম ও সম্পদ আর এইটাই উনার দোষ, তাহলে আমাদের প্রেসিডেন্ট ও অর্থ মন্ত্রী নিষ্কর্মা হয়েছেন ১৫ বছর আগেই। দুর্নীতি, কালো বেড়াল, টাকার বস্তা অথবা বিশ্বজিৎ হত্যা গুম, ছাত্রলীগের কুকর্ম সহ কিছুমাত্র প্রকাশ পেয়েছে আর অধিকাংশ রেয়েছে ঘটনার অন্তরালে। খুনিকে ক্ষমা করা হয়েছে। সব রাজনৈতিক দল ক্ষমতায় যায় আর ঘোষণা করে দেশ উন্নয়নের সাগরে ভাসচ্ছে, আসলে দুর্নীতি আর সন্ত্রাসের মাধ্যমে তাদের উন্নতি ঘটায়, কিন্তু জনগনের না। বাংলাদেশ অবশ্যই উন্নয়নের বিশ্বয় এবং রোল মডেল, তার একটা কারন এতো রাজনৈতিক অপকর্মের পরেও কি ভাবে বাংলাদেশ এইগিয়ে যাচ্ছে! আর তা বহি বিশ্বের পত্রিকা ও মতামতের দিকে তাকালেই বোঝা যায়। আর তাই বর্তমান সরকার সহ সব সরকার কে বলতে চাই দেশের উন্নয়ন ঘটাচ্ছে জনগন আপনারা নন। আর সব সরকার সিন্দাবাদের ভুতের মতো আমাদের দেশের ঘাড়ে উঠে বসেছে নয়তো আমারা সাধারণ জনগন দেশর আর অনেক অন্নয়ন আর সুনাম দেখতে পারতাম।
২০১৩.০১.১২ ১৮:৩৫
মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাদের ক্ষমা করুন।আমরা আর আপনার ছাত্রলীগকে সহ্য করতে পারছি না।বিশ্বজিত, জুবায়েরদের অকালে প্রান কেরে নেওয়াকে আমরা মেনে নিতে পারছিনা। আমরা আর কোন মেঘের চোখে কান্না দেখতে চাইনা।আমরা দেখতে চাইনা হাতকরা পরা অবস্থায় কারো লাশ পরে থাকতে। আমরা চাইনা, ইলিয়াস আলীর মত নিখোজ, গুমের ঘটনা দেখতে। আমরা চাইনা শেয়ার বাজার লুটের ঘটনা বারবার দেখতে। আমরা রাস্ট্রয়াত্ব ব্যাংক লুটের ঘটনা দুবার দেখতে চাইনা। মাননীয় প্রধানমন্ত্রী এ ঘটনাগুলোর ধারাবাহিকতা আমরা দেখতে চাইনা। আপনি দয়া করে আপনার কথা ফিরিয়ে নিন। দয়া করে আমাদেরকে আতঙ্কে রাখবেননা।
Aminul Islam
Aminul Islam
২০১৩.০১.১২ ১৮:৪৮
সরকারের ধারাবাহিকতা প্রয়োজন যাতে শেয়ার বাজারে আবারও লুটপাট করে হেট্রিক করা যায়।
২০১৩.০১.১২ ১৯:০৯
এইটা অ্যামেরিকা না যে - সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই চার বছরে অনেক দিয়েছেন। আর না ......
Faruk Alam
Faruk Alam
২০১৩.০১.১২ ২০:০৮
অপ শাসনের ধারাবাহিকতা চাইনা.
Russell
Russell
২০১৩.০১.১২ ২০:৫৩
আপনার সরকারের বড় ব্যর্থতা দুর্নীতির বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেননি। না নিজেদের না পুর্ববর্তী সরকারের শীর্ষ দুর্নীতিবাজদের। আইন শৃঙ্খলা বাহিনীতে সুশৃঙ্খল ও একটুও দুর্নীতি মুক্ত করতে পারেননি।
VASKAR HALDER
VASKAR HALDER
২০১৩.০১.১২ ২১:০৮
@ Anisur আপনি আমাদের কোটি মানুসের মনের কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে এই মন্তব্যগুলো পরবেন। আমরা সত্যিই আপনাকে আর ভোট দিতে পারবনা। যে দলে দেশের চেয়ে আবুল বড় হয় সেই দলের সাথে আমরা আর নেই। আমার তিন বছরের মেয়ে আপনার বাবাকে টাকার উপরের ছবি দেখলেই চিনে,এমন কি তার নামও জানে। আপনাকে এবং খালেদা ম্যাডামকেও টিভিতে দেখেই চিনে, আমার মেয়েকে আমি আপনাদের ভালটাই শিখাই, কিন্তু আমার মেয়ে যখন টিভিতে আপনাদের কথা বুঝতে পারবে তখন আমরা কি করবো ??? আপনারা যে ভাষায় কথা বলেন, যে ভাবে গুনীজনদের অপমান করেন তাতে করে আমাদের বাচ্চারা আপনাদের/আমাদের ভালোবাসবেতো ??????????
giasuddin
giasuddin
২০১৩.০১.১২ ২২:৩২
সরকারের ধারাবাহিকতা রক্ষা হলে তেল, গ্যাস,বিদ্যুতের দাম এমন ধারাবাহিক ভাবেই বাড়েবে ! উত্তর - ?
Ethen
Ethen
২০১৩.০১.১২ ২৩:০৮
বাবার নাম আর বেিচএন না ।আপনার কতা আর কেউ সুনে না।
আহমদ ময়েজ
আহমদ ময়েজ
২০১৩.০১.১৩ ০০:৪৭
সরকারের ধারাবাহিকতা রক্ষা করলে তো আরো বিশ্বজিৎ বানাতে হবে। তা কি কাম্য?