Sunday, May 20, 2012
৩৩তম বিসিএস পরীক্ষা
৩৩তম বিসিএস পরীক্ষা১ জুন বসছে ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসর। বিগত পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষস্থান অধিকারী বিসিএস ক্যাডাররা তৈরি করে দিচ্ছেন মডেল টেস্ট
বাংলা
১। বাংলা ভাষার মধ্যযুগের বিস্তৃতিকাল কত?
ক. ৬৫০-১২০০ খ্রি. খ. ১২০১-১৮০০ খ্রি.
গ. ১৫০১-১৬০০ খ্রি. ঘ. ১২০১-১৫০০ খ্রি.
২। বাংলা সাহিত্যে 'সাহিত্য বিশারদ' কার উপাধি?
ক. আব্দুল করিম খ. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. মোতাহার হোসেন চৌধুরী ঘ. আবুল ফজল
৩। 'লাইলী মজনু' কাব্যের অনুবাদক হলেন_
ক. কৃত্তিবাস ওঝা
খ. সৈয়দ সুলতান
গ. দৌলত উজির বাহরাম খান
ঘ. আলাওল
৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি দেওয়া হয় কত সালে?
ক. ১৯৩২ খ. ১৯৩৬
গ. ১৯৪০ ঘ. ১৯৪৪
৫। জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. রাখালী খ. সোজন বাদিয়ার ঘাট
গ. ধানক্ষেত ঘ. নকশী কাঁথার মাঠ
৬। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কী?
ক. সংবাদ প্রভাকর খ. দিগদর্শন
গ. সমকাল ঘ. বঙ্গদর্শন
৭। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে?
ক. শাহেদ আলী খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আবুল মনসুর আহমদ ঘ. শওকত ওসমান
৮। 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দিন
ঘ. শওকত ওসমান
৯। 'কল্লোল' পত্রিকার প্রথম প্রকাশকাল হলো_
ক. ১৯৩১ সাল খ. ১৮৪৩ সাল
গ. ১৯১৪ সাল ঘ. ১৯২৩ সাল
১০। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী খ. মুক্তি
গ. পদ্ম গোখরো ঘ. বিদ্রোহী
১১। 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম ঘ. জসীমউদ্দীন
১২। 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন_
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. প্রমথ চৌধুরী
ঘ. মাহবুবুল হক
১৩। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা হতে?
ক. সংস্কৃত খ. পালি
গ. প্রাকৃত ঘ. অপভ্রংশ
১৪। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন_
ক. মধুসূদন দত্ত খ. নবীনচন্দ্র সেন
গ. কায়কোবাদ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ
ঘ. মীর মশাররফ হোসেন
১৬। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
ক. মহাভারত খ. মহাশশ্মান
গ. মেঘনাদবদ ঘ. অশ্রুমালা
১৭। মাইকেল মধুসূদনের জন্ম কবে?
ক. ১৮২২ খ. ১৮২৪
গ. ১৮২৯ ঘ. ১৮৩২
১৮। 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. অগি্নবীণা খ. বিষের বাঁশী
গ. দোলনচাঁপা ঘ. বাঁধনহারা
১৯। 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মোহিতলাল মজুমদার
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মীর মশাররফ হোসেন
২০। রিকশা>রিশকা এটি কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জন বিকৃতি খ. বিষমী ভবন
গ. ধ্বনি বিপর্যয় ঘ. ব্যঞ্জনচ্যুতি
২১। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
২২। 'ব্যাঙের সর্দি'_ অর্থ কী?
ক. রোগ বিশেষ খ. সম্ভাব্য ঘটনা
গ. অসম্ভব ঘটনা ঘ. প্রতারণা
২৩। শব্দ ও ধাতুর মূলকে বলে_
ক. প্রকৃতি খ. ধাতু
গ. বিভক্তি ঘ. কারক
২৪। কোনটি সূর্যের প্রতিশব্দ নয়?
ক. আদিত্য খ. দিবাকর
গ. তপন ঘ. সুধাকর
২৫। বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. শব্দ খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. ভাষা
মহিদুল ইসলাম চৌধুরী
মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকারী
বিসিএস ট্যাক্স
২৯তম বিসিএস পরীক্ষা
উত্তরমালা
৩৩তম বিসিএস পরীক্ষার মডেল টেস্ট : বাংলা
১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. খ।
১। বাংলা ভাষার মধ্যযুগের বিস্তৃতিকাল কত?
ক. ৬৫০-১২০০ খ্রি. খ. ১২০১-১৮০০ খ্রি.
গ. ১৫০১-১৬০০ খ্রি. ঘ. ১২০১-১৫০০ খ্রি.
২। বাংলা সাহিত্যে 'সাহিত্য বিশারদ' কার উপাধি?
ক. আব্দুল করিম খ. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. মোতাহার হোসেন চৌধুরী ঘ. আবুল ফজল
৩। 'লাইলী মজনু' কাব্যের অনুবাদক হলেন_
ক. কৃত্তিবাস ওঝা
খ. সৈয়দ সুলতান
গ. দৌলত উজির বাহরাম খান
ঘ. আলাওল
৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি দেওয়া হয় কত সালে?
ক. ১৯৩২ খ. ১৯৩৬
গ. ১৯৪০ ঘ. ১৯৪৪
৫। জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. রাখালী খ. সোজন বাদিয়ার ঘাট
গ. ধানক্ষেত ঘ. নকশী কাঁথার মাঠ
৬। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কী?
ক. সংবাদ প্রভাকর খ. দিগদর্শন
গ. সমকাল ঘ. বঙ্গদর্শন
৭। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে?
ক. শাহেদ আলী খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আবুল মনসুর আহমদ ঘ. শওকত ওসমান
৮। 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দিন
ঘ. শওকত ওসমান
৯। 'কল্লোল' পত্রিকার প্রথম প্রকাশকাল হলো_
ক. ১৯৩১ সাল খ. ১৮৪৩ সাল
গ. ১৯১৪ সাল ঘ. ১৯২৩ সাল
১০। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী খ. মুক্তি
গ. পদ্ম গোখরো ঘ. বিদ্রোহী
১১। 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম ঘ. জসীমউদ্দীন
১২। 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন_
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. প্রমথ চৌধুরী
ঘ. মাহবুবুল হক
১৩। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা হতে?
ক. সংস্কৃত খ. পালি
গ. প্রাকৃত ঘ. অপভ্রংশ
১৪। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন_
ক. মধুসূদন দত্ত খ. নবীনচন্দ্র সেন
গ. কায়কোবাদ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ
ঘ. মীর মশাররফ হোসেন
১৬। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
ক. মহাভারত খ. মহাশশ্মান
গ. মেঘনাদবদ ঘ. অশ্রুমালা
১৭। মাইকেল মধুসূদনের জন্ম কবে?
ক. ১৮২২ খ. ১৮২৪
গ. ১৮২৯ ঘ. ১৮৩২
১৮। 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. অগি্নবীণা খ. বিষের বাঁশী
গ. দোলনচাঁপা ঘ. বাঁধনহারা
১৯। 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মোহিতলাল মজুমদার
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মীর মশাররফ হোসেন
২০। রিকশা>রিশকা এটি কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জন বিকৃতি খ. বিষমী ভবন
গ. ধ্বনি বিপর্যয় ঘ. ব্যঞ্জনচ্যুতি
২১। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
২২। 'ব্যাঙের সর্দি'_ অর্থ কী?
ক. রোগ বিশেষ খ. সম্ভাব্য ঘটনা
গ. অসম্ভব ঘটনা ঘ. প্রতারণা
২৩। শব্দ ও ধাতুর মূলকে বলে_
ক. প্রকৃতি খ. ধাতু
গ. বিভক্তি ঘ. কারক
২৪। কোনটি সূর্যের প্রতিশব্দ নয়?
ক. আদিত্য খ. দিবাকর
গ. তপন ঘ. সুধাকর
২৫। বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. শব্দ খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. ভাষা
মহিদুল ইসলাম চৌধুরী
মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকারী
বিসিএস ট্যাক্স
২৯তম বিসিএস পরীক্ষা
উত্তরমালা
১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. খ।
Wednesday, May 16, 2012
বাংলা
১. বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়_
ক. রংপুরে খ. যশোরে
গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে
২. হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন_
ক. রামনিধি গুপ্ত খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. আলাওল
৩. ইধষষধফ কী?
ক. লোকগীতি খ. লোকগাথা
গ. গাথা ঘ. গীতিকা
৪. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়_
ক. ১৮০০ সালে খ. ১৮০৮ সালে
গ. ১৮৪১ সালে ঘ. ১৮১৫ সালে
৫. 'বত্রিশ সিংহাসন' রচনা করেন_
ক. রামরাম বসু খ. গোলকনাথ শর্মা
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঘ. উইলিয়াম কেরি
৬. অভয়া চরিত্রটি কোন উপন্যাসের?
ক. পল্লী সমাজ খ. মেজদিদি
গ. শ্রীকান্ত ঘ. গৃহদাহ
৭. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন_
ক. অক্ষয়কুমার দত্ত খ. প্যারিচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. মোজাম্মেল হক
৮. সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকায় খ. রংপুরে
গ. কুড়িগ্রামে ঘ. খুলনায়
৯. বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন?
ক. এন বি হ্যালহেড
খ. উইলিয়াম কেরি
গ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
১০. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. অর্থতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে
১১. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৭টি খ. ৬টি
গ. ২৫টি ঘ. ১০টি
১২. 'প্রাতরাশ'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রাত+রাশ খ. প্রাতঃ+আশ
গ. প্রাতঃ+রাশ ঘ. প্রাঃ+রাশ
১৩. 'কেন্দ্র', 'দাম' শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
ক. জাপানি খ. চীনা
গ. গ্রিক ঘ. তুর্কি
১৪. বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক. কাহ্নপা খ. চেগুনপা
গ. লুইপা ঘ. ভূসুকপা
১৫. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়_
ক. ১৮১৭ সালে খ. ১৮৩২ সালে
গ. ১৭৫৩ সালে ঘ. ১৮৫২ সালে
১৬. 'তুমি এতক্ষণ কী কী করেছ'_এই বাক্যে 'কী' কোন পদ?
ক. সর্বনাম খ. বিশেষণ
গ. ক্রিয়া ঘ. অব্যয়
১৭. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলে_
ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. পয়ার
১৮. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা_
ক. আলাওল খ. সৈয়দ সুলতান
গ. দৌলত কাজী ঘ. মাগন ঠাকুর
১৯. 'পলাতক দাসে দাও স্বাধীনতা'_এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী খ. সম্প্রদানে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী ঘ. কর্মে প্রথমা
২০. 'বনে বনে ফুল ফুটেছে'_এখানে ফুল_
ক. এক বচন খ. বহুবচন
গ. উভয়টি ঘ. কোনোটিই নয়
১. বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়_
ক. রংপুরে খ. যশোরে
গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে
২. হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন_
ক. রামনিধি গুপ্ত খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. আলাওল
৩. ইধষষধফ কী?
ক. লোকগীতি খ. লোকগাথা
গ. গাথা ঘ. গীতিকা
৪. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়_
ক. ১৮০০ সালে খ. ১৮০৮ সালে
গ. ১৮৪১ সালে ঘ. ১৮১৫ সালে
৫. 'বত্রিশ সিংহাসন' রচনা করেন_
ক. রামরাম বসু খ. গোলকনাথ শর্মা
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঘ. উইলিয়াম কেরি
৬. অভয়া চরিত্রটি কোন উপন্যাসের?
ক. পল্লী সমাজ খ. মেজদিদি
গ. শ্রীকান্ত ঘ. গৃহদাহ
৭. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন_
ক. অক্ষয়কুমার দত্ত খ. প্যারিচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. মোজাম্মেল হক
৮. সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকায় খ. রংপুরে
গ. কুড়িগ্রামে ঘ. খুলনায়
৯. বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন?
ক. এন বি হ্যালহেড
খ. উইলিয়াম কেরি
গ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
১০. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. অর্থতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে
১১. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৭টি খ. ৬টি
গ. ২৫টি ঘ. ১০টি
১২. 'প্রাতরাশ'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রাত+রাশ খ. প্রাতঃ+আশ
গ. প্রাতঃ+রাশ ঘ. প্রাঃ+রাশ
১৩. 'কেন্দ্র', 'দাম' শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
ক. জাপানি খ. চীনা
গ. গ্রিক ঘ. তুর্কি
১৪. বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক. কাহ্নপা খ. চেগুনপা
গ. লুইপা ঘ. ভূসুকপা
১৫. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়_
ক. ১৮১৭ সালে খ. ১৮৩২ সালে
গ. ১৭৫৩ সালে ঘ. ১৮৫২ সালে
১৬. 'তুমি এতক্ষণ কী কী করেছ'_এই বাক্যে 'কী' কোন পদ?
ক. সর্বনাম খ. বিশেষণ
গ. ক্রিয়া ঘ. অব্যয়
১৭. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলে_
ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. পয়ার
১৮. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা_
ক. আলাওল খ. সৈয়দ সুলতান
গ. দৌলত কাজী ঘ. মাগন ঠাকুর
১৯. 'পলাতক দাসে দাও স্বাধীনতা'_এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী খ. সম্প্রদানে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী ঘ. কর্মে প্রথমা
২০. 'বনে বনে ফুল ফুটেছে'_এখানে ফুল_
ক. এক বচন খ. বহুবচন
গ. উভয়টি ঘ. কোনোটিই নয়
উত্তরমালা
বিসিএস পরীক্ষার মডেল টেস্ট (বাংলা)
১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. খ
২০. খ।
১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. খ
২০. খ।
Bangladesh
১। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে?
ক. ৮০ খ. ১৪২
গ. ৯৩ ঘ. ৯৫
২। 'বঙ্গদর্শন' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬৫ খ. ১৮৮১
গ. ১৮৭২ ঘ. ১৮৭৫
৩। ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য কোনটি?
ক. অঙ্গীকার খ. দুরন্ত
গ. দুর্জয় ঘ. মোদের গরব
৪। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. খাজা নাজিমুদ্দিন
গ. এ কে ফজলুল হক
ঘ. শেখ মুজিবুর রহমান
৫। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
ক. শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ. ফখরুদ্দিন মোবারক শাহ
গ. রুকনউদ্দিন বারবক শাহ
ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি
৬। বাংলাদেশের একমাত্র কিশোর সংশোধনী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
ক. টঙ্গী খ. গাজীপুর
গ. যশোর ঘ. ময়মনসিংহ
৭। BIAC-এর পূর্ণ রূপ কী?
ক. Bangla International Arbitration Centre
খ. Bangladesh International Arbitration Chamber
গ. Bangladesh International Arbitration Centre
ঘ. Bangla International Arbitration Chamber
৮। সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
ক. জনপ্রশাসন মন্ত্রণালয়
খ. সরকারি ব্যবস্থাপনা মন্ত্রণালয়
গ. জনপ্রশাসন ও সংস্থাপন মন্ত্রণালয়
ঘ. কোনোটিই নয়
৯। বাংলাদেশের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন_
ক. সুকুমার সেন
খ. দীনেশ সেন
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. রমেশচন্দ্র মজুমদার
১০। জাতীয় স্মৃতিসৌধ এলাকার জমির পরিমাণ কত?
ক. ১২৫ একর খ. ১২৬ একর
গ. ১২৭ একর ঘ. ১০৮ একর
১১। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী?
ক. মরক্কো খ. চীন
গ. তুরস্ক ঘ. ইরান
১২। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কত সালে?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫১ সালে ঘ. ১৯৫২ সালে
১৩। মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকারের সদস্যসংখ্যা কত ছিল?
ক. ৮ জন খ. ৬ জন
গ. ১৮ জন ঘ. ৯ জন
১৪। ছয় দফা শেখ মুজিবুর রহমান প্রথম কোথায় ঘোষণা করেন?
ক. করাচি খ. লাহোর
গ. ঢাকা ঘ. চট্টগ্রাম
১৫। বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের পূর্বের নাম ছিল_
ক. সিন্হাবাদ খ. চন্দ্রদ্বীপ
গ. মাকসুদাবাদ ঘ. গৌড়
১৬। বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?
ক. সেন্টমার্টিন খ. মহেশখালী
গ. নিঝুম দ্বীপ ঘ. কুতুবদিয়া
১৭। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ-সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদটি হলো_
ক. ৫৮ গ খ. ১১৮
গ. ৬৮ গ ঘ. ৫৬
১৮। বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে?
ক. ৫ খ. ৭
গ. ৪ ঘ. ৬
১৯। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কে ছিলেন?
ক. ফ্লাইট লেফটেন্যান্ট
খ. ক্যাপ্টেন
গ. ল্যান্স নায়েক
ঘ. স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
২০। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে?
ক. ১৭৯০ খ. ১৭৯৩
গ. ১৮৯৩ ঘ. ১৭৭৩
ক. ৮০ খ. ১৪২
গ. ৯৩ ঘ. ৯৫
২। 'বঙ্গদর্শন' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬৫ খ. ১৮৮১
গ. ১৮৭২ ঘ. ১৮৭৫
৩। ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য কোনটি?
ক. অঙ্গীকার খ. দুরন্ত
গ. দুর্জয় ঘ. মোদের গরব
৪। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. খাজা নাজিমুদ্দিন
গ. এ কে ফজলুল হক
ঘ. শেখ মুজিবুর রহমান
৫। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
ক. শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ. ফখরুদ্দিন মোবারক শাহ
গ. রুকনউদ্দিন বারবক শাহ
ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি
৬। বাংলাদেশের একমাত্র কিশোর সংশোধনী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
ক. টঙ্গী খ. গাজীপুর
গ. যশোর ঘ. ময়মনসিংহ
৭। BIAC-এর পূর্ণ রূপ কী?
ক. Bangla International Arbitration Centre
খ. Bangladesh International Arbitration Chamber
গ. Bangladesh International Arbitration Centre
ঘ. Bangla International Arbitration Chamber
৮। সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
ক. জনপ্রশাসন মন্ত্রণালয়
খ. সরকারি ব্যবস্থাপনা মন্ত্রণালয়
গ. জনপ্রশাসন ও সংস্থাপন মন্ত্রণালয়
ঘ. কোনোটিই নয়
৯। বাংলাদেশের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন_
ক. সুকুমার সেন
খ. দীনেশ সেন
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. রমেশচন্দ্র মজুমদার
১০। জাতীয় স্মৃতিসৌধ এলাকার জমির পরিমাণ কত?
ক. ১২৫ একর খ. ১২৬ একর
গ. ১২৭ একর ঘ. ১০৮ একর
১১। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী?
ক. মরক্কো খ. চীন
গ. তুরস্ক ঘ. ইরান
১২। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কত সালে?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫১ সালে ঘ. ১৯৫২ সালে
১৩। মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকারের সদস্যসংখ্যা কত ছিল?
ক. ৮ জন খ. ৬ জন
গ. ১৮ জন ঘ. ৯ জন
১৪। ছয় দফা শেখ মুজিবুর রহমান প্রথম কোথায় ঘোষণা করেন?
ক. করাচি খ. লাহোর
গ. ঢাকা ঘ. চট্টগ্রাম
১৫। বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের পূর্বের নাম ছিল_
ক. সিন্হাবাদ খ. চন্দ্রদ্বীপ
গ. মাকসুদাবাদ ঘ. গৌড়
১৬। বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?
ক. সেন্টমার্টিন খ. মহেশখালী
গ. নিঝুম দ্বীপ ঘ. কুতুবদিয়া
১৭। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ-সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদটি হলো_
ক. ৫৮ গ খ. ১১৮
গ. ৬৮ গ ঘ. ৫৬
১৮। বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে?
ক. ৫ খ. ৭
গ. ৪ ঘ. ৬
১৯। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কে ছিলেন?
ক. ফ্লাইট লেফটেন্যান্ট
খ. ক্যাপ্টেন
গ. ল্যান্স নায়েক
ঘ. স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
২০। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে?
ক. ১৭৯০ খ. ১৭৯৩
গ. ১৮৯৩ ঘ. ১৭৭৩
১. খ ২. গ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. খ।
English
1. When I__ money, I will buy a dictionary.
(a) may get (b) may be got
(c) will get (d) get
2. As the sun__, I decided to go out.
(a) shines (b) had shone
(c) shine (d) was shining
3. We could not buy anything because__ of the shops was open.
(a) all (b) no one
(c) none (d) nothing
4. 'Dead letter' means_
(a) Bad law (b) Law not in force
(c) Letter not in use (d) Old letter.
5. By and large means_
(a) Very large (b) Mostly
(c) Everywhere (d) Far away
6. A synonym of `Plight' is_
(a) air travel (b) fall
(c) cruise (d) suffering
7. Correct Antonym if the word 'shrivel' is__
(a) embrace (b) expand
(c) expole (d) enslave
8. Which was the oldest period in English literature?
(a) Anglo-Norman (b) Anglo-Saxon
(c) Chaucer's period (d) Middle Age
9. 'Silent woman' written by__
(a) John Ruskin (b) Ben Johnson
(c) Kalidas (d) John Milton
10. Tennyson's 'Memoriam' is_
(a) an elegy (b) an ode
(c) a sonnet (d) none of these
11. 'Boot leg' means_
(a) Distribute (b) Export
(c) smuggle (d) import
12. Find the correct use of with_
(a) My father was trembling with rage.
(b) I am cross with you
(c) She was very patient with me
(d) She was very nice with me
13. Passive of 'Pay the bill today'_
(a) The bill is to be paid today
(b) Let the bill be paid today
(c) The bill will be paid today
(d) The bill may be paid today
14. Which one is correct?
(a) The thickness of the books vary
(b) The thickness of the books is very
(c) The thickness of the books varies
(d) The thickness of the book vary
15. He__ to Chicago just a few months ago.
(a) has moved (b) had moved
(c) would moved (d) moved
16. Which word below can replace the following phrase 'went down'_
(a) Broke (b) Collapsed
(c) Shattered (d) Splintered
17. He said, 'Friends goodbye'.It's indirect form is_
(a) He bade his friends goodbye
(b) He told his friends goodbye
(c) He said goodbye to his friends
(d) He wished his friends goodbye
18. A person who studies the scientific development of language is a_
(a) Philatelist (b) Philanthropist
(c) Pharmacologist (d) Philologist
19. What is the verb of the world 'antagonism'?
(a) Antagonistic (b) Antagonistically (c) Antagonise (d) Antagonisely
20. 'To err is human, to forgive is divine' quoted by_
(a) J. Dryden (b) A. Tennyson
(c) Alexander Pope (d) W. Blake
মো. আব্দুল্লাহিল কাফী
অষ্টম স্থান অধিকারী, বিসিএস পুলিশ
২৯তম বিসিএস পরীক্ষা
1. d 2. d 3. c 4. b 5. b 6. d 7. b 8. b 9. b 10. a 11. c 12. a 13. b 14. c 15. d 16. b 17. a 18. d 19. c 20. c.
Subscribe to:
Posts (Atom)