Saturday, March 16, 2013

Model Test


1. সুরমা-কুশিয়ারা নদীর মিলিত স্রোতের নাম_

ক. মেঘনা

খ. কুশিয়ারা

গ. বরাক

ঘ. নবগঙ্গা



2. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

ক. ঢাকায়

খ. নয়াদিলি্লতে

গ. কলম্বোতে

ঘ. কাঠমান্ডুতে



3.জয়নুল আবেদীনের চিত্রকর্ম কোনটি?

ক.সংগ্রাম
খ. নবান্ন
গ. গায়ের বধু
ঘ. উপরের সবগুলো

4..লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ?
ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. স্পেন
ঘ.তুরস্ক

5..কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
ক. ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৭
ঘ. ১৯৬৮

6..ইনোসিস কী?
ক. সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
খ. বিভক্ত জার্মানির একত্রীকরণ
গ. ইতালির ঐক্য
ঘ. আরব ঐক্যের ডাক

7.১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানী পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে?
A.২ অক্টোবর (সকালে)
B.২ অক্টোবর (মাঝরাতে)
C.১ অক্টোবর (দুপুরে)
D.৩ অক্টোবর( মাঝরাতে)

8.ইউনিডো (UNIDO)এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
A.টোকিও
B.প্যারিস
C.নিউইয়র্ক
D.ভিয়েনা

9.East London কোথায় অবস্তিত
A.ইংল্যান্ডে
B.জার্মানিতে
C.আমেরিকায়
D.দক্ষিন আফ্রিকায়

10.বাংলদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সনে?
A.১৯৭২
B.১৯৭৫
C.১৯৭৩
D.১৯৯৭

11.সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” সংবিধানের কোন অনুচ্ছেদে বর্নিত আছে?
A.২৭
B.২৬
C.২৮
D.৩০

12.মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
A.অষ্টিয়া
B.গ্রিস
C.সুইডেন
D.ইতালী

13.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
A.১৯০৫
B.১৯১১
C.১৯২১
D.১৯৩৫

14.কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্নসীমান্ত আছে?
A. ৪
B. ৫
C. ৭
D. ৬

15.কোন দেশ ২০১৮ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনকরবে?
A. রাশিয়া
B. ব্রাজিল
C. কাতার
D. স্পেন

16.বাংলাদেশের নিম্নের কোন তারিখে প্রথম সেল ফোন চালু হয়?
A. ১৬ ডিসেম্বর ২০০৫
B. ৮ আগস্ট ১৯৯৩
C. ২৫ নভেম্বর ১৯৯৩
D. ২৬ মার্চ ১৯৯৮

17.সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? 
A.১৮৪৫
B.১৮৯০
C.১৮৫৫
D.১৭৫৬

18.“লুন্টিন” নামটি জড়িত—
A. খেলার সাথে
B. সীমান্তরক্ষী বাহিনীর সাথে
C. গাড়ী তৈরি কোম্পানির সাথে
D. খাবারের সাথে

19.দক্ষিন কোরিয়ার মুদ্রার নাম—
A. ওন
B. ইয়েন
C. উয়ান
D. পেসো


20.মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
ক) লালমনির হাট
খ) কুড়িগ্রাম
গ) দিনাজপুর
ঘ) পঞ্চগড়




1.ক. মেঘনা
2.ঘ. কাঠমান্ডুতে
3.ঘ. উপরের সবগুলো
4. খ. ফ্রান্স
5.খ. ১৯৬৬
6.ক. সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
7.D.৩ অক্টোবর( মাঝরাতে)
8.D.ভিয়েনা
9.D.দক্ষিন আফ্রিকায়
10. C.১৯৭৩ 
11.A.২৭
12.D.ইতালী
13.C.১৯২১
14.D. ৬
15.A. রাশিয়া
16.B. ৮ আগস্ট ১৯৯৩
17.C.১৮৫৫
18.B. সীমান্তরক্ষী বাহিনীর সাথে
19.A. ওন
20.ঘ) পঞ্চগড় 






21.Best alternative - One whose attitude is: "eat, drink and be merry" -

A.Epicurean
B. Cynic
C.Materialistic
D.Stoic

22.Choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question:

INFRINGE
A.Intrude
B. Transgress
C.Purloin
D.Invade

23."Blank verse" is a kind of verse..........

A. Having no rhythming end
B. Having blanks in the verse
C. Having no significance
D. Having no sythmic flow

24.Prices are creeping ... again
A. On
B. Off
C. Up
D. Over

25.Who is the writer of "The Good Earth"?
A.Joseph Conrad
B.Peral S Buck
C.Ernet Hemingway
D.Salman Rushdie

26.What is the meaning of the word "Intrepid"?
A. Arrogant
B. Belligerent
C. Questioning
D. Fearless

27."Cut and Dried" means......
A. secret
B. Already decided
C. Brief
D. Humorous

28.Choose the correct sentence.
A. The train is running in time.
B.The train is running on time.
C.The train is running with time.
D.The train is running to time.

29.."Do or die" is a ......
A.Compound sentence
B.Complex sentence
C.Simple sentence
D.Not at all a sentence

30.The meaning of the word "Obese" is.....
A.Very fat
B. Ugly
C.Tardy
D.Obnoxious

31."To be or not to be" is quoted from.....
A.Hamlet
B.Othelo
C.Macbeth
D.King lear

32.The father of English poem ......
A.G.B. Shaw
B.Geoffrey Chaucer
C.Daniel Defore
D.Arther Miller


33.Choose the correct spelling.
A. Secretariate
B. secretariete
C.Secretariat
D.Secretriet

34.She has ….. her hair a beautiful shade of brown.
A.colored
B.given
C.dried
D.dyed

35.…………is not the only thing that tourists want to see.
A.A scenery
B.Scencries
C.The sceneries
D.Scenery


36.The antonym for 'Recalcitrant' —
A.Compliant
B.Passive
C.Indifferent
D.Careful

37.Vacillate…………………Hesitate

A.Persevere…………….Waiver
B.Impulsive…………….Deliberate
C.Obstinate………………Accommodating
D.Irresolute………………Indecisive



38.Submissive : Disobedient

A.Comply: conform
B.Heed: acquiesce
C.Observe: defy
D.Obey: hearken to


39.No one can…….. that he is clever.
A.defy
B.admire
C.deny
D.denounce


40.They caught a train _________ London.

A.on
B. by
C.at
D.to






41.8. যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?
ক. জারক
খ. বিজারক
গ. আইসোটোপ
ঘ. অম্ল


42.দৃশ্যমান বর্নলীর ক্ষুদ্রত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?
A.লাল
B.নীল
C.সবুজ
D.বেগুনী

43.কম্পিউটারের স্থায়ী সৃতিশক্তিকে কি বলে
A.RAM
B.ROM
C.হার্ডত্তয়্যার
D.সফটত্তয়্যার

44.নিচের কোনটি ক্ষারকীয় পদার্থ
A.P4O10
B.MgO
C.CoD.Zno

45.The south pole is located in the—
A.Arctic
B.Antarctic
C.Antipodes
D.Occident

46.মূল নাই কোন উদ্ভিদে?
A.ফনিমনসা
B.বিরুৎ
C.গুল্ম
D.মস

47.যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -
A.চন্দ্রগ্রহন
B.সূর্যগ্রহন
C.অমাবশ্যা
D.পূর্নিমা

48.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরালে বৈদ্যুতিক খরচ-
A.কম হয়
B.বেশি হয়
C.একই হয়
D.খুব কম হয়

49.তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়?
A.নিকেল
B.টিন
C.সীসা
D.দস্তা (জিঙ্ক)

50.সূর্যে শক্তি উৎপন্ন হয়-
A.পরমানুর ফিশন পদ্ধতিতে
B.পরমানুর ফিউশন পদ্ধতিতে
C.রাসয়নিক বিক্রিয়ার ফলে
D.তেজস্ক্রিয়তার ফলে

51.জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টিৃ হয়?
A.৬ ঘন্টা ১৩ মিনিট
B.৮ ঘন্টা
C.১২ ঘন্টা
D.১৩ ঘন্টা ১৫ মিনিট


52.অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
A. অফসেট মুদ্রন পদ্ধতিতে
B. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
C. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
D. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

53.কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
A. ম্যাগনেসিয়াম
B. ক্যালসিয়াম
C. সোডিয়াম
D. পটাসিয়াম

54.আমাদের দর্শন ক্ষমতা শূন্য—
A. সবুজ আলোতে
B. নীল আলোতে
C. লাল আলোতে
D. বেগুনী আলোতে

55.সৌরজগতের দ্রুততম গ্রহ—
A. বৃহস্পতি
B. মঙ্গল
C. বুধ
D. শুক্র

56.রক্তে লোহিত ও শ্বেতকণিকার অনুপাত-
A.৩০০ : ১
B. ৭০০ : ১
C. ৪০০ : ১
D. ৬০০ : ১

57.তিনটি হৃৎপিন্ড বিশিষ্ঠ প্রানী—
A. ক্যাটলফিশ
B. নীল তিমি
C. পেঙ্গুইন
D. হাতি
58.সমুদ্রের পানি নীল দেখায় --- মৌলের কারনে
A. সীসা
B. আয়োডিন
C. কপার
D. কোবাল্ট

59.মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
A) ভূকেন্দ্রে
B) ভূপৃষ্ঠে
C) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
D) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে

60.অক্সিন হচ্ছে এক প্রকার
A) হরমোন
B) এনজাইম
C) এসিড
D) A+C

61. ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
ক. ১৯৫ টাকা
খ. ১৮০ টাকা
গ. ৯০ টাকা
ঘ. ৪৫ টাকা

62.একটি ঘড়িতে ৬ টার ঘন্টাধ্বণি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাথ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? (ঘন্টাথ্বনি সমান সময় ব্যবথানে বাজে)
ক. ১১ সেকেন্ড
খ. ১০ সেকেন্ড
গ. ১২ সেকেন্ড
ঘ. ১০.৫ সেকেন্ড

63..১ হেক্টর = কত একর?
ক. ২.৪৭
খ. ১.৪৭
গ. ২.৮০
ঘ. ৩.৪৮

64.দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অংক অপেক্ষা ৩ বেশি।সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশি সংখ্যাটি কত?
A.৪৭
B.৩৬
C.২৫
D.১৪

65.১৮ ফুট উচু একটি খুটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোন স্পর্শ করলো। খুটিটে মাটি থেকে কত ফুট উচুতে ভেঙে গিয়েছিল?
A.১২ ফুট
B.৯ ফুট
C.৬ ফুট
D.৩ ফুট

66.If two typists can type two pages in the two minutes how many typists will it take to type 18 pages in six minutes
A.3
B.6
C.9
D.18

67.৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবেA.৮B.১২C.১৮//D.১৪০68.x+y=7 এবং xy=10 হলে (x-y)² এর মান কত?
A.3
B.9
C.6
D.1269.যদি তৈলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
A.২০%
B.১৬%
C.১১%
D.৯%

70.একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B-তে পৌছায় । দুটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘন্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল ?
A.৪১
B.৪৮
C.৪৬
D.৭৮

71. ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয় । একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা । গাছটির উচ্চতা কত ফুট ?
A. ৯৬
B. ৭২
C. ১৯২
D. ৪৪


72.যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গণি বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত ?
A. ১০০ গ্রাম
B.২৫০ গ্রাম
C.৬০০ গ্রাম
D.১০০০ গ্রাম

73.একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো । বানরটি যদি ১ মিনিটে ৫ মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে তবে ২৫ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে ?

A.৮ মিনিট
B.৯ মিনিট
C.১০ মিনিট
D.১১ মিনিট



74.একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পিছন থেকে তাড়া করলো । যদি ১ কি.মি. যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে ?

A.৭.৫ মিনিট
B.৮.৫ মিনিট
C.১০ মিনিট
D.১৫ মিনিট

75.0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
A. 3147
B. 2287
C. 2987
D. 2187

76.১৭ দিন আগে সোনিয়া বলেছিল যে তার জন্মদিন আগামীকাল|আজ মাসের ২৩ তারিখ হলে তার জন্মদিন ছিল—

A. ১৮ তারিখ
B. ২৮ তারিখ
C. ৭ তারিখ
D. ৫ তারিখ

77.কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
A) ৪০০ জন
B) ৫০০ জন
C) ৫৬০ জন
D) ৭৬০ জন

78.একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?
A) ৪%
B) ৬%
C) ৫%
D) ৭%

79.৬০ মিটারবিশিষ্ট একিট রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
A) ৮:২২:৩০
B) ১০:২০:৩০
C) ৯:২১:৩০
D) ১২:২০: ২৮

80.কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
A) ৭৩০
B) ৭৩৫
C) ৮০০
D) ৭৮০

81.ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল?
A.পুরোনো
B.ধরন
C. পরগণা
D.রূপায়ণ

82.anticipation শব্দের বাংলা পরিভাষা
ক. অনুমান
খ. সংশয়
গ. প্রাকচিন্তন
ঘ. ভূয়োদর্শন

83.এক কথায় প্রকাশ -
দ্বারে থাকে যে =
ক. দ্বাররক্ষী
খ. দৌবারিক
গ. দ্বরিকা
ঘ. দারোয়ান

84.রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
A.একরাত্রি
B.নষ্ঠনীড়
C.ক্ষুধিত পাষাণ
D.ক্ষুধিত


85.মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
A.১৯২৬
B.১৯২৭
C.১৯২৮
D.১৯২৯

86.দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভুক্ত?
A.সাম্যবাদী
B.বিষের বাঁশি
C.সিন্ধুহিন্দোল
D.নতুন চাঁদ

87.হ্ম’-এর বিশিষ্ট রুপ কোনটি?
A.ক+ষ
B.ক+ষ+ণ
C.ক+ষ+ম
D.হ্+ম

88.বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে?
A.মুহাম্মদ আব্দুল হাই
B.মুহাম্মদ শহীদুল্লাহ
C.আহমদ শরীফ
D.মুহাম্মদ এনামুল হক

89.আশা- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট উপন্যাসের নায়িকা?
A. শেষের কবিতা
B. চোখের বালি
C. নৌকাডুবি
D. গোরা

90.কাচিঁ কোন ধরনের শব্দ-
A. পর্তুগীজ
B. মারাঠী
C. ফরাসী
D. তুর্কি

91.“আয়েশা” চরিত্রটি কোন সাহিত্যের
—A. পদ্মাবতী
B. দেনা পাওনা
C. মহেশ
D. দুর্গেশনন্দিনী

92.“পলাশী থেকে পাকিস্তান” গ্রন্থের লেখক—
A. আবুল ফজল
B. আবুল কালাম শামসুদ্দীন
C. মোতাহার হোসেন চৌধূরী
D. আব্দুল কাদির

93.কাকে কবি কন্ঠহার বলা হয়?
A) ভারত চন্দ্র
B) বিদ্যাপতি
C) জয় দেব
D) বিহারী লাল

94.ক্রিয়াপদ ‒
A) সবসময়ে বাক্যে থাকবে
B) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
C) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হ
য়D) আসলে বিশেষণ থেকে অভিন্ন

95.কোন বানানটি শুদ্ধ?
A) সূচিষ্মিতা
B) সূচিস্মিতাC)
) সুচিস্মিতা

96.তুলতুলা> লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন
?(A) সমাক্ষর লোপ
(B) সমীকরণ
(C) ব্যজ্ঞনচ্যুতি
(D) ধ্বনিবিপর্যয়

97কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘ কুন্তলীন ’ পুরস্কার পান ?
(A) অভাগীর স্বর্গ
(B) মামলার ফল
(C) মন্দির
(D) বড়দিদি

98.‘পুস্তিকা’ কী অর্থে ব্যবহৃত হয় ?
ক) স্ত্রীলিঙ্গ
খ) উভয়লিঙ্গ
গ) ক্ষুদ্রার্থে
ঘ) বৃহদার্থে

99.'আত্মহত্যার অধিকার' গ্রন্থের লেখক--
ক) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


100.“ঘৃ্ণিত রাজাকার” ভাস্কর্যটি অবস্থিত—
ক) মেহেরপুর
খ) ঢাকা
গ) কুষ্টিয়া
ঘ) সিলেট

3 comments:

  1. Do you have a spam issue on this website; I also am a blogger, and I was wondering your situation; many of us have developed some nice
    procedures and we are looking to exchange techniques with other
    folks, why not shoot me an e-mail if interested.

    Also visit my web-site ... river cruises to china

    ReplyDelete
  2. Excellent post. I used to bе chеcking
    constantlу thіs weblоg and I am inspired!
    Εxtremely helpful information ѕpecially the remainіng
    part :) Ι сarе for such info much.
    I waѕ ѕеekіng thіs paгticular infоrmation for а vегy lengthу time.
    Thаnks anԁ bеst of luсk.


    Here iѕ my web-site ... travel beijing china

    ReplyDelete

Thanks for visiting.