Tuesday, March 13, 2012

12th BCS Preliminary Question


Back                                                                                                                    Next                                                                                                                                          
12th BCS Preliminary Question (46-60) 
46.  গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত? 
      পার্বত্য চট্টগ্রাম
      সিলেট
      রাজশাহী
      রংপুর
47.  ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন- 
      শায়েস্তা খান
      নবাব সলিমুল্লাহ
      মির্জা আহম্মেদ খান 
      মির্জা গোলাম পীর
48.  কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে? 
      ফকরুদ্দিন মুবারক শাহ
      শামসুদ্দিন ইলিয়াস শাহ
      আকবর 
      ঈশা খান 
49.  বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে? 
      জামালগঞ্জ
      জকিগঞ্জ
      বিজয়পুর
      রানীগঞ্জ
50.  বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গিয়েছে? 
      রানীগঞ্জ
      বিজয়পুর
      টেকেরহাট
      বাগলীবাজার
51.  এখানে যারা প্রান দিয়েছে রমনার উর্ধ্বগামী কৃষ্ণচড়ার নিচে সেখানে আমি কাদঁতে আসেনি”-এর রচয়িতা- 
      জহির রায়হান
      গাফফার চৌধুরী
      শামসুর রহমান
      মাহবুব আলম চৌধুরী
52.  মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন এর নাম ছিল- 
      মহাস্থান
      কর্নসুবর্ণ
      পুন্ড্রনগর 
      রামবতী
53.  শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুশারে জ্বলে তা হলো- 
      লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
      লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
      লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
      লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
54.  বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত- 
      মহাস্থানে 
      শাহজাদপুরে
      নেত্রকোনায়
      রামপালে
55.  জাপান পার্ল হারবার আক্রমন করে- 
      ৭ ডিসেম্বর ১৯৪১
      ২৩ জুন ১৯৪২
      ৩ নভেম্বর ১৯৪২
      ২৬ জুলাই ১৯৪৩
56.  সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়নের উদ্দেশ্য- 
      ইরাকের আক্রমন হতে সৌদি আরবকে রক্ষা করা
      ইরাকের কুয়েত দখল অবসান করা
      স্বল্প মুল্যে জ্বালানী তেলের সরবরাহ নিশ্চিত করা
      উপরের সবকয়টি
57.  ১১ শ এডিয়াড গেমসের উদ্ভাবনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টুডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম- 
      পিকিং স্পোর্টস স্টেডিয়াম
      বেইজিং স্পের্টস স্টেডিয়াম
      ওয়ার্কস স্টেটিডিয়াম বেইজিং
      চায়না স্পোর্টস স্টেডিয়াম
58.  জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষন অনুযায়ী (১৯৮৬) বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে- 
      ১৬৭
      ১২১
      ১১৭
      ১১০
59.  শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম- 
      দামেস্কো চুক্তি
      কায়রো চুক্তি
      আলজিয়ার্স চুক্তি
      বৈরুত চুক্তি
60.  ৫০০ দিনের প্লান” বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে- 
      ওয়ারস জোট ভেঙ্গে দেওয়ার প্রকল্প সম্পন্ন করা
      রুমানিয়াতে গনতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন্য করা
      সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
      পূর্ব জার্মানী হতে সোভীয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা 

Back                                                                                                                    Next                                                                                                                                             

No comments:

Post a Comment

Thanks for visiting.