1 ) ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস?
2 ) কোনটি উপসর্গ নয়?
3 ) কোনটি শুদ্ধ বানান?
4 ) একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-
5 ) ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?
6 ) ঘোষ ধ্বনি নয়-
7 ) ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়?
8 ) পাণিনি কে ছিলেন?
9 ) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয়-
10 ) ‘মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপে’- এখন অনন্বয়ী অব্যয়ে কি প্রকাশ পেয়েছে?
11 ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-
12 ) ‘ক্রীতদাসের হাসি’-এর রচয়িতা-
13 ) ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
14 ) জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা সংগ্রহ-
15 ) ‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।’- কবিতাংশটি কার?
16 ) কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
17 ) রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করে-
18 ) সাপ্তাহিক ‘সুধাকর’ পত্রিকার সম্পাদক হলেন-
19 ) ‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ'?
20 ) কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
21 ) I have no objection to — your story again.
22 ) The plural form of ‘mouse’ (Computer) is—
23 ) I wish the prices of the essential commodities — come down soon.
24 ) It is high time we — the place.
25 ) One who is a specialist in heart and its diseases is—
26 ) Your conduct admits — no excuse.
27 ) The verb form of ‘danger’ is—
28 ) Mr. Alam's face lit up like the sun. This sentence means that Mr. Alam was—
29 ) I — him for five years.
30 ) Milk is — food.
31 ) Which one of the following is a simple sentence?
32 ) He prevented me — going there.
33 ) ‘Flora’ means—
34 ) He worked — to complete his — assignment on time.
Which of the following sets of words would complete the sentence?
Which of the following sets of words would complete the sentence?
35 ) Would you be so kind — to keep me informed?
36 ) ‘Corpus’ means—
37 ) A person who writes dictionaries is a —
38 ) — eggs were served to the players.
39 ) If I lived near my office— in time for work.
40 ) Which one of the following has the right spelling?
41 ) যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন-
42 ) বিশ্বে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়-
43 ) সিজিএস পদ্ধতিতে বলের একক-
44 ) ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
45 ) তরল পদার্থের প্রসারণ বলতে কি রকম প্রসারণ বোঝায়?
46 ) প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন?
47 ) মেঘলা আকাশের সময়ে গরম বেশি লাগে কেন?
48 ) গ্লুকোজের স্থূল সংকেত কোনটি?
49 ) নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়?
50 ) মানব দেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ?
51 ) ব্যাকটেরিয়া কয়টি কোষ দিয়ে গঠিত?
52 ) কোনটি রক্ত আমাশয়ের জীবাণু?
53 ) অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন নামে দেহের কোন অংশে জমা থাকে?
54 ) মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
55 ) কোন বস্তুটির সিস্থি'তিস্থাপকতা (elasticity) কম?
56 ) শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভালো বাহক?
57 ) সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
58 ) সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম-
59 ) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
60 ) ‘AIDS' রোগ হলো-
61 ) জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক?
62 ) পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে?
63 ) ADB-এর সদর দপ্তর কোথায়?
64 ) ‘ইস্টার্ন নিউজ এজেন্সি' কোন দেশের সংবাদ সংস্থা?
65 ) ‘এলাম, দেখলাম, জয় করলাম' কথাটা বলেছেন-
66 ) জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-
67 ) ডুমা কোন দেশের পার্লামেন্ট?
68 ) ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
69 ) আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
70 ) বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
71 ) বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কত জন?
72 ) সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
73 ) বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
74 ) ড. মুহম্মদ ইউনূস নোবেল পুরষ্কার পান কোন সালে?
75 ) বাংলাদেশে জাতীয় ই-তথ্যকোষের যাত্রা শুরু হয় কবে?
76 ) `Let there be light' চলচ্চিত্রটির পরিচালক কে?
77 ) বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য নির্বাচিত হয় কত সালে?
78 ) `SPERRSO' কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
79 ) মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
80 ) যেসব স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে। তাদের সেট হবে-
81 ) (x+y,o) = (1, x-y) হলে (x,y) এর মান কত?
82 ) সমাধান করুন :
83 ) কোনো শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাস করেছে। 75 জন উভয় বিষয়ে পাস করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?
84 ) 72 সংখ্যাটির কয়টি ভাজক আছে?
85 ) 20 থেকে 100-এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে?
86 ) কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
87 ) সমাধান করুন:
88 ) একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণ 144˚ হলে তার বাহুর সংখ্যা কত?
89 ) 2 + 6 + 18 + .... ধারাটির আটটি পদের সমষ্টি কত?
90 ) logx324 = 4 হলে x- এর মান কত?
91 ) x3-x-24 এবং x3-6x2+18x-27 এর গ. সা. গু. হবে-
92 ) এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
93 ) ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ ঃ ৭ হবে?
94 ) একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে। বানরটি ১ মিনিটে ৪ ফুট উপরে উঠে কিন-ু পরের মিনিটে ৩ ফুট নিচে নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা হলে এর শেষ প্রানে- উঠতে বানরটির কত সময় লাগবে?
95 )
96 ) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস' ৩ মিটার অধিক হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭ বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
97 ) কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি এবং পরিসীমা 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
98 ) একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
99 ) কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
No comments:
Post a Comment
Thanks for visiting.