Monday, August 04, 2014

অভিকর্ষ ও মহাকর্ষ এবং সরলদোলক

প্রশ্নঃ কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে-
. নক্ষত্রের মাধ্যকর্ষণজনিত আকর্ষণের জন্য
. গ্রহ নক্ষত্রের আকর্ষণের জন্য
. গ্রহের মাধ্যাকর্ষণজনিত আকর্ষণের জন্য
. কোনোটিই নয়
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবী তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে/পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করলে, তাকে কি বলে?
. অভিকর্ষ
. মহাকর্ষ
. আকর্ষণ
. বিকর্ষণ
উত্তরঃ

প্রশ্নঃ অভিকর্ষ হলো বস্তুর উপর
. ঊর্ধ্বমুখী বল
. কেন্দ্রমুখী বল
. নিম্নমুখী বল
. সবগুলো
উত্তরঃ

প্রশ্নঃ বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে?
. বার্ষিক গতির জন্য
. আহ্নিক গতির গতির জন্য
. অক্সিজেনের প্রাধান্যের জন্য
. পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
. মাধ্যাকর্ষণ বলের জন্য
. মহাকর্ষণ বলের জন্য
. আমরা স্থির থাকার জন্য
. পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনর জন্য
উত্তরঃ

প্রশ্নঃ মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন কে?
. কেপলার
. আর্কিমিডিস
. গ্যালিলিও
. নিউটন
উত্তরঃ

প্রশ্নঃ অভিকর্ষজ ত্বরণ 'g'-এর পরিবর্তন ঘটে-
. উচ্চতর ক্রিয়ায়
. অক্ষাংশ ক্রিয়ায়
. পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়
. সবগুলি
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরুণ কত?
. . m/sec2
. ৯৮ m/sec2
. .৯৮ m/sec2
. None
উত্তরঃ

প্রশ্নঃ মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
. ভূ-কেন্দ্র
. ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট নিচে
. ভূ-পৃষ্ঠে
. ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট উচুতে
উত্তরঃ

প্রশ্নঃ কোন বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রর দিকে আকর্ষিত হয়, তাকে বলে বস্তুটির-
. ভর
. শক্তি
. মাধ্যাকর্ষণ বল
. ওজন
উত্তরঃ
প্রশ্নঃ ওজনের একক কোনটি?
. গ্রাম
. কিলোগ্রাম
. পাউন্ড
. নিউটন
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবীর কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়?
. ভূ-পৃষ্ঠে
. মেরু অঞ্চলে
. নিরক্ষীয় অঞ্চল
. পৃথিবীর কেন্দ্রে
উত্তরঃ

প্রশ্নঃ কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
. খনির ভেতর
. পাহাড়ের উপর
. মেরু অঞ্চলে
. বিষুব অঞ্চলে
উত্তরঃ

প্রশ্নঃ যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন-
. কমে
. বাড়ে
. অর্ধেক হয়
. একই থাকে
উত্তরঃ

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হয়?
. বাড়ে
. কমে
. একই থাকে
. শূন্য হয়ে যায়
উত্তরঃ

প্রশ্নঃ চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন-
. থাকবেই না
. ঠিকই থাকবে
. বাড়বে
. কমবে
উত্তরঃ

প্রশ্নঃ চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে বস্তুর ওজনের কত অংশ?
. /
. /
. /
. /১০
উত্তরঃ

প্রশ্নঃ যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন-
. g/২গুণ বৃদ্ধি পাবে
. g গুণ বৃদ্ধি পাবে
. g গুণ কমবে
. g গুণ বৃদ্ধি পাবে
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন-
. . N
. ৯৮ N
. ৯৮০ N
. N
উত্তরঃ

প্রশ্নঃ কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন-
. ৯৩. নিউটন
. ৯৮ নিউটন
. ১০ নিউটন
. ১০০ নিউটন
উত্তরঃ
প্রশ্নঃ পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ভর কত?
. কিলোগ্রাম
. কিলোগ্রাম
. ৪৯ কিলোগ্রাম
. কোনো ভার থাকবে না
উত্তরঃ

প্রশ্নঃ লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন?
. লিফটটি যখন সমবেগে ওপরের দিকে উঠে
. লিফটটি যখন সমবেগে নিচের দিকে নামে
. লিফটটি যখন g ত্বরণে উপরে উঠে
. লিফটটি যখন g ত্বরণে নিচে নামে
উত্তরঃ

প্রশ্নঃ লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাড়ানো লোকের ওজন-
. কমে যায়
. বেড়ে যায়
. স্বাভাবিক থাকে
. শূন্য হয়ে যায়
উত্তরঃ

প্রশ্নঃ মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?
. দূরত্বে পৃথিবরি কোন মহাকর্ষীয় বল নেই
. মহাশূন্যচারী 'g'-এর মানের সমান ত্বরিত হয়
. মহাশূন্যচারী মহাশূন্যচারীর চেয়ে ধীরগতিতে চলে
. মহাশূন্যচারী বেগ অপরিবর্তিত থাকে
উত্তরঃ

প্রশ্নঃ এক ব্যক্তি দালানের দশতলায় একটি লিফটে দাঁড়িয়ে আছে তার হাতে কোনো ¯িপ্রং নিক্তি থেকে ঝুলানো একটি বস্তু ১০ নিউটন ওজন নির্দেশ করছে হঠাৎ লিফটের তার ছিড়ে লিফটটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে ¯িপ্রং নিক্তিতে বস্তুটির ওজন কত নির্দেশ করবে?
. নিউটন
. .৯৮ নিউটন
. ১০ নিউটন
. ৯৮ নিউটন
উত্তরঃ

প্রশ্নঃ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি
. একটি
. দুইটি
. তিনটি
. চারটি
উত্তরঃ

প্রশ্নঃ পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?
. নীলস বোর
. গ্যালিলিও
. রমন
. ডারউইন
উত্তরঃ

প্রশ্নঃ শুন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
. পালক
. পাথর
. কাঠ
. সবকটি এক সাথে মাটিতে স্পর্শ করবে
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবী পৃষ্ট থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল---
. কমে যায়
. বেশি হয়
. অপরিবর্তিত থাকে
. কোনটিই নয়
উত্তরঃ

প্রশ্নঃ দোলকের দোলনকাল নির্ভর করে---- উপরে
. দোলকের দৈর্ঘের উপরে
. মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
. দোলকপিন্ডের ভরের
. দোলকের দৈর্ঘ মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
উত্তরঃ
প্রশ্নঃ সরল দোলকের সূতার দৈর্ঘ বাড়ালে, দোলনকাল-
. বাড়বে
. কমবে
. কোন পরিবর্তন হবে না
. দোলক স্থির হয়ে যাবে
উত্তরঃ

প্রশ্নঃ দোলক ঘড়ি দ্রুত চলে---
. গ্রীষ্মকালে
. শরৎকালে
. হেমন্তকালে
. শীতকালে
উত্তরঃ

প্রশ্নঃ একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি---
. ফাস্ট হবে
. ঠিক সময় দিবে
. স্লো হবে
. কোন রকম প্রভাবিত হবেনা
উত্তরঃ

প্রশ্নঃ একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
. শূন্য
. অসীম
. ভূ-পৃষ্ঠের সমান
. ভূ-পৃষ্ঠ থেকে কম
উত্তরঃ

প্রশ্নঃ কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরন ৯গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
. গুণ বাড়বে
. গুণ কমবে
. গুণ বাড়বে
. গুণ কমবে
উত্তরঃ


No comments:

Post a Comment

Thanks for visiting.