Tuesday, March 13, 2012

11th BCS Preliminary Question

                                                                                                                                                         Next 
11th BCS Preliminary Question (1-15) 

1.  বৈরাগ্য সাধনে মুক্তি- সে আমার নয়।“শূন্যস্থান পূরন করুন। 
      আনন্দ
      মুক্তি
      বিশ্বাস
      অশ্বাস
2.  সমাস ভাষাকে - 
      সংক্ষেপ করে 
      বিস্তৃত করে
      ভাষারুপ ক্ষুন্ন করে
      অর্থবোধক করে
3.  সূর্য এর প্রতিশব্দ কি? 
      সুধাংশু
      শশাংক
      বিধু
      আদিত্য
4.  অর্ধচন্দ্র এর অর্থ কি? 
      গলাধাক্কা দেওয়া
      দ্বিতীয়ত
      কাস্তে
      অমাবস্যা
5.  কোনটি শূদ্ধ? 
      সৌজন্নতা
      সৌজন্যতা
      সৌজনতা
      সৌজন্য
6.  বেগম রোকেয়ার রচনা কোনটি? 
      ভাষা ও সাহিত্য
      আয়না
      লালসালূ
      অবরোধবাসিনী
7.  বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? 
      বিহারীলাল চক্রবর্তী
      প্যারিদাশ মিত্র
      শরৎচন্দ্র চট্টপাধ্যয়
      ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
8.  কোনটি শুদ্ধ বাক্য? 
      একটা গোপনীয় কথা বলি
      একটা গোপন কথা বলি
      একটি গোপন কথা বলি
      একটি গুপ্ত কথা বলি
9.  শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? 
      নিষ্ঠা
      সদাচার
      সততা
      সংযম
10.  সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? 
      নির্ভয়
      বিস্ময়
      প্রত্যয়
      দ্বিধা
11.  ক্ষমার যোগ্য -এর বাক্য সংকোচন- 
      ক্ষমার্হ
      ক্ষমাপ্রার্থী
      ক্ষমা 
      ক্ষমাপ্রদ
12.  --সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস।শূন্যস্থান পূরন কর। 
      ৮
      ৬
      ১০
      ৫
13.  মোস্তফা চরিত” গ্রন্থের রচয়িতা- 
      মোঃ আবদুল হাই
      মোঃবরকতউল্লা
      ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ
      মাওলানা আকরাম খাঁ
14.  আমার দেখা রাজনীতির পঞ্চাস বছর”-গ্রন্থটির রচয়িতা- 
      মোঃ আব্দুল হাই
      ড. শহীদুল্লাহ
      আবুল মনসুর আহম্মেদ
      আতাউর রহমান
15.  পুথি সাহিত্যের প্রাচীনতম লেখক - 
      ভারত চন্দ্র রায়
      দৌলত কাজী
      সৈয়দ হামজা
      আব্দুল হাকিম 


No comments:

Post a Comment

Thanks for visiting.