প্রায় ৬ বছর আগে আন্ড্রোয়েডের জন্ম হয় আর আধুনিক কম্পিউটাররের জন্ম তারও অনেক আগে ।। কিন্তু এত অল্প সময় আন্ড্রোয়েড মোবাইল এবং অপারেটিং সিস্টেম জগতে এক বিশাল জায়গা দখল করে নিয়েছে ।। বিশেষ করে মোবাইল বাজারে এখন শুধু
আন্ড্রোয়েডের জয়গান ।।
প্রথম স্মার্টফোন আন্ড্রোয়েডের তৈরি ছিল না ।। ব্লাকবেরি ২০০০ সালের দিকে এমন মোবাইল বাজারে আনে যেটি দিয়ে ইমেইল পড়া, ইন্টারনেট ব্যাবহার করা যেত ।। তাই বলা যায় ব্ল্যাকবেরি প্রথম স্মার্টফোন বাজারজাত করে ।।
২০০৩ সালের অক্টোবর মাসে Andy Rubin’র তত্ত্বাবধানে আন্ড্রোয়েড ইন্স. এর আত্মপ্রকাশ ঘটে ।। যার কাজ ছিল মোবাইলের জন্য উন্নতমানের এবং সহজে ব্যাবহার যোগ্য একটি অপারেটিং সিস্টেম বানানো ।।
২০০৫ সালে গুগল আন্ড্রোয়েড কে কিনে নেয় এবং আন্ড্রোয়েড কে দ্রুত জনপ্রিয় করে তুলার জন্য কাজ করতে থাকে ।। আর এক সময় অ্যাপেল কোম্পানির আইফোন কে পিছনে ফেলে আগিয়ে যায় ।। শুধু আইফোন না, অন্য সব বড় কোম্পানির মোবাইল অপারেটিং সিস্টেম যেমনঃ ব্ল্যাকবেরি, মাইক্রোসফটের উইন্ডোজ ইত্যাদি আন্ড্রোয়েডের কাছে হেঁড়ে যেতে থাকে ।।
২০০৮ এর সেপ্টেম্বরএ T-Mobile কোম্পানি ১ম আন্ড্রোয়েড চালিত স্মার্টফোন “T-Mobile G1” বাজারে আনে ।। এর প্রায় ১ মাস পর গুগল আন্ড্রোয়েড ভার্সন ১.০ সোর্স কোড রিলিজ করে ।। আর এর ফলেই আমরা আমাদের আন্ড্রোয়েড মোবাইলে নিজেদের ইচ্ছা মত কাস্টম রম তৈরি এবং ফ্ল্যাশ করতে পারি ।।
তারপর আর আন্ড্রোয়েডকে পিছনে ফিরে তাকাতে হয় নি ।। সব নামিদামি মোবাইল কোম্পানি নিজেদের মোবাইলে আন্ড্রোয়েড ব্যাবহার শুরু করে দেয় ।।
২০১৩ সালের হিসাব অনুযায়ী উইন্ডোজ, আইওএস, ম্যাক-ওস এর সম্মিলিত বিক্রির তুলনায় আন্ড্রোয়েডের বিক্রি বেশি হয় ।। একি বছরের জুলাই মাসে গুগল প্লে স্টোরে ১ মিলিয়ন অ্যাপ পাবলিশ হয় ও ৫০ বিলিয়নের বেশি অ্যাপ ডাউনলোড হয় ।।
আন্ড্রোয়েডের ভার্সনসমূহঃ
আন্ড্রোয়েডের প্রত্যেকটি ভার্সন বিভিন্ন খাবারের নামে নাম করন করা হয়েছে ।।
Android 1.5 – Cupcake
- Improvement of the camera (start and acquisition).
- Increase in GPS position speed detection
- Virtual Keyboard.
- Automatic loading of videos on YouTube, and Picasa.
Android 1.6 – Donut
- The box for quick search and voice search
- Indicator for battery usage
- Grouping of the camera and gallery apps and shooting mode addition
- Text-to-speech languages
Android 2.0 – Eclair
- Multiple accounts for email and contact synchronization.
- Bluetooth 2.1 support
- New user interface for the browser and HTML5 support.
- New functions for the calendar app
Android 2.2 – Froyo
- Support for creating hotspots (sharing a connection via WIFI)
- Adobe Flash 10.1
- Multilingual Keyboard
- “Widget guide” addition that helps you learn the features Android
Android 2.3 – Gingerbread
- Interface revised for easier and faster user experience
- New keyboard for faster text input
- Selecting text features, copy/paste
- Integrated Internet calls
Android 3.0 – Honeycomb
- Tablet version, interface optimized for larger screens
- Improved multitasking, notification management, customization and widgets on the home screen
- Added tethering via Bluetooth
- Built-in support for easy transfer of media files to your PC
Android 4.0 – Ice Cream Sandwich
- New font (Roboto)
- Possibility of triggering a picture with a smile
- Adding functionality such as managing folders, bookmarks and capture screenshots
- Swipe addition to hide notifications, close web pages and more
- Support for Wi-Fi Direct, Bluetooth HDP and Android Beam
Android 4.1 – Jelly Bean
- Faster, smoother, more responsive to inputs
- Resizable widgets
- Google Now, voice dictation offline
- Improved Android Beam
- Updates to the app improved and faster
Android 4.4 – KitKat
- Support for Bluetooth MAP
- New framework for transitions in the user interface
- Support for wireless printing
- Optimization of memory and touch screen for faster multitasking