প্রশ্নঃ কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
ক. নেগ্রিটো
খ. ভোটচীন
গ. দ্রাবিড়
ঘ. অস্ট্রিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি ?
ক. আর্য
খ. মোঙ্গল
গ. পুণ্ড্র
ঘ. দ্রাবিড়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ?
ক. বাঙালি
খ. আর্য
গ. নিষাদ
ঘ. আলপাইন
উত্তরঃ গ
প্রশ্নঃ আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল ?
ক. বাহরাইন
খ. ইরাক
গ. মেক্সিকো
ঘ. ইরান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ?
ক. ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
গ. ভাগিরথী নদীর পশ্চিম তীরে
ঘ. আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তরঃ ক
প্রশ্নঃ আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ?
ক. ত্রিপিটক
খ. উপনিষদ
গ. বেদ
ঘ. ভগবৎ গীতা
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল ?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দি
উত্তরঃ গ
প্রশ্নঃ নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত ?
ক. অ্যালপাইন
খ. আদি-অস্ট্রেলীয়
গ. নার্কিড
ঘ. মঙ্গোলীয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ -
ক. মঙ্গোলয়েড
খ. সেমাটিড
গ. অস্ট্রালয়েড
ঘ. ককেশীয়
উত্তরঃ ক
প্রশ্নঃ মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
ক. ব্যাবিলন
খ. থেসালোনিকি
গ. আঙ্কারা
ঘ. এথেন্স
উত্তরঃ ক
শ্নঃ বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
ক. সফোক্লিস
খ. সক্রেটিস
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তরঃ গ
প্রশ্নঃ মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. অশোক
গ. ধর্মপাল
ঘ. সমুদ্রগুপ্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ অর্থশাস্ত্র-এর রচয়িতা কে ?
ক. কৌটিল্য
খ. বাণভট্ট
গ. আনন্দভট্ট
ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ ক
প্রশ্নঃ কৌটিল্য কার নাম ?
ক. প্রাচীন রাজনীতিবিদ
খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ
গ. পণ্ডিত
ঘ. রাজকবি
উত্তরঃ খ
প্রশ্নঃ অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পুষ্যভূতি
ঘ. কুশান
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ?
ক. হিদাস্পিসের যুদ্ধ
খ. কলিঙ্গের যুদ্ধ
গ. মেবারের যুদ্ধ
ঘ. পানিপথের যুদ্ধ
উত্তরঃ খ
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?
ক. অশোক
খ. চন্দ্রগুপ্ত
গ. মহাবীর
ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ ক
প্রশ্নঃ চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?
ক. হিউয়েন সাঙ
খ. ফা হিয়েন
গ. আইসিং
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত ?
ক. মৌর্যযুগ
খ. শুঙ্গযুগ
গ. কুষাণযুগ
ঘ. গুপ্তযুগ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি প্রাচীন নগরী নয় ?
ক. কর্ণসুবর্ণ
খ. উজ্জয়নী
গ. বিশাখাপট্টম
ঘ. পাটালিপুত্র
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
ক. হাভার্ড
খ. তুরিন
গ. নালন্দা
ঘ. আল-হামরা
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল ?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাচীনকালে এদেশের নাম ছিল -
ক. বাংলাদেশ
খ. বঙ্গ
গ. বাংলা
ঘ. বাঙ্গালা
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন -
ক. রাজা কনিস্ক
খ. বিক্রমাদিত্য
গ. চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ. রাজা শশাংক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. কুষ্টিয়া
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চাঁপাইনবাবগঞ্জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে ?
ক. হর্ষবর্ধন
খ. শশাঙ্ক
গ. গোপাল
ঘ. লক্ষণ সেন
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন -
ক. ধর্মপাল
খ. গোপাল
গ. শশাঙ্ক
ঘ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-
ক. সিনহাবাদ
খ. চন্দ্রদ্বীপ
গ. গৌড়
ঘ. মাকসুদাবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ শশাঙ্কের রাজধানী ছিল -
ক. কর্ণসুবর্ন
খ. গৌড়
গ. নদীয়া
ঘ. ঢাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?
ক. মুর্শিদাবাদ
খ. রাজশাহী
গ. চট্টগ্রাম
ঘ. মেদিনীপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ 'মাৎস্যন্যায়' ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?
ক. মাছ বাজার
খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা
গ. মাছ ধরার নৌকা
ঘ. আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'মাৎস্যন্যায়' বাংলার কোন সময়কাল নির্দেশ করে ?
ক. ৫ম-৬ষ্ঠ শতক
খ. ৬ষ্ঠ -৭ম শতক
গ. ৭ম-৮ম শতক
ঘ. ৮ম-৯ম শতক
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন -
ক. শশাংঙ্ক
খ. বখতিয়ার খলজি
গ. বিজয় সেন
ঘ. গোপাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি ?
ক. পাল বংশ
খ. সেন বংশ
গ. ভূইয়া বংশ
ঘ. গুপ্ত বংশ
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে ?
ক. মৌর্য বংশ
খ. গুপ্ত বংশ
গ. পাল বংশ
ঘ. সেন বংশ
উত্তরঃ গ
প্রশ্নঃ পাল বংশের প্রথম রাজা কে ?
ক. গোপাল
খ. দেবপাল
গ. মহীপাল
ঘ. রামপাল
উত্তরঃ ক
প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
ক. গোপাল
খ. ধর্মপাল
গ. দেবপাল
ঘ. রামপাল
উত্তরঃ খ
প্রশ্নঃ রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত ?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. নবাবগঞ্জ
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন ?
ক. বিজয় সেন
খ. লক্ষণ সেন
গ. হেমন্ত সেন
ঘ. বল্লাল সেন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. খালিদ বিন ওয়ালিদ
গ. মুহাম্মদ বিন কাসেম
ঘ. তারিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন -
ক. মানসিংহ
খ. জয়পাল
গ. দাহির
ঘ. দাউদ
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন -
ক. বাবর
খ. সুলতান মাহমুদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. তারেক বিন জিয়াদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. খালেদ বিন ওয়ালিদ
উত্তরঃ গ
প্রশ্নঃ কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ?
ক. ১৫ বার
খ. ১৬ বার
গ. ১৭ বার
ঘ. ১৮ বার
উত্তরঃ গ
প্রশ্নঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?
ক. মুহম্মদ ঘুরী
খ. লক্ষণ সেন
গ. পৃথ্বিরাজ
ঘ. জয়চন্দ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন -
ক. মুহম্মদ বিন কাসিম
খ. সুলতান মাহমুদ
গ. মুহম্মদ ঘুরি
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা -
ক. কুতুবউদ্দীন আইবেক
খ. শামসুদ্দিন ইলতুৎমিশ
গ. গিয়াসউদ্দিন বলবন
ঘ. আলাউদ্দিন খলজী
উত্তরঃ খ
প্রশ্নঃ দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?
ক. বেগম রোকেয়া
খ. নুর জাহান
গ. সুলতানা রাজিয়া
ঘ. মমতাজ বেগম
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?
ক. আলাউদ্দিন খিলজি
খ. শের শাহ
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
ক. মালিক কাফুর
খ. বৈরাম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক
প্রশ্নঃ মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?
ক. ইলতুৎমিশ
খ. বলবন
গ. আলাউদ্দিন খলজী
ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ?
ক. শের শাহ
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. ইলতুৎমিশ
ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ খ
প্রশ্নঃ দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে ?
ক. সম্রাট আকবর
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. সুলতান ইলিয়াস শাহ্
উত্তরঃ খ
প্রশ্নঃ মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন -
ক. করাচীতে
খ. দেবগিরিতে
গ. নগর কোটে
ঘ. ঘোড়াশালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি ?
ক. কুসুম্বা মসজিদ
খ. বড় সোনা মসজিদ
গ. ষাট গম্বুজ মসজিদ
ঘ. সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ গ
প্রশ্নঃ কে 'ষাট গম্বুজ' মসজিদটি নির্মাণ করেন ?
ক. হযরত আমানত শাহ্
খ. যুবরাজ মুহাম্মদ আযম
গ. পীর খানজাহান আলী
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ গ
প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. খুলনা
খ. যশোর
গ. বাগেরহাট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ক. বাবর
খ. আকবর
গ. হুমায়ূন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন -
ক. ১৫১৬ সালে
খ. ১৫২২ সালে
গ. ১৫২৬ সালে
ঘ. ১৫২৮ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন যুদ্দের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পওন ঘটেছিল ?
ক. পানিপথের প্রথম যুদ্ধ
খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ. দ্বিতীয় তরাইনের যুদ্ধ
ঘ. পানিপথের তৃতীয় যুদ্ধ
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম পানি পথের যুদ্ধ কখন হয় ?
ক. ১৫৫৬ খ্রিষ্টাব্দে
খ. ১৬২১ খ্রিষ্টাব্দে
গ. ১৫২৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৫৩৬ খ্রিষ্টাব্দে
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৫২৬ খ্রিষ্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ?
ক. রানা প্রতাপ সিংহ
খ. ইব্রাহিম লোদি
গ. শিবাজি
ঘ. বৈরাম খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
ক. পলাশীর যুদ্ধে
খ. চৌসারের যুদ্ধে
গ. পানিপথের প্রথম যুদ্ধে
ঘ. পানিপথের দ্বিতীয় যুদ্ধে
উত্তরঃ গ
প্রশ্নঃ পানিপথ অবস্থিত -
ক. মুলতানের অদূরে
খ. পেশোয়ারের অদূরে
গ. দিল্লির অদূরে
ঘ. কাবুলের অদূরে
উত্তরঃ গ
প্রশ্নঃ পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ?
ক. মেঘনা
খ. গঙ্গা
গ. যমুনা
ঘ. সিন্ধু
উত্তরঃ গ
প্রশ্নঃ মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন -
ক. বাবর
খ. আকবর
গ. শাহজাহান
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
প্রশ্নঃ মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. বৈরাম খাঁ
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ ক
প্রশ্নঃ সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক ?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তরঃ গ
প্রশ্নঃ শাহজাহানের কনিষ্ঠ পুত্র -
ক. দারা
খ. মুরাদ
গ. সুজা
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ
প্রশ্নঃ কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না ?
ক. সুজা
খ. মুরাদ
গ. শের শাহ্
ঘ. দারা
উত্তরঃ গ
প্রশ্নঃ who was the last mughal Emperor ?
ক. Humayan
খ. Bahadur Shah
গ. Shahjahan
ঘ. Akbar
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না ? (Which of the following was not a Mughal Emperor ?)
ক. আকবর (Akbar)
খ. বাহাদুর শাহ্ (Bahadur Shah)
গ. ঈসা খাঁ (Isha Khan)
ঘ. বাবর (Babar)
ঙ. হুমায়ুন (Humayun)
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ' ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলাকে 'জান্নাতুল সুবাহ' (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয় ?
ক. শের শাহ
খ. শায়েস্তা খাঁ
গ. নুসরত শাহ্
ঘ. সিরাজউদ্দৌলা
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ?
ক. সম্রাট আকবর
খ. সম্রাট শাহজাহান
গ. শের শাহ্
ঘ. লর্ড কর্নওয়ালিস
ঙ. সম্রাট অশোক
উত্তরঃ গ
প্রশ্নঃ গ্রান্ডট্রাঙ্ক রোডের নির্মাতা কে ?
ক. বাবর
খ. আকবর
গ. শাহজাহান
ঘ. শেরশাহ্
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিখ্যাত 'গ্রান্ডট্রাঙ্ক' রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে ?
ক. কুমিল্লা জেলার দাউদকান্দি
খ. ঢাকা জেলার বারিধারা
গ. যশোর জেলার ঝিকরগাছা
ঘ. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক -
ক. বাবর
খ. হুমায়ুন
গ. শের শাহ্
ঘ. আকবর
উত্তরঃ গ
প্রশ্নঃ আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল -
ক. ১৭ বছর
খ. ১৬ বছর
গ. ১৩ বছর
ঘ. ১৪ বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
ক. পানিপথের প্রথম যুদ্ধ
খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ. খনুয়ার যদ্ধ
ঘ. হলদিঘাটের যুদ্ধ
উত্তরঃ খ
প্রশ্নঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয় ?
ক. ১৫২৬
খ. ১৫২৫
গ. ১৫৫৬
ঘ. ১৭৬৩
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন ?
ক. ১৫৭৫
খ. ১৫৭২
গ. ১৫৫৬
ঘ. ১৫৭৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'দীন-ই-এলাহি' প্রবর্তন করেন -
ক. সম্রাট জাহাঙ্গীর
খ. সম্রাট শাহজাহান
গ. সম্রাট আকবর
ঘ. সম্রাট আওরঙ্গজেব
উত্তরঃ গ
প্রশ্নঃ টোডরমেলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত ?
ক. ধর্মীয়
খ. সামরিক
গ. রাজস্ব
ঘ. সামাজিক
উত্তরঃ গ
প্রশ্নঃ টোডরমল কে ?
ক. আকবরের ধর্মমন্ত্রী
খ. আকবরের অর্থমন্ত্রী
গ. আকবরের পরিকল্পনা মন্ত্রী
ঘ. আকবরের সমরমন্ত্রী
উত্তরঃ খ
প্রশ্নঃ ঐতিহাসিক গ্রন্থ 'আইন-ই-আকবরী' -এর রচয়িতা কে ?(Ain-i-Akbori is written by -)
ক. ফেরদৌসী (Firdausi)
খ. আবুল ফজল (Abul Fazal)
গ. গালিব (Ghalib)
ঘ. None of the above
উত্তরঃ খ
প্রশ্নঃ 'জিজিয়া' ছিল-
ক. বাণিজ্য কর
খ. অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
গ. উৎসব কর
ঘ. অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশী বিস্তার ঘটে ?
ক. বাবর
খ. আকবর
গ. আওরঙ্গজেব
ঘ. শাহজাহান
উত্তরঃ খ
প্রশ্নঃ 'বুলবুল-ই-হিন্দ' কাকে বলা হয় ?
ক. তানসেনকে
খ. আমীর খসরুকে
গ. আবুল ফজলকে
ঘ. গালিবকে
উত্তরঃ ক
প্রশ্নঃ ময়ূর সিংহাসন এর নির্মাতা -
ক. আকবর
খ. শাহজাহান
গ. হুমায়ূন
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের যে সম্রাটকে 'আলমগীর' বলা হতো -
ক. শাহজাহান
খ. বাবর
গ. বাহাদুর শাহ্
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শাহ্জাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
ক. মুরাদ
খ. সুজা
গ. দারা
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ গ
প্রশ্নঃ নাদির শাহ্ ভারত আক্রমন করেছিলেন কোন সালে ?
ক. ১৭৬১
খ. ১৭৯৩
গ. ১৭৩৯
ঘ. ১৭৬০
উত্তরঃ গ
প্রশ্নঃ যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও মযূর সিংহাসন লুট করেন -
ক. আহমদ শাহ্ আবদালি
খ. নাদির শাহ্
গ. দ্বিতীয় শাহ্ আব্বাস
ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ খ
প্রশ্নঃ তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ?
ক. বাবর ইব্রাহীম লোদীকে
খ. আকবর হিমুকে
গ. আকবর রানা প্রতাপকে
ঘ. আহমদ শাহ্ আবদালি মারাঠাদিগকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পানি পথের তৃতীয় যুদ্ধ হয়-
ক. ১৫২৬ সালে
খ. ১৫৫৬ সালে
গ. ১৭৬১ সালে
ঘ. ১৭৬৫ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ মারাঠা শাসকের উপাধি ছিল -
ক. রাজা
খ. পেশোয়া
গ. সম্রাট
ঘ. বাদশাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ শেষ মুঘল সম্রাটের নাম কি ?
ক. আওরঙ্গজেব
খ. ফররুক শাহ্
গ. দ্বিতীয় বাহাদুর শাহ্
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বিতীয় বাহাদুর শাহ্কে নির্বাসিত করা হয় -
ক. গোয়ায়
খ. আন্দামানে
গ. থাইল্যান্ডে
ঘ. রেঙ্গুনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ?
ক. দিল্লি
খ. আগ্রা
গ. ইয়াঙ্গুন
ঘ. লাহোর
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বাংলা জয় করেন -
ক. বখতিয়ার খলজি
খ. আলাউদ্দিন খলজি
গ. আলাউদ্দিন হোসেন শাহ্
ঘ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সুচনা কে করেন ?
ক. আলী মর্দান খলজী
খ. তুঘরিল খান
গ. সামছুদ্দিন ফিরোজ
ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ?
ক. হুসেন শাহ্
খ. ইলিয়াস শাহ্
গ. বখতিয়ার খলজি
ঘ. মুহাম্মদ বিন কাসিম
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন সূচনা করেন -
ক. মুহাম্মদ বখতিয়ার খলজি
খ. মুহাম্মদ বিন কাসিম
গ. মুহাম্মদ ঘুরি
ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ ক
প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে ?
ক. ১২১২
খ. ১২০০
গ. ১২০৪
ঘ. ১২১১
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় ?
ক. অষ্টম শতাব্দী
খ. দশম শতাব্দী
গ. দ্বাদশ শতাব্দী
ঘ. ত্রয়োদশ শতাব্দী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুহম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন ?
ক. একাদশ
খ. দশম
গ. ত্রয়োদশ
ঘ. পঞ্চদশ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন ?
ক. বখতিয়ার খিলজি
খ. হোসেন শাহ্
গ. ইলিয়াস শাহ্
ঘ. সরফরাজ খান
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলায় স্বাধীন সুলতান কে ছিলেন ?
ক. ফখরুদ্দিন ইলিয়াস শাহ্
খ. ফখরুদ্দিন মোবারক শাহ্
গ. ফকরুদ্দিন জহির শাহ্
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ খ
প্রশ্নঃ গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল -
ক. চট্টগ্রাম
খ. সিলেট
গ. গৌড়
ঘ. পান্ডুয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?
ক. বিক্রমাদিত্য
খ. কৃষ্ণচন্দ্র
গ. গৌর গোবিন্দ
ঘ. লক্ষণ সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন দেশের অধিবাসী ছিলেন ?
ক. আফগানিস্থান
খ. তুরস্ক
গ. ইরান
ঘ. বাংলাদেশ
ঙ. ভারত
উত্তরঃ খ
প্রশ্নঃ ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে ।
ক. খান জাহান আলী (রাঃ)
খ. বায়েজিদ বস্তামী (রাঃ)
গ. শাহ্ মকদুম (রাঃ)
ঘ. শাহ্ জালাল (রাঃ)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে ?
ক. ফখরুদ্দিন মোবারক শাহ্
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
গ. আকবর
ঘ. ঈসা খান
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে অভিহিত হয় ?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পাল
ঘ. মুসলিম
ঙ. ইংরেজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল ?
ক. ফখরুদ্দিন মোবারক শাহ্
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
গ. আলাউদ্দিন হোসেন শাহ্
ঘ. নসরত শাহ্
উত্তরঃ খ
প্রশ্নঃ 'বাঙ্গালাহ' নামের প্রচলন করেন -
ক. শশাংঙ্ক
খ. ধর্মপাল
গ. ইলিয়াস শাহ্
ঘ. আকবর
উত্তরঃ গ
প্রশ্নঃ কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?
ক. আলাউদ্দিন হোসেন শাহ্
খ. রুকনউদ্দিন বারবক শাহ্
গ. ফকরুদ্দিন মোবারক শাহ্
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের ?
ক. গিয়াস উদ্দিন আযম শাহ্
খ. আলাউদ্দিন হুসেন শাহ্
গ. ফকরুদ্দিন মোবারক শাহ্
ঘ. ইলিয়াস শাহ্
উত্তরঃ ক
প্রশ্নঃ সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি ?
ক. সোনারগাঁও
খ. জাহাঙ্গীরনগর
গ. ঢাকা
ঘ. গৌড়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে -
ক. আলাউদ্দিন হুসেন শাহ্
খ. নাসিরউদ্দিন মাহমুদ শাহ্
গ. গিয়াস উদ্দিন ইওজ খলজি
ঘ. নুসরত শাহ্
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ?
ক. ফা-হিয়েন
খ. ইবনে বতুতা
গ. মার্কো পোলো
ঘ. হিউয়েন সাং
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন ?
ক. কলম্বাস
খ. ইবনে বতুতা
গ. কালিদাস
ঘ. বখতিয়ার খলজি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপুর্ন নরক' বলে অভিহিত করেন ?
ক. ফা-হিয়েন
খ. ইবনে বতুতা
গ. হিউয়েন সাং
ঘ. ইবনে খলদুন
উত্তরঃ খ
প্রশ্নঃ পরিব্রাজক কে ?
ক. পর্যটক
খ. পরিদর্শক
গ. পরিচালক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ফা-হিয়েন ছিলেন -
ক. সম্রাট
খ. সেনাপতি
গ. পরিব্রাজক
ঘ. মন্ত্রী
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে ?
ক. ই-সিং
খ. ফা-হিয়েন
গ. ইউয়েন সাং
ঘ. জেন ডং
উত্তরঃ খ
প্রশ্নঃ চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন ?
ক. ২০১-২১০ খ্রিষ্টাব্দ
খ. ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
গ. ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দ
ঘ. ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এ দেশে আসেন ?
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. তৃতীয় চন্দ্রগুপ্ত
ঘ. এদের কারো সময়েই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?
ক. সমুদ্রগুপ্ত
খ. প্রথম চন্দ্রগুপ্ত
গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ. অশোক
উত্তরঃ গ
প্রশ্নঃ হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে -
ক. সম্রাট অশোক
খ. চন্দ্রগুপ্ত মৌর্য
গ. শশাঙ্ক
ঘ. হর্ষবর্ধন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইবনে বতুতা কোন দেশের পর্যটক ?
ক. চীন
খ. ইরাক
গ. মরক্কো
ঘ. জাপান
উত্তরঃ গ
প্রশ্নঃ কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
ক. মুহম্মদ বিন কাসেম
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. সম্রাট হুমায়ূন
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ খ
প্রশ্নঃ ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন ?
ক. শামসউদ্দিন ফিরোজ শাহ্
খ. হাজী ইলিয়াস শাহ্
গ. হোসাইন শাহ্
ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ্
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন ?
ক. চতুর্দশ
খ. পঞ্চদশ
গ. ষষ্টদশ
ঘ. অষ্টাদশ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন ?
ক. সম্রাট আকবর
খ. ঈসা খাঁ
গ. সুবেদার ইসলাম খান
ঘ. শাহজাদা আজম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে -
ক. বাবরের সময়
খ. আওরঙ্গজেবের সময়
গ. জাহাঙ্গীরের সময়
ঘ. আকবরের সময়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?
ক. বাবর
খ. জাহাঙ্গীর
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার প্রথম সুবাদার কে ছিলেন ?
ক. মীর জুমলা
খ. ইসলাম খান
গ. মান সিংহ
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
ক. আকবর
খ. শাহজাহান
গ. বাবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা শহরের গোড়াপত্তন হয় -
ক. ব্রিটিশ আমলে
খ. সুলতানি আমলে
গ. মুঘল আমলে
ঘ. স্বাধীন নবাবী আমলে
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
ক. ১২৫৫ খ্রিষ্টাব্দে
খ. ১৬১০ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৫ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন ?
ক. ইসলাম খান
খ. ইব্রাহীম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন -
ক. সম্রাট আকবর
খ. সম্রাট জাহাঙ্গীর
গ. ইসলাম খাঁ
ঘ. শায়েস্তা খাঁন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন -
ক. শাহ্ সুজা
খ. মীর জুমলা
গ. শায়েস্তা খাঁ
ঘ. ইসলাম খান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন -
ক. শাহজাদা আজম খাঁ
খ. নবাব শায়েস্তা খাঁ
গ. যুবরাজ
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন নগরী মোঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল ?
ক. গৌড়
খ. সোনারগাঁও
গ. ঢাকা
ঘ. হুগলী
উত্তরঃ গ
প্রশ্নঃ মোঘল আমলে ঢাকার নাম কি ছিল ?
ক. ইসলামাবাদ
খ. পরীবাগ
গ. জাহাঙ্গীরনগর
ঘ. সোনারগাঁও
উত্তরঃ গ
প্রশ্নঃ কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
ক. বখতিয়ার খিলজি
খ. মুশির্দকুলী খাঁ
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. শেরশাহ্
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?
ক. মুর্শিদকুলী খাঁ
খ. ইসলাম খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ গ
প্রশ্নঃ কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?
ক. মুর্শিদকুলী খাঁ
খ. শায়েস্তা খাঁ
গ. আলীবর্দি খাঁ
ঘ. উপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কতৃক শাসিত হয় -(The geographical area now constituting Bangladesh was ruled by Muslims.)
ক. চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত (From 14th to 18th century A.D )
খ. পঞ্চদশ শতাব্দীতে (In 15th century A.D)
গ. মুঘল শাসনামলে (During Mughal period)
ঘ. চতুর্দশ শতাব্দীর পূর্বে (Before 14th century A.D)
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ ?
ক. ইসলাম খান
খ. রাজা মানসিংহ
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত -
ক. চকবাজারে
খ. সদরঘাটে
গ. লালবাগ
ঘ. ইসলামপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?
ক. নবাব সিরাজউদ্দৌলা
খ. শায়েস্তা খাঁ
গ. ঈসা খাঁ
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন ?
ক. কাসিম খান
খ. ইসলাম খান
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
ক. ইসলাম খান
খ. মুশির্দকুলী খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. আলীবর্দি খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন ?
ক. ইসলাম খান
খ. শায়েস্তা খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. আলীবর্দি খান
উত্তরঃ গ
প্রশ্নঃ মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যচার ও লুট করেছে কারা ?
ক. জলদস্যুরা
খ. পর্তুগিজরা
গ. বর্গীরা
ঘ. ইংরেজরা
উত্তরঃ গ
প্রশ্নঃ নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি ?
ক. জয়েন উদ্দিন
খ. আলীবর্দী খাঁ
গ. শওকত জং
ঘ. হায়দার আলী
উত্তরঃ ক
প্রশ্নঃ কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
ক. ১৭৫৬
খ. ১৮৫৬
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
উত্তরঃ ক
প্রশ্নঃ 'অন্ধকুপ হত্যা' কাহিনী কার তৈরী ?
ক. হলওয়েল
খ. মীর জাফর
গ. ক্লাইভ
ঘ. কর্ণওয়ালিস
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে ?
ক. পলাশীর যুদ্ধ
খ. পানিপথের যুদ্ধ
গ. বক্সারের যুদ্ধ
ঘ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক
প্রশ্নঃ পলাশীর যুদ্ধ হয় কত সালে ?
ক. ১৭৭০ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৮৮৭ সালে
ঘ. ১৮৮০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ পলাশীর যুদ্ধের তারিখ ছিল -
ক. January 23,1757
খ. February 23,1857
গ. June 23,1757
ঘ. May 14,1757
উত্তরঃ গ
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ক. ১৬৬০
খ. ১৭০৭
গ. ১৭৫৭
ঘ. ১৭৬৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত সালে ইউরোপ হতে আফ্রিকার উওমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কৃত হয় ?
ক. ১৪৮৭ সালে
খ. ১৪৯০ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫০২ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কোন সালে ?
ক. ১৪৮৭ সালে
খ. ১৩৮৭ সালে
গ. ১৫৮৭ সালে
ঘ. ১৬৮৭ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয়েছে ?
ক. ১৪৯৮ সালে
খ. ১৪৯২ সালে
গ. ১৫১৭ সালে
ঘ. ১৬৪৮ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিস্কার করেন ?
ক. ফার্ডিন্যান্ড ম্যাগেলান
খ. ফ্রান্সিস ড্রেক
গ. ভাস্কো ডা গামা
ঘ. ক্রিস্টেফার কলম্বাস
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে ?
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন -
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ওলন্দাজরা কোন দেশের নাগরিক ?
ক. হল্যান্ড
খ. ফ্রান্স
গ. পর্তুগাল
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউরোপের কোন দেশের অধিবাসীদের 'ডাচ' বলা হয় ?
ক. নেদারল্যান্ড
খ. ডেনমার্ক
গ. পর্তুগাল
ঘ. স্পেন
উত্তরঃ ক
প্রশ্নঃ 'হার্মাদ' শব্দটি কোন ভাষা থেকে আগত ?
ক. স্পেনীয়
খ. পর্তুগিজ
গ. বার্মিজ
ঘ. আরাকানী
উত্তরঃ খ
প্রশ্নঃ দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ?
ক. শের শাহ
খ. আকবর
গ. জাহাঙ্গীর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় -
ক. ১৬০৮ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৬০০ সালে
ঘ. ১৬৫২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত -
ক. ক্যাপ্টেন হাকিন্স
খ. এডওয়ার্ডস
গ. স্যার টমাস রো
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন ?
ক. আকবর
খ. শাহবাজ খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইংরেজ বনিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন -
ক. আকবরের আমলে
খ. জাহাঙ্গীরের আমলে
গ. শাহজাহানের আমলে
ঘ. আলমগীরের আমলে
উত্তরঃ গ
প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাটা কে ?
ক. ক্লাইভ
খ. ডালহৌসি
গ. ওয়েলেসলী
ঘ. জব চার্নিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?
ক. ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. হল্যান্ড
ঘ. ডেনমার্ক
ঙ. ইতালি
উত্তরঃ ক
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল ?
ক. ঢাকা
খ. মুর্শিদাবাদ
গ. কলকাতা
ঘ. আগ্রা
উত্তরঃ গ
প্রশ্নঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন ?
ক. ১৬৯০
খ. ১৭৬৫
গ. ১৭৯৩
ঘ. ১৮২৯
উত্তরঃ খ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন -
ক. শাহ্ সুজা
খ. মীর জাফর
গ. ফররুখ শিয়ার
ঘ. দ্বিতীয় শাহ্ আলম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড ক্লাইভ
গ. নবাব মীর কাসেম
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ খ
প্রশ্নঃ 'ছিয়াওরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ?
ক. বাংলা ১০৭৬ সালে
খ. বাংলা ১১৭৬ সালে
গ. বাংলা ১৩৭৬ সালে
ঘ. ইংরেজী ১৮৭৬ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ 'ছিয়াওরের মন্বন্তর' বাংলা কোন সনে হয়েছিল ?
ক. ১০৭৬ সনে
খ. ১৩৭৬ সনে
গ. ১১৭৬ সনে
ঘ. ১২৭৬ সনে
উত্তরঃ গ
প্রশ্নঃ 'ছিয়াওরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ?
ক. ১৭৭০ সালে
খ. ১৭৭৬ সালে
গ. ১৮৭৬ সালে
ঘ. ১৯৭৬ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্টে 'ভারত শাসন আইন' পাস হয় -
ক. ১৭৮৪
খ. ১৭৮৬
গ. ১৭৭৩
ঘ. ১৭৯০
উত্তরঃ ক
প্রশ্নঃ 'বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত' প্রর্বতন করা হয় কোন সালে ?
ক. ১৭০০
খ. ১৭৬২
গ. ১৯৬৫
ঘ. ১৭৯৩
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
ক. ২২-৩-১৮৯৩
খ. ২২-৩-১৮০৫
গ. ২২-৩-১৭৯৩
ঘ. ১৬-৩-১৭৯৬
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ ক
প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক -
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ খ
প্রশ্নঃ টিপু সুলতান কে ছিলেন ?
ক. ব্যাঙ্গোলারের শাসনকর্তা
খ. মহীশূরের শাসনকর্তা
গ. অযোধ্যার শাসনকর্তা
ঘ. মীরাটের নবাব
উত্তরঃ খ
প্রশ্নঃ মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ?
ক. ওয়েলেসলি
খ. ওয়ারেন হেস্টিংস
গ. কর্ণওয়ালিস
ঘ. ডালহৌসি
উত্তরঃ ক
প্রশ্নঃ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সতীদাহ প্রথা কত সালে রহিত হয় ?
ক. ১৮১৯
খ. ১৮২৯
গ. ১৮৩৯
ঘ. ১৮৪৯
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন ?
ক. অযোধ্যা
খ. পাঞ্জাব
গ. নাগপুর
ঘ. হায়দ্রাবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় -
ক. লর্ড ওয়েলেসলি
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্যানিং
ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল -
ক. ১৭৫৭-১৯৪৭
খ. ১৮৭৫-১৯৪৭
গ. ১৭৫৭-১৮৫৭
ঘ. ১৭৬৫-১৮৮৫
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে ?
ক. ১৮৫৭
খ. ১৮৫৮
গ. ১৮৫৯
ঘ. ১৮৬০
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় -
ক. ১৭৫৮ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৭৯২ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান -
ক. রমনা পার্ক
খ. ন্যাশনাল পার্ক
গ. গুলশান পার্ক
ঘ. বাহাদুরশাহ পার্ক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
ক. ১৯৭২
খ. ১৮৫০
গ. ১৮৭২
ঘ. ১৯০১
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক -
ক. লর্ড কার্জন
খ. লর্ড রিপন
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড লিটন
উত্তরঃ খ
প্রশ্নঃ লর্ড লিটন কতসালে 'আর্মস অ্যাক্ট' প্রবর্তন করেন ?
ক. ১৮৭৬ সালে
খ. ১৮৭৮ সালে
গ. ১৮৮০ সালে
ঘ. ১৮৮২ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?
ক. মুসলিম লীগ প্রতিষ্ঠা
খ. বঙ্গভঙ্গ
গ. গান্ধী হত্যা
ঘ. ভারত বিভক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?
ক. ১৯০৫ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৮০৫ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল ?
ক. পূর্ব বাংলা ও বিহার
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল, সে প্রদেশটির নাম কি ?
ক. পূর্ব পাকিস্থান
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্রিটিশ শাসনআমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ?
ক. ১৭৫৭
খ. ১৯০৫
গ. ১৮৭৫
ঘ. ১৯১১
উত্তরঃ খ
প্রশ্নঃ কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?
ক. লর্ড কর্ণওয়ালিশ
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটন
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ (১৯০৫ খ্রিঃ) করেন ?
ক. লর্ড কার্জন
খ. লর্ড লিটন
গ. লর্ড হার্ডিঞ্জ
ঘ. লর্ড মিন্টো
ঙ. লর্ড এলগিন
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. লর্ড মিন্টো
খ. লর্ড চেমসফোর্ড
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. হেস্টিংস
খ. কার্জন
গ. কর্ণওয়ালিস
ঘ. ডালহৌসি
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন ?
ক. ব্যামফিল্ড ফুলার
খ. লর্ড মিন্টো
গ. লর্ড কার্জন
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?
ক. ফুলার
খ. কার্জন
গ. মিন্টো
ঘ. হেস্টিংস
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?
ক. ১৯০৫
খ. ১৯১৬
গ. ১৯৪৫
ঘ. ১৯১১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় -
ক. ১৯১২ সালে
খ. ১৮১২ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৮৬৫ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. লর্ড ওয়াভেল
খ. লর্ড কার্জন
গ. লর্ড বেন্টিক
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয় ?
ক. লর্ড মাউন্টব্যাটেন
খ. লর্ড কর্ণওয়ালিস
গ. লর্ড বেন্টিং
ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক. এটলি
খ. চার্চিল
গ. ডিজরেইলি
ঘ. গ্লাডস্টোন
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত -
ক. র্যাডক্লিফ কমিশন
খ. সাইমন কমিশন
গ. লরেন্স কমিশন
ঘ. ম্যাকডোনাল্ড কমিশন
উত্তরঃ ক
প্রশ্নঃ অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন -
ক. স্যার জন হাবার্ট
খ. এন্ডারসন
গ. স্যার এফ বারোজ
ঘ. আর জি কেসি
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ -
ক. ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
খ. নীল বিদ্রোহ
গ. আগস্ট(১৯৪২) বিদ্রোহ
ঘ. সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক
প্রশ্নঃ ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
ক. সপ্তদশ শতাব্দীতে
খ. অষ্টদশ শতাব্দীতে
গ. ঊনবিংশ শতাব্দীতে
ঘ. বিংশ শতাব্দীতে
উত্তরঃ খ
প্রশ্নঃ ফকির আন্দোলনের নেতা কে ?
ক. সিরাজ শাহ্
খ. মোহসিন আলী
গ. মজনু শাহ্
ঘ. জহির শাহ্
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,তাঁর নাম-
ক. রাজা ত্রিদিব রায়
খ. রাজা ত্রিভুবন চাকমা
গ. জুম্মা খান
ঘ. জোয়ান বকস খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে -
ক. ১৭৬০ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬০ খ্রিষ্টাব্দে
গ. ১৬০০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৬৮৫ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে ?
ক. ফকির মজনু শাহ্
খ. দুদু মিয়া
গ. তিতুমীর
ঘ. মীর কাশিম
উত্তরঃ গ
প্রশ্নঃ তিতুমীরের দুর্গের মূল উপাদান কি ছিল ?
ক. ইট
খ. পাথর
গ. বাঁশ
ঘ. কাঠ
উত্তরঃ গ
প্রশ্নঃ ফরায়েজী আন্দলনের প্রধান কেন্দ্র ছিল -
ক. ফরিদপুর
খ. শরিয়তপুর
গ. খুলনা
ঘ. যশোর
উত্তরঃ ক
প্রশ্নঃ তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল ?
ক. বারাসাত
খ. নারিকেলবারিয়া
গ. চাঁদপুর
ঘ. হায়দারপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন ?
ক. শাহ ওয়ালীউল্লাহ
খ. হাজী শরীয়তুল্লাহ
গ. পীর মহসীন
ঘ. তিতুমীর
উত্তরঃ খ
প্রশ্নঃ দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ?
ক. তেভাগা
খ. ফরায়েজী
গ. স্বদেশী
ঘ. ওয়াহাবী
উত্তরঃ খ
প্রশ্নঃ জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষনা ?
ক. তিতুমীর
খ. ফকির মজনু শাহ
গ. দুদু মিয়া
ঘ. হাজী শরীয়তুল্লাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ পাক-ভারত-বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয় ?
ক. ১৭৫১
খ. ১৮৫৭
গ. ১৯৫২
ঘ. ১৯৭১
উত্তরঃ খ
প্রশ্নঃ উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে ?
ক. ১৭৫০
খ. ১৭৫৭
গ. ১৮৫০
ঘ. ১৮৫৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নীল বিদ্রোহ কখন সংঘটিত হয় ?
ক. ১৪৪২-৪৪ সালে
খ. ১৮৫৯-৬২ সালে
গ. ১৮৯৪-৯৬ সালে
ঘ. ১৯১৭-২০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় -
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৬০ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কি কারণে বাংলাদেশ হতে নীলচাষ বিলুপ্ত হয় ?
ক. নীলচাষ নিষিদ্ধ করার ফলে
খ. নীলকরদের অত্যাচারের ফলে
গ. নীলচাষীদের বিদ্রোহের ফলে
ঘ. কৃত্রিম নীল আবিষ্কারের ফলে
উত্তরঃ গ
প্রশ্নঃ ইলা মিত্র আংশগ্রহণ করেন -
ক. ওয়াহাবী আন্দোলনে
খ. নীল বিদ্রোহে
গ. তেভাগা আন্দোলনে
ঘ. সিপাহী বিদ্রোহে
উত্তরঃ গ
প্রশ্নঃ তেভাগা আন্দোলনের নেত্রী -
ক. সুমত্রা দেবী
খ. তারামন বিবি
গ. ইলা মিত্র
ঘ. মহাশ্বেতা দেবী
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৮৫ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৯ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন -
ক. জওহরলাল নেহেরু
খ. মহাত্না গান্ধী
গ. অক্টোভিয়ান হিউম
ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ
প্রশ্নঃ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি -
ক. এ্যালান অক্টোভিয়ান হিউম
খ. আনন্দমোহন বসু
গ. মতিলাল নেহেরু
ঘ. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় -
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৯১১ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে -
ক. ফরিদপুর
খ. ঢাকায়
গ. করাচিতে
ঘ. কোলকাতায়
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে ?
ক. বলভভাই প্যাটেল
খ. অরবিন্দ ঘোষ
গ. হাজী শরীয়তউল্লাহ
ঘ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয় তার নাম -
ক. কিংসফোর্ড
খ. লর্ড হার্ডিঞ্জ
গ. হডসন
ঘ. সিম্পসন
উত্তরঃ ক
প্রশ্নঃ মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল ?
ক. মেদিনীপুরে
খ. ব্যারাকপুরে
গ. চট্টগ্রামে
ঘ. আন্দামানে
ঙ . কুমিল্লায়
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন -
ক. তেভাগা আন্দোলনে
খ. ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
গ. ১৯৭১ -এর মুক্তিযুদ্ধে
ঘ. সত্যাগ্রহ আন্দোলন
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
ক. দেশবন্ধু চিওরঞ্জন দাসের
খ. মাস্টারদা সূর্যসেনের
গ. নেতাজী সুভাষ চন্দ্র বসুর
ঘ. মহাত্না গান্ধীর
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ?
ক. জওহরলাল নেহেরু
খ. মওলানা আবুল কলাম আজাদ
গ. মহাত্না গান্ধী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ খিলাফত আন্দোলনের অন্যতম নেতা -
ক. খাজা নাজিমউদ্দিন
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. মওলানা মহাম্মদ আলী
ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ গ
প্রশ্নঃ অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. মাওলানা মোহাম্মদ আলী
গ. আগা খান
ঘ. আব্দুর রহিম
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ ও ১৯২৩ সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত ?
ক. বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
খ. খেলাফত আন্দোলন, বিপ্লবী আন্দোলন
গ. বঙ্গভঙ্গ রদ, গান্ধীর অসহযোগ আন্দোলন
ঘ. গান্ধীর ভারত আগমন, বিপ্লবী আন্দোলন
উত্তরঃ ক
প্রশ্নঃ কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন -
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. এ, কে ফজলুল হক
ঘ. মওলানা ভাসানী
উত্তরঃ গ
প্রশ্নঃ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী -
ক. খাজা নাজিমুদ্দিন
খ. এ কে ফজলুল হক
গ. মহাম্মদ আলী
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলায় 'ঋণ সালিশি আইন' কার আমলে প্রণীত হয় ?
ক. এ. কে. ফজলুল হক
খ. এইচ.এস. সোহরাওয়ার্দী
গ. খাজা নাজিম উদ্দীন
ঘ. নুরুল আমিন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
গ. এ কে ফজলুল হক
ঘ. আতাউর রহমান খান
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বি-জতিতত্বের প্রবক্তা কে ছিলেন ?
ক. আল্লামা ইকবাল
খ. স্যার সৈয়দ আহম্মদ
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন -
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. লিয়াকত আলী খান
ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন ?
ক. লিয়াকত আলী খান
খ. এ কে ফজলুল হক
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. খাজা নাজিমুদ্দিন
ঙ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ খ
প্রশ্নঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ?
ক. ১৩ ফেব্রুয়ারী ১৯৪০
খ. ১৩ মার্চ ১৯৪০
গ. ২৩ মার্চ ১৯৪০
ঘ. ২৩ মার্চ ১৯৪২
উত্তরঃ গ
প্রশ্নঃ লাহোর প্রস্তাব ছিল -
ক. স্বাধীন বাংলা প্রস্তাব
খ. পাকিস্তান প্রস্তাব
গ. ভারত বিভাগের প্রস্তাব
ঘ. ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ 'পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত ?
ক. ১৭৭০
খ. ১৮৬৬
গ. ১৮৯৯
ঘ. ১৯৪৩
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী -
ক. আবুল হাসেম
খ. এ কে ফজলুল হক
গ. শহীদ সোহরাওয়ার্দী
ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তরঃ খ
প্রশ্নঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন ? (Who was the last chief minister of undivided Bengal ?)
ক. এ. কে. ফজলুল হক (A.K.Fazlul Haque)
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী (Huseyen Shahid Shurwardy)
গ. আবুল হাসেম (Abul Hashem)
ঘ. খাজা নাজিমুদ্দিন (Khaja Nazim Uddin)
ঙ. এদের কেউ নয় (None of them)
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে ?
ক. অর্থনৈতিক
খ. রাজনৈতিক
গ. সামাজিক
ঘ. সাংস্কৃতিক
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতে ক্যাবনেট মিশন কখন এসেছিল ?
ক. ১৯৪০ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন -
ক. নুরুল আমিন
খ. আতাউর রহমান
গ. খাজা নাজিম উদ্দীন
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ গ
প্রশ্নঃ আওয়ামী লীগের মূল বা আদি নাম কি ?
ক. আওয়ামী পার্টি
খ. আওয়ামী জাতীয় পার্টি
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. আওয়ামী লীগ
উত্তরঃ গ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন -
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলানা আবুল কালাম আজাদ
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন ?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
গ. শামসুল হক
ঘ. আবুল হাসিম
উত্তরঃ গ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন ?
ক. যুগ্ম সম্পাদক
খ. সম্পাদক
গ. সহ-সভাপতি
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল -
ক. যুক্তফ্রন্ট গঠন
খ. ভাষা আন্দোলন
গ. আগরতলা ষড়যন্ত্র মামলা
ঘ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের গৃহিত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয় ?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৫২
ঘ. ১৯৬১
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয় ?
ক. ১৯৫০
খ. ১৯৪৮
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৪
উত্তরঃ ক
প্রশ্নঃ জমিদারি প্রথা বিলুপ্ত হয় ?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত ?
ক. ১৯৪৬
খ. ১৯৪৭
গ. ১৯৪৮
ঘ. ১৯৫০
উত্তরঃ খ
প্রশ্নঃ ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত -
ক. জ্যোতিমর্ষ গুহ ঠাকুরতা
খ. জিতেন ঘোষ
গ. মুহাম্মদ আব্দুল হাই
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
ঙ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ধীরেন্দ্র নাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত ?
ক. কবি
খ. স্বাধীনতা সংগ্রামী
গ. বিশিষ্ট লেখক
ঘ. বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন ?
ক. আবুল হাসেম
খ. শেখ মুজিবুর রহমান
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাকিস্থান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী করেন -
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নূরুল হক ভূইয়া
গ. ধীরেন্দ্র নাথ দত্ত
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ পাকিস্থানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবী জানান -
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. শেরে বাংলা এ কে ফজলুল হক
ঘ. কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় ?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর 'ভাষা দিবস' বলে একটি দিন পালন করা হত ।দিনটি ছিল কি ?
ক. ৩০ জানুয়ারি
খ. ২৬ ফেব্রুয়ারী
গ. ১১ মার্চ
ঘ. ২১ এপ্রিল
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্থানের একজন নেতা ঘোষনা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্থানের রাষ্ট্রভাষা ।' - কে এই নেতা ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. লিয়াকত আলী খান
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. আইয়ুব খান
উত্তরঃ গ
প্রশ্নঃ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ( All Parties State Language Movement Committee' was formed in)
ক. 1948
খ. 1950
গ. 1952
ঘ. 1954
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার,রফিক,বরকত,সালাম; ঐ দিনটি ছিল ফাল্গুন মাসের -
ক. ৬ তারিখ
খ. ৮ তারিখ
গ. ১০ তারিখ
ঘ. ১২ তারিখ
উত্তরঃ খ
প্রশ্নঃ কে ভাষা শহীদ নন ?
ক. নূর হোসেন
খ. রফিক
গ. জব্বার
ঘ. সালাম
উত্তরঃ ক
প্রশ্নঃ ভাষা আন্দোলনের সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নুরুল আমিন
গ. লিয়াকত আলী খান
ঘ. মুহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৫২সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নুরুল আমিন
গ. আতাউর রহমান খান
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ খ
প্রশ্নঃ রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে,মহীরুহে পরিনত হয় -
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫১ সালে
ঘ. ১৯৫২ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল ?
ক. এক রাজনৈতিক মতবাদের
খ. এক সাংস্কৃতিক আন্দোলনের
গ. এক নতুন জাতীয় চেতনার
ঘ. এক নতুন সমাজ ব্যবস্থার
উত্তরঃ গ
প্রশ্নঃ তৎকালীন পাকিস্থানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে -
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে ?
ক. মুসলিম লীগ
খ. কংগ্রেস
গ. ন্যাপ
ঘ. যুক্তফ্রন্ট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে ?
ক. ১৯৫২
খ. ১৯৫৪
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৮
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা -
ক. চার
খ. পাঁচ
গ. তিন
ঘ. ছয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৫৪ সালে পূর্ব পাকিস্থান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভূক্ত রাজনৈতিক দল নয় ?
ক. আওয়ামী লীগ
খ. কৃষক প্রজা পার্টি
গ. নেজামে ইসলাম
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন ?
ক. নুরুল আমিন
খ. আতাউর রহমান খান
গ. এ কে ফজলুল হক
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ গ
প্রশ্নঃ ঐতিহাসিক ২১ দফা দাবীর প্রথম দাবি কি ছিল ?
ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
খ. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
গ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারী স্বত্ত্বের উচ্ছেদ সাধন
উত্তরঃ গ
প্রশ্নঃ পাকিস্থানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয় ?
ক. ১৯৪৭
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পূর্ববঙ্গের নাম কখন পূর্বপাকিস্থান করা হয় ?
ক. ১৯৪৭
খ. ১৯৬২
গ. ১৯৫৬
ঘ. ১৯৫২
ঙ. ১৯৪৯
উত্তরঃ গ
প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় ?
ক. রোজ গার্ডেনে
খ. সিরাজগঞ্জে
গ. সন্তোষে
ঘ. সুনামগঞ্জে
উত্তরঃ গ
প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় -
ক. ১৯৫৪
খ. ১৯৫৬
গ. ১৯৫৭
ঘ. ১৯৬১
উত্তরঃ গ
প্রশ্নঃ ঐতিহাসিক 'কাগমারী সম্মেলনে' নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
ক. স্যার সলিমুল্লাহ
খ. শহীদ তিতুমীর
গ. মাওলানা ভাসানী
ঘ. সোহরাওয়ার্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাক্তন পাকিস্থানকে বিদায় জানাতে 'আসসালামুআলাইকুম' জানিয়েছিলেন কে ?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. শের-এ বাংলা এ, কে ফজলুল হক
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন সালে পাকিস্থানে প্রথম সামরিক শাসন জারি হয় ?
ক. ১৯৫৪
খ. ১৯৫৬
গ. ১৯৫৮
ঘ. ১৯৬২
উত্তরঃ গ
প্রশ্নঃ পাকিস্থানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন -
ক. আইয়ুব খান
খ. ইয়াহিয়া খান
গ. টিক্কা খান
ঘ. নূর খান
উত্তরঃ ক
প্রশ্নঃ পাক-ভারত প্রথম যুদ্ধ কত সালে শুরু হয় ?
ক. ১৯৬৫ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল -
ক. আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
খ. আগরতলা ষড়যন্ত্র মামলা
গ. ভারত-পাকিস্থান যুদ্ধ
ঘ. উনিশ দফা আন্দোলন
উত্তরঃ গ
প্রশ্নঃ তদানীন্তন পূর্ব পাকিস্থানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন।ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক. ঢাকায়
খ. নারায়ণগঞ্জে
গ. লাহোরে
ঘ. করাচীতে
উত্তরঃ গ
প্রশ্নঃ ছয়-দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় ?
ক. ঢাকায়
খ. লাহোরে
গ. করাচিতে
ঘ. নারায়নগঞ্জে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঐতিহাসিক 'ছয় দফা' কবে ঘোষনা করা হয় ?
ক. ১ ফেব্রুয়ারী
খ. ৫ ফেব্রুয়ারী
গ. ৭ ফেব্রুয়ারী
ঘ. ৭ মার্চ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ 'ছয়-দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ?
ক. ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
খ. ২২ মার্চ ১৯৫৮
গ. ২০ এপ্রিল ১৯৬২
ঘ. ২৩ মার্চ ১৯৬৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল ?
ক. ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৭
ঘ. ১৯৫৫
উত্তরঃ খ
প্রশ্নঃ ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন -
ক. মাওলানা ভাসানী
খ. কমরেড মুজাফফর আহম্মদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা কর্মসূচির মূল বক্তব্য কি ছিল ? (Main object of 6 points programme declared in 1966 was)
ক. দুই অঞ্চলের পথকীকরণ(Separation of two wings)
খ. পূর্ব পাকিস্থানের স্বায়ত্বশাসন (Autonomy of East Pakistan)
গ. বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা (Declaration of Independent Bangladesh)
ঘ. ছয়টি প্রদেশ সৃষ্টি (Creation of provinces)
উত্তরঃ খ
প্রশ্নঃ ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো -
ক. বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
খ. অর্থনৈতিক মুক্তি আন্দোলন
গ. ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
ঘ. শিক্ষা সংস্কার
উত্তরঃ ক
প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা -
ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
খ. ধর্ম নিরপেক্ষতা
গ. স্বাতন্ত্র্য মুদ্রা
ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন কর্মসূচীকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয় ?
ক. ১১ দফা
খ. ২১ দফা
গ. ৬ দফা
ঘ. ৪ দফা
উত্তরঃ গ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় -
ক. আগরতলা
খ. ঢাকা
গ. লাহোর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন ?
ক. জানুয়ারি,১৯৬৮
খ. মার্চ,১৯৬৮
গ. এপ্রিল,১৯৬৮
ঘ. মে,১৯৬৮
উত্তরঃ ক
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তের সংখ্যা ছিলো -
ক. ৩৮
খ. ৩৬
গ. ৪০
ঘ. ৩৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয় ?
ক. আমজাদ খাঁ
খ. সার্জেন্ট জহুরুল হক
গ. মকবুল ভুঁইয়া
ঘ. কৃষ্ণ দুগার
উত্তরঃ খ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় -
ক. ২২ ফেব্রুয়ারী,১৯৬৯
খ. ২০ মার্চ,১৯৬৮
গ. ১৮ ফেব্রুয়ারী,১৯৭০
ঘ. ৫ ডিসেম্ব্র,১৯৬৮
উত্তরঃ ক
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল ?
ক. প্রচন্ড গণআন্দোলনের জন্য
খ. দয়াপরবশ হয়ে
গ. আভিযোগ প্রমাণিত না হওয়ায়
ঘ. বিচারকের মৃত্যুর ফলে
উত্তরঃ ক
প্রশ্নঃ 'শহীদ আসাদ দিবস' পালিত হয় কবে ?
ক. ১৫ জানুয়ারী
খ. ২০ জানুয়ারী
গ. ২৫ জানুয়ারী
ঘ. ৩০ জানুয়ারী
উত্তরঃ খ
প্রশ্নঃ আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত ?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
গ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে
ঘ. ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্থানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয় ?
ক. ২২ এপ্রিল
খ. ২২ জানুয়ারী
গ. ২২ মার্চ
ঘ. ২২ ফেব্রুয়ারী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে ?
ক. এগার দফা
খ. একুশ দফা
গ. ছয় দফা
ঘ. আটার দফা
উত্তরঃ ক
প্রশ্নঃ 'এগার দফা' কখন ঘোষণা হয় ?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৭০ সালে পাকিস্থানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা অর্জন করে ?
ক. মুসলিম লীগ
খ. আওয়ামী লীগ
গ. পিপলস পার্টি
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -
ক. ৩৩০ টি আসন
খ. ১৬৭ টি আসন
গ. ১৭২ টি আসন
ঘ. ৩০০ টি আসন
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক' ঘোষণা করা হয় ?
ক. ১০ জানুয়ারী, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
গ. ২৬ মার্চ, ১৯৭১
ঘ. ৩ মার্চ, ১৯৭১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৭ মার্চ ১৯৭১ বিখ্যাত কেন ?
ক. শের-ই বাংলার ভাষণ
খ. সোহরাওয়ার্দীর ভাষণ
গ. মাওলানা ভাষানীর ভাষণ
ঘ. বঙ্গবন্ধুর ভাষণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন -
ক. পল্টন ময়দানে
খ. মানিক মিয়া এ্যাভিনিউতে
গ. সোহরাওয়ার্দী উদ্যানে
ঘ. লালদিঘী ময়দানে
উত্তরঃ গ
প্রশ্নঃ ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি ?
ক. সামরিক আইন জারি করা
খ. স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
গ. অনশন ধর্মঘট আহবান
ঘ. পুনরায় নির্বাচন দাবি
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে ঘোষণা করেন 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।'
ক. ১ মার্চ
খ. ৩ মার্চ
গ. ৫ মার্চ
ঘ. ৭ মার্চ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন ?
ক. ৬ দফা
খ. ৪ দফা
গ. ১১ দফা
ঘ. ৭ দফা
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে, যা ছিল নিম্নরূপঃ "লোকটি এবং তার দল পাকিস্থানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না " - এ দাম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ?
ক. জেনারেল নিয়াজী
খ. জেনারেল টিক্কা খান
গ. জেনারেল ইয়াহিয়া খান
ঘ. জেনারেল হামিদ খান
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে -
ক. বাংলাদেশ ও যুক্তরাজ্য
খ. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
গ. বাংলাদেশ ও ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ হানাদার পাকিস্থানী সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে ?
ক. ৭ মার্চ, ১৯৭১
খ. ২৫ মার্চ, ১৯৭১
গ. ২৬ মার্চ, ১৯৭১
ঘ. ২৭ মার্চ, ১৯৭১
উত্তরঃ খ
প্রশ্নঃ শুধু একটি নম্বর '৩২' উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি ?
ক. গণভবন
খ. ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
গ. আহসান মঞ্জিল
ঘ. বঙ্গভবন
উত্তরঃ খ
প্রশ্নঃ তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ?
ক. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
খ. রেডিও পাকিস্থান,চট্টগ্রাম
গ. চট্টগ্রাম বেতার কেন্দ্র
ঘ. কালুরঘাট বেতারকেন্দ্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল -
ক. বৃহস্পতিবার
খ. শুক্রবার
গ. শনিবার
ঘ. রবিবার
ঙ . সোমবার
উত্তরঃ ক
ক. নেগ্রিটো
খ. ভোটচীন
গ. দ্রাবিড়
ঘ. অস্ট্রিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি ?
ক. আর্য
খ. মোঙ্গল
গ. পুণ্ড্র
ঘ. দ্রাবিড়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ?
ক. বাঙালি
খ. আর্য
গ. নিষাদ
ঘ. আলপাইন
উত্তরঃ গ
প্রশ্নঃ আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল ?
ক. বাহরাইন
খ. ইরাক
গ. মেক্সিকো
ঘ. ইরান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ?
ক. ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
গ. ভাগিরথী নদীর পশ্চিম তীরে
ঘ. আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তরঃ ক
প্রশ্নঃ আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ?
ক. ত্রিপিটক
খ. উপনিষদ
গ. বেদ
ঘ. ভগবৎ গীতা
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল ?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দি
উত্তরঃ গ
প্রশ্নঃ নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত ?
ক. অ্যালপাইন
খ. আদি-অস্ট্রেলীয়
গ. নার্কিড
ঘ. মঙ্গোলীয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ -
ক. মঙ্গোলয়েড
খ. সেমাটিড
গ. অস্ট্রালয়েড
ঘ. ককেশীয়
উত্তরঃ ক
প্রশ্নঃ মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
ক. ব্যাবিলন
খ. থেসালোনিকি
গ. আঙ্কারা
ঘ. এথেন্স
উত্তরঃ ক
শ্নঃ বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
ক. সফোক্লিস
খ. সক্রেটিস
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তরঃ গ
প্রশ্নঃ মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. অশোক
গ. ধর্মপাল
ঘ. সমুদ্রগুপ্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ অর্থশাস্ত্র-এর রচয়িতা কে ?
ক. কৌটিল্য
খ. বাণভট্ট
গ. আনন্দভট্ট
ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ ক
প্রশ্নঃ কৌটিল্য কার নাম ?
ক. প্রাচীন রাজনীতিবিদ
খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ
গ. পণ্ডিত
ঘ. রাজকবি
উত্তরঃ খ
প্রশ্নঃ অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পুষ্যভূতি
ঘ. কুশান
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ?
ক. হিদাস্পিসের যুদ্ধ
খ. কলিঙ্গের যুদ্ধ
গ. মেবারের যুদ্ধ
ঘ. পানিপথের যুদ্ধ
উত্তরঃ খ
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?
ক. অশোক
খ. চন্দ্রগুপ্ত
গ. মহাবীর
ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ ক
প্রশ্নঃ চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?
ক. হিউয়েন সাঙ
খ. ফা হিয়েন
গ. আইসিং
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত ?
ক. মৌর্যযুগ
খ. শুঙ্গযুগ
গ. কুষাণযুগ
ঘ. গুপ্তযুগ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি প্রাচীন নগরী নয় ?
ক. কর্ণসুবর্ণ
খ. উজ্জয়নী
গ. বিশাখাপট্টম
ঘ. পাটালিপুত্র
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
ক. হাভার্ড
খ. তুরিন
গ. নালন্দা
ঘ. আল-হামরা
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল ?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাচীনকালে এদেশের নাম ছিল -
ক. বাংলাদেশ
খ. বঙ্গ
গ. বাংলা
ঘ. বাঙ্গালা
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন -
ক. রাজা কনিস্ক
খ. বিক্রমাদিত্য
গ. চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ. রাজা শশাংক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. কুষ্টিয়া
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চাঁপাইনবাবগঞ্জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে ?
ক. হর্ষবর্ধন
খ. শশাঙ্ক
গ. গোপাল
ঘ. লক্ষণ সেন
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন -
ক. ধর্মপাল
খ. গোপাল
গ. শশাঙ্ক
ঘ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-
ক. সিনহাবাদ
খ. চন্দ্রদ্বীপ
গ. গৌড়
ঘ. মাকসুদাবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ শশাঙ্কের রাজধানী ছিল -
ক. কর্ণসুবর্ন
খ. গৌড়
গ. নদীয়া
ঘ. ঢাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?
ক. মুর্শিদাবাদ
খ. রাজশাহী
গ. চট্টগ্রাম
ঘ. মেদিনীপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ 'মাৎস্যন্যায়' ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?
ক. মাছ বাজার
খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা
গ. মাছ ধরার নৌকা
ঘ. আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'মাৎস্যন্যায়' বাংলার কোন সময়কাল নির্দেশ করে ?
ক. ৫ম-৬ষ্ঠ শতক
খ. ৬ষ্ঠ -৭ম শতক
গ. ৭ম-৮ম শতক
ঘ. ৮ম-৯ম শতক
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন -
ক. শশাংঙ্ক
খ. বখতিয়ার খলজি
গ. বিজয় সেন
ঘ. গোপাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি ?
ক. পাল বংশ
খ. সেন বংশ
গ. ভূইয়া বংশ
ঘ. গুপ্ত বংশ
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে ?
ক. মৌর্য বংশ
খ. গুপ্ত বংশ
গ. পাল বংশ
ঘ. সেন বংশ
উত্তরঃ গ
প্রশ্নঃ পাল বংশের প্রথম রাজা কে ?
ক. গোপাল
খ. দেবপাল
গ. মহীপাল
ঘ. রামপাল
উত্তরঃ ক
প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
ক. গোপাল
খ. ধর্মপাল
গ. দেবপাল
ঘ. রামপাল
উত্তরঃ খ
প্রশ্নঃ রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত ?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. নবাবগঞ্জ
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন ?
ক. বিজয় সেন
খ. লক্ষণ সেন
গ. হেমন্ত সেন
ঘ. বল্লাল সেন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. খালিদ বিন ওয়ালিদ
গ. মুহাম্মদ বিন কাসেম
ঘ. তারিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন -
ক. মানসিংহ
খ. জয়পাল
গ. দাহির
ঘ. দাউদ
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন -
ক. বাবর
খ. সুলতান মাহমুদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. তারেক বিন জিয়াদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. খালেদ বিন ওয়ালিদ
উত্তরঃ গ
প্রশ্নঃ কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ?
ক. ১৫ বার
খ. ১৬ বার
গ. ১৭ বার
ঘ. ১৮ বার
উত্তরঃ গ
প্রশ্নঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?
ক. মুহম্মদ ঘুরী
খ. লক্ষণ সেন
গ. পৃথ্বিরাজ
ঘ. জয়চন্দ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন -
ক. মুহম্মদ বিন কাসিম
খ. সুলতান মাহমুদ
গ. মুহম্মদ ঘুরি
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা -
ক. কুতুবউদ্দীন আইবেক
খ. শামসুদ্দিন ইলতুৎমিশ
গ. গিয়াসউদ্দিন বলবন
ঘ. আলাউদ্দিন খলজী
উত্তরঃ খ
প্রশ্নঃ দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?
ক. বেগম রোকেয়া
খ. নুর জাহান
গ. সুলতানা রাজিয়া
ঘ. মমতাজ বেগম
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?
ক. আলাউদ্দিন খিলজি
খ. শের শাহ
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
ক. মালিক কাফুর
খ. বৈরাম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক
প্রশ্নঃ মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?
ক. ইলতুৎমিশ
খ. বলবন
গ. আলাউদ্দিন খলজী
ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ?
ক. শের শাহ
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. ইলতুৎমিশ
ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ খ
প্রশ্নঃ দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে ?
ক. সম্রাট আকবর
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. সুলতান ইলিয়াস শাহ্
উত্তরঃ খ
প্রশ্নঃ মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন -
ক. করাচীতে
খ. দেবগিরিতে
গ. নগর কোটে
ঘ. ঘোড়াশালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি ?
ক. কুসুম্বা মসজিদ
খ. বড় সোনা মসজিদ
গ. ষাট গম্বুজ মসজিদ
ঘ. সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ গ
প্রশ্নঃ কে 'ষাট গম্বুজ' মসজিদটি নির্মাণ করেন ?
ক. হযরত আমানত শাহ্
খ. যুবরাজ মুহাম্মদ আযম
গ. পীর খানজাহান আলী
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ গ
প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. খুলনা
খ. যশোর
গ. বাগেরহাট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ক. বাবর
খ. আকবর
গ. হুমায়ূন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন -
ক. ১৫১৬ সালে
খ. ১৫২২ সালে
গ. ১৫২৬ সালে
ঘ. ১৫২৮ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন যুদ্দের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পওন ঘটেছিল ?
ক. পানিপথের প্রথম যুদ্ধ
খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ. দ্বিতীয় তরাইনের যুদ্ধ
ঘ. পানিপথের তৃতীয় যুদ্ধ
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম পানি পথের যুদ্ধ কখন হয় ?
ক. ১৫৫৬ খ্রিষ্টাব্দে
খ. ১৬২১ খ্রিষ্টাব্দে
গ. ১৫২৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৫৩৬ খ্রিষ্টাব্দে
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৫২৬ খ্রিষ্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ?
ক. রানা প্রতাপ সিংহ
খ. ইব্রাহিম লোদি
গ. শিবাজি
ঘ. বৈরাম খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
ক. পলাশীর যুদ্ধে
খ. চৌসারের যুদ্ধে
গ. পানিপথের প্রথম যুদ্ধে
ঘ. পানিপথের দ্বিতীয় যুদ্ধে
উত্তরঃ গ
প্রশ্নঃ পানিপথ অবস্থিত -
ক. মুলতানের অদূরে
খ. পেশোয়ারের অদূরে
গ. দিল্লির অদূরে
ঘ. কাবুলের অদূরে
উত্তরঃ গ
প্রশ্নঃ পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ?
ক. মেঘনা
খ. গঙ্গা
গ. যমুনা
ঘ. সিন্ধু
উত্তরঃ গ
প্রশ্নঃ মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন -
ক. বাবর
খ. আকবর
গ. শাহজাহান
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
প্রশ্নঃ মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. বৈরাম খাঁ
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ ক
প্রশ্নঃ সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক ?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তরঃ গ
প্রশ্নঃ শাহজাহানের কনিষ্ঠ পুত্র -
ক. দারা
খ. মুরাদ
গ. সুজা
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ
প্রশ্নঃ কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না ?
ক. সুজা
খ. মুরাদ
গ. শের শাহ্
ঘ. দারা
উত্তরঃ গ
প্রশ্নঃ who was the last mughal Emperor ?
ক. Humayan
খ. Bahadur Shah
গ. Shahjahan
ঘ. Akbar
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না ? (Which of the following was not a Mughal Emperor ?)
ক. আকবর (Akbar)
খ. বাহাদুর শাহ্ (Bahadur Shah)
গ. ঈসা খাঁ (Isha Khan)
ঘ. বাবর (Babar)
ঙ. হুমায়ুন (Humayun)
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ' ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলাকে 'জান্নাতুল সুবাহ' (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয় ?
ক. শের শাহ
খ. শায়েস্তা খাঁ
গ. নুসরত শাহ্
ঘ. সিরাজউদ্দৌলা
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ?
ক. সম্রাট আকবর
খ. সম্রাট শাহজাহান
গ. শের শাহ্
ঘ. লর্ড কর্নওয়ালিস
ঙ. সম্রাট অশোক
উত্তরঃ গ
প্রশ্নঃ গ্রান্ডট্রাঙ্ক রোডের নির্মাতা কে ?
ক. বাবর
খ. আকবর
গ. শাহজাহান
ঘ. শেরশাহ্
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিখ্যাত 'গ্রান্ডট্রাঙ্ক' রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে ?
ক. কুমিল্লা জেলার দাউদকান্দি
খ. ঢাকা জেলার বারিধারা
গ. যশোর জেলার ঝিকরগাছা
ঘ. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক -
ক. বাবর
খ. হুমায়ুন
গ. শের শাহ্
ঘ. আকবর
উত্তরঃ গ
প্রশ্নঃ আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল -
ক. ১৭ বছর
খ. ১৬ বছর
গ. ১৩ বছর
ঘ. ১৪ বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
ক. পানিপথের প্রথম যুদ্ধ
খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ. খনুয়ার যদ্ধ
ঘ. হলদিঘাটের যুদ্ধ
উত্তরঃ খ
প্রশ্নঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয় ?
ক. ১৫২৬
খ. ১৫২৫
গ. ১৫৫৬
ঘ. ১৭৬৩
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন ?
ক. ১৫৭৫
খ. ১৫৭২
গ. ১৫৫৬
ঘ. ১৫৭৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'দীন-ই-এলাহি' প্রবর্তন করেন -
ক. সম্রাট জাহাঙ্গীর
খ. সম্রাট শাহজাহান
গ. সম্রাট আকবর
ঘ. সম্রাট আওরঙ্গজেব
উত্তরঃ গ
প্রশ্নঃ টোডরমেলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত ?
ক. ধর্মীয়
খ. সামরিক
গ. রাজস্ব
ঘ. সামাজিক
উত্তরঃ গ
প্রশ্নঃ টোডরমল কে ?
ক. আকবরের ধর্মমন্ত্রী
খ. আকবরের অর্থমন্ত্রী
গ. আকবরের পরিকল্পনা মন্ত্রী
ঘ. আকবরের সমরমন্ত্রী
উত্তরঃ খ
প্রশ্নঃ ঐতিহাসিক গ্রন্থ 'আইন-ই-আকবরী' -এর রচয়িতা কে ?(Ain-i-Akbori is written by -)
ক. ফেরদৌসী (Firdausi)
খ. আবুল ফজল (Abul Fazal)
গ. গালিব (Ghalib)
ঘ. None of the above
উত্তরঃ খ
প্রশ্নঃ 'জিজিয়া' ছিল-
ক. বাণিজ্য কর
খ. অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
গ. উৎসব কর
ঘ. অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশী বিস্তার ঘটে ?
ক. বাবর
খ. আকবর
গ. আওরঙ্গজেব
ঘ. শাহজাহান
উত্তরঃ খ
প্রশ্নঃ 'বুলবুল-ই-হিন্দ' কাকে বলা হয় ?
ক. তানসেনকে
খ. আমীর খসরুকে
গ. আবুল ফজলকে
ঘ. গালিবকে
উত্তরঃ ক
প্রশ্নঃ ময়ূর সিংহাসন এর নির্মাতা -
ক. আকবর
খ. শাহজাহান
গ. হুমায়ূন
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের যে সম্রাটকে 'আলমগীর' বলা হতো -
ক. শাহজাহান
খ. বাবর
গ. বাহাদুর শাহ্
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শাহ্জাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
ক. মুরাদ
খ. সুজা
গ. দারা
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ গ
প্রশ্নঃ নাদির শাহ্ ভারত আক্রমন করেছিলেন কোন সালে ?
ক. ১৭৬১
খ. ১৭৯৩
গ. ১৭৩৯
ঘ. ১৭৬০
উত্তরঃ গ
প্রশ্নঃ যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও মযূর সিংহাসন লুট করেন -
ক. আহমদ শাহ্ আবদালি
খ. নাদির শাহ্
গ. দ্বিতীয় শাহ্ আব্বাস
ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ খ
প্রশ্নঃ তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ?
ক. বাবর ইব্রাহীম লোদীকে
খ. আকবর হিমুকে
গ. আকবর রানা প্রতাপকে
ঘ. আহমদ শাহ্ আবদালি মারাঠাদিগকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পানি পথের তৃতীয় যুদ্ধ হয়-
ক. ১৫২৬ সালে
খ. ১৫৫৬ সালে
গ. ১৭৬১ সালে
ঘ. ১৭৬৫ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ মারাঠা শাসকের উপাধি ছিল -
ক. রাজা
খ. পেশোয়া
গ. সম্রাট
ঘ. বাদশাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ শেষ মুঘল সম্রাটের নাম কি ?
ক. আওরঙ্গজেব
খ. ফররুক শাহ্
গ. দ্বিতীয় বাহাদুর শাহ্
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বিতীয় বাহাদুর শাহ্কে নির্বাসিত করা হয় -
ক. গোয়ায়
খ. আন্দামানে
গ. থাইল্যান্ডে
ঘ. রেঙ্গুনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ?
ক. দিল্লি
খ. আগ্রা
গ. ইয়াঙ্গুন
ঘ. লাহোর
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বাংলা জয় করেন -
ক. বখতিয়ার খলজি
খ. আলাউদ্দিন খলজি
গ. আলাউদ্দিন হোসেন শাহ্
ঘ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সুচনা কে করেন ?
ক. আলী মর্দান খলজী
খ. তুঘরিল খান
গ. সামছুদ্দিন ফিরোজ
ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ?
ক. হুসেন শাহ্
খ. ইলিয়াস শাহ্
গ. বখতিয়ার খলজি
ঘ. মুহাম্মদ বিন কাসিম
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন সূচনা করেন -
ক. মুহাম্মদ বখতিয়ার খলজি
খ. মুহাম্মদ বিন কাসিম
গ. মুহাম্মদ ঘুরি
ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ ক
প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে ?
ক. ১২১২
খ. ১২০০
গ. ১২০৪
ঘ. ১২১১
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় ?
ক. অষ্টম শতাব্দী
খ. দশম শতাব্দী
গ. দ্বাদশ শতাব্দী
ঘ. ত্রয়োদশ শতাব্দী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুহম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন ?
ক. একাদশ
খ. দশম
গ. ত্রয়োদশ
ঘ. পঞ্চদশ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন ?
ক. বখতিয়ার খিলজি
খ. হোসেন শাহ্
গ. ইলিয়াস শাহ্
ঘ. সরফরাজ খান
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলায় স্বাধীন সুলতান কে ছিলেন ?
ক. ফখরুদ্দিন ইলিয়াস শাহ্
খ. ফখরুদ্দিন মোবারক শাহ্
গ. ফকরুদ্দিন জহির শাহ্
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ খ
প্রশ্নঃ গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল -
ক. চট্টগ্রাম
খ. সিলেট
গ. গৌড়
ঘ. পান্ডুয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?
ক. বিক্রমাদিত্য
খ. কৃষ্ণচন্দ্র
গ. গৌর গোবিন্দ
ঘ. লক্ষণ সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন দেশের অধিবাসী ছিলেন ?
ক. আফগানিস্থান
খ. তুরস্ক
গ. ইরান
ঘ. বাংলাদেশ
ঙ. ভারত
উত্তরঃ খ
প্রশ্নঃ ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে ।
ক. খান জাহান আলী (রাঃ)
খ. বায়েজিদ বস্তামী (রাঃ)
গ. শাহ্ মকদুম (রাঃ)
ঘ. শাহ্ জালাল (রাঃ)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে ?
ক. ফখরুদ্দিন মোবারক শাহ্
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
গ. আকবর
ঘ. ঈসা খান
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে অভিহিত হয় ?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পাল
ঘ. মুসলিম
ঙ. ইংরেজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল ?
ক. ফখরুদ্দিন মোবারক শাহ্
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
গ. আলাউদ্দিন হোসেন শাহ্
ঘ. নসরত শাহ্
উত্তরঃ খ
প্রশ্নঃ 'বাঙ্গালাহ' নামের প্রচলন করেন -
ক. শশাংঙ্ক
খ. ধর্মপাল
গ. ইলিয়াস শাহ্
ঘ. আকবর
উত্তরঃ গ
প্রশ্নঃ কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?
ক. আলাউদ্দিন হোসেন শাহ্
খ. রুকনউদ্দিন বারবক শাহ্
গ. ফকরুদ্দিন মোবারক শাহ্
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের ?
ক. গিয়াস উদ্দিন আযম শাহ্
খ. আলাউদ্দিন হুসেন শাহ্
গ. ফকরুদ্দিন মোবারক শাহ্
ঘ. ইলিয়াস শাহ্
উত্তরঃ ক
প্রশ্নঃ সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি ?
ক. সোনারগাঁও
খ. জাহাঙ্গীরনগর
গ. ঢাকা
ঘ. গৌড়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে -
ক. আলাউদ্দিন হুসেন শাহ্
খ. নাসিরউদ্দিন মাহমুদ শাহ্
গ. গিয়াস উদ্দিন ইওজ খলজি
ঘ. নুসরত শাহ্
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ?
ক. ফা-হিয়েন
খ. ইবনে বতুতা
গ. মার্কো পোলো
ঘ. হিউয়েন সাং
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন ?
ক. কলম্বাস
খ. ইবনে বতুতা
গ. কালিদাস
ঘ. বখতিয়ার খলজি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপুর্ন নরক' বলে অভিহিত করেন ?
ক. ফা-হিয়েন
খ. ইবনে বতুতা
গ. হিউয়েন সাং
ঘ. ইবনে খলদুন
উত্তরঃ খ
প্রশ্নঃ পরিব্রাজক কে ?
ক. পর্যটক
খ. পরিদর্শক
গ. পরিচালক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ফা-হিয়েন ছিলেন -
ক. সম্রাট
খ. সেনাপতি
গ. পরিব্রাজক
ঘ. মন্ত্রী
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে ?
ক. ই-সিং
খ. ফা-হিয়েন
গ. ইউয়েন সাং
ঘ. জেন ডং
উত্তরঃ খ
প্রশ্নঃ চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন ?
ক. ২০১-২১০ খ্রিষ্টাব্দ
খ. ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
গ. ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দ
ঘ. ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এ দেশে আসেন ?
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. তৃতীয় চন্দ্রগুপ্ত
ঘ. এদের কারো সময়েই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?
ক. সমুদ্রগুপ্ত
খ. প্রথম চন্দ্রগুপ্ত
গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ. অশোক
উত্তরঃ গ
প্রশ্নঃ হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে -
ক. সম্রাট অশোক
খ. চন্দ্রগুপ্ত মৌর্য
গ. শশাঙ্ক
ঘ. হর্ষবর্ধন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইবনে বতুতা কোন দেশের পর্যটক ?
ক. চীন
খ. ইরাক
গ. মরক্কো
ঘ. জাপান
উত্তরঃ গ
প্রশ্নঃ কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
ক. মুহম্মদ বিন কাসেম
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. সম্রাট হুমায়ূন
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ খ
প্রশ্নঃ ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন ?
ক. শামসউদ্দিন ফিরোজ শাহ্
খ. হাজী ইলিয়াস শাহ্
গ. হোসাইন শাহ্
ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ্
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন ?
ক. চতুর্দশ
খ. পঞ্চদশ
গ. ষষ্টদশ
ঘ. অষ্টাদশ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন ?
ক. সম্রাট আকবর
খ. ঈসা খাঁ
গ. সুবেদার ইসলাম খান
ঘ. শাহজাদা আজম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে -
ক. বাবরের সময়
খ. আওরঙ্গজেবের সময়
গ. জাহাঙ্গীরের সময়
ঘ. আকবরের সময়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?
ক. বাবর
খ. জাহাঙ্গীর
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার প্রথম সুবাদার কে ছিলেন ?
ক. মীর জুমলা
খ. ইসলাম খান
গ. মান সিংহ
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
ক. আকবর
খ. শাহজাহান
গ. বাবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা শহরের গোড়াপত্তন হয় -
ক. ব্রিটিশ আমলে
খ. সুলতানি আমলে
গ. মুঘল আমলে
ঘ. স্বাধীন নবাবী আমলে
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
ক. ১২৫৫ খ্রিষ্টাব্দে
খ. ১৬১০ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৫ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন ?
ক. ইসলাম খান
খ. ইব্রাহীম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন -
ক. সম্রাট আকবর
খ. সম্রাট জাহাঙ্গীর
গ. ইসলাম খাঁ
ঘ. শায়েস্তা খাঁন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন -
ক. শাহ্ সুজা
খ. মীর জুমলা
গ. শায়েস্তা খাঁ
ঘ. ইসলাম খান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন -
ক. শাহজাদা আজম খাঁ
খ. নবাব শায়েস্তা খাঁ
গ. যুবরাজ
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন নগরী মোঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল ?
ক. গৌড়
খ. সোনারগাঁও
গ. ঢাকা
ঘ. হুগলী
উত্তরঃ গ
প্রশ্নঃ মোঘল আমলে ঢাকার নাম কি ছিল ?
ক. ইসলামাবাদ
খ. পরীবাগ
গ. জাহাঙ্গীরনগর
ঘ. সোনারগাঁও
উত্তরঃ গ
প্রশ্নঃ কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
ক. বখতিয়ার খিলজি
খ. মুশির্দকুলী খাঁ
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. শেরশাহ্
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?
ক. মুর্শিদকুলী খাঁ
খ. ইসলাম খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ গ
প্রশ্নঃ কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?
ক. মুর্শিদকুলী খাঁ
খ. শায়েস্তা খাঁ
গ. আলীবর্দি খাঁ
ঘ. উপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কতৃক শাসিত হয় -(The geographical area now constituting Bangladesh was ruled by Muslims.)
ক. চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত (From 14th to 18th century A.D )
খ. পঞ্চদশ শতাব্দীতে (In 15th century A.D)
গ. মুঘল শাসনামলে (During Mughal period)
ঘ. চতুর্দশ শতাব্দীর পূর্বে (Before 14th century A.D)
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ ?
ক. ইসলাম খান
খ. রাজা মানসিংহ
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত -
ক. চকবাজারে
খ. সদরঘাটে
গ. লালবাগ
ঘ. ইসলামপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?
ক. নবাব সিরাজউদ্দৌলা
খ. শায়েস্তা খাঁ
গ. ঈসা খাঁ
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন ?
ক. কাসিম খান
খ. ইসলাম খান
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
ক. ইসলাম খান
খ. মুশির্দকুলী খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. আলীবর্দি খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন ?
ক. ইসলাম খান
খ. শায়েস্তা খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. আলীবর্দি খান
উত্তরঃ গ
প্রশ্নঃ মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যচার ও লুট করেছে কারা ?
ক. জলদস্যুরা
খ. পর্তুগিজরা
গ. বর্গীরা
ঘ. ইংরেজরা
উত্তরঃ গ
প্রশ্নঃ নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি ?
ক. জয়েন উদ্দিন
খ. আলীবর্দী খাঁ
গ. শওকত জং
ঘ. হায়দার আলী
উত্তরঃ ক
প্রশ্নঃ কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
ক. ১৭৫৬
খ. ১৮৫৬
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
উত্তরঃ ক
প্রশ্নঃ 'অন্ধকুপ হত্যা' কাহিনী কার তৈরী ?
ক. হলওয়েল
খ. মীর জাফর
গ. ক্লাইভ
ঘ. কর্ণওয়ালিস
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে ?
ক. পলাশীর যুদ্ধ
খ. পানিপথের যুদ্ধ
গ. বক্সারের যুদ্ধ
ঘ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক
প্রশ্নঃ পলাশীর যুদ্ধ হয় কত সালে ?
ক. ১৭৭০ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৮৮৭ সালে
ঘ. ১৮৮০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ পলাশীর যুদ্ধের তারিখ ছিল -
ক. January 23,1757
খ. February 23,1857
গ. June 23,1757
ঘ. May 14,1757
উত্তরঃ গ
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ক. ১৬৬০
খ. ১৭০৭
গ. ১৭৫৭
ঘ. ১৭৬৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত সালে ইউরোপ হতে আফ্রিকার উওমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কৃত হয় ?
ক. ১৪৮৭ সালে
খ. ১৪৯০ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫০২ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কোন সালে ?
ক. ১৪৮৭ সালে
খ. ১৩৮৭ সালে
গ. ১৫৮৭ সালে
ঘ. ১৬৮৭ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয়েছে ?
ক. ১৪৯৮ সালে
খ. ১৪৯২ সালে
গ. ১৫১৭ সালে
ঘ. ১৬৪৮ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিস্কার করেন ?
ক. ফার্ডিন্যান্ড ম্যাগেলান
খ. ফ্রান্সিস ড্রেক
গ. ভাস্কো ডা গামা
ঘ. ক্রিস্টেফার কলম্বাস
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে ?
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন -
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ওলন্দাজরা কোন দেশের নাগরিক ?
ক. হল্যান্ড
খ. ফ্রান্স
গ. পর্তুগাল
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউরোপের কোন দেশের অধিবাসীদের 'ডাচ' বলা হয় ?
ক. নেদারল্যান্ড
খ. ডেনমার্ক
গ. পর্তুগাল
ঘ. স্পেন
উত্তরঃ ক
প্রশ্নঃ 'হার্মাদ' শব্দটি কোন ভাষা থেকে আগত ?
ক. স্পেনীয়
খ. পর্তুগিজ
গ. বার্মিজ
ঘ. আরাকানী
উত্তরঃ খ
প্রশ্নঃ দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ?
ক. শের শাহ
খ. আকবর
গ. জাহাঙ্গীর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় -
ক. ১৬০৮ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৬০০ সালে
ঘ. ১৬৫২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত -
ক. ক্যাপ্টেন হাকিন্স
খ. এডওয়ার্ডস
গ. স্যার টমাস রো
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন ?
ক. আকবর
খ. শাহবাজ খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইংরেজ বনিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন -
ক. আকবরের আমলে
খ. জাহাঙ্গীরের আমলে
গ. শাহজাহানের আমলে
ঘ. আলমগীরের আমলে
উত্তরঃ গ
প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাটা কে ?
ক. ক্লাইভ
খ. ডালহৌসি
গ. ওয়েলেসলী
ঘ. জব চার্নিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?
ক. ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. হল্যান্ড
ঘ. ডেনমার্ক
ঙ. ইতালি
উত্তরঃ ক
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল ?
ক. ঢাকা
খ. মুর্শিদাবাদ
গ. কলকাতা
ঘ. আগ্রা
উত্তরঃ গ
প্রশ্নঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন ?
ক. ১৬৯০
খ. ১৭৬৫
গ. ১৭৯৩
ঘ. ১৮২৯
উত্তরঃ খ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন -
ক. শাহ্ সুজা
খ. মীর জাফর
গ. ফররুখ শিয়ার
ঘ. দ্বিতীয় শাহ্ আলম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড ক্লাইভ
গ. নবাব মীর কাসেম
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ খ
প্রশ্নঃ 'ছিয়াওরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ?
ক. বাংলা ১০৭৬ সালে
খ. বাংলা ১১৭৬ সালে
গ. বাংলা ১৩৭৬ সালে
ঘ. ইংরেজী ১৮৭৬ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ 'ছিয়াওরের মন্বন্তর' বাংলা কোন সনে হয়েছিল ?
ক. ১০৭৬ সনে
খ. ১৩৭৬ সনে
গ. ১১৭৬ সনে
ঘ. ১২৭৬ সনে
উত্তরঃ গ
প্রশ্নঃ 'ছিয়াওরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ?
ক. ১৭৭০ সালে
খ. ১৭৭৬ সালে
গ. ১৮৭৬ সালে
ঘ. ১৯৭৬ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্টে 'ভারত শাসন আইন' পাস হয় -
ক. ১৭৮৪
খ. ১৭৮৬
গ. ১৭৭৩
ঘ. ১৭৯০
উত্তরঃ ক
প্রশ্নঃ 'বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত' প্রর্বতন করা হয় কোন সালে ?
ক. ১৭০০
খ. ১৭৬২
গ. ১৯৬৫
ঘ. ১৭৯৩
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
ক. ২২-৩-১৮৯৩
খ. ২২-৩-১৮০৫
গ. ২২-৩-১৭৯৩
ঘ. ১৬-৩-১৭৯৬
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ ক
প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক -
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ খ
প্রশ্নঃ টিপু সুলতান কে ছিলেন ?
ক. ব্যাঙ্গোলারের শাসনকর্তা
খ. মহীশূরের শাসনকর্তা
গ. অযোধ্যার শাসনকর্তা
ঘ. মীরাটের নবাব
উত্তরঃ খ
প্রশ্নঃ মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ?
ক. ওয়েলেসলি
খ. ওয়ারেন হেস্টিংস
গ. কর্ণওয়ালিস
ঘ. ডালহৌসি
উত্তরঃ ক
প্রশ্নঃ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সতীদাহ প্রথা কত সালে রহিত হয় ?
ক. ১৮১৯
খ. ১৮২৯
গ. ১৮৩৯
ঘ. ১৮৪৯
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন ?
ক. অযোধ্যা
খ. পাঞ্জাব
গ. নাগপুর
ঘ. হায়দ্রাবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় -
ক. লর্ড ওয়েলেসলি
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্যানিং
ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল -
ক. ১৭৫৭-১৯৪৭
খ. ১৮৭৫-১৯৪৭
গ. ১৭৫৭-১৮৫৭
ঘ. ১৭৬৫-১৮৮৫
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে ?
ক. ১৮৫৭
খ. ১৮৫৮
গ. ১৮৫৯
ঘ. ১৮৬০
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় -
ক. ১৭৫৮ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৭৯২ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান -
ক. রমনা পার্ক
খ. ন্যাশনাল পার্ক
গ. গুলশান পার্ক
ঘ. বাহাদুরশাহ পার্ক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
ক. ১৯৭২
খ. ১৮৫০
গ. ১৮৭২
ঘ. ১৯০১
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক -
ক. লর্ড কার্জন
খ. লর্ড রিপন
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড লিটন
উত্তরঃ খ
প্রশ্নঃ লর্ড লিটন কতসালে 'আর্মস অ্যাক্ট' প্রবর্তন করেন ?
ক. ১৮৭৬ সালে
খ. ১৮৭৮ সালে
গ. ১৮৮০ সালে
ঘ. ১৮৮২ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?
ক. মুসলিম লীগ প্রতিষ্ঠা
খ. বঙ্গভঙ্গ
গ. গান্ধী হত্যা
ঘ. ভারত বিভক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?
ক. ১৯০৫ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৮০৫ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল ?
ক. পূর্ব বাংলা ও বিহার
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল, সে প্রদেশটির নাম কি ?
ক. পূর্ব পাকিস্থান
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্রিটিশ শাসনআমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ?
ক. ১৭৫৭
খ. ১৯০৫
গ. ১৮৭৫
ঘ. ১৯১১
উত্তরঃ খ
প্রশ্নঃ কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?
ক. লর্ড কর্ণওয়ালিশ
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটন
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ (১৯০৫ খ্রিঃ) করেন ?
ক. লর্ড কার্জন
খ. লর্ড লিটন
গ. লর্ড হার্ডিঞ্জ
ঘ. লর্ড মিন্টো
ঙ. লর্ড এলগিন
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. লর্ড মিন্টো
খ. লর্ড চেমসফোর্ড
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. হেস্টিংস
খ. কার্জন
গ. কর্ণওয়ালিস
ঘ. ডালহৌসি
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন ?
ক. ব্যামফিল্ড ফুলার
খ. লর্ড মিন্টো
গ. লর্ড কার্জন
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?
ক. ফুলার
খ. কার্জন
গ. মিন্টো
ঘ. হেস্টিংস
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?
ক. ১৯০৫
খ. ১৯১৬
গ. ১৯৪৫
ঘ. ১৯১১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় -
ক. ১৯১২ সালে
খ. ১৮১২ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৮৬৫ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. লর্ড ওয়াভেল
খ. লর্ড কার্জন
গ. লর্ড বেন্টিক
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয় ?
ক. লর্ড মাউন্টব্যাটেন
খ. লর্ড কর্ণওয়ালিস
গ. লর্ড বেন্টিং
ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক. এটলি
খ. চার্চিল
গ. ডিজরেইলি
ঘ. গ্লাডস্টোন
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত -
ক. র্যাডক্লিফ কমিশন
খ. সাইমন কমিশন
গ. লরেন্স কমিশন
ঘ. ম্যাকডোনাল্ড কমিশন
উত্তরঃ ক
প্রশ্নঃ অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন -
ক. স্যার জন হাবার্ট
খ. এন্ডারসন
গ. স্যার এফ বারোজ
ঘ. আর জি কেসি
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ -
ক. ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
খ. নীল বিদ্রোহ
গ. আগস্ট(১৯৪২) বিদ্রোহ
ঘ. সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক
প্রশ্নঃ ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
ক. সপ্তদশ শতাব্দীতে
খ. অষ্টদশ শতাব্দীতে
গ. ঊনবিংশ শতাব্দীতে
ঘ. বিংশ শতাব্দীতে
উত্তরঃ খ
প্রশ্নঃ ফকির আন্দোলনের নেতা কে ?
ক. সিরাজ শাহ্
খ. মোহসিন আলী
গ. মজনু শাহ্
ঘ. জহির শাহ্
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,তাঁর নাম-
ক. রাজা ত্রিদিব রায়
খ. রাজা ত্রিভুবন চাকমা
গ. জুম্মা খান
ঘ. জোয়ান বকস খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে -
ক. ১৭৬০ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬০ খ্রিষ্টাব্দে
গ. ১৬০০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৬৮৫ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে ?
ক. ফকির মজনু শাহ্
খ. দুদু মিয়া
গ. তিতুমীর
ঘ. মীর কাশিম
উত্তরঃ গ
প্রশ্নঃ তিতুমীরের দুর্গের মূল উপাদান কি ছিল ?
ক. ইট
খ. পাথর
গ. বাঁশ
ঘ. কাঠ
উত্তরঃ গ
প্রশ্নঃ ফরায়েজী আন্দলনের প্রধান কেন্দ্র ছিল -
ক. ফরিদপুর
খ. শরিয়তপুর
গ. খুলনা
ঘ. যশোর
উত্তরঃ ক
প্রশ্নঃ তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল ?
ক. বারাসাত
খ. নারিকেলবারিয়া
গ. চাঁদপুর
ঘ. হায়দারপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন ?
ক. শাহ ওয়ালীউল্লাহ
খ. হাজী শরীয়তুল্লাহ
গ. পীর মহসীন
ঘ. তিতুমীর
উত্তরঃ খ
প্রশ্নঃ দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ?
ক. তেভাগা
খ. ফরায়েজী
গ. স্বদেশী
ঘ. ওয়াহাবী
উত্তরঃ খ
প্রশ্নঃ জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষনা ?
ক. তিতুমীর
খ. ফকির মজনু শাহ
গ. দুদু মিয়া
ঘ. হাজী শরীয়তুল্লাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ পাক-ভারত-বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয় ?
ক. ১৭৫১
খ. ১৮৫৭
গ. ১৯৫২
ঘ. ১৯৭১
উত্তরঃ খ
প্রশ্নঃ উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে ?
ক. ১৭৫০
খ. ১৭৫৭
গ. ১৮৫০
ঘ. ১৮৫৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নীল বিদ্রোহ কখন সংঘটিত হয় ?
ক. ১৪৪২-৪৪ সালে
খ. ১৮৫৯-৬২ সালে
গ. ১৮৯৪-৯৬ সালে
ঘ. ১৯১৭-২০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় -
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৬০ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কি কারণে বাংলাদেশ হতে নীলচাষ বিলুপ্ত হয় ?
ক. নীলচাষ নিষিদ্ধ করার ফলে
খ. নীলকরদের অত্যাচারের ফলে
গ. নীলচাষীদের বিদ্রোহের ফলে
ঘ. কৃত্রিম নীল আবিষ্কারের ফলে
উত্তরঃ গ
প্রশ্নঃ ইলা মিত্র আংশগ্রহণ করেন -
ক. ওয়াহাবী আন্দোলনে
খ. নীল বিদ্রোহে
গ. তেভাগা আন্দোলনে
ঘ. সিপাহী বিদ্রোহে
উত্তরঃ গ
প্রশ্নঃ তেভাগা আন্দোলনের নেত্রী -
ক. সুমত্রা দেবী
খ. তারামন বিবি
গ. ইলা মিত্র
ঘ. মহাশ্বেতা দেবী
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৮৫ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৯ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন -
ক. জওহরলাল নেহেরু
খ. মহাত্না গান্ধী
গ. অক্টোভিয়ান হিউম
ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ
প্রশ্নঃ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি -
ক. এ্যালান অক্টোভিয়ান হিউম
খ. আনন্দমোহন বসু
গ. মতিলাল নেহেরু
ঘ. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় -
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৯১১ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে -
ক. ফরিদপুর
খ. ঢাকায়
গ. করাচিতে
ঘ. কোলকাতায়
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে ?
ক. বলভভাই প্যাটেল
খ. অরবিন্দ ঘোষ
গ. হাজী শরীয়তউল্লাহ
ঘ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয় তার নাম -
ক. কিংসফোর্ড
খ. লর্ড হার্ডিঞ্জ
গ. হডসন
ঘ. সিম্পসন
উত্তরঃ ক
প্রশ্নঃ মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল ?
ক. মেদিনীপুরে
খ. ব্যারাকপুরে
গ. চট্টগ্রামে
ঘ. আন্দামানে
ঙ . কুমিল্লায়
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন -
ক. তেভাগা আন্দোলনে
খ. ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
গ. ১৯৭১ -এর মুক্তিযুদ্ধে
ঘ. সত্যাগ্রহ আন্দোলন
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
ক. দেশবন্ধু চিওরঞ্জন দাসের
খ. মাস্টারদা সূর্যসেনের
গ. নেতাজী সুভাষ চন্দ্র বসুর
ঘ. মহাত্না গান্ধীর
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ?
ক. জওহরলাল নেহেরু
খ. মওলানা আবুল কলাম আজাদ
গ. মহাত্না গান্ধী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ খিলাফত আন্দোলনের অন্যতম নেতা -
ক. খাজা নাজিমউদ্দিন
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. মওলানা মহাম্মদ আলী
ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ গ
প্রশ্নঃ অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. মাওলানা মোহাম্মদ আলী
গ. আগা খান
ঘ. আব্দুর রহিম
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ ও ১৯২৩ সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত ?
ক. বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
খ. খেলাফত আন্দোলন, বিপ্লবী আন্দোলন
গ. বঙ্গভঙ্গ রদ, গান্ধীর অসহযোগ আন্দোলন
ঘ. গান্ধীর ভারত আগমন, বিপ্লবী আন্দোলন
উত্তরঃ ক
প্রশ্নঃ কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন -
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. এ, কে ফজলুল হক
ঘ. মওলানা ভাসানী
উত্তরঃ গ
প্রশ্নঃ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী -
ক. খাজা নাজিমুদ্দিন
খ. এ কে ফজলুল হক
গ. মহাম্মদ আলী
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলায় 'ঋণ সালিশি আইন' কার আমলে প্রণীত হয় ?
ক. এ. কে. ফজলুল হক
খ. এইচ.এস. সোহরাওয়ার্দী
গ. খাজা নাজিম উদ্দীন
ঘ. নুরুল আমিন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
গ. এ কে ফজলুল হক
ঘ. আতাউর রহমান খান
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বি-জতিতত্বের প্রবক্তা কে ছিলেন ?
ক. আল্লামা ইকবাল
খ. স্যার সৈয়দ আহম্মদ
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন -
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. লিয়াকত আলী খান
ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন ?
ক. লিয়াকত আলী খান
খ. এ কে ফজলুল হক
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. খাজা নাজিমুদ্দিন
ঙ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ খ
প্রশ্নঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ?
ক. ১৩ ফেব্রুয়ারী ১৯৪০
খ. ১৩ মার্চ ১৯৪০
গ. ২৩ মার্চ ১৯৪০
ঘ. ২৩ মার্চ ১৯৪২
উত্তরঃ গ
প্রশ্নঃ লাহোর প্রস্তাব ছিল -
ক. স্বাধীন বাংলা প্রস্তাব
খ. পাকিস্তান প্রস্তাব
গ. ভারত বিভাগের প্রস্তাব
ঘ. ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ 'পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত ?
ক. ১৭৭০
খ. ১৮৬৬
গ. ১৮৯৯
ঘ. ১৯৪৩
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী -
ক. আবুল হাসেম
খ. এ কে ফজলুল হক
গ. শহীদ সোহরাওয়ার্দী
ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তরঃ খ
প্রশ্নঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন ? (Who was the last chief minister of undivided Bengal ?)
ক. এ. কে. ফজলুল হক (A.K.Fazlul Haque)
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী (Huseyen Shahid Shurwardy)
গ. আবুল হাসেম (Abul Hashem)
ঘ. খাজা নাজিমুদ্দিন (Khaja Nazim Uddin)
ঙ. এদের কেউ নয় (None of them)
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে ?
ক. অর্থনৈতিক
খ. রাজনৈতিক
গ. সামাজিক
ঘ. সাংস্কৃতিক
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতে ক্যাবনেট মিশন কখন এসেছিল ?
ক. ১৯৪০ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন -
ক. নুরুল আমিন
খ. আতাউর রহমান
গ. খাজা নাজিম উদ্দীন
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ গ
প্রশ্নঃ আওয়ামী লীগের মূল বা আদি নাম কি ?
ক. আওয়ামী পার্টি
খ. আওয়ামী জাতীয় পার্টি
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. আওয়ামী লীগ
উত্তরঃ গ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন -
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলানা আবুল কালাম আজাদ
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন ?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
গ. শামসুল হক
ঘ. আবুল হাসিম
উত্তরঃ গ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন ?
ক. যুগ্ম সম্পাদক
খ. সম্পাদক
গ. সহ-সভাপতি
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল -
ক. যুক্তফ্রন্ট গঠন
খ. ভাষা আন্দোলন
গ. আগরতলা ষড়যন্ত্র মামলা
ঘ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের গৃহিত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয় ?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৫২
ঘ. ১৯৬১
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয় ?
ক. ১৯৫০
খ. ১৯৪৮
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৪
উত্তরঃ ক
প্রশ্নঃ জমিদারি প্রথা বিলুপ্ত হয় ?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত ?
ক. ১৯৪৬
খ. ১৯৪৭
গ. ১৯৪৮
ঘ. ১৯৫০
উত্তরঃ খ
প্রশ্নঃ ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত -
ক. জ্যোতিমর্ষ গুহ ঠাকুরতা
খ. জিতেন ঘোষ
গ. মুহাম্মদ আব্দুল হাই
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
ঙ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ধীরেন্দ্র নাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত ?
ক. কবি
খ. স্বাধীনতা সংগ্রামী
গ. বিশিষ্ট লেখক
ঘ. বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন ?
ক. আবুল হাসেম
খ. শেখ মুজিবুর রহমান
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাকিস্থান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী করেন -
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নূরুল হক ভূইয়া
গ. ধীরেন্দ্র নাথ দত্ত
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ পাকিস্থানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবী জানান -
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. শেরে বাংলা এ কে ফজলুল হক
ঘ. কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় ?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর 'ভাষা দিবস' বলে একটি দিন পালন করা হত ।দিনটি ছিল কি ?
ক. ৩০ জানুয়ারি
খ. ২৬ ফেব্রুয়ারী
গ. ১১ মার্চ
ঘ. ২১ এপ্রিল
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্থানের একজন নেতা ঘোষনা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্থানের রাষ্ট্রভাষা ।' - কে এই নেতা ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. লিয়াকত আলী খান
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. আইয়ুব খান
উত্তরঃ গ
প্রশ্নঃ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ( All Parties State Language Movement Committee' was formed in)
ক. 1948
খ. 1950
গ. 1952
ঘ. 1954
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার,রফিক,বরকত,সালাম; ঐ দিনটি ছিল ফাল্গুন মাসের -
ক. ৬ তারিখ
খ. ৮ তারিখ
গ. ১০ তারিখ
ঘ. ১২ তারিখ
উত্তরঃ খ
প্রশ্নঃ কে ভাষা শহীদ নন ?
ক. নূর হোসেন
খ. রফিক
গ. জব্বার
ঘ. সালাম
উত্তরঃ ক
প্রশ্নঃ ভাষা আন্দোলনের সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নুরুল আমিন
গ. লিয়াকত আলী খান
ঘ. মুহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৫২সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নুরুল আমিন
গ. আতাউর রহমান খান
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ খ
প্রশ্নঃ রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে,মহীরুহে পরিনত হয় -
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫১ সালে
ঘ. ১৯৫২ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল ?
ক. এক রাজনৈতিক মতবাদের
খ. এক সাংস্কৃতিক আন্দোলনের
গ. এক নতুন জাতীয় চেতনার
ঘ. এক নতুন সমাজ ব্যবস্থার
উত্তরঃ গ
প্রশ্নঃ তৎকালীন পাকিস্থানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে -
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে ?
ক. মুসলিম লীগ
খ. কংগ্রেস
গ. ন্যাপ
ঘ. যুক্তফ্রন্ট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে ?
ক. ১৯৫২
খ. ১৯৫৪
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৮
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা -
ক. চার
খ. পাঁচ
গ. তিন
ঘ. ছয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৫৪ সালে পূর্ব পাকিস্থান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভূক্ত রাজনৈতিক দল নয় ?
ক. আওয়ামী লীগ
খ. কৃষক প্রজা পার্টি
গ. নেজামে ইসলাম
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন ?
ক. নুরুল আমিন
খ. আতাউর রহমান খান
গ. এ কে ফজলুল হক
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ গ
প্রশ্নঃ ঐতিহাসিক ২১ দফা দাবীর প্রথম দাবি কি ছিল ?
ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
খ. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
গ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারী স্বত্ত্বের উচ্ছেদ সাধন
উত্তরঃ গ
প্রশ্নঃ পাকিস্থানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয় ?
ক. ১৯৪৭
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পূর্ববঙ্গের নাম কখন পূর্বপাকিস্থান করা হয় ?
ক. ১৯৪৭
খ. ১৯৬২
গ. ১৯৫৬
ঘ. ১৯৫২
ঙ. ১৯৪৯
উত্তরঃ গ
প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় ?
ক. রোজ গার্ডেনে
খ. সিরাজগঞ্জে
গ. সন্তোষে
ঘ. সুনামগঞ্জে
উত্তরঃ গ
প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় -
ক. ১৯৫৪
খ. ১৯৫৬
গ. ১৯৫৭
ঘ. ১৯৬১
উত্তরঃ গ
প্রশ্নঃ ঐতিহাসিক 'কাগমারী সম্মেলনে' নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
ক. স্যার সলিমুল্লাহ
খ. শহীদ তিতুমীর
গ. মাওলানা ভাসানী
ঘ. সোহরাওয়ার্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাক্তন পাকিস্থানকে বিদায় জানাতে 'আসসালামুআলাইকুম' জানিয়েছিলেন কে ?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. শের-এ বাংলা এ, কে ফজলুল হক
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন সালে পাকিস্থানে প্রথম সামরিক শাসন জারি হয় ?
ক. ১৯৫৪
খ. ১৯৫৬
গ. ১৯৫৮
ঘ. ১৯৬২
উত্তরঃ গ
প্রশ্নঃ পাকিস্থানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন -
ক. আইয়ুব খান
খ. ইয়াহিয়া খান
গ. টিক্কা খান
ঘ. নূর খান
উত্তরঃ ক
প্রশ্নঃ পাক-ভারত প্রথম যুদ্ধ কত সালে শুরু হয় ?
ক. ১৯৬৫ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল -
ক. আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
খ. আগরতলা ষড়যন্ত্র মামলা
গ. ভারত-পাকিস্থান যুদ্ধ
ঘ. উনিশ দফা আন্দোলন
উত্তরঃ গ
প্রশ্নঃ তদানীন্তন পূর্ব পাকিস্থানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন।ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক. ঢাকায়
খ. নারায়ণগঞ্জে
গ. লাহোরে
ঘ. করাচীতে
উত্তরঃ গ
প্রশ্নঃ ছয়-দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় ?
ক. ঢাকায়
খ. লাহোরে
গ. করাচিতে
ঘ. নারায়নগঞ্জে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঐতিহাসিক 'ছয় দফা' কবে ঘোষনা করা হয় ?
ক. ১ ফেব্রুয়ারী
খ. ৫ ফেব্রুয়ারী
গ. ৭ ফেব্রুয়ারী
ঘ. ৭ মার্চ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ 'ছয়-দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ?
ক. ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
খ. ২২ মার্চ ১৯৫৮
গ. ২০ এপ্রিল ১৯৬২
ঘ. ২৩ মার্চ ১৯৬৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল ?
ক. ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৭
ঘ. ১৯৫৫
উত্তরঃ খ
প্রশ্নঃ ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন -
ক. মাওলানা ভাসানী
খ. কমরেড মুজাফফর আহম্মদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা কর্মসূচির মূল বক্তব্য কি ছিল ? (Main object of 6 points programme declared in 1966 was)
ক. দুই অঞ্চলের পথকীকরণ(Separation of two wings)
খ. পূর্ব পাকিস্থানের স্বায়ত্বশাসন (Autonomy of East Pakistan)
গ. বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা (Declaration of Independent Bangladesh)
ঘ. ছয়টি প্রদেশ সৃষ্টি (Creation of provinces)
উত্তরঃ খ
প্রশ্নঃ ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো -
ক. বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
খ. অর্থনৈতিক মুক্তি আন্দোলন
গ. ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
ঘ. শিক্ষা সংস্কার
উত্তরঃ ক
প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা -
ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
খ. ধর্ম নিরপেক্ষতা
গ. স্বাতন্ত্র্য মুদ্রা
ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন কর্মসূচীকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয় ?
ক. ১১ দফা
খ. ২১ দফা
গ. ৬ দফা
ঘ. ৪ দফা
উত্তরঃ গ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় -
ক. আগরতলা
খ. ঢাকা
গ. লাহোর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন ?
ক. জানুয়ারি,১৯৬৮
খ. মার্চ,১৯৬৮
গ. এপ্রিল,১৯৬৮
ঘ. মে,১৯৬৮
উত্তরঃ ক
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তের সংখ্যা ছিলো -
ক. ৩৮
খ. ৩৬
গ. ৪০
ঘ. ৩৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয় ?
ক. আমজাদ খাঁ
খ. সার্জেন্ট জহুরুল হক
গ. মকবুল ভুঁইয়া
ঘ. কৃষ্ণ দুগার
উত্তরঃ খ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় -
ক. ২২ ফেব্রুয়ারী,১৯৬৯
খ. ২০ মার্চ,১৯৬৮
গ. ১৮ ফেব্রুয়ারী,১৯৭০
ঘ. ৫ ডিসেম্ব্র,১৯৬৮
উত্তরঃ ক
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল ?
ক. প্রচন্ড গণআন্দোলনের জন্য
খ. দয়াপরবশ হয়ে
গ. আভিযোগ প্রমাণিত না হওয়ায়
ঘ. বিচারকের মৃত্যুর ফলে
উত্তরঃ ক
প্রশ্নঃ 'শহীদ আসাদ দিবস' পালিত হয় কবে ?
ক. ১৫ জানুয়ারী
খ. ২০ জানুয়ারী
গ. ২৫ জানুয়ারী
ঘ. ৩০ জানুয়ারী
উত্তরঃ খ
প্রশ্নঃ আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত ?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
গ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে
ঘ. ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্থানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয় ?
ক. ২২ এপ্রিল
খ. ২২ জানুয়ারী
গ. ২২ মার্চ
ঘ. ২২ ফেব্রুয়ারী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে ?
ক. এগার দফা
খ. একুশ দফা
গ. ছয় দফা
ঘ. আটার দফা
উত্তরঃ ক
প্রশ্নঃ 'এগার দফা' কখন ঘোষণা হয় ?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৭০ সালে পাকিস্থানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা অর্জন করে ?
ক. মুসলিম লীগ
খ. আওয়ামী লীগ
গ. পিপলস পার্টি
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -
ক. ৩৩০ টি আসন
খ. ১৬৭ টি আসন
গ. ১৭২ টি আসন
ঘ. ৩০০ টি আসন
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক' ঘোষণা করা হয় ?
ক. ১০ জানুয়ারী, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
গ. ২৬ মার্চ, ১৯৭১
ঘ. ৩ মার্চ, ১৯৭১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৭ মার্চ ১৯৭১ বিখ্যাত কেন ?
ক. শের-ই বাংলার ভাষণ
খ. সোহরাওয়ার্দীর ভাষণ
গ. মাওলানা ভাষানীর ভাষণ
ঘ. বঙ্গবন্ধুর ভাষণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন -
ক. পল্টন ময়দানে
খ. মানিক মিয়া এ্যাভিনিউতে
গ. সোহরাওয়ার্দী উদ্যানে
ঘ. লালদিঘী ময়দানে
উত্তরঃ গ
প্রশ্নঃ ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি ?
ক. সামরিক আইন জারি করা
খ. স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
গ. অনশন ধর্মঘট আহবান
ঘ. পুনরায় নির্বাচন দাবি
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে ঘোষণা করেন 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।'
ক. ১ মার্চ
খ. ৩ মার্চ
গ. ৫ মার্চ
ঘ. ৭ মার্চ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন ?
ক. ৬ দফা
খ. ৪ দফা
গ. ১১ দফা
ঘ. ৭ দফা
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে, যা ছিল নিম্নরূপঃ "লোকটি এবং তার দল পাকিস্থানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না " - এ দাম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ?
ক. জেনারেল নিয়াজী
খ. জেনারেল টিক্কা খান
গ. জেনারেল ইয়াহিয়া খান
ঘ. জেনারেল হামিদ খান
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে -
ক. বাংলাদেশ ও যুক্তরাজ্য
খ. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
গ. বাংলাদেশ ও ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ হানাদার পাকিস্থানী সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে ?
ক. ৭ মার্চ, ১৯৭১
খ. ২৫ মার্চ, ১৯৭১
গ. ২৬ মার্চ, ১৯৭১
ঘ. ২৭ মার্চ, ১৯৭১
উত্তরঃ খ
প্রশ্নঃ শুধু একটি নম্বর '৩২' উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি ?
ক. গণভবন
খ. ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
গ. আহসান মঞ্জিল
ঘ. বঙ্গভবন
উত্তরঃ খ
প্রশ্নঃ তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ?
ক. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
খ. রেডিও পাকিস্থান,চট্টগ্রাম
গ. চট্টগ্রাম বেতার কেন্দ্র
ঘ. কালুরঘাট বেতারকেন্দ্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল -
ক. বৃহস্পতিবার
খ. শুক্রবার
গ. শনিবার
ঘ. রবিবার
ঙ . সোমবার
উত্তরঃ ক
Here is a linkm of an online exam portal: http://submitmysites.blogspot.com/2014/05/online-complete-exam-portal.html
ReplyDeleteOnline Exam Free
Deleteধন্যবাদ-----আপনাকে
ReplyDelete