BCS Preli exam: Model Test
1 ) “দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।”— কবিতাংশটি কার?
- কবি আব্দুল হাকিম
- মোজাম্মেল হক
- কামিনী রায়
- রজনীকান্ত সেন
2 ) জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা সংগ্রহ -
- ধূসর পান্ডুলিপি
- ঝরা পালক
- রূপসী বাংলা
- সাতটি তারার তিমির
3 ) “মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপে” - এখন অনন্বয়ী অব্যয়ে কি প্রকাশ পেয়েছে?
- উচ্ছ্বাস
- যন্ত্রণা
- সম্মতি
- বিরক্তি
4 ) ঘোষ ধ্বনি নয় -
- গ
- ঘ
- ঝ
- শ
5 ) ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?
- কাক
- কোকিল
- কবুতর
- ময়না
6 ) পাণিনি কে ছিলেন?
- ভাষাবিদ
- ঋগ্বেদবিদ
- বৈয়াকরণিক
- ঔপন্যাসিক
7 ) ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়?
- মধুলেহ
- ভোমরা
- মৌমাছি
- মধুময়
8 ) কোনটি উপসর্গ নয়?
- প্র
- পরা
- পরি
- আমি
9 ) কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
- ছায়ানট
- বুলবুল
- আলেয়া
- কুহেলিকা
10 ) ‘ক্ষুধিত পাষাণ ’ কোন সমাস?
- বহুব্রীহি
- কর্মধারয়
- তৎপুরুষ
- দ্বনদ্ব
11 ) ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’— উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
- বঙ্কিমচন্দ্র
- রবীন্দ্রনাথ
- মোহাম্মদ বরকতুল্লাহ
- মোতাহের হোসেন চৌধুরী
12 ) রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট ’ উপাধি ত্যাগ করে -
- ১৯১৩ সালে
- ১৯১৫ সালে
- ১৯১৭ সালে
- ১৯১৯ সালে
13 ) ‘ক্রীতদাসের হাসি’-এর রচয়িতা -
- আবু জাফর শামসুদ্দীন
- আবুল ফজল
- শওকত ওসমান
- সত্যেন সেন
14 ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট -
- মুক্তিযুদ্ধের প্রস্তুতি
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
- মুক্তিযুদ্ধের শেষ
- দেশ গড়া
15 ) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয় -
- উইলিয়াম কেরি
- বিদ্যাসাগর
- রামমোহন রায়
- রামরাম বসু
16 ) একবার ফল দিয়ে যে গাছ মারা যায় -
- ঔষধী
- ওষধি
- ওষধী
- ঔষধি
17 ) কোনটি শুদ্ধ বানান?
- সন্ন্যাসী
- সন্যাসী
- সন্যাসি
- স্বন্যাসী
18 ) সাপ্তাহিক ‘সুধাকর’ পত্রিকার সম্পাদক হলেন -
- মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
- মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
- শেখ আব্দুর রহিম
- ইসমাইল হোসেন সিরাজী
19 ) ‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ?
- উইলিয়াম কেরি
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রামরাম বসু
- চন্ডিচরণ মুন্সি
20 ) কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
- ১৯০৩-১৯৭৬
- ১৯০৫-১৯৭৬
- ১৯০৩-১৯৮৬
- ১৮৯৯-১৯৭৬
21 ) I have no objection to - your story again.
- hear
- have heard
- hearing
- be heard
22 ) The plural form of 'mouse' is -
- mouses
- mice
- mousse
- mices
23 ) I wish the prices of the essential commodities - come down soon.
- would
- will
- should
- can
24 ) It is high time we - the place.
- leave
- have left
- are leaving
- left
25 ) One who is a specialist in heart and its diseases is -
- a pharmacologist
- an opthalmologist
- a cardiologist
- a neurologist
26 ) Your conduct admits - no excuse.
- of
- to
- for
- at
27 ) The verb form of ‘danger’ is -
- dangle
- endanger
- dangerous
- dangerously
28 ) Mr. Alam´s face lit up like the sun. This sentence means that Mr. Alam was -
- kind
- shy
- confused
- happy
29 ) I - him for five years.
- know
- am knowing
- have known
- have been knowing
30 ) Milk is - food.
- nutritional
- nutrient
- nutritive
- nutritious
31 ) Which one of the following is a simple sentence?
- The headmaster of our school is always ready to help the students
- Do or die
- I know the man who came here
- The boy who came here is my brother
32 ) He prevented me - going there.
- on
- from
- to
- of
33 ) 'Flora' means -
- elaborate decoration with flowers
- all the flowers of an area
- a garland of flowers
- all the plants of an area
34 ) He worked - to complete his - assignment on time. Which of the following sets of words would complete the sentence?
- steadily, research
- steady, research
- steadily, researching
- steady, researches
35 ) Would you be so kind - to keep me informed?
- that
- enough
- as
- much
36 ) "Corpus" means -
- a dead body
- a collection of written texts
- red or white cells in blood
- one of the technical branches of an army
37 ) A person who writes dictionaries is a -
- lexicographer
- linguist
- dictator
- dictionary writer
38 ) ____ eggs were served to the players.
- Boil
- Boiled
- To boil
- Boiling
39 ) If I lived near my office - in time for work.
- I would be
- I shall be
- I will be
- I were
40 ) Which one of the following has the right spelling?
- Millenniam
- Millenium
- Milenium
- Millennium
41 ) যেসব স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে। তাদের সেট হবে -
- {২০, ৮৫}
- {২৫, ৯৫}
- {৩০, ১০০}
- {৩৫, ১০৫}
42 ) (x + y, 0) = (1, x - y) হলে (x, y) এর মান কত?
- (1, 0)
- (2/3, 2/3)
- (1/2, 1/2)
- (1/4, 1/4)
43 ) সমাধান করুন : |x + 3| < 5
- S = {x E IR : -8 < x < 2}
- S = {x E IR : -5 < x < 3}
- S = {x E IR : -3 < x < 3}
- S = {x E IR : -5 < x < 5}
44 ) কোনো শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাস করেছে। 75 জন উভয় বিষয়ে পাস করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?
- 5
- 3
- 2
- 1
45 ) ৭২ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
- ১০টি
- ১২টি
- ১৪টি
- ১৬টি
46 ) ২০ থেকে ১০০-এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে?
- ১৭টি
- ১৫টি
- ১৩টি
- ১১টি
47 ) (a – b)3 + (b – c)3 + (c – a)3 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
- 9(a - b) (b - c) (c - a)
- 3(a - b) (b - c) (c - a)
- 2(a - b) (b - c) (c - a)
- (a - b) (b - c) (c - a)
48 ) এর সমাধান করুন :
- x = 1
- x = 6
- x = 7
- x = 10
49 ) একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৪৪˚ হলে তার বাহুর সংখ্যা কত?
- ২০
- ১০
- ১২
- ১৮
50 ) ২ + ৬ + ১৮ + .... ধারাটির আটটি পদের সমষ্টি কত?
- ৬৫৬০
- ৬৫৫০
- ৬৫৪০
- ৬৫৩০
51 ) logx 324 = 4 হলে x-এর মান কত?
- 3 root(3)
- 3 root(2)
- 2 root(3)
- 2 root(2)
52 ) x3 – x – 24 এবং x3 – 6x2 + 18x – 27 এর গ. সা. গু. হবে—
- (x - 1)
- (x - 2)
- (x - 3)
- (x - 4)
53 ) এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ৩০%
- ৪০%
- ৫০%
- ৫৫%
54 ) ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭: ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩: ৭ হবে?
- ৫০ লিটার
- ৬০ লিটার
- ৭০ লিটার
- ৮০ লিটার
55 ) একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে। বানরটি ১ মিনিটে ৪ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নিচে নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে?
- ১১১ মিনিট
- ১১২ মিনিট
- ১১৩ মিনিট
- ১১৫ মিনিট
56 ) a + b = 9m এবং ab = 18m2 হলে, a – b = ?
- 3m
- - 3m
- 6m
- ১ নং ও ২ নং উভয়ই
57 ) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
- দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 11 মিটার
- দৈর্ঘ্য 17 মিটার, প্রস্থ 9 মিটার
- দৈর্ঘ্য 19 মিটার, প্রস্থ 7 মিটার
- দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার
58 ) কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি এবং পরিসীমা 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
- 24 বর্গ সেমি
- 27 বর্গ সেমি
- 28 বর্গ সেমি
- 30 বর্গ সেমি
59 ) একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
- 17 কিলোমিটার
- 15 কিলোমিটার
- 14 কিলোমিটার
- 13 কিলোমিটার
60 ) কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
- 1/5
- 1/4
- 1/2
- 1/10
61 ) যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন -
- ল্যাভয়সিয়ে
- রবার্ট কচ্
- রোনাল্ড রস
- লুই পাস্ত্তর
62 ) বিশ্বে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয় -
- আয়ারল্যান্ডে
- জাপানে
- ফ্রান্সে
- ইংল্যান্ডে
63 ) সিজিএস পদ্ধতিতে বলের একক -
- কিলোগ্রাম
- মিটার
- ডাইন
- ইঞ্চি
64 ) ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
- কেপলার
- নিউটন
- গ্যালিলিও
- আর্কিমিডিস
65 ) তরল পদার্থের প্রসারণ বলতে কি রকম প্রসারণ বোঝায়?
- আয়তন প্রসারণ
- দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ
- প্রস্থের প্রসারণ
- ক্ষেত্র প্রসারণ
66 ) প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন?
- তাপের সাথে চাপও কাজ করে
- বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
- উচ্চ চাপে তরলের ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
- সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
67 ) মেঘলা আকাশের সময়ে গরম বেশি লাগে কেন?
- মেঘ উত্তম তাপ পরিবাহক
- সূর্যালোকের অতি বেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
- বজ্রপাত তাপ উৎপন্ন করে
- মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা সৃষ্টি করে
68 ) গ্লুকোজের স্থূল সংকেত কোনটি?
- CHO
- CH2O
- C2H2O3
- C2HO
69 ) নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়?
- গ্লোমেরুলাস
- মাইনর কেলিস
- নেফ্রন
- মেজর কেলিস
70 ) মানব দেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ?
- ৩০-৪০%
- ৪০-৫০%
- ৫০-৬০%
- ৬০-৭০%
71 ) ব্যাকটেরিয়া কয়টি কোষ দিয়ে গঠিত?
- ১টি
- ২টি
- ৪টি
- বহুগুলো
72 ) কোনটি রক্ত আমাশয়ের জীবাণু?
- সিগেলা
- জিয়াডিয়া
- সালমোনেলা
- কেমপাইলোবেকটর
73 ) অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন নামে দেহের কোন অংশে জমা থাকে?
- প্লীহা
- পাকস্থলী
- যকৃত
- কিডনি
74 ) মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
- পেপসিন
- ট্রিপসিন
- টায়ালিন
- লাইপেজ
75 ) কোন বস্ত্তটির স্থিতিস্থাপকতা (elasticity) কম?
- লোহা
- তামা
- রাবার
- এলুমিনিয়াম
76 ) শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভালো বাহক?
- কঠিন পদার্থ
- তরল পদার্থ
- বায়বীয় পদার্থ
- কোনোটিই নয়
77 ) সবচেয়ে শক্ত বস্ত্ত কোনটি?
- ইস্পাত
- হীরা
- লোহা
- সোনা
78 ) সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম -
- অ্যামিটার
- কম্পাস
- ফ্যাদোমিটার
- কোনোটিই নয়
79 ) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
- মলি
- জেনি
- ডলি
- টমি
80 ) 'AIDS’ রোগ হলো -
- Antibody Infection Disease Symptom
- Antibody Infection Disease Syndrome
- Acquired Infection Disease Syndrome
- Acquired Immune Deficiency Syndrome
81 ) জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক?
- ঘানা
- মরক্কো
- সেনেগাল
- দক্ষিণ কোরিয়া
82 ) পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে?
- কিউবা
- কলম্বিয়া
- অ্যাঙ্গোলা
- ব্রাজিল
83 ) ADB-এর সদর দপ্তর কোথায়?
- কুয়ালালামপুর
- ম্যানিলা
- ব্যাংকক
- জেনেভা
84 ) "ইস্টার্ন নিউজ এজেন্সি" কোন দেশের সংবাদ সংস্থা?
- জাপান
- ভারত
- বাংলাদেশ
- পাকিস্তান
85 ) "এলাম, দেখলাম, জয় করলাম" কথাটা বলেছেন -
- আলেকজান্ডার দ্য গ্রেট
- জুলিয়াস সিজার
- নেপোলিয়ন
- হিটলার
86 ) জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন -
- উ থান্ট
- ট্রিগভেলি
- দাগ হ্যামারশোল্ড
- কুর্ট ওয়াল্ডহেইম
87 ) ডুমা কোন দেশের পার্লামেন্ট?
- সুইডেন
- জার্মানি
- রাশিয়া
- নেদারল্যান্ড
88 ) ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
- ভারত ও পাকিস্তান
- চীন ও ভারত
- চীন ও রাশিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান
89 ) আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- ফ্লোরিডা
- পক
- জিব্রাল্টার
- বেরিং
90 ) জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
- বাংলাদেশ
- পাকিস্তান
- সৌদি আরব
- ইন্দোনেশিয়া
91 ) বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
- এম. আর ফরিদ উদ্দীন
- এস. এম. শরীফ আহমেদ
- এ. এইচ. আনোয়ারুল ইসলাম
- এ. এন. হামিদুল্লাহ
92 ) বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কত জন?
- ৩১
- ৩২
- ৩৩
- ৩৪
93 ) সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
- ১৯৯০
- ১৯৯১
- ১৯৯২
- ১৯৯৩
94 ) বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
- ৩৪তম
- ৩৩তম
- ৩২তম
- ৩১তম
95 ) ড. মুহম্মদ ইউনূস নোবেল পুরষ্কার পান কোন সালে?
- ২০০৬ সালে
- ২০০৭ সালে
- ২০০৮ সালে
- ২০০৫ সালে
96 ) বাংলাদেশে জাতীয় ই-তথ্যকোষের যাত্রা শুরু হয় কবে?
- ২৫ জানুয়ারি ২০১১
- ২৭ ফেব্রুয়ারি ২০১১
- ২৬ ফেব্রুয়ারি ২০১১
- ২৮ জানুয়ারি ২০১১
97 ) "Let there be light" চলচ্চিত্রটির পরিচালক কে?
- চাষী নজরুল ইসলাম
- ফেরদৌস হায়দার
- জহির রায়হান
- তারেক মাসুদ
98 ) বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য নির্বাচিত হয় কত সালে?
- ১৯৯৯
- ১৯৭৮
- ১৯৮৭
- ১৯৮১
99 ) "SPARRSO" কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- বন ও পরিবেশ মন্ত্রণালয়
- প্রতিরক্ষা মন্ত্রণালয়
- তথ্য মন্ত্রণালয়
100 ) মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
- ৯নং
- ৪নং
- ১০নং
- ১১নং
No comments:
Post a Comment
Thanks for visiting.