Sunday, August 31, 2014

বিসিএস বিবিধ

প্রশ্নঃ ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
ক. সঞ্চয়
খ. কবীন্দ্র পরমেশ্বর
গ. শ্রীকর নন্দী
ঘ. কাশীরাম দাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Quarterly’ শব্দের অর্থ কী?
ক. সাপ্তাহিক
খ. পাক্ষিক
গ. ষান্মাসিক
ঘ. ত্রৈমাসিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি ?
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০০
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
ক. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
খ. বঙ্গভাষা ও সাহিত্য
গ. বাংলা সাহিত্যের কথা
ঘ. বাংলা সাহিত্যের রূপরেখা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?
ক. সুকুমার সেন
খ. দীনেশ চন্দ্র সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (আধুনিক) কারা রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসান আলী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
গ. মুহম্মদ আব্দুল হাই ও আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ. মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ এর রচয়িতা-
ক. রফিকুল ইসলাম
খ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ. রশীদ করিম
ঘ. কর্ণেল সিদ্দিক মালিক
উত্তরঃ খ

প্রশ্নঃ “বৈরাগ্য সাধনে ---- সে আমার নয়।” শ্যূস্থান পূরণ করুন
ক. আনন্দ
খ. মুক্তি
গ. বিশ্বাস
ঘ. আশ্বাস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
ক. কেশব চন্দ্র সেন
খ. গিরিশ চন্দ্র সেন
গ. মওলানা আকরাম খাঁ
ঘ. মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে ‘খাঁটি বাঙালি কবি’ হিসেবে অভিহিত করেছেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মধুসূদন দত্ত
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তপসে মাছ’ কবিতাটি কার রচনা?
ক. মদনমোহন তর্কালংকার
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. রামমোহন রায়
ঘ. জীবনানন্দ দাস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
ক. বঙ্গদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সবুজপত্র
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙালি লেখক কে?
ক. অক্ষয়কুমার দত্ত
খ. এস এন বোস
গ. জগদীশ চন্দ্র বসু
ঘ. রামমোহন রায়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কলিকাতা কমলালয়’, ‘নববাবু বিলাস’ গ্রন্থ দু’টির রচয়িতা কে?
ক. তারাচরণ শিকদার
খ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
গ. কালী প্রসন্ন সিংহ
ঘ. কালী প্রসন্ন ঘোষ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ফুলমণি ও করুণার বিবরণ’ রচনা করেন কে?
ক. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
খ. কালী প্রসন্ন সিংহ
গ. হ্যানা ক্যাথারিন ম্যালেন্স
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আলালী ভাষা’ বলতে নিচের কোনটিকে বুঝায়?
ক. ভাবগাম্ভীর্যপূর্ণ ভাষা
খ. হালকা চটুল ভাষা
গ. গুরুচণ্ডালী ভাষা
ঘ. কলকাতা অঞ্চলের কথ্য ভাষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মহাকাব্য জাতীয় রচনা ‘বৃত্রসংহার’ এর রচয়িতা কে?
ক. কায়কোবাদ
খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
গ. মধুসূদন দত্ত
ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পদ্মিনী উপাখ্যান’ কাব্য কে রচনা করেন?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ. কায়কোবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ নবীনচন্দ্র সেন রচিত কাব্য কোনটি?
ক. পদ্মিনী উপাখ্যান
খ. চিন্তা তরঙ্গিনী
গ. বৃত্রসংহার
ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সারদামঙ্গল’ কাব্যে কবি বিহারীলাল কল্পিত ‘সারদা’ কে?
ক. লক্ষ্মী
খ. সরস্বতী
গ. চণ্ডী
ঘ. কালী
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. গোবিন্দচন্দ্র দাস
গ. মোজাম্মেল হক
ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত-
ক. কবি
খ. নাট্যকার
গ. গীতিকার
ঘ. উপন্যাসিক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আর্যগাথা’, ‘আষাঢ়ে’ -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. সুরেন্দ্রনাথ মজুমদার
ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্যারডি রচনার পথিকৃৎ কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. রজনীকান্ত সেন
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. গোবিন্দ চন্দ্র দাস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন চরণটি সঠিক?
ক. ধন ধান্যে পুষ্পে ভরা
খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ. ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
ঘ. ধন্যে ধান্যে পুষ্পে ভরা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সাহিত্যিক মহাকাব্য ‘ইনীড’ এর রচয়িতা কে?
ক. হোমার
খ. ভার্জিল
গ. হেক্টর
ঘ. ফেরদৌসী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কাসেম বধ কাব্য’ কার রচনা?
ক. মুনীর চৌধুরী
খ. কায়কোবাদ
গ. হামিদ আলী
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গহনার বাক্স’ নামক গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. প্রমথ চৌধুরী
খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
গ. বেগম রোকেয়া
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘টোনাটুনির বই’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. সুকুমার রায়
গ. দক্ষিণারঞ্জন মিত্র
ঘ. উপেন্দ্রকিশোর রায়
উত্তরঃ ঘ


প্রশ্নঃ ‘জীবনের মূল্য’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. ড. লুৎফুর রহমান
গ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. আবদুল কাদির
গ. ফররুখ আহমদ
ঘ. তালিম হোসেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মরীচিকা’, ‘মরুশিখা’, ‘মরুমায়া’ -কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিক কামিনি রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
ক. আলো ও ছায়া
খ. মাল্য ও নির্মাল্য
গ. অশোক সঙ্গীত
ঘ. কুসুমাঞ্জলী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কে?
ক. গোবিন্দচন্দ্র দাস
খ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘স্বপনপশারী, বিস্মরণী, স্বরগরল,’ -কার রচনা?
ক. মোহিতলাল মজুমদার
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কুহু ও কেকা’, ‘বেনু ও বীণা’ প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহিতলাল মজুমদার
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মণিমঞ্জুষা’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
খ. যতীন্দ্রমোহন বাগচী
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কামিনী রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছন্দ চতুর্দশী’ কার সনেট সংকলন?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কামিনী রায়ের জন্মস্থান কোথায়?
ক. সিলেট
খ. বাকেরগঞ্জ
গ. ফরিদপুর
ঘ. চাঁদপুর
উত্তরঃ খ


প্রশ্নঃ ‘হাসির গল্পকার’ কাকে বলা হয়?
ক. শিবরাম চক্রবর্তী
খ. রাজশেখর বসু
গ. ভানু সিংহ
ঘ. গোপাল ভাড়
উত্তরঃ খ

প্রশ্নঃ আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারীর রচয়িতা-
ক. শামসুর রাহমান
খ. আলতাফ মাহমুদ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গাড়ি চলে না, চলে না, নারে............ গানের গীতিকার কে?
ক. সঞ্জীব চৌধুরী
খ. বাপ্পা মজুমদার
গ. শাহ আব্দুল করিম
ঘ. দাশরথি রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ পাঁচের দশকে পূর্ববাংলার সাহিত্যিকদের মধ্যে কাকে বিষয়ভিত্তিক কবি বলা যায়?
ক. আবু জাফর ওবায়দুল্লাহ
খ. সৈয়দ শামসুল হক
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ডগলাস স্টুয়ার্ট’ কোন দেশের নাট্যকার?
ক. কানাডা
খ. ইটালি
গ. অস্ট্রেলিয়া
ঘ. জার্মানি
উত্তরঃ খ

প্রশ্নঃ ম্যাক্সিম গোর্কীর ‘মা’ উপন্যাস কোন্ ভাষায় রচিত?
ক. ইংরেজি
খ. রুশ
গ. ফরাসি
ঘ. তুর্কি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হাইকু’ কোন দেশের কবিতা?
ক. চীন
খ. কোরিয়া
গ. ইতালি
ঘ. জাপান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পান্ডুলিপি লিবিদ্ধ করতেন তাদের বলা হত--
ক. অনুবাদক
খ. লিপিকার
গ. লেখক
ঘ. নকলনবিশ
উত্তরঃ খ

প্রশ্নঃ এত ধন দৌলত বিলাচ্ছ কেন? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি? -এ বাক্যে কোন মোহসীন এর কথা বলা হয়েছে?
ক. মোহসীন-উল মূলক
খ. হাজী মুহম্মদ মোহসীন
গ. কে. এম. মোহসীন
ঘ. মোহসীন শাস্ত্রপাণি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
ক. একাত্তরের দিনগুলি
খ. বিরহ বিলাপ
গ. আমি বীরাঙ্গনা বলছি
ঘ. বকুলপুরের স্বাধীনতা
উত্তরঃ খ


প্রশ্নঃ ‘সব ক’টি জানালা খুলে দাও না’ গানটির গীতিকার কে?
ক. আলতাফ মাহমুদ
খ. আবু হেনা মোস্তফা কামাল
গ. মনিরুজ্জামান
ঘ. নজরুল ইসলাম বাবু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সীমান্তের চিঠি’ নামক ভ্রমণকাহিনীর লেখক কে?
ক. নূরুল মোমেন
খ. সানাউল হক
গ. ইব্রাহিম খলিল
ঘ. মোহাম্মদ জাফর ইকবাল
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. রশীদ করিম
গ. হুমায়ুন আজাদ
ঘ. আবদুল্লাহ আল-মুতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন মূলত কোন ধরনের প্রন্থ রচনা করেছেন?
ক. সমাজবিষয়ক
খ. বিজ্ঞানবিষয়ক
গ. রাজনীতিবিষয়ক
ঘ. ধর্মবিষয়ক
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. এনামূল হকের ‘বুলগেরিয়া ভ্রমণ’ কোন জাতীয় গ্রন্থ?
ক. ভ্রমণবিষয়ক
খ. আত্মজীবনীমূলক
গ. উপন্যাস
ঘ. কাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ সানাউল হকের ‘বন্দর থেকে বন্দরে’ কোন ধরনের গ্রন্থ?
ক. আত্মজীবনীমূলক
খ. রম্য রচনা
গ. ভ্রমণকাহিনী
ঘ. উপন্যাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রূপালী বাতাস সোনলী আকাশ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ড. আশরাফ সিদ্দিকী
খ. জাহানারা ইমাম
গ. এম.আর.আখতার মুকুল
ঘ. সানাউল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আবিষ্কারের নেশায়’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. মোহাম্মদ জাফর ইকবাল
খ. ইব্রাহীম খলিল
গ. ড. আবদুল্লাহ আল মুতী
ঘ. ড. মুহম্মদ এনামূল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সালাম সালাম হাজার সালাম’-গানটির গীতিকার কে?
ক. গোবিন্দ হালদার
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. আবুদল গাফফার চৌধুরীর
ঘ. গাজী মাজহারুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি 'কোলন'?
ক. ;
খ. ঃ
গ. =
ঘ. " "
উত্তরঃ খ


প্রশ্নঃ 'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ 'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?
ক. কাজী এমদাদুল হক
খ. মীর মশাররফ হোসেন
গ. মোহাম্মদ নজিবর রহমান
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. কমা
খ. ড্যাশ
গ. সেমিকোলন
ঘ. প্রশ্নচিহ্ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-
ক. পত্রগর্ভ
খ. শিরোনাম
গ. সম্ভাষণ
ঘ. মূলবক্তব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই-
ক. গবেষনা পত্র
খ. প্রতিবেদন
গ. সার সংক্ষেপ
ঘ. ভাব সম্প্রসারণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না?
ক. বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
খ. শ্বাস বিরতির জায়গা দেখাতে
গ. বাক্যকে অলংকৃত করতে
ঘ. বক্তার মেজাজকে স্পষ্ট করতে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি পত্রের প্রধান অংশ কয়টি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক

প্রশ্নঃ একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন
খ. সেমিকোলন
গ. ড্যাশ
ঘ. কমা
উত্তরঃ খ



প্রশ্নঃ এপিকালচার বলতে বোঝায়?
ক. রেশমের চাষ
খ. মৌমাছির চাষ
গ. মৎস চাষ
ঘ. পাখী পালন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতি চিহ্ন বসে?
ক. দাঁড়ি
খ. কোলন
গ. কমা
ঘ. ড্যাস
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক. ডাব
খ. সচিব
গ. কুচ্ছিত
ঘ. বালতি
উত্তরঃ খ

প্রশ্নঃ সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
ক. বিজ্ঞপ্তি
খ. অভিযোগপত্র
গ. চুক্তিপত্র
ঘ. প্রতিবেদন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. প্রেরকের ঠিকানা
খ. প্রাপকের ঠিকানা
গ. পত্রগর্ভ
ঘ. স্বাক্ষর ও তারিখ
উত্তরঃ খ

প্রশ্নঃ সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
ক. কমা
খ. ড্যাশ
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
উত্তরঃ ক

প্রশ্নঃ সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
ক. কমা
খ. ড্যাশ
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্নগুলোর কতটি বাক্যের শেষে বসে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তরঃ গ

প্রশ্নঃ যুগসন্ধিক্ষণের কবি কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. ঈশ্বর প্রসাদ
ঘ. সহদেব চক্রবর্তী
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা নববর্ষ প্রথম কে চালু করেছিলেন?
ক. ইলিয়াস শাহ
খ. শের শাহ
গ. সম্রাট আকবর
ঘ. সম্রাট সাজাহান
উত্তরঃ গ


প্রশ্নঃ নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক. সচিবালয়
খ. হিমালয়
গ. মেঘালয়
ঘ. বিচারালয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সারাংশের মূল উদ্দেশ্য কী?
ক. অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
খ. ভাবের অংশ প্রকাশ করা
গ. বাইরের ভাব বিশ্লেষন করা
ঘ. অন্যভাব ফুটিয়ে তোলা
উত্তরঃ ক

প্রশ্নঃ হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
ক. বিস্ময়
খ. দাঁড়ি
গ. কমা
ঘ. হাইফেন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাক্যে সেমিকোলন(;) থাকলে কতক্ষন থামতে হয়?
ক. ১ বলতে যে সময় লাগে
খ. এক সেকেন্ড
গ. ১ বলার দ্বিগুণ সময়
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হয়?
ক. গ্রহণ করতে হয়
খ. পরিবর্তন করতে হয়
গ. অবিকল লিখতে হয়
ঘ. বর্জন করতে হয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে?
ক. মালিকের বরাবর
খ. সাংবাদিকের বরাবর
গ. প্রকাশকের বরাবর
ঘ. সম্পাদকের বরাবর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Subjudice’-এর সঠিক অর্থ বাংলায় নিচের কোনটি?
ক. বিচারকের বেঞ্চ
খ. বিশেষ আদালত
গ. বিচারাধীন
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিদান রচনা কমিটির সদস্য কত জন ছিলেন?
ক. ২৪ জন
খ. ৪ জন
গ. ৩৪ জন
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘The anti-socials are still at large’-এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
ক. সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
খ. সমাজ বিরোধী দল এখানে বেশ বড়
গ. সমাজ বিরোধীরা এখন বেশ দূরে
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ Microbiology-এর পরিভাষা নিম্নের কোনটি?
ক. অনুপ্রাণ বিজ্ঞান
খ. অণুজীব বিজ্ঞান
গ. জীবাণু বিজ্ঞান
ঘ. কোনটিই না
উত্তরঃ খ


প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স নিম্নের কত বছর
ক. ৪৫
খ. ২৫
গ. ৩৫
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Anonymous’ -এর সঠিক বাংলা নিম্নের কোনটি?
ক. অনামা
খ. অজ্ঞাত
গ. এলোমেলো
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘He is out for your blood’-বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিম্নের কোনটি?
ক. সে তোমার জন্যা রক্ত খুঁজছে
খ. সে তোমার রক্তের জন্য বেরিয়েছে
গ. তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ “On the question I must part company with you”-বাক্যটির বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
ক. ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্নমত পোষণ করব
খ. ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটি ভাগ করে দেব
গ. ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ Amplitude- শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি?
ক. বিস্তৃত
খ. বিস্তার
গ. প্রসারিত
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ Civil society-এর পরিভাষা নিম্নের কোনটি?
ক. সভ্য সমাজ
খ. সুশীল সমাজ
গ. বেসামরিক সমাজ
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সোননাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. আলাওল
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. মীর মোহাম্মদ সফী
উত্তরঃ গ

প্রশ্নঃ Scarctity
ক. স্থূল
খ. প্রাচুর্য
গ. স্বল্পতা
ঘ. কর্কশ
উত্তরঃ গ

প্রশ্নঃ Curtail
ক. সংক্ষিপ্ত করা
খ. শুরু
গ. চোখ বুলানো
ঘ. প্রচুর
উত্তরঃ ক

প্রশ্নঃ Divulage
ক. ইঙ্গিত দেওয়া
খ. ছড়াইয়া দেওয়া
গ. অল্প পরিমাণ
ঘ. প্রকাশ করা
উত্তরঃ ঘ

2 comments:

Thanks for visiting.