Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts
Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts

Sunday, March 11, 2012

1.  উপকূলীয় বনভূমির প্রধান উপকারিতা কি?
      জ্বালানী কাঠ সরবরাহ
      বন্যপ্রানী ও পাখির আশ্রয়স্থল
      ঘূনিঝড় ও জলোচ্ছাস প্রতিরোধ
      বিদেশী পর্যটকদের আকর্ষন
2.  সমতল ভূমির প্রধান গাছ কি?
      কেওড়া
      সুন্দরী
      শাল
      সেগুন
3.  বাংলাদেশের সেচ ব্যবস্থায় কোন ধরনের সেচ প্রকল্পের অবদান বেশী?
      ক্ষুদ্র সেচ প্রকল্প
      বৃহৎ সেচ প্রকল্প
      ক্ষুদ্রতর সেচ প্রকল্প
      মাঝারী সেচ প্রকল্প
4.  গঙ্গা-কপতাক্ষ সেচ প্রকল্প কোন ধরনের?
      সেচ ও বন্যা নিয়ন্ত্রন
      সেচ ও পানি নিষ্কাষণ
      সেচ বন্যা নিয়ন্ত্রন ও পানি নিষ্কাষন
      বন্যা নিয়ন্ত্রন ও পানি নিষ্কাষন
5.  পলি মাটিতে কোন শস্য ভালভাবে চাষ করা যায়?
      ধান
      পাট
      আখ
      সরিষা
6.  ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?
      বেলে
      দো-আশ
      এটেল
      পলি
7.  কোন সারের প্রভাব পরের মৌসুমে কম থাকে?
      ইউরিয়া
      টি এস পি
      এম পি
      জিংক সালফেট
8.  কোন সার ব্যবহার করলে মাটির অম্লতা বৃদ্ধি পায়?
      জৈব সার
      ইউরিয়া
      অ্যামোনিয়াম সালফেট
      জিংক অক্সাইড
9.  কর্ষনের ফলে মাটিতি কি বৃদ্ধি পায়?
      পানির পরিমান
      সারের পরিমান
      তাপমাত্রা
      আগাছা
10.  নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি?
      হাড়ের গুড়া
      গৃহস্থলী ছাই
      সরিষার খৈল
      মাছের কাটা
11.  সাধারন জৈব সার কোনটি?
      বাদামের খৈল
      কম্পোস্ট
      তিলের খৈল
      শুকনো রক্ত
12.  সার প্রয়োগ পদ্ধতি কিসের ভিত্তিতে নির্ধারন করা যায়?
      মাটির সংযুক্তি অনুসারে
      মাটির বুনট অনুসারে
      মাটির তাপ অনুসারে
      পুষ্টি উপাদান অপচয় কমানোর চাহিদার ভিত্তিতে
13.  সিঞ্চন বা স্প্রে পদ্ধতিতে কোন সার প্রয়োগ করা যায়?
      এস এস পি
      অ্যামেনিয়াম সালফেট
      গৌন উপাদান সার
      জিংক সালফেট
14.  হাঁস-মুরগীর বিষ্ঠা কি কাজে লাগে?
      পুকুরে মাছের খাদ্য
      কোয়েলের খাদ্য
      পশুর খাদ্য
      ছাগলের খাদ্য
15.  কোন মাটিতে পানির প্রবেশ্যতা বেশি?
      দানাদার মাটি
      লাঙ্গল স্তর মাটি
      এটেল মাটি
      পলি মাট



bcs
সাধারন জ্ঞান প্রস্তুতি

( সঠিক উত্তর নীচে দেওয়া আছে। )

১. ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসংগীত?
ক) রাজশাহী খ) রংপুর গ) কুষ্টিয়া ঘ) ময়মনসিংহ
 
২. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক) নীলফামারী খ) কুড়িগ্রাম গ) লালমনিরহাট ঘ) দিনাজপুর
৩. পুর্বাশা দ্বীপের অপর নাম কী?
ক) নিঝুম দ্বীপ খ) সেন্টমার্টিন দ্বীপ গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ ঘ) কুতুবদিয়া দ্বীপ।
৪. নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
ক) যুক্তরাষ্ট্র খ) জাপান গ) যুক্তরাজ্য ঘ) রাশিয়া
৫. বাংলাদেশের ডিজিটাল এক্সচেঞ্জ প্রথম প্রতিষ্ঠিত হয়—
ক) রংপুরের মিঠাপুকুর খ) ঢাকা গ) চট্টগ্রাম ঘ) দিনাজপুর
৬. বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ—
ক) মার্কিন যুক্তরাষ্ট্র খ) জাপান গ) সৌদি আরব ঘ) দক্ষিণ কোরিয়া
৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম—
ক) জর্জ হ্যারিসন খ) ক্লিন রিচার্ড গ) স্টোন হাউজ ঘ) ডব্লিউ এ এস ওভারল্যান্ড
৮. অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন?
ক) ঢাকা খ) মুন্সিগঞ্জ গ) মানিকগঞ্জ ঘ) নবাবগঞ্জ
৯. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক) আসাম খ) মণিপুর গ) নাগাল্যান্ড ঘ) মিজোরাম
১০. বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি?
ক) ইরান খ) ইসরায়েল গ) উত্তর কোরিয়া ঘ) দক্ষিণ আফ্রিকা
১১. FAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) রোম খ) জেনেভা  গ) ব্যাংকক ঘ) প্যারিস
১২. তাপমাত্রার কোন স্কেলে ‘o’ ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা?
ক) ফারেনহাইট খ) কেলভিন গ) সেন্টিগ্রেড ঘ) সেলসিয়াস
১৩. কান ফেস্টিভালে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয়েছে?
ক) মাটির ময়না খ) ঘুড্ডি গ) দহন ঘ) জয়যাত্রা
১৪. CIA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) ওয়াশিংটন ডিসি খ) নিউইয়র্ক গ) ডালাস ঘ) ভার্জিনিয়া
১৫. গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের?
ক) নরওয়ে খ) নেদারল্যান্ড গ) স্কটল্যান্ড ঘ) ডেনমার্ক
১৬. কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না?
ক) পিতল খ) লোহা গ) অ্যান্টিমনি ঘ) তামা
১৭. ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অস্ত্র কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন?
ক) রাজীব গান্ধী খ) ইন্দিরা গান্ধী গ) নরসিমা রাও ঘ) বাজপেয়ি
১৮. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) মঈনুল হোসেন খ) জয়নুল আবেদিন গ) হামিদুর রহমান ঘ) এস এম সুলতান
১৯. বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা কে?
ক) রজার মিলা খ) তেভেজ গ) মিরোস্লাভ ক্লোসা ঘ) রোনালদো
২০. ‘Wailing wall’ অবস্থিত কোথায়?
ক) বার্লিনে খ) রোমে গ) জেরুজালেমে ঘ) মাদ্রিদে।

সঠিক উত্তর
১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ।