Thursday, August 20, 2015

Viva Question and Answer

সকল ক্যাডার-এর জন্য Common Questions:BCS VIVA Solution


# সবচেয়ে Common Question হল -আপনার First Choice ………কেন?
এ প্রশ্নের উত্তরেই আপনাকে বুঝিয়ে দিতে হবে যে,You are different & special, গতানুগতিক উত্তর না দিয়ে একটু আলাদা উত্তর করতে হবে, পরিচিত কোন Diplomate,সচিব,IGP এর reference বলতে পারেন। কোন কোন দেশের reference দিতে পারেন যেখানে ঘন ঘন রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও Strong Civil Service ঐ দেশকে Stable রাখছে।

# Describe Your Self –এ প্রশ্নটা ইংরেজিতে হতে পারে-এখানে একটু creative হোন -Prepare some different sentences to impress the board

# সবচেয়ে important point holo – আপনার উত্তর থেকেই পরবর্তী question হবার সম্ভাবনা ৭০%, তাই উত্তরের জন্য শব্দ চয়ন খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাকে এমন শব্দ চয়ন করতে হবে যাতে পরের question টা আপনি guessকরতে পারেন।

# জাতির জনকের জীবনী (details)

# মাননীয় প্রধানমন্ত্রীর প্রোফাইল (short)

# নিজ জেলার history

# নিজ জেলার মুক্তিযুদ্ধের history

# নিজ জেলার নদীর নাম

# নিজের নামের সাথে মিল আছে এমন বিখ্যাত লোক থাকলে তার details.

# নিজ জেলায় কোন মাননীয় মন্ত্রী থাকলে তার প্রোফাইল (short)

# নিজ জেলার সংসদ সদস্যদের প্রোফাইল (short)

# Bangladesh Economic Review (Latest যেটা Published) – এখান থেকে GDP, Per capita income etc

# Current কিছু data – remittance, reserve, FDI etc

# Viva exam এর দিনের Newspaperটা অবশ্যই চোখ বুলাতে হবে, ওই দিনের বাংলা তারিখ, ওই দিনটা যদি কোন দিবস বা Special day হয়, তাহলে তা অবশ্যই details জানতে হবে।

# সংবিধান, সাংবিধানিক পদ

# সংবিধানের ১৫তম সংশোধনী

# প্রার্থী মহিলা হলে মহিলা Minister/secretary/Judge/DC/AS খুব important

#নিয়মিত পত্রিকা পড়া, নিউজ শোনা viva তে কাজ দিবে
***************** *****************
VIVA TIPS FOR BCS FOFEIGN AFFAIRS


‘Foreign affairs” is such kind of cadre service in the BCS where only eligible candidates get chance through their endless efforts, sacrifice and over all dedication. To get chance in foreign affairs a candidate has to possess some specific qualities covering the areas of complete addressing about himself, his upazila, district, division and above all the present status of the country in the international arena especially in the UN, OIC, SAARC, BIMSTEC, NAM and in many other alliance in which Bangladesh is working restlessly to bright the image of its own to the international communities especially belonging to donar organisations including IMF, WB, USAID, JICA, ADB and IDB, foreign policy, different missions of Bangladesh in abroad, having a crystal-clear knowledge on the status and functions of a diplomat, broad knowledge on the current issues across the world, climatic hazards like global warming or green house effect, earth-quake, exporting products of the country especially the garments sector coupled with remittance and FDI, having a sharp knowledge on map-pointing including rivers, oceans, countries, continents, mountains, lakes, seas etc, having diplomatic knowledge on geo-politics, having inns and outs of economic and military alliance with their full history, memorizing the name of capitals and currencies of all countries across the world and above all smart and precise answer with relevant data with pleasing voice which surely would be helpful to score a outstanding marks to reach to the top of success.

Reading materials include:

1) Diplomacy and foreign policy in wikipedia.

2) History of Bangladesh in wikipedia

3) Constitution of Bangladesh.

4) For full information on district visit dc@(your district name).govt.bd

5) A book “ Articles on National and International Issues” by M Imam Hossain

6) National budget-2011-12

7) Economic review of the Bangladesh govt.-2011

8) Guide books including Oracle, Professors and Saifur’s publication

9) Regular study of the English newspapers including “The Daily Star” and “The Independent”

10) Collection of the atlas.

11) Website: mofa.gov.bd

For the candidate whose First Choice is: BCS Foreign Affairs

BCS VIVA Solution

Get Prepared for facing Oral Test in English. তবে on the moment-এ যে question বাংলায় জিজ্ঞেস করবে তা বাংলায়,যে question ইংরেজিতে জিজ্ঞেস করবে তা ইংরেজিতে answer করতে হবে।

Guidelines for Preparation:

# মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রোফাইল (short)

# মাননীয় পররাষ্ট্রসচিবের প্রোফাইল (short)

# মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার প্রোফাইল (short)

# সংবিধানের ২৫ -নং অনুচ্ছেদ

# বাংলাদেশ – ভারত সম্পর্ক

# বাংলাদেশ – মিয়ানমার সম্পর্ক

# সমুদ্র সীমা – UNCLOS

# জাতিসংঘে বাংলাদেশের সমুদ্র সীমা মামলা

# United Nations

# বাংলাদেশ যেসব সংগঠনের সদস্য সে সব সংগঠন – SAARC, BIMSTEC, Commonwealth, OIC, D-8

# Definition of Diplomacy and Diplomat

# Role of a diplomat

# Quality of a Diplomat

# Vienna Convention-1961

# How can you represent as a Diplomat in a foreign country

# Types of diplomacy, like – economic diplomacy, public diplomacy………

# জাতিসংঘ সংস্কার

# মুক্তিযুদ্ধে রাষ্ট্রদূতদের ভূমিকা – কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়, প্রথম কোন কূটনীতিবিদ বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন।

# Manpower Export

# বৈদেশিক বিনিয়োগ (FDI)বাড়াতে একজন কূটনীতিবিদের ভূমিকা

# Latest International Issues

http://www.mofa.gov.bd/

# BBS News শুনতে পারেন

***************** ***************

বিসিএস ভাইভা বোর্ডকে গাইড করার কৌশল


এটা আমার নিজের use করা ১টা technique যা আমি বিসিএস ভাইভা বোর্ড এ use করেছি আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি।

১. ভাইভা বোর্ড গুলো কিছু প্রশ্ন commonly করে থাকে যেমনঃ নিজের সম্পর্কে, পরাশোনা, কেন এটা ১ম choice, কি করে বোর্ড পর্যন্ত আসলাম তা ইংরেজীতে।

২. তারা অনেক সময় ই আপনি যা বলবেন তার মাঝথেকেই কিছু info detail জানতে চাইতে পারে। আর এ ২টা point কে আমরা তাদেরকে guide করার জন্য use করবো।


উদাহরনঃ

আমি আমার নিজের viva experience share করি আপনাদের সাথে।

১. আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার ১ম পছন্দ পুলিশ কেন। আমি বললাম আমার মা পুলিশে, দাদা পুলিশে ছিলেন। আর তাই আমি এই পরিবেশেই বড় হয়েছি। আমি জানি এ job এর কি কি social problem আছে। ইত্যাদি ইত্যাদি…

২. তাই পর তারা আমাকে জিজ্ঞাস করলেন তোমার মা ও পুলিশ এ! আমি তো তা লুফে নিলাম এবং বললাম উনি recently Haiti mission এ ও গিয়েছিলেন (আমি mission সম্পর্কিত সব পরে গিয়েছিলাম)। তারা ওই লাইনে ২ টা প্রশ্ন করলেন যা আমি bullet ans দিলাম।

৩. তার পর তারা শুরু করলেন হাইতি নিয়ে। (আমি হাইতি ও ভাজা ভাজা করে গিয়েছিলাম)। So আটকাতে পারেনি কোথাও।

৪. এ ভাবে আমি ৩-৪টা বিষয় Target করেছিলাম এবং জানতাম যে এর মাঝে যদি তাদের ঢোকাতে পারি তাহলে Minimum ১০-১২ মিঃ আটকে রাখতে পারবো।


 ভাইভা বোর্ড গাধা না, তারা কিছু পরেই বুঝে যাবে যে তারা ভুল লাইনে প্রশ্ন করছে। তাই তারা অন্য লাইনে চলে যাবে কিন্তু আমি তো তাদের ১০ মিঃ নিজের মুখস্ত জিনিষে আটকে রাখতে পারলাম। এটাই বা কম কি?

যেমন অনেকের হয়তো এই ফেব্রুয়ারি মাসে ভাইভা দিতে যাবেন। তারা কোন ভাবে বই মেলা, বাংলা একাডেমি, ভাষা আন্দোলনে ঢুকতে পারলে অনেক সুবিধা নিতে পারবেন।

 সহজ কথা আপনি ভাইভা বোর্ডের হাতে issue তুলে দেবেন যাতে তারা এর প্রতি attract হয়। এখন কে কি উপায়ে করবেন তা যার যার নিজের উপর নির্ভর করে।

 তবে ভাইভা এর জন্য ভাল করে preparation না নিলে উপরের tips কাউকে এগিয়ে দিতে পারবে না।

 Political question হতেই পারে আর তাই যে যা ই support করেন না কেন একটু হিসেবি ans ই দিতে হবে তা আশা করি সবাই জানেন।

৩৩তম বিসিএস ভাইভা এর জন্য শুভকামনা রইলো।

মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার

বিসিএস পুলিশ

1)Bangladesh lokproshashon/Amajuddin Ahmed

১ম অধ্যায়-উন্নয়ন কি?উন্নয়নমুখী প্রশাসন কি?সামাজিক পরিবর্তন,প্রশাসনিক এলিট।

২য় অধ্যায়-আধুনিক সিভিল সার্ভিসের গোড়াপত্তনে হেস্টিংসের ভূমিকা,অবাধ প্রতিযোগিতে,মেকলে কমিটির রিপোর্ট।

৬ষ্ঠ অধ্যায়-১৯৫৬সালের পাকিস্তানের সংবিধান,১৯৬২সালের পাকিস্তানের সংবিধান।

৯ম অধ্যায় – পুরোটা

১১দশ পুরোটা

১২দশ পুরোটা


2)অসমাপ্ত আত্নজীবনী/শেখ মুজিবুর রহমানভুমিকা,বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন পরিচয়/জীবনব্ত্তান্তমূলক প্রসঙ্গ,টিকা।


3)সংবিধান,সাংবিধানিক আইন ও রাজনীতি: বাংলাদেশ প্রসঙ্গ /আবদুল হালিম-১ম,২য়,৫ম,৬,৭,৮,১২,১৩,১৪,১৫,১৬,১৯.২০.২১.২২.২৫ অধ্যায়।

3)লোকপ্রশাসন /আবদুন নূর-

১ম অধ্যায় (৪),

২য় অধ্যায় (৬),

৩য় অধ্যায় -১০.১১,১২পরিশিষ্ট।

4)স্বাধীনতার দর্শন ও ইতিহাস/ইয়ার আহমদ ভূইয়া ৪র্থ অধ্যায়।
[NB:Keu parle poru book ta porte paren]
¤¤¤আর ও যা জানতে হবে-
1)about yourself

2)About background

3)about ur 1st,2nd,3rd choise why do u want to be a BCS cdre etc.etc…

4)culture,liberatn war

5)some basic concepts-cnstitn,dmcrcy,prlmnty dmcrcy,crtcr govt,august 1975 etc.

6)recent issue

7)contemporary worldetc.etc…

This viva tips are from the Facebook group BCS Expedition document prepared

University Admission Information with List of Public Universities in Bangladesh

The list of all Bangladeshi public University's Name, Establishment Year, Location and Official Website are given as follows. This post are specially made for Higher Secondary School Certificate (HSC) students in Bangladesh who want to admit any public university in Bangladesh.



1) Name: University of Dhaka 
Establishment Year: 1921 
Location: Dhaka 
Website: www.du.ac.bd 

2) Name: Jahangirnagar University
Establishment Year: 1970
Location: Savar
Website: www.juniv.edu

3) Name: Jagannath University
Establishment Year: 2005
Location: Dhaka
Website: www.jnu.ac.bd

4) Name: University of Rajshahi
Establishment Year: 1953
Location: Rajshahi
Website: www.ru.ac.bd

5) Name: University of Chittagong
Establishment Year: 1966
Location:  Chittagong
Website: www.cu.ac.bd

6) Name: Khulna University
Establishment Year: 1991
Location:  Khulna
Website: www.ku.ac.bd

7) Name:  University of Barisal
Establishment Year: February 22, 2011
Location: Barisal
Website: www.barisaluniv.edu.bd

8) Name: Begum Rokeya University, Rangpur
Establishment Year: October 12, 2008
Location: Rangpur
Website: www.brur.ac.bd

9) Name: Jatiya Kabi Kazi Nazrul Islam University
Establishment Year: March 01, 2005
Location: Trishal, Mymensingh
Website: www.jkkniu.edu.bd

10) Name: Comilla University
Establishment Year: 2006
Location:  Comilla
Website: www.cou.ac.bd

11) Name: Islamic University
Establishment Year: 1980
Location: Kushtia
Website: www.iu.ac.bd

12) Name: Bangladesh University of Engineering and Technology
Establishment Year: 1962
Location: Dhaka
Website: www.buet.ac.bd

13) Name: Rajshahi University of Engineering & Technology
Establishment Year: 1964
Location: Rajshahi
Website: www.ruet.ac.bd

14) Name: Chittagong University Of Engineering & Technology
Establishment Year: 1968
Location:  Chittagong
Website: www.cuet.ac.bd

15) Name: Khulna University of Engineering and Technology
Establishment Year: 1969
Location:  Khulna
Website: www.kuet.ac.bd

16) Name:  Dhaka University of Engineering & Technology
Establishment Year: 1980
Location: Gazipur
Website: www.duet.ac.bd

17) Name: Shahjalal University of Science & Technology
Establishment Year: 1987
Location: Sylhet
Website: www.sust.edu

18) Name: Mawlana Bhashani Science and Technology University
Establishment Year: 1999
Location: Tangail
Website: http://mbstu.ac.bd

19) Name: Hajee Mohammad Danesh Science & Technology University
Establishment Year:1999
Location: Dinajpur
Website: www.hstu.ac.bd

20) Name: Patuakhali Science and Technology University
Establishment Year: 2002
Location:  Patuakhali
Website: www.pstu.ac.bd

21) Name: Noakhali Science & Technology University
Establishment Year: March 24, 2005
Location:  Noakhali
Website: www.nstu.edu.bd

22) Name: Jessore University of Science and Technology
Establishment Year: January 25, 2007
Location: Jessore
Website: www.just.edu.bd

23) Name: Pabna University of Science and Technology
Establishment Year: July 15, 2008
Location:  Pabna
Website: www.pust.ac.bd

24) Name: Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University
Establishment Year: 2011
Location: Gopalganj
Website: www.bsmrstu.edu.bd

25) Name: Bangladesh University of Professionals
Establishment Year: June 05, 2008
Location: Dhaka
Website: www.bup.edu.bd

26) Name: Bangladesh Agricultural University
Establishment Year: 1961
Location: Mymensingh
Website: www.bau.edu.bd

27) Name: Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University
Establishment Year: 1998
Location: Gazipur
Website: www.bsmrau.edu.bd

28) Name: Sher-e-Bangla Agricultural University
Establishment Year: 2001
Location: Dhaka
Website: www.sau.edu.bd

29) Name:  Sylhet Agricultural University
Establishment Year: 2006
Location:  Sylhet
Website: www.sau.ac.bd

30) Name: Chittagong Veterinary and Animal Sciences University
Establishment Year: 2006
Location: Chittagong
Website: www.cvasu.ac.bd

31) Name: Bangladesh University of Textiles
Establishment Year: 1978
Location: Dhaka
Website: www.butex.edu.bd

32) Name: Bangabandhu Sheikh Mujib Medical University
Establishment Year: 1998
Location: Dhaka
Website: www.bsmmu.edu.bd