Sunday, October 25, 2015

সাম্প্র্রতিক বিশ্ব: বিসিএস সহ সকল সরকারী চাকরির পরীক্ষায় আগামী এক বছর এই পোস্ট থেকে প্রশ্ন কমন পাবেন

সাম্প্র্রতিক বিশ্ব  অর্থনৈতিক সমীক্ষা -২০১৫। 

1) মোট জনসংখ্যাঃ ১৫.৭৯ কোটি
2) জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৬ %
3) পুরুষ:মহিলা :: ১০৪.৯ : ১০০
4) জনসংখ্যার ঘনত্তঃ ১,০৩৫ জন
5) শিশু মৃত্যু হারঃ ৩৩ জন (এক বছরের কম বয়সী)
6) প্রত্যাশিত গড় আয়ুঃ ৭০.৭ বছর
7) সাক্ষরতার হারঃ ৬২.৩%
8) দারিদ্রের নিম্নসীমাঃ ১৭.৬%
9) জি.ডি.পিঃ ১৫,১৩,৬০০ কোটি টাকা (চলতি মূল্য)
10) মাথাপিছু জি.ডি.পিঃ ১,২৩৫ (মার্কিন ডলার)/ ৯৫,৮৬৪ টাকা
11) মাথাপিছু আয়ঃ ১,৩১৪ (মার্কিন ডলার)/ ১০২০২৬টাকা
12) মোট তফসিলি ব্যাংকঃ ৫৬ টি
13) আর্থিক প্রতিষ্ঠানঃ ৩১ টি (নন ব্যাংক)
14) জি.ডি.পি প্রবৃদ্ধিঃ ৭.০০%
15) মূল্যস্ফীতিঃ ৬.২%
16) কৃষি খাতের অবদানঃ ১৫.৯৬% (সাময়িক)
17) শিল্প খাতের অবদানঃ ৩০.৪২% (সাময়িক)
18) সেবা খাতের অবদানঃ ৫৩.৬২% (সাময়িক)
19) সর্বোচ্চ বিনিয়োগকারী দেসঃ যুক্তরাজ্য (১) , দক্ষিন কোরিয়া (২)
20) বেশী আমদানীঃ চীন, ভারত(২য়- এশিয়ার ১ম)
21) বেশী রপ্তানীঃ যুক্তরাষ্ট্র
☆☆☆☆☆☆☆
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা
—৪৮৯টি
বর্তমানে দেশে পৌর সভার সংখ্যা কতটি?
— ৩২০টি. (সর্বশেষ ভান্ডারিয়া, পিরোজপুর)
বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
—–৬৩৭ টি.( সর্বশেষ বাঙ্গারা, কুমিল্লা)
————————————————
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?
—- মাসুদ বিন মোমেন
বর্তমানে দেশে ঘোষিত স্থলবন্দর কতটি?
—২২ টি.
২০১৪ গণতন্ত্র সূচকে বাংলা দেশের অবস্থান কততম?
উঃ ৮৫ তম.
——————————————-
ঘুর্ণিঝড় কোমেন বাংলাদেশে আঘাত হানে
-৩০জুলাই,২০১৫।
সিংনাথ, দোহাজারী, ও ঘটঘটিয়া কোন কৃষিপণ্যের নতুন
জাত?
— বিটি বেগুন।
————————
বাংলাদেশ ক্রিকেট দল দেশ ও দেশের বাইরে মোট ৬০টি
দ্বিপক্ষীয় সিরিজ খেলে যারা মধ্যে ১৯টি সিরিজ জয়
যেখানে ১০বার ই বাংলা ওয়াশ করা হয়েছে।
—————————————
IS > Islamic State
রাজধানী> আল রাক্কা
খলিফা: আবু বকর আল বাগদাদি
স্বাধীনতা ঘোষণা > ৩ জানুয়ারী, ২০১৪।
খিলাফত ঘোষণা > ২৯জুন ২০১৪।
ম্যাগাজিন> দাবিক।
————————————–
ছাতা বিপ্লব হয় > হংক এ। ২৮ সে:, ২০১৪ ছাত্রদের দ্বারা
‘অকুপাই সেন্ট্রাল ।
——————————–
সম্প্রতি স্বাধীনতার বিপক্ষে ভোট হয> স্কটল্যান্ডে।বি
পক্ষে ভোট>৫৫.৩০%।
—————————————————-
ইউক্রেনের স্বঘোষিত রাষ্ট্র হল>১. দোনেত্স্ক ২.
লুহানস্ক।
——————————————————
ইয়াজিদি সম্প্রদায় কোন অঞ্চলে বাস করে>> ইরাকের
উত্তরাঞ্চলে নিনেভাই প্রদেশে।
————————————————–
অপারেশন পলো কি>> ১৯৪৮সালে ভারতের প্রথম
প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হায়দ্রাবাদ দখলের
অভিযানকে বলে। ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানা ।
——————————————————————
মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট কোন দেশের
গেরিলা>> ফিলিপাইন।
————————————————————————
অপারেশন প্রটেকটিভ এজ কি? > ৮জুলাই ২০১৪ , ইসরাইল
কর্তৃক গাজায় নির্বিচার বিমান হামলার সাংকেতিক
নাম।
————————————
NATO’ র২৬তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? >> ওয়েলস,
যুক্তরাজ্য। (৪-৫ সে:২০১৪)। পরবর্তী সম্মেলন ওয়ারশ,
পোল্যান্ড জুলাই, ২০১৬।
————————————————————–
New Development Bank (NDB)কোন সম্মেলনের মাধ্যমে
প্রতিষ্ঠিত হয় > ব্রিকসের ৫ম শীর্ষ সম্মেলন ফোর্তলেজা
(ব্রাজিল) ,১৫জুলাই ২০১৪।
সদর দপ্তর>চীনের সাংহাই।
যা World bank ও IMF প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে।
————————————————————
চীনের বিশ্বব্যাংক হল>> Asian Infrastructure Investment
Bank (AIIB)
সদর দপ্তর>চীনের বেইজিং।
———————————————-
দারিদ্র্য সমাচার
———————-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্র -২০১১ সালের আদম শুমারী অনুয়ায়ী
————–
১। গড় দারিদ্র্যের হার >> ৩০.৭%
২। নিম্ম দারিদ্র্যরেখায় বাস করে মোট জনসংখ্যার > ১৭.৬%
৩।উচ্চ দারিদ্র্যরেখায় বাস করে মোট জনসংখ্যার > ৩১.৫।%
৪। সবচেয়ে কম দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ > সিলেট (২৫.৫%)
৫। সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ > রংপুর(৪২.%)
৬। সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধ্যুষিত জেলা >> কুড়িগ্রাম (৬৩.৭%
৭। সবচেয়ে কম দরিদ্র মানুষ অধ্যুষিত জেলা >> কুষ্টিয়া (৩.৬%)
————————————————————————–
জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক -২০১৩ ।(প্রকাশ> ১৪জুলাই,১৫, বিবিএস )
—————————-
দারিদ্র্যের হার >> ২৪%
———————————————————————————–
বিশ্বব্যাংক প্রতিবেদন -২০১৪।
—————————-
১।সর্বাধিক দরিদ্র মানুষের দেশ > ভারত(৩৩%) বাংলাদেশে ৬%।
২। দারিদ্র্য ঘনত্বে র্শীষ দেশ > কঙ্গো প্রজাতন্ত্র।
————————————————————————————–
✎ Budget_2015_16
আগামী জুলাই মাস থেকে শুরু হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চলবে ২০২১ সালের জুন পর্যন্ত। এরই মধ্যে শুরু হয়েছে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ভিশন-২০২১। এ কাজও শেষ হবে ২০২১ সালের জুনে। ভিশন-২০২১ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী অর্থবছর (২০১৫-১৬) থেকে ২০২০-২১ অর্থবছরের মধ্যে একটি সেতুবন্ধ গড়ে তোলার লক্ষ্য নিয়েই সরকার নতুন বাজেট প্রণয়ন করেছে।
২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ভুমিকাঃ
a) ”সমৃদ্ধির সোপানে বাংলাদেশ- উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা”
b) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত সরকারের এটি ২য় বাজেট
c) বাংলাদেশের — ৪৫তম বাজেট
d) আওয়ামীলীগ সরকারের — ১৬তম বাজেট
e) অর্থমন্ত্রী আবুল মাল আবুল মহিতের– ৯ম বাজেট [২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর ;১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪]
f) বাজেট উপস্থাপন – ৪ জুন, ২০১৫
জাতীয় বাজেট ২০১৫-১৬
━━━━━━━━━━━━
১] মোট বাজেট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। (GDP এর 17.2 % )
২]রাজস্ব আয়ের পরিকল্পনা ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা (GDP এর 12.1 % )
৩]GDP= ১৭,১৬,৭০০কোটি টাকা [১৫,১৩,৬০০ কোটি (চলতি মুল্যে), ৮, ২৪, ৫৩২ কোটি ( স্থির মূল্যে ) অর্থনৈতিক সমিক্ষা ]
৪]জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ।
৫] মূল্যস্ফীতি ৬.২ শতাংশ।
৬] এডিপি ৯৭,০০০ কোটি টাকা।(GDP এর 5.7 % )
৭] বাজেটের ঘাটতি ধরা হয়েছে — ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা [অনুদান ছাড়া] (GDP এর ৫% )
— ৮০ হাজার ৮৫৭ কোটি টাকা [অনুদান সহ ]
৮] এনবিআর কর ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা।
৯] এনবিআর বহিভূর্ত কর ৫ হাজার ৮৭৪ কোটি টাকা
১০]ব্যাংক ঋণ ৩৮ হাজার ৫২৩ কোটি
১১]বৈদেশিক উৎস্য থেকে পাওয়া যাবে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা।
বাজেটে বরাদ্দকৃত কিছু খাত-
━━━━━━━━━━━━
* সর্বোচ্চ বরাদ্ধ – অর্থ বিভাগ
১.সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে ৫৬,৬৯৬ কোটি টাকা। [মোট ব্যায়ের ১৯ দশমিক ২ শতাংশ ]
২. কৃষিখাতে বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৯,৯৭৯ কোটি টাকা। [ মোট ব্যায়ের ৬ দশমিক ৮ শতাংশ।]
৩. শিক্ষা প্রযুক্তি খাতে বরাদ্দ ৩৪ হাজার ৩৭০ কোটি টাকা। [মোট ব্যায়ের ১১ দশমিক ৬ শতাংশ।]
৪. স্বাস্থ্য খাতে ১২ হাজার ৬৯৫ কোটি টাকা। [মোট ব্যয়ের ৪ দশমিক ৩ শতাংশ।]
৫. প্রতিরক্ষাখাতে বরাদ্দ ১৮ হাজার ৩৯৮ কোটি টাকা। [মোট ব্যয়ের ৬ দশমিক ২ শতাংশ।]
৬. যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮ হাজার ৭০০ কোটি টাকা। [মোট ব্যয়ের ৯দশমিক ৭শতাংশ।]
৭ .জ্বালানি ও বিদ্যুৎখাতে বরাদ্দ ১৮ হাজার ৫৪০ কোটি টাকা। [ মোট ব্যয়ের ৬ দশমিক ৩ শতাংশ। ]
৮. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০৯৯৬ কোটি টাকা। [মোট ব্যয়ের ৭ দশমিক ১ শতাংশ।]
৯. জনশৃংখলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ১৩ হাজার ৬৩০ কোটি টাকা। [মোট ব্যয়ের ৪ দশমিক ৬ শতাংশ।]
করমুক্ত আয়সীমাঃ
━━━━━━━━━━━━
☆ ব্যক্তিশ্রেণী : ২ লাখ ৫০ হাজার টাকা।
☆নারী ও ৬৫ বছরের অধিক বয়স্ক : ৩ লাখ টাকা।
☆ প্রতিবন্ধী ব্যক্তি : ৩ লাখ ৭৫ হাজার টাকা।
☆গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা করদাতা : ৪ লাখ ২৫ হাজার টাকা।
কর্পোরেট টেক্সঃ
━━━━━━━━━━━━
১. তালিকাভুক্ত কোম্পানি- ২৫% (বিদ্যমান- ২৭.৫%)
২. অ-তালিকাভুক্ত কোম্পানি- ৩৫% (বিদ্যমান- ৩৫%)
৩. তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্টান- ৪০% (বিদ্যমান- ৪২.৫%)
৪. অ-তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্টান – ৪০.৫% (বিদ্যমান- ৪২.৫%)
.
✎ Financial Bank and rates:
━━━━━━━━━━━━
22) Call Money Rate= 6.5% (13 MAY 2015)
23) Bank Rate=5%
24) Forex Reserve= 25 Billion Usd On 25th June, 2015
25) Repo=7.25%
26) Special Repo = 10.25%
27) Reverse Repo=5.25%
28) SLR=13% (For Conventional Banks) , 5.5%(For Islamic Banks)
29) CRR 6.00% (Daily Basis), 6.50% (Fortnightly Basis)
30) CRR For NBFI = 2.5%
31) SLR For NBFI =5%
32) Inflation Rate = 6.32%
33) Food Inflation = 7.16%
☆☆☆☆☆☆☆
✎ বাংলাদেশের সূচি বা ক্রম আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে
HDI >>> 142
34) Internet index—63
35) Corruption index— 14 ( decend order)
36) Economic Independent index—131 (2014)
37) Country brand index— 72
38) Traffic jam (country)—3rd
39) Traffic jam ( city)–8
40) Remittance — 8
41) Travel and tourism — 127
42) Economics ( purchasing power) — 36 (nominal rate) — 58
43) Mother index– 130
44) Mass communication — 146
45) Human capital index– 99
46) Early marriage @Asia–1st; world–4th
47) Economic and social survey — 12
48) Global venerability index @ worse –2nd ; 1st — Syria
49) Good–melborne
50) Potato production @ world–9th,,,Asia—3rd
51) Economic independence index –1st– Hong-Kong ; Last –N.korea
52) Peace index – 84
53) Costly Country – 63
ভঙ্গুর রাষ্ট্র – 32
GDP rank – Nominal (44); Purchasing Power ( 33)
☆☆☆☆☆☆☆
✎ CONFERENCES :
54) 20 th Climate conference — Peru ( Lima)
55) 21 st — France ( li Buryat)
56) 19 the SAARC — Pakistan
57) 24 Commonwealth conference — Malta ( 2016)
58) 7 th BRICS conference — RSA (2015)
59) 10 G-20 — Turkey (2015)
60) 41st G-7 — Germany ( June 7-8,2015 )
61) 26 th Arab league conference — Mishor
✎ Year_and_day :
62) 2015–Int.Camelids Year, Light Year, Soil Year, E-Commerce Year (BD)
63) 2016–SAARC Cultural Year, National Tourism Year (BD)
64) Table Tennis Day — April 6
65) Animal Day–March 3
66) Yoga Day — June 21
☆☆☆☆☆☆☆
✎ Sports: খেলাধুলা
বাংলাদেশে ক্রিকেট দল এ পর্যন্ত ১৯টি ওয়ানডে সিরিজ জিতেছে।
বাংলা ওয়াশ >> ১০টি
সবচেয়ে বেশি সিরিজ জয় > জিম্বাবুয়ের বিপক্ষে (৮টি)
67) 6th ICC T-20—India
68) 11 st women wcc — 2017 ( 8-27 Aug)
69) 2014 FIF Balon D’OR — CR
70) 2015 Asia cup football (16 ) champion — Australia
71) 2015 Africa cup of nations (30)—Ivory cost (r.up–Ghana)
72) European football league champion (2014-15) :
73) La-liga –Barcelona
74) Bundes liga– Bryan Munich
75) EPL — Chelsea
76) Siri-A –Zuventas
77) France (league-1)–PSG
☆☆☆☆☆☆☆
✎ Award :পুরষ্কার
━━━━━━━━━━━━
চ্যাম্পয়িন অব দ্যা আর্থ- শেখ হাসিনা
এশিয়ার সেরা গর্ভনর > ড. আতিউর রহমান
Man booker>> Marlon James (jamaikan) > A brief history of seven killings
78) SAARC literature award 2015 — Selina Husain
79) Bangladesh Shisu Academy Awared : RAfiqul Haque (Dada vai)
80) Ekushe award –total given 15 person (started from 1976)
81) Language movement — Piyaru Warder
82) Journalusm– Jamal Lohani
83) Education — Prof. Dr M.A Mannan,,Sanad Kumar Shaha
84) Bangla academy award (2015) — total 7 person
85) Abel award (2015)– Luis Nirenburg and John Forbes Nash
86) Bangabivushon award (west bangal)– Firoja Begum
87) World summit on info society award — A2I project ( for 2nd time)
88) DSC literature award — Zumpa lahiri ( The Loland)
89) Environement Awared: Human rightis and Peace for Bangladesh (Monzil Morshed)
90) জাতীয় পরিবেশ পদক-২০১৫ -‘মুকিত মজুমদার বাবু ও এডভোকেট মোনজিল মোরশেদ। পুরষ্কার পাচ্ছে RABও।
91) Freedom of Speach : Sloden
92) Nelson Rolihlahla Mendala Awared (2014 introduced ) : হোহে সাম্পাই , হেলেনা এনদিউম
93) World Food Award: Fazle Hasan Abed
.
.
☆☆☆☆☆☆☆
✎ বাংলাদেশের কিছু তথ্য
━━━━━━━━━━━━
94) Private radio channel –12 ( last–radio next)
95) Community radio –15 ( last–meghna )
96) TV channel — 25 ( tekecast off –ekattor and Islamic TV )
97) Total small tribe — 48
98) 7 the five years plan — 2016-20
99) LDC list by UN –1971
100) BD listed under LDC by UN–1975
101) Total tea garden in BD– 166
102) Position in Drinking tea@BD –16
103) OCR (Bengali name PUTHI) start (37th country)–7 Aug,14
104) Total election emblem in BD –213
105) Parliament election emblem –65
106) UP,city corporation election emblem –34
107) Mobile User : 12.19 crore
108) Internet User: 4.28 Crore
109) Share At AIIB: 66 Crore 5 lac 6 thousand (0.6729 %)
110) forest : 11.04%
.
☆☆☆☆☆☆☆
✎ Others :
Tehrik-eTaliban form — 2007
USA CUBA relation breach — 1960
UN mission –69 ( 16 country)
Cotton root theory — India
Silk root theory — China
1st digital coin — Equador
Hydrogen based trum — China
Hight Carbon omitting country – china ( 26.75%)
☆☆☆☆☆☆☆
✎ More :
Highest GDP in world is China.(PPP) , USA( nominal), Papuya Newgini ( growth rate)
ওয়ানডের পরে এবার টেস্টেও বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বচ্চো রানের মালিক হলেন “তামিম ইকবাল”(৩০৩৯)
তামিম টেস্টে ব্যক্তিগত সর্বচ্চো সেঞ্চুরির মালিক (৭ টি)
ACU(Asian Clearing Union) এর চেয়ারম্যান নির্বাচিত হলেন বাংলাদেশ ব্যাংকের ১০ ম গভর্নর ‘ড.আতিউর রহমান’।
এফবিসিসিআইয়ের দ্বিবাির্ষক (২০১৫-১৭) মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন “আব্দুল মাতলুব আহমাদ
৬৮তম কান চলচ্চিত্র উৎসব -2015_::
*সর্বোচ্চ পুরস্কার :স্বর্ণপাম *সেরা চলচ্চিত্র. :ধীপান
—————————————-
নোবেল পুরুস্কার-২০১৫
———————————-
শান্তি- তিউনিশিয়ার গণতন্ত্রপন্থী সংগঠন ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট । ২০১১ সালের জেসমিন বিপ্লরের জন্য (গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য)
—————————————————–
অর্থনীতি- আঙ্গাস ডেটন (স্কটিশ আমেরিকান)।দারিদ্র্য ও জনকল্যাণ বিষয়ে গবেষণার জন্য ।
———————————————–
সাহিত্য- সভেতলানা আলেক্সিভি(বেলারুশ)
——————————————-
পদার্থ- তাকাকি কাজিতা (জাপান), ও আর্থার বি. ম্যাকডোনাল্ড (কানাডা)
——————————————————————
রসায়ন- আজিজ সানজার (তুরস্ক), থমাস লিন্ডাল (সুইডেন), ও পল মড্রিচ(আমেরিকা)
—————————————
চিকিত্সা- উইলিয়াম ক্যাম্পবেল (আয়ারল্যান্ড),
সাতাশি উমুরো (জাপান), ও ইউ ইউ তু (চীন)
——————————————————
বাংলাদেশ-ভারত ছিটমহল সমাচার
——————-
আশা করছি এখান থেকে একটা হলেও কমন পাবেন ইনশাল্লাহ ।

মোট> ১৬২টি ( বাংলাদেশে ভারতের ১১১টি, ভারতে বাংলাদেশের ৫১টি
——————-
বাংলাদেশ পেল> ১১১টি
——————-
জমির পরিমাণ> ১৭,১৬০.৬৩একর
জনসংখ্যা যোগ হয় > ৪০, ৪৭০জন
—————————–
ভারত পেল > ৫১টি।
———————-
জমির পরিমাণ>৭১১০.০২ একর।
জনসংখ্যা যোগ হয় >১৫,১৯৪জন।
—————————–
অচিহ্নিত সীমানা> ৬.৫কি.মি।
সীমান্তের মধ্যে চিহ্নিত সীমান্ত ৪.৫ কি.মি।
অচিহ্নিত রয়ে গেছে বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরের শুধু ২কি.মি সীমানা।
———————-
অপদখলীয় জমি> ৫০৪৪.৭২ একর।
———-
বাংলাদেশ পায় ৬টি স্থানে ২২৬৭. ৬৮২একর।
ভারত পায় ১২টি স্থানে ২৭৭৭.০৩৮ একর।
———————————–
মুজিব-ইন্দিরা চুক্তি(স্থল সীমান্ত চুক্তি) স্বাক্ষরিত হয় >১৬মে, ১৯৭৪।
বাংলাদেশে সংসদে পাশ হয় ২৩ নভে: ১৯৭৪।সংবিধান সংশোধন > 3য়।
——————————-
ভারতে পাশ>
————-
৬মে, ২০১৫ > রাজ্যসভায়
৭মে,২০১৫> লোকসভায়
ভুল শুধরে আবার পাশ> ১১মে.২০১৫।
১০০ তম সংশোধণী ছিল কিন্তু ১১৯তম হবে।।
———————-
স্থল সীমান্ত চুক্তি-১৯৭৪ ও ২০১১ সালের প্রটোকল অনুমোদনের দলিল বিনিময় হয় ৬জুন, ২০১৫।
——————————–
৩১জুলাই, ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্য আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মানচিত্র থেকে ছিটমহল নামের শব্দটি উঠে যায়।
———————-
পুনশ্চ:
———-
বেরুবাড়ী > ২.৬৪ বর্গ মাইল/ ৬.৮৪ বর্গ কি.মি ।ভারতকে দিয়ে দেয়া হয় । দহগ্রাম-আঙ্গরপোতা ছিটে নির্বিঘ্নে চলাচলের জন্য
তিন বিঘা করিডর(১৭৮* ৮৫ মিটার বা ৫৮৪* ২৭৯ ফুট)ব্যবহার চিরস্থায়ী ইজারা দেয় ভারত।
দহগ্রাম ও আঙ্গরপোতা> লালমনির হাটে ।
মশালডাঙ্গা ছিটমহল> কুড়িগ্রামে।
বাংলাদেশে ভারতে ১১১টি ছিটগুলো ছিল টেকনিক> কুলাপানি> কুড়িগ্রাম-১২, লালমনিরহাট৫৯,পঞ্চগড়৩৬, নীলফামারি৪।
——————
বাংলাদেশের ৫১টি ছিট ভারতের
কুচবিহার> ৪৭টি
জলপাইগুড়ি> ৪টি

Tuesday, September 08, 2015

35th BCS Question

35 তম বিসিএস প্রিলিমিনারি – প্রশ্নোত্তর
পূর্ণমান- 200; সেট কোড – 3; তারিখ: 6.3.2015

 1. সোয়াচ অব নো গ্রাউন্ড – বঙ্গোপসাগর
2. বাগদা চিংড়ি রপ্তানি – আশির দশক
3. প্রশাসনিক ট্রাইবুনাল – 117 নং অনুচ্ছেদ
4. বেসরকারি টিভি চ্যানেল – 27টি
5. অলিভ টারটল পাওয়া যায় – সেন্ট মার্টিন দ্বীপে
7. প্রান্তিক হ্রদ – বান্দরবন
9. মহাস্থবীর শীলভদ্র – নালন্দা বিহার
10. খাসিয়া গ্রাম – পুঞ্জি
11. লর্ড ক্যানিং – পুলিশ ব্যবস্থা
13. পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষা – ধীরেন্দ্রনাথ দত্ত
14. তিন কণ্যা- কামরুল হাসান।
15. যশোর জেলায় – ভবদহ বিল
17. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা – 2014 – সাক্ষরতার হার – 57.9%
18. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান
বি.দ্র. – ওসমানি সেনাপতি ছিলেন। সেনাপতি আর সর্বাধিনায়ক এক নয়।
22. জীবনঢুলি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র
23. ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট – তাসকিন আহমেদ
28. 360 আউলিয়ার দেশ – সিলেট
30. ম্যানগ্রোভ বন – উপকূলীয় বন।
31. নেপালের সর্বশেষ রাজা ছিলেন – রাজা জ্ঞানেন্দ্র
32. বেলফোর ঘোষণা – ইহুদের জন্য একটি জাতি রাষ্ট্র ঘোষণা
34.ডমিনো তত্ত্বটি – দক্ষিণ- পূর্ব এশিয়া জন্য প্রযোজ্য
ব্যাখ্যা : পঞ্চাশের দশকে ইন্দোচীনে যখন সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্রে ক্ষমতাসীন হচ্ছিল, তখন  যুক্তরাষ্ট্র এই ‘ডমিনো তত্ত্ব’র কথা প্রচার করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ। ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে। ইন্দোচীনে দক্ষিণ- পূর্ব এশিয়ার অন্তর্গত।
41. ব্রিকস শীর্ষ সম্মেলন – ব্রাজিল
42. উইঘুর হলো (ঘ) চীনের একটি সম্প্রদায়…
44. মংডু -ক বাংলাদেশ ও মায়ানমরের সীমান্ত এলাকা
45. কার্টাগেনা প্রোটোকল হচ্ছে – জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
46. মন্ট্রিল প্রোটোকল সংশোধন হয় – 4 বার
47. the art of war- সন জু
48. নিউ সিল্ক রোড – চীন
49. বিশ্ব প্রাণি দিবস – 4 অক্টোবর
50. WIPO – জেনেভা
52. পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয় – ভূমিকম্প।
53. ভারতের রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই – নাগাল্যান্ড।
54. ঝুম চাষ পদ্ধতি – চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম জেলা
61. ডিএনএ দ্বি -হ্যালিক্স – ওয়াটসন এবং ক্রিক
63. মরুভূমির জাহাজ – উট
65. গোয়েন্দা বিভাগে – এক্স রে
67. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় – বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে।
111. শুদ্ধ বানান- প্রতিযোগিতা
113. আয়নায় প্রতিফলন – Relation
131. পুরষ্কার -বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার — দুটোয় অশুদ্ধ
132. নিচের কোনটি শুদ্ধ?–মনীষী
133. কোন বাক্যটি শুদ্ধ? — দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
134. consumer goods -এর উপযুক্ত
বাংলা পরিভাষা কী ? — ভোগ্যপণ্য
135. জল শব্দের সমার্থক নয় কোনটি — জলধি
136. কোন শব্দ জোড়া বিপরীতার্থক নয় ? – হৃষ্ট-পুষ্ট
137. পরশ্ব অর্থ — পরের ঘন
138. মৌলিক স্বর – ৭
139.
140. ‘লবণ ‘ শব্দের বিশেষ্য কোনটি ? নোনতা
141. কোনটি বাক্যের গুণ নয়? আসক্তি
142. প্রত্যয় সাধিত – খন্ডিত
143. দ্বৈপায়ন = দ্বীপ+অয়ন
144. জজ সাহেব – কর্মধারয় সমাস
145. ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়- প্রাতিপদিক
146. সবচেয়ে বেশি চর্যার পদ – কাহ্নপা
147. প্রাচীন যুগের নিদর্শন- —দোহাকোষ
148. ‘তাম্বুল রাতুল হইল অধর পরংশে। ‘‘– অর্থ কী ? -অস্তাচলসূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল ।
149. হপ্তপয়কর কার লেখা — আলাওল
150. মঙ্গলকাব্য- দাশু
151. সমাচার দর্পনন- ক্লার্ক
152. কোনটি ঈশ্বরচন্দ্র জীবনী –আত্মচরিত
153. রবীন্দ্রনাথ এর আদি নিবাস কোথায় — শিলাদহ , কুষ্টিয়া
154. তেল নুন লাকড়ি – প্রমথ চোধুরী
155. সার্থক ট্রাজেডি -কৃষ্ণকুমারী
156. কপাল কুন্ডলা-রোমান্টিক
157. কোনটি রবীন্দ্র নাথের নয় — অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান
158. দ্রোপদী – মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
159.
160. অসমাপ্ত আত্মজীবনী – শেখ মুজিবুর রহমান
161. ‘প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে । ‘‘ গীতিকার — শেখ ওয়াহিদ
162. মাটির ময়না – তারেক মাসুদ
163. হুলিয়া — নির্মলেন্দু গুন
164. নিচের কোন সাহিত্যক আততায়ীর ঢাকায় মৃত্যুবরণ করেন? — সোমেন চন্দ
165.
166. Cricket enjoys – follow on
167 . Golden daffodils – Wordsworth
168. Initiative – enterprise
169. Can be used as a verb – master
170. Not a Nobel laureate – Graham Greene
171. You must shut these doors – These doors must be shut
172. Director’s usual style – idiosyncratic
173. Will it take much time? – much
174. Arms and the Man – George Bernard Shaw
175. Disagreeable man.- Adjective
176. This could have worked.- .Had
177. The climax of a plot – At the height
178. Harm:Damage – Injure:Incapacitate
179. Othello is a Shakespeare’s’ play about – Moor
180. Mughal empire began to – Disintegrate
181. Being fat does not – increase
182. The poem Isle of Innisfree – W.B.Yeats
183. Riders to the Sea – is a play
184. It is time to review the protocols – Record of rules
185. Amazing song haunted me – that
186. Lets us begin by looking at the minutes – written record
187. The noise level in Dhaka city – rapidly
188. Writers of Elizabeth period – Christopher Marlow
189. Women are too often – constrained
190. To be or not to be -Hamlet
191. Class relations and societal conflict – Marxism
192. Societies living in periphery – Marginal
193. A stitch in time – Timely action
194. Which one is correct. – He insisted on seeing her
195. The phrase Nouveau Riche – new rich
196. Antonym of hibernate – liveliness
197. I am collecting material – noun
198. Depression is hereditary – Adjective
199..Find the odd-man -out ? (D) James Joyce
Explanation Except James Joyce all are poet of 18th century but James Joyce is 20 th century.
200. Odd man out – As I lay Dying
বি: দ্র : কয়েকটা কনফিউশন আছে।

Thursday, August 20, 2015

Viva Question and Answer

সকল ক্যাডার-এর জন্য Common Questions:BCS VIVA Solution


# সবচেয়ে Common Question হল -আপনার First Choice ………কেন?
এ প্রশ্নের উত্তরেই আপনাকে বুঝিয়ে দিতে হবে যে,You are different & special, গতানুগতিক উত্তর না দিয়ে একটু আলাদা উত্তর করতে হবে, পরিচিত কোন Diplomate,সচিব,IGP এর reference বলতে পারেন। কোন কোন দেশের reference দিতে পারেন যেখানে ঘন ঘন রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও Strong Civil Service ঐ দেশকে Stable রাখছে।

# Describe Your Self –এ প্রশ্নটা ইংরেজিতে হতে পারে-এখানে একটু creative হোন -Prepare some different sentences to impress the board

# সবচেয়ে important point holo – আপনার উত্তর থেকেই পরবর্তী question হবার সম্ভাবনা ৭০%, তাই উত্তরের জন্য শব্দ চয়ন খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাকে এমন শব্দ চয়ন করতে হবে যাতে পরের question টা আপনি guessকরতে পারেন।

# জাতির জনকের জীবনী (details)

# মাননীয় প্রধানমন্ত্রীর প্রোফাইল (short)

# নিজ জেলার history

# নিজ জেলার মুক্তিযুদ্ধের history

# নিজ জেলার নদীর নাম

# নিজের নামের সাথে মিল আছে এমন বিখ্যাত লোক থাকলে তার details.

# নিজ জেলায় কোন মাননীয় মন্ত্রী থাকলে তার প্রোফাইল (short)

# নিজ জেলার সংসদ সদস্যদের প্রোফাইল (short)

# Bangladesh Economic Review (Latest যেটা Published) – এখান থেকে GDP, Per capita income etc

# Current কিছু data – remittance, reserve, FDI etc

# Viva exam এর দিনের Newspaperটা অবশ্যই চোখ বুলাতে হবে, ওই দিনের বাংলা তারিখ, ওই দিনটা যদি কোন দিবস বা Special day হয়, তাহলে তা অবশ্যই details জানতে হবে।

# সংবিধান, সাংবিধানিক পদ

# সংবিধানের ১৫তম সংশোধনী

# প্রার্থী মহিলা হলে মহিলা Minister/secretary/Judge/DC/AS খুব important

#নিয়মিত পত্রিকা পড়া, নিউজ শোনা viva তে কাজ দিবে
***************** *****************
VIVA TIPS FOR BCS FOFEIGN AFFAIRS


‘Foreign affairs” is such kind of cadre service in the BCS where only eligible candidates get chance through their endless efforts, sacrifice and over all dedication. To get chance in foreign affairs a candidate has to possess some specific qualities covering the areas of complete addressing about himself, his upazila, district, division and above all the present status of the country in the international arena especially in the UN, OIC, SAARC, BIMSTEC, NAM and in many other alliance in which Bangladesh is working restlessly to bright the image of its own to the international communities especially belonging to donar organisations including IMF, WB, USAID, JICA, ADB and IDB, foreign policy, different missions of Bangladesh in abroad, having a crystal-clear knowledge on the status and functions of a diplomat, broad knowledge on the current issues across the world, climatic hazards like global warming or green house effect, earth-quake, exporting products of the country especially the garments sector coupled with remittance and FDI, having a sharp knowledge on map-pointing including rivers, oceans, countries, continents, mountains, lakes, seas etc, having diplomatic knowledge on geo-politics, having inns and outs of economic and military alliance with their full history, memorizing the name of capitals and currencies of all countries across the world and above all smart and precise answer with relevant data with pleasing voice which surely would be helpful to score a outstanding marks to reach to the top of success.

Reading materials include:

1) Diplomacy and foreign policy in wikipedia.

2) History of Bangladesh in wikipedia

3) Constitution of Bangladesh.

4) For full information on district visit dc@(your district name).govt.bd

5) A book “ Articles on National and International Issues” by M Imam Hossain

6) National budget-2011-12

7) Economic review of the Bangladesh govt.-2011

8) Guide books including Oracle, Professors and Saifur’s publication

9) Regular study of the English newspapers including “The Daily Star” and “The Independent”

10) Collection of the atlas.

11) Website: mofa.gov.bd

For the candidate whose First Choice is: BCS Foreign Affairs

BCS VIVA Solution

Get Prepared for facing Oral Test in English. তবে on the moment-এ যে question বাংলায় জিজ্ঞেস করবে তা বাংলায়,যে question ইংরেজিতে জিজ্ঞেস করবে তা ইংরেজিতে answer করতে হবে।

Guidelines for Preparation:

# মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রোফাইল (short)

# মাননীয় পররাষ্ট্রসচিবের প্রোফাইল (short)

# মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার প্রোফাইল (short)

# সংবিধানের ২৫ -নং অনুচ্ছেদ

# বাংলাদেশ – ভারত সম্পর্ক

# বাংলাদেশ – মিয়ানমার সম্পর্ক

# সমুদ্র সীমা – UNCLOS

# জাতিসংঘে বাংলাদেশের সমুদ্র সীমা মামলা

# United Nations

# বাংলাদেশ যেসব সংগঠনের সদস্য সে সব সংগঠন – SAARC, BIMSTEC, Commonwealth, OIC, D-8

# Definition of Diplomacy and Diplomat

# Role of a diplomat

# Quality of a Diplomat

# Vienna Convention-1961

# How can you represent as a Diplomat in a foreign country

# Types of diplomacy, like – economic diplomacy, public diplomacy………

# জাতিসংঘ সংস্কার

# মুক্তিযুদ্ধে রাষ্ট্রদূতদের ভূমিকা – কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়, প্রথম কোন কূটনীতিবিদ বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন।

# Manpower Export

# বৈদেশিক বিনিয়োগ (FDI)বাড়াতে একজন কূটনীতিবিদের ভূমিকা

# Latest International Issues

http://www.mofa.gov.bd/

# BBS News শুনতে পারেন

***************** ***************

বিসিএস ভাইভা বোর্ডকে গাইড করার কৌশল


এটা আমার নিজের use করা ১টা technique যা আমি বিসিএস ভাইভা বোর্ড এ use করেছি আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি।

১. ভাইভা বোর্ড গুলো কিছু প্রশ্ন commonly করে থাকে যেমনঃ নিজের সম্পর্কে, পরাশোনা, কেন এটা ১ম choice, কি করে বোর্ড পর্যন্ত আসলাম তা ইংরেজীতে।

২. তারা অনেক সময় ই আপনি যা বলবেন তার মাঝথেকেই কিছু info detail জানতে চাইতে পারে। আর এ ২টা point কে আমরা তাদেরকে guide করার জন্য use করবো।


উদাহরনঃ

আমি আমার নিজের viva experience share করি আপনাদের সাথে।

১. আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার ১ম পছন্দ পুলিশ কেন। আমি বললাম আমার মা পুলিশে, দাদা পুলিশে ছিলেন। আর তাই আমি এই পরিবেশেই বড় হয়েছি। আমি জানি এ job এর কি কি social problem আছে। ইত্যাদি ইত্যাদি…

২. তাই পর তারা আমাকে জিজ্ঞাস করলেন তোমার মা ও পুলিশ এ! আমি তো তা লুফে নিলাম এবং বললাম উনি recently Haiti mission এ ও গিয়েছিলেন (আমি mission সম্পর্কিত সব পরে গিয়েছিলাম)। তারা ওই লাইনে ২ টা প্রশ্ন করলেন যা আমি bullet ans দিলাম।

৩. তার পর তারা শুরু করলেন হাইতি নিয়ে। (আমি হাইতি ও ভাজা ভাজা করে গিয়েছিলাম)। So আটকাতে পারেনি কোথাও।

৪. এ ভাবে আমি ৩-৪টা বিষয় Target করেছিলাম এবং জানতাম যে এর মাঝে যদি তাদের ঢোকাতে পারি তাহলে Minimum ১০-১২ মিঃ আটকে রাখতে পারবো।


 ভাইভা বোর্ড গাধা না, তারা কিছু পরেই বুঝে যাবে যে তারা ভুল লাইনে প্রশ্ন করছে। তাই তারা অন্য লাইনে চলে যাবে কিন্তু আমি তো তাদের ১০ মিঃ নিজের মুখস্ত জিনিষে আটকে রাখতে পারলাম। এটাই বা কম কি?

যেমন অনেকের হয়তো এই ফেব্রুয়ারি মাসে ভাইভা দিতে যাবেন। তারা কোন ভাবে বই মেলা, বাংলা একাডেমি, ভাষা আন্দোলনে ঢুকতে পারলে অনেক সুবিধা নিতে পারবেন।

 সহজ কথা আপনি ভাইভা বোর্ডের হাতে issue তুলে দেবেন যাতে তারা এর প্রতি attract হয়। এখন কে কি উপায়ে করবেন তা যার যার নিজের উপর নির্ভর করে।

 তবে ভাইভা এর জন্য ভাল করে preparation না নিলে উপরের tips কাউকে এগিয়ে দিতে পারবে না।

 Political question হতেই পারে আর তাই যে যা ই support করেন না কেন একটু হিসেবি ans ই দিতে হবে তা আশা করি সবাই জানেন।

৩৩তম বিসিএস ভাইভা এর জন্য শুভকামনা রইলো।

মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার

বিসিএস পুলিশ

1)Bangladesh lokproshashon/Amajuddin Ahmed

১ম অধ্যায়-উন্নয়ন কি?উন্নয়নমুখী প্রশাসন কি?সামাজিক পরিবর্তন,প্রশাসনিক এলিট।

২য় অধ্যায়-আধুনিক সিভিল সার্ভিসের গোড়াপত্তনে হেস্টিংসের ভূমিকা,অবাধ প্রতিযোগিতে,মেকলে কমিটির রিপোর্ট।

৬ষ্ঠ অধ্যায়-১৯৫৬সালের পাকিস্তানের সংবিধান,১৯৬২সালের পাকিস্তানের সংবিধান।

৯ম অধ্যায় – পুরোটা

১১দশ পুরোটা

১২দশ পুরোটা


2)অসমাপ্ত আত্নজীবনী/শেখ মুজিবুর রহমানভুমিকা,বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন পরিচয়/জীবনব্ত্তান্তমূলক প্রসঙ্গ,টিকা।


3)সংবিধান,সাংবিধানিক আইন ও রাজনীতি: বাংলাদেশ প্রসঙ্গ /আবদুল হালিম-১ম,২য়,৫ম,৬,৭,৮,১২,১৩,১৪,১৫,১৬,১৯.২০.২১.২২.২৫ অধ্যায়।

3)লোকপ্রশাসন /আবদুন নূর-

১ম অধ্যায় (৪),

২য় অধ্যায় (৬),

৩য় অধ্যায় -১০.১১,১২পরিশিষ্ট।

4)স্বাধীনতার দর্শন ও ইতিহাস/ইয়ার আহমদ ভূইয়া ৪র্থ অধ্যায়।
[NB:Keu parle poru book ta porte paren]
¤¤¤আর ও যা জানতে হবে-
1)about yourself

2)About background

3)about ur 1st,2nd,3rd choise why do u want to be a BCS cdre etc.etc…

4)culture,liberatn war

5)some basic concepts-cnstitn,dmcrcy,prlmnty dmcrcy,crtcr govt,august 1975 etc.

6)recent issue

7)contemporary worldetc.etc…

This viva tips are from the Facebook group BCS Expedition document prepared

University Admission Information with List of Public Universities in Bangladesh

The list of all Bangladeshi public University's Name, Establishment Year, Location and Official Website are given as follows. This post are specially made for Higher Secondary School Certificate (HSC) students in Bangladesh who want to admit any public university in Bangladesh.



1) Name: University of Dhaka 
Establishment Year: 1921 
Location: Dhaka 
Website: www.du.ac.bd 

2) Name: Jahangirnagar University
Establishment Year: 1970
Location: Savar
Website: www.juniv.edu

3) Name: Jagannath University
Establishment Year: 2005
Location: Dhaka
Website: www.jnu.ac.bd

4) Name: University of Rajshahi
Establishment Year: 1953
Location: Rajshahi
Website: www.ru.ac.bd

5) Name: University of Chittagong
Establishment Year: 1966
Location:  Chittagong
Website: www.cu.ac.bd

6) Name: Khulna University
Establishment Year: 1991
Location:  Khulna
Website: www.ku.ac.bd

7) Name:  University of Barisal
Establishment Year: February 22, 2011
Location: Barisal
Website: www.barisaluniv.edu.bd

8) Name: Begum Rokeya University, Rangpur
Establishment Year: October 12, 2008
Location: Rangpur
Website: www.brur.ac.bd

9) Name: Jatiya Kabi Kazi Nazrul Islam University
Establishment Year: March 01, 2005
Location: Trishal, Mymensingh
Website: www.jkkniu.edu.bd

10) Name: Comilla University
Establishment Year: 2006
Location:  Comilla
Website: www.cou.ac.bd

11) Name: Islamic University
Establishment Year: 1980
Location: Kushtia
Website: www.iu.ac.bd

12) Name: Bangladesh University of Engineering and Technology
Establishment Year: 1962
Location: Dhaka
Website: www.buet.ac.bd

13) Name: Rajshahi University of Engineering & Technology
Establishment Year: 1964
Location: Rajshahi
Website: www.ruet.ac.bd

14) Name: Chittagong University Of Engineering & Technology
Establishment Year: 1968
Location:  Chittagong
Website: www.cuet.ac.bd

15) Name: Khulna University of Engineering and Technology
Establishment Year: 1969
Location:  Khulna
Website: www.kuet.ac.bd

16) Name:  Dhaka University of Engineering & Technology
Establishment Year: 1980
Location: Gazipur
Website: www.duet.ac.bd

17) Name: Shahjalal University of Science & Technology
Establishment Year: 1987
Location: Sylhet
Website: www.sust.edu

18) Name: Mawlana Bhashani Science and Technology University
Establishment Year: 1999
Location: Tangail
Website: http://mbstu.ac.bd

19) Name: Hajee Mohammad Danesh Science & Technology University
Establishment Year:1999
Location: Dinajpur
Website: www.hstu.ac.bd

20) Name: Patuakhali Science and Technology University
Establishment Year: 2002
Location:  Patuakhali
Website: www.pstu.ac.bd

21) Name: Noakhali Science & Technology University
Establishment Year: March 24, 2005
Location:  Noakhali
Website: www.nstu.edu.bd

22) Name: Jessore University of Science and Technology
Establishment Year: January 25, 2007
Location: Jessore
Website: www.just.edu.bd

23) Name: Pabna University of Science and Technology
Establishment Year: July 15, 2008
Location:  Pabna
Website: www.pust.ac.bd

24) Name: Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University
Establishment Year: 2011
Location: Gopalganj
Website: www.bsmrstu.edu.bd

25) Name: Bangladesh University of Professionals
Establishment Year: June 05, 2008
Location: Dhaka
Website: www.bup.edu.bd

26) Name: Bangladesh Agricultural University
Establishment Year: 1961
Location: Mymensingh
Website: www.bau.edu.bd

27) Name: Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University
Establishment Year: 1998
Location: Gazipur
Website: www.bsmrau.edu.bd

28) Name: Sher-e-Bangla Agricultural University
Establishment Year: 2001
Location: Dhaka
Website: www.sau.edu.bd

29) Name:  Sylhet Agricultural University
Establishment Year: 2006
Location:  Sylhet
Website: www.sau.ac.bd

30) Name: Chittagong Veterinary and Animal Sciences University
Establishment Year: 2006
Location: Chittagong
Website: www.cvasu.ac.bd

31) Name: Bangladesh University of Textiles
Establishment Year: 1978
Location: Dhaka
Website: www.butex.edu.bd

32) Name: Bangabandhu Sheikh Mujib Medical University
Establishment Year: 1998
Location: Dhaka
Website: www.bsmmu.edu.bd

Wednesday, July 22, 2015

গুগলে চাকরী পেতে হলে আপনাকে যা জানতে হবে

“গুগল” নামটা সবারই পরিচিত। পৃথিবীর ১ নম্বর ওয়েবসার্চ +(অন্যান্য) সেবাদান কারি প্রতিষ্ঠান। এখানে একটি চাকরী পাওয়া মানে সোনার দিম পারা হাঁস হাতে পাওয়া। এমনটাই সবাই মনে করে কারন গুগল আপনার মেধার প্রকিত মূল্য দিবে। গুগল কিছুদিন আগে আরও ৭ জন বাংলাদেশিকে নিয়োগ দেবার কথা বলেছে। ইতিমধ্যে তাঁরা তিন জনের নামও প্রকাশ করেছে। এর মদ্ধে ২ জন হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের সাদিয়া নাহরিন ও সাকিব সাফায়েত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনিন্দ মজুমদার। তাঁরা সবাই গুগলে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেবেন। এটা সত্যি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।

আমাদের দেশে অনেক যুবক আছেন যারা অনেক ভালো মানের কাজ জানেন এবং স্বপ্ন দেখেন যে তারাও একদিন গুগলে চাকরী করবে। তাদের জন্য আজকের এই পোষ্ট। যদি সত্যি আপনি মনস্থির করে রাখেন যে, আপনি গুগলে চাকরী করবেন তবে আপনাকে যে কাজগুলো অবশ্যই ভালো করে জানতে হবে।
আসুন জানি বিস্তারিত-


গুগল বিশ্বের সেই প্রতিষ্ঠানগুলো একটি যারা যোগ্য মানুষকে যথাযথ পারিশ্রমিক দিকে কার্পণ্য করে না। গুগলের ইঞ্জিনিয়াররা একানকার তারকা কর্মী। এ প্রতিষ্ঠানে ইন্টার্নরা ৭০ হাজার থেকে ৮০ হাজার ডলার বেতনে চাকরি শুরু করেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেতন ১ লাখ ১৮ হাজার ডলার থেকে শুরু। এরা সিনিয়র হলেই বেতনের কাঠামো দেড় লাখ ডলার ছাড়িয়ে যায়। প্রতিবছর ২৫ লাখ চাকরির দরখাস্ত পায় গুগল। এদের মধ্য থেকে চাকরি লাভ করেন মাত্র ৪ হাজার। আপনি নিজেও সেখানে চাকরিপ্রার্থী হতে পারেন। যদি সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তবে সেখানে ৮০ লাখ টাকা বেতনের চাকরি পেতে হলে আপনার কয়েকটি বিষয় শিখতে হবে। এগুলো জেনে নিন।


১. কোড করতে পারা :  যেকোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক কোড শিখুন। যেমন- সি প্লাস প্লাস, জাভা অথা পাইথন। যদি তিনটি শেখা সম্ভব না হয় তবে যেকোনো একটি তে মাহির হবার চেষ্টা করুন।


২. নিজের কোড পরীক্ষার সামর্থ্য : তবে কোড করা শেখাটাই যথেষ্ট নয়। নিজে যে কোডটি তৈরি করেছেন তা পরীক্ষা করে দেখার দক্ষতা থাকতে হবে। আপনার করা কোডিং এ কোন বাগ আছে কিনা সেটি খুঁজে বের করা, কোডিং এর ওপরে  বিভিন্ন ধরনের পরীক্ষা চালানো। সফটওয়্যার কিভাবে বদলে ফেলা যায় সে পদ্ধতিও আপনাকে জানতে হবে।


৩. অ্যাবস্ট্র্যাক্ট গণিতের কিছু শিক্ষা অর্জন : এ বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হবে। এর মাধ্যমে যৌক্তিক কারণ খুঁজে বের করা এবং গণিতের ধারাবাহিকতা জানতে পারবেন আপনি।


৪. অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা : আনকে অবশ্যই অপারেটিং সিস্টেম সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, যেমন উইন্ডোজ, ম্যাক, উবন্টু ইত্যাদি। তবে আপনার যে কাজে বিশেষ দক্ষতা রয়েছে, বা আপনি যেটি করতে সবথেকে বেশী পছন্দ করেন  তার ওপরই জোর দেবে গুগল।


৫. কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান : আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমতা সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি। আর এ বিষয়ে নিজের কর্মীদের মোটামুটি জ্ঞানী দেখত চায় গুগল। মনে রাখবেন গুগল কিন্তু রোবট অনেক ভালোবাসে।


৬. অ্যালগোরিদম এবং ডেটা সোর্স বোঝা : স্ট্যাকস, কিউই, ব্যাগসসহ কুইকসোর্ট, মার্জমোর্ট এবং হিপসোর্ট এর মতো সর্টিং অ্যালগোরিদম সম্পর্কে ধারণা থাকতে হবে।


৭. ক্রিপ্টোলজি জানা : এ সম্পর্কে ব্যাক জ্ঞান থাকা জরুরি। কারণ সাইবার নিরাপত্তা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।


৮. কম্পিলারস গঠন শেখা : আপনি যখন এটি শিখবেন, তখন মানুষের জন্যে উচ্চমানের ভাষা ডিজাইন করতে পারবেন। যন্ত্রের জন্যে অধিক সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রামের ভাষা পদ্ধতিগতভাবে গঠন করতে পারবেন।


৯. প্যারালাল প্রোগ্রামিং জানা : আপনাকে আরো শিখতে হবে প্যারালাল প্রোগ্রামিং। কম্পিউটারে একযোগে কয়েক টন তথ্যের কাজ করতে শেখা খুবই জরুরি।


তবে আজকে থেকে শুরু হয়ে যাক আপনার শেখা। চেষ্টা করুন আপনিও পারবেন যদি আপনার দৃঢ় মনোবল থাকে তবে। গুগল তাদের ইন্টার্ন লেভেলের ইঞ্জিয়ারদের বেতন ধরে বার্ষিক   ৮০ হাজার ডলার আর পার্মানেন্ট হবার পরে আপনার বেতন হবে ১ লক্ষ ১৮ হাজার ডলার। কি সুনে নিশ্চয় আপনার চোখ বড় বড় হয়ে গেছে। জি এইটা সত্যি কথা। এটি গুগলের শুরুর দিককার বেতন পরে অভিজ্ঞতা অনুযায়ী আপনার বেতন আরও অনেক বাড়বে।
বাংলাদেশের ক্ষুদে ইঞ্জিনারদের অগ্রিম শুভ কামনা দিয়ে আজকের মতো শেষ করলাম আশা করি পরবর্তীতে আবার নতুন কোন বিষয় নিয়ে কথা হবে।

Thursday, July 16, 2015

BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েস

অনেকগুলো মেসেজ এসেছে – ক্যাডারগুলোর সুবিধা-অসুবিধা বলে একটা তুলনামূলক লিখা দিতে। এই কাজটা আমার একেবারেই অপছন্দের। অনেককে এ নিয়ে মুখে বলেছি, কিন্তু কখনও লিখি নি। অনেকের মেসেজের জবাবে এই লেখাটি চাকরি সংক্রান্ত গ্রুপগুলোতে দিয়েছিলাম। তবুও এই একই বিষয়ে নিরন্তর মেসেজ আসতেছে। তাই অবশেষে অনিচ্ছা সত্ত্বেও এখানে দিলাম। ইনবক্সে বিসিএস পরীক্ষার্থীরা ক্যাডারগুলো সম্পর্কে যেসব বিষয় জানতে চেয়েছে, সেই কথাগুলোর জবাব দিতেই চেষ্টা করেছি এখানে।
এডমিনঃ ১ম কথা হল, ৯০% সচিব এডমিন থেকে হয়। শুধু পররাষ্ট্র সচিব ছাড়া সকল সচিবই এডমিন থেকে নিয়োগের ইতিহাস আছে। বর্তমানে কয়েকজন মাত্র সচিব অন্য ক্যাডারের। তাই যারা ভবিষ্যতে সর্বোচ্চ পর্যায়ে উঠতে চান তাঁদের জন্য এডমিনই ভাল চয়েস। প্রথমে একটি ডিসি অফিসে কাজ করতে হবে সহকারী কমিশনার হিসেবে। ২/৩ বছর সময়ে সহকারী কমিশনার (ভূমি) বা AC(Land) এর দায়িত্ব পাবেন। এরপর ইউএনও,এডিসি, ডিসি। পাশাপাশি মন্ত্রণালয়েও সহকারী সচিব, উপসচিব… হিসেবে অনেকে কর্মরত থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে পোস্টিং হয়। তাই এডভেঞ্চার আছে, এটা এনজয় করতে পারলে ভাল লাগবে। মানুষের সাথে সরাসরি কাজ। তাই সত্যি যদি আপনার ইচ্ছা থাকে, মানুষের জন্য কাজ করবেন – সে সুযোগ এখানে আছে। জুডিশিয়াল সার্ভিস আলাদা হওয়ার পরে এডমিন ক্যাডার নিয়ে অনেক নেগেটিভ কথা শুনা গেছে। বিশেষত আমরা যখন জয়েন করি, তখনই বিষয়টা শুরু হইছিল। তাই অনেকের মাঝে হা-হুতাশ ছিল। এখন কিন্তু সেটা শুনা যায় না তেমন। তখন ভাবা হচ্ছিল মেজিস্ট্রেসি বলতে কিছুই আর এডমিন অফিসারদের থাকবে না। আসলে তো তা নয়। যে কোন দেশেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এডমিন অফিসারদের বিকল্প নেই। একজন নন-আর্মড অফিসার অর্ডার করবে, আর আর্মড-পার্সনরা সেটা পালন করবে। এটাই যে কোন সভ্য দেশের নিয়ম। তাই এখন সরকারের প্রয়োজনে সহকারী কমিশনারগণ নিয়মিতই ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্টসহ অনেক দায়িত্বই আপনি পাবেন। এরপর পদোন্নতি ভীষণ স্লো – এমন কথা এডমিনের নামে শুনা যায়। কথাটা কিছুটা সত্য। তবে আপনারা যারা এখন জয়েন করবেন, তাঁদের জন্য ভাল খবর হচ্ছে – ২০১৯ সালের দিকে অনেক বড় ব্যাচ রিটায়ার করবে। তখন প্রোমোশন দ্রুত হবে বলে মনে হয়।
পুলিশঃ পুলিশকে সবার প্রয়োজন। তাই সরকারী চাকরি করে পরিচিতজনের কাছে কেন্দ্রবিন্দু হবার সৌভাগ্য এখন পুলিশেরই সবচেয়ে বেশী। যে যাই বলুক, আপনার মোবাইল নাম্বারটা সবার আকাঙ্ক্ষিত হবেই। আর এই আকাঙ্ক্ষা পূরণ করাও পুলিশ ক্যাডারদের পক্ষে সম্ভব। কাউকে সরাসরি বিপদ থেকে রক্ষা বা আইনি সহায়তা তাঁদের হাতেই। তাই যারা মানুষকে সরাসরি সাহায্য করতে চান, তাঁদের জন্য পুলিশ হওয়াই আমাদের দেশে সবচেয়ে উপযোগী। আর এই সৌভাগ্যের সাথে ঝুঁকির কথাও একটু মাথায় রাখুন। রাজনৈতিক সমস্যা থেকে শুরু করে আইনগত সকল সমস্যা পালনের জন্য ঝুঁকি নেবার সাহসটুকু থাকতে হবে। আর ফিল্ড লেভেলে কাজ করতে নেতা-কর্মীদের ম্যানেজ করে দায়িত্ব পালনের বিষয়টাও আছে। ট্রেনিং শেষে পোস্টিং হলে এএসপিকে সরকারী গাড়ি দেয়া হয় দায়িত্ব পালনের জন্য, যেটা আর মাত্র দু-একটা ক্যাডারে আছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ অফিসারদের অনেকেই সুযোগ পায়। এতে বেশ ভাল আর্থিক সুবিধা পাওয়া যায়, সাথে একটু ঝুঁকি তো আছেই। আবার উপরের লেভেলে পোস্ট কম। তাই উপরে পদোন্নতি একটু স্লো, তবে আমাদের দেশে এসপিই অনেক বড় কিছু, আর তাঁর উপরেরগুলোতো আছেই। মাঝে মাঝে আপনার ব্যক্তিগত কোন দোষ না থাকলেও সাংবাদিক, বুদ্ধিজীবীদের গালি সরাসরি শুনতে হতে পারে। তবে সেটা আপনার আড়ালে, সামনে পড়লে মোবাইল নাম্বারই নিয়ে নেবে। পুলিশের এএসপিদের অধীনে কনস্টেবল থেকে শুরু করে অনেক পুলিশ সদস্য থাকে, তাই দেশের যেখানেই যাবেন, লজিস্টিক সাপোর্ট থাকবে।
অডিটঃ অডিটে অবশ্য সব সময়ই অল্প ক’টা পোস্ট থাকে। আর যেহেতু পোস্ট অল্প, তাই পদোন্নতি দ্রুত। মোটামুটি বিভাগীয় শহরগুলিতেই পোস্টিং। অডিট হচ্ছে অন্যের ভুল, অনিয়ম এসব ধরা। তাই যে অফিসেই অডিট করবেন, বেশ সম্মানই পাবেন।
ট্যাক্স ও কাস্টমসঃ ৩৫-তম বিসিএসের সার্কুলারে এই ২টা ক্যাডারে কোন পদ নেই। এটা আপনাদের জন্য দুর্ভাগ্যেরই বিষয়। আগে এত অফিসার নিয়ে নিয়েছে, এখন আর খালি নেই। তাই এখানে এগুলো নিয়ে কিছু বললাম না।
ইকনমিকঃ সচিবালয়ে বা পরিকল্পনা কমিশনে অফিস। তাই ঢাকায় পোস্টিং। ইকোনোমিক ক্যাডারের অফিসারগণ প্লানিংয়ের কাজ করেন। তাই যারা রিসার্চ রিলেটেক কাজে ইচ্ছুক, তাঁদের জন্য এটা ভাল চয়েস। হয়তো রিসার্চমুখী বলেই ইকনমিক ক্যাডারের অফিসারদের একটা বড় অংশ বিদেশে ডেপুটেশান বা শিক্ষাছুটিতে পড়াশুনা করে। আবার অনেকদিন ধরেই ইকনমিক ক্যাডারকে এডমিনের সাথে যুক্ত করে ফেলবে বলে আলোচনা হচ্ছে। মানে এটা হলে ইকনমিক ক্যাডাররা এডমিন হয়ে যাবে। তবে এটা দীর্ঘদিন ধরেই ঝুলে আছে। তাই এখন এসব জেনে লাভ নেই। কাজ প্রোজেক্টের প্লানিং। তবে উপরের দিকে পদন্নোতির সুযোগ একটু কম।
তথ্যঃ তথ্য ক্যাডারের অফিসারদের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজের সুযোগ আসতে পারে। মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীগণের Public Relations officer (PRO), বিদেশে কয়েকটা দূতাবাসে তথ্য কর্মকর্তা, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর ও মহামান্য রাষ্ট্রপতির অফিসেও তথ্য কর্মকর্তা হতে পারেন। তবে এগুলো সাধারণত স্বল্পকালীন হয়।
পররাষ্ট্রঃ এটাতে আমি চাকরি করি, তাই ঢাক পিটানো হয়ে যাবে কিনা ভাবছি। যাই হোক, ফরেনে চাকরি হলে আপনি সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিবেন। শুধু বাসা থেকে অফিসে আসা আর ৫টায় অফিস থেকে বের হতে পারলে বাসায় ফেরা এ দুই সময় অফিসের মাইক্রো পাবেন। দুই বছর পূর্ণ হলে আপনি বিদেশে দূতাবাসে পোস্টিংয়ের জন্য উপযুক্ত বলে ধরা হয়। তবে পোস্টিং হতে ৩ বছরের মত লাগে। কেউ কেউ নিজেই দেরী করে বিদেশে পোস্টিং নেয়। এক্ষেত্রে আমার ব্যাচের অভিজ্ঞতা এরকম – অফিসার ১৩ জন। এর মধ্যে ২ জন যোগদানের দুই বছর পরেই পোস্টিংয়ে চলে গেছে। ৪ জন ডেপুটেশানে বিদেশে পড়ছে (১ জন যুক্তরাষ্ট্রে, ৩ জন অস্ট্রেলিয়ায়)। তিন বছরের কাছাকাছি সময়ে আরো ৪ জন পোস্টিংয়ে গেছে। বাকি ৩ জন নিজেরা পোস্টিংয়ে যায়নি, তাঁদের সুযোগ এসেছিল। বিদেশে পোস্টিং হলে ফরেন ভাতা পাবেন। যা পাওয়া যায়, তাতে বিদেশে বিলাসিতা করা যায়না, সংসার চলে। পদোন্নতির সাথে সাথে এলাউন্স বাড়বে। পোস্টিংয়ে থাকা কালে মোটা দাগে বললে বাসা ভাড়া, ২ জন ছেলেমেয়ের পড়াশুনার খরচ, পরিবারের চিকিৎসার ৯০% খরচ সরকার বহন করে। পোস্টিংয়ে থাকা অবস্থায় যে কোন দেশের ডিপ্লোমেটরা ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে পারে। তবে গাড়ি দেশে আনতে হলে ট্যাক্স দিতে হবে। অফিসার অল্প, তাই কাজের অনেক চাপ। আবার চাকরিই যেহেতু ফরেনে, তাই অনেক বিদেশে ঘুরতে পারবেন। পোস্টিংয়ের আগেও ট্রেনিং, কনফারেন্স ইত্যাদিতে বিদেশে যাবার সুযোগ আসবে অনেকের। তবে পরিবার ফেলে দীর্ঘদিন বিদেশে থাকা কষ্টকরও বটে। আবার এক দেশে পোস্টিং ৩ বছরের জন্য, এরপর অন্য দেশে ৩ বছর, পরের ৩ বছর ঢাকায়। এটা জেনারেল পোস্টিং প্যাটার্ন। তাই এই ঘন ঘন চেঞ্জ নিজের এবং ছেলেমেয়ের জন্য ঝামেলার। অন্যদিকে ফরেনে অফিসার অল্প বলে পদোন্নতির সুযোগ অন্য চাকরি থেকে ভাল। আমি নিজেই দেখেছি যে, একই বিসিএসের ফরেনের অফিসার জয়েন সেক্রেটারি আর অন্য ক্যাডারের অফিসার সিনিয়র এসিট্যান্ট সেক্রেটারি ছিল। এতদিন এটা প্রচলিত ছিল যে ফরেনে জয়েন করলে সে Ambassador হয়ই। ভবিষ্যতে কি হবে জানি না। তবে এখন পর্যন্ত প্রায় প্রতিটি অফিসারই সময় হলে Ambassador হয়েছে। রাষ্ট্রদূত দেশকে প্রতিনিধিত্ব করে, তাই সম্মান মনে হয় একটু পাবেন। বেশ হোমরা-চোমরা লোকজনের সাথে মাঝেই দেখা বা মিটিং সিটিং হবে। তবে দেশে রাস্তাঘাটে আপনাকে কেউ চিনবে না।
ক’দিন আগে কয়েকজন তরুণ সাহিত্যিক কয়েকটা লেখা দিয়ে সমালোচনা করতে বলল। কিন্তু সমালোচনা করার পরে তাঁরা আমার উপর ক্ষেপে গেল। আমি নাকি সবাইরে প্রশংসা করে গেছি। আমার মন্তব্য থেকে তাঁরা সিদ্ধান্ত নিতে পারছে না। কী আর করা – খারাপ বলতে মনে হয় একটু বেশি সাহস লাগে। যাই হোক, সেই বিষয়টা মাথায় রেখে, এখানে আমি একজন বিসিএস পরীক্ষার্থী যেভাবে ভাবে, সেভাবেই বিভিন্ন ক্যাডারের কিছু বিষয় দিতে চেষ্টা করলাম। এগুলো শুধুই তথ্য। অন্যদের কথাও শুনুন। এরপর নিজের বিচার দিয়ে ভাবুন – কোন কাজটা আপনি করতে চান। কোনটায় আনন্দ পাবেন। সেভাবেই চয়েস দিন। জব এনজয় না করতে পারলে ক্যারিয়ারকে ভালবাসতে পারবেন না। তাই আনন্দ খুঁজে পাওয়াই হোক চয়েসের ভিত্তি। এবার দুটা প্রশ্ন, যেগুলো মেসেজে অনেকবার এসেছে –
সার্কুলারে কোন একটা ক্যাডারে অল্প ক’টা পোস্ট আছে। তো সেটা কি চয়েসে দিব?
আমার ২৮-তম বিসিএস-এর চয়েস নির্ধারণ করতে গিয়ে দেখি অডিটে মাত্র ২/৩ পোস্ট। তো বন্ধু বলল, এটা চয়েসেই দিবে না। কোটা বাদ দিলে ১/২ পোস্ট – সেটা চয়েসে দিয়ে কী হবে? এটা একেবারেই ভুল কথা। পোস্ট বেশি থাক আর কম থাক নিজে যেই চাকরিটা আগে করতে চান সেভাবেই চয়েস দিন। আর পোস্ট পরবর্তীতে বাড়াতে বা কমাতে পারে। সাধারণত কমায় না। কখনও কখনও বাড়ায়। তাই যেসব ক্যাডারের সার্কুলার হয়েছে, সেগুলোতে আপনার পছন্দমত সিরিয়ালে চয়েস দিয়ে দিন।
মোট কয়টা চয়েস দিব? 
আমার অভিমত হল – যেই চাকরিগুলো হলে আপনি অবশ্যই করবেন, শুধু সেগুলোই চয়েস দিন। এক্ষেত্রে ২টা ইস্যু। (১) যারা বিসিএসে যে কোন ক্যাডার হলেই চাকরি করবেন, তাঁরা সার্কুলার দেখে যেগুলোতে এপ্লাই করতে পারবেন, সবগুলো চয়েস দিয়ে দিন। (২) আর যারা মনে করেন – কয়েকটা ক্যাডার না হলে আসলেই চাকরি করবেন না, তাঁরা প্লিস অন্য ক্যাডার চয়েস দিয়েন না। চাকরি হল আর আপনি জয়েন করলেন না বা কিছুদিন পরে ছেড়ে দিলেন, সেটা সবার জন্য খারাপ। দেশের জন্যও খারাপ।
তখন আমার ২৮-তম এর ফাইনাল রেজাল্ট ও মেডিকেল হয়ে গেছে। কিন্তু গেজেট তখনও হয়নি। সেই সময় ২৯-তম বিসিএসের ভাইভা শুরু হয়ে গেল। এখন ২৮ আর ২৯ দুটোতেই আমার ফার্স্ট চয়েস ফরেন। আমি ২৯-তমের ভাইভা দিতেই গেলাম না। ভাবলাম – একটা পোস্ট নষ্ট করব কেন। আমার পরিচিত বেশ কয়েকজনকে দেখলাম – ২৮তমে ফার্স্ট চয়েস পেয়েও আবার ২৯-এ ভাইভা দিলেন। বললেন, তখনও গেজেট হয়নি। কী হয় কিছু বলা যায় না। রিস্ক তো আছেই। যাই হোক, তাঁরা বেশি সতর্কতামূলকভাবে এটা করেছেন। ব্যক্তিগতভাবে এটা দোষের নয়। আইনসিদ্ধও বটে। কিন্তু যেটা হয়েছে, অনেকেই ২বার চাকরি পেয়েছে। আর দ্বিতীয়বার জয়েন করেনি। সে পোস্টগুলো ফাঁকা গেছে। কিছু নাকি কোটা থেকে পুরণ করেছে। এতে সরকারের প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক পোস্ট খালিই থেকেছে। আর কিছু যোগ্য লোক চাকরি পায়নি। হয়তো তাঁদের বয়স চলে গেছে। তাই আপনি যে চাকরিটা পেলে আসলেই করবেন, শুধু সেটাই চয়েস দিন। তবে যারা ক্যাডার চেঞ্জ করতে আবার পরীক্ষা দিচ্ছেন, তাঁদের জন্য ঠিকই আছে।
সবার জন্য অব্যয় অনিন্দ্য’র শুভকামনা।