বাংলা (Bangla)
বিসিএস প্রিলিতে ৬ টি বিষয়ের মধ্যে অন্যতম। ১০০টি প্রশ্নের মধ্যে মোট ২০ টি প্রশ্ন আসে বাংলা বিষয়ে। বিগত বছরের প্রশ্নগুলোর আলোকে বলা যায় আগে বাংলা বিষয়ে ব্যাকরন থেকে বেশি প্রশ্ন করা হত। কিন্তু গত ৪/৫ বছরের বিসিএস এর প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে, বাংলার প্রাচীন ইতিহাস যুগবিভাগ এই সেগমেন্টে প্রশ্ন হয় ৩-৪ টি, আধুনিক কবি-লেখক দের জীবনী রচনা এই সেগমেন্টে প্রশ্ন হয় ৮-১০টি আর ব্যাকরণ বিষয় থেকে প্রশ্ন হয় ৬-৮টি। সুতরাং ব্যাকরণ এর থেকে বেশি প্রাধান্য দিতে হবে বাংলা ভাষার ইতিহাস, যুগবিভাগ, কবি লেখকদের জীবনী রচনা ইত্যাদি বিষয়ে। অর্থাৎ সাহিত্য থেকেই আসে ১২-১৪ টি প্রশ্ন আর ব্যাকরন থেকে আসে ৬-৮ টি প্রশ্ন।
সাহিত্য
বাংলা সাহিত্যের বিষয়ে ১২-১৪টি প্রশ্ন ভালো ভাবে উত্তর করার জন্য যে যে বিষয়ে ভালোভাবে পড়তে হবেঃ
১) বাংলা ভাষার ইতিহাস, বাঙ্গালা ও বাঙ্গালী, বাংলা ভাষা ও লিপি
২) বাংলা ভাষার যুগ বিভাগ
প্রাচীন যুগ ও বাংলা সাহিত্যঃ চর্যাপদ
মধ্যযুগ ও বাংলা সাহিত্যঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, মুসলিম সাহিত্য, অনুবাদ সাহিত্য, গীতিকা
আধুনিক যুগ ও বাংলা সাহিত্যঃ গদ্যের কথা, ফোর্ট উইলিয়াম কলেজ এবং আধুনিক যুগের কবি লেখকদের জীবনী।
৩) আধুনিক কবি-লেখকদের জীবনী ও অন্যান্য বিষয়ে পড়তে হবে। নিচে কবি লেখকদের তালিকা দেওয়া হলঃ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায়
মাইকেল মধূসুদন দত্ত
মীর মশাররফ হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জসীম উদ্দিন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ফররুখ আহমদ
কায়কোবাদ
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
আহসান হাবীব
জহির রায়হান
জীবনান্দ দাশ,
প্রমথ চৌধুরী
মুনীর চৌধুরী
সুফিয়া কামাল
সৈয়দ ওয়ালিউল্লাহ
শামসুর রহমান
নির্মলেন্দু গুণ
এই সকল কবি-লেখকদের যে বিষয়টি পড়তে হবে তা হলঃ
জন্ম-মৃত্যু সাল, জন্মস্থান, উল্লেখযোগ্য রচনা, সম্পাদিত পত্রিকা, পত্রিকার নাম, ছদ্মনাম, উপাধি, প্রাপ্ত পুরষ্কার।
এছাড়া আরো যা পড়া উচিত, উল্লেখযোগ্য মুক্তিযুদ্বভিত্তিক রচনা, উপন্যাস, কাব্য, ছড়া।
বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ, ভ্রমণ কাহিনী, প্রহসন, নাটক নাম এবং এগুলোর রচনাকারীদের নাম।
বাংলা সাহিত্যের প্রথম যা, তাও পড়তে হবে। যেমন প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস। এইরূপঃ
প্রথম গীতিকাব্য, প্রথম বাংলা অনুবাদ, প্রথম সামাজিক নাটক, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী, প্রথম ট্রাজেডি নাটক, প্রথম একুশের কবিতা, প্রথম নাট্যকার, প্রথম মহিলা কবি, প্রথম সার্থক ঔপন্যাসিক, প্রথম মুক্তিযুদ্বভিত্তিক রচনা, প্রথম রামায়ণ অনুবাদ কারী ইত্যাদি।
১২-১৪ টি প্রশ্ন যেমন হয় তার একটি নমুনা হল
প্রাচীন সাহিত্য থেকে ১ টি
মধ্যযুগ থেকে ২ টি
আধুনিক যুগের ৮-১০ টি [কবি লেখকদের জন্ম-মৃত্যু তারিখ/সাল, স্থান, উল্লেখযোগ্য রচনা, ছদ্মনাম/উপাধি, রচনাবলী, প্রাপ্ত পুরষ্কার, সম্পাদিত পত্র-পত্রিকার নাম, পত্রিকার ধরন, উল্লেখ্যযোগ্য গ্রন্থ, পুরষ্কারপ্রাপ্ত গ্রন্থ ইত্যাদি।
গীতিকার, সুরকার ১ টি
আধুনিক যুগের কবি লেখকদের মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম থেকে ১ টি প্রশ্ন আসেই।
আর অন্যন্য লেখকদের থেকে আসে। তবে একটা জিনিস লক্ষণীয় আমরা কিন্তু সবাই এসএসসি সিলেবাসে যেই গল্প-কবিতাগুলো পড়েছি সেইগুলোই সব সময় দেখার চেস্টা করি। কিন্তু আমি উপরে যেই কবি-সাহিত্যিকদের তালিকা দিলাম তাদের রচনাবলী ও জীবনী পড়তে হবে। যেমন দীনবন্ধুমিত্রের রচনা নীল দর্পন আমাদের সিলেবাসে ছিলনা তাই অনেকেই দীনবন্ধু মিত্রের জীবনী পড়বে না কিন্তু উনার সম্পর্কেও বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে একাধিকবার।
ব্যাকরণ
বাংলা ব্যাকরণে ৬-৮ টি প্রশ্ন নির্ভুল ভাবে করতে হলে যা যা করতে হবেঃ
বাংলা ব্যাকরণের আলোচিত বিষয়গুলো ভাল ভাবে পড়তে হবে। যেমনঃ
সন্ধি, ণ-ত্ব বিধি ও ষ-ত্ব বিধি, লিঙ্গ, সমাস, কারক, বচন, পুরুষ, প্রকৃতি-প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, বাচ্য, পদ, যতি চিহ্ন, বাগধারা, প্রবাদ প্রবচন, শব্দ, ধ্বনি গঠন।
এছাড়া পারিভাষিক শব্দ, বিদেশী শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমোচ্চারিত শব্দ, এক কথায় প্রকাশ, বানান শুদ্বিকরণ ইত্যাদি অংশ।
ব্যাকরণ অংশে সব সময়ই কম বেশি প্রশ্ন এসেছেঃ
সমাস, সন্ধি, কারক, প্রকৃতি-প্রত্যয়, বিদেশী শব্দ, বাগধারা, সমার্থক শব্দ, বানান শুদ্বিকরণ অংশ থেকে। তবে এই অংশে ভালো করতে হলে নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি ভালো করে ঝালিয়ে নেওয়া ছাড়া বিকল্প কিছু নেই।
আশাকরি উপরের এই পরামর্শগুলো গ্রহণ করলে সকলেই বাংলায় ভালো নম্বর পাবেন। ফলে বিসিএস প্রিলিতে চান্স পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে
good post
ReplyDelete