Wednesday, March 14, 2012

14th BCS Preliminary Question


Back                                                                                                                    Next                                                                                                                                          
14th BCS Preliminary Question (16-30)
16.  এশিয়ার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? 
      জাপানকে সাহায্য করা
      ভিয়েতনামকে দমন করা
      আসিয়ান জোটকে সমার্থন করা
      দক্ষিন কোরিয়াকে রক্ষা করা
17.  কমন ওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে? 
      অস্ট্রেলিয়া
      কানাডা
      সাইপ্রাস
      মরিশাস
18.  জার্মানী ব্যতিরকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? 
      সুইজারল্যান্ড 
      পোল্যান্ড
      অষ্ট্রিয়া
      ডেনমার্ক
19.  রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী অত্মঘাতী মহিলার নাম কি? 
      নলিনী
      নাথু
      ধানু
      আনু
20.  রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাট ফরমে দাঁড়ান ব্যক্তির কাছে বাঁশির কম্পানাঙ্ক- 
      আসলের সমান হবে
      আসলের চেয়ে বেশি হবে
      আসলের চেয়ে কম হবে
      আসল গাতির সাথে সম্পক্যযুক্ত ভাবে কম হবে
21.  দৃশ্যমান বর্নলীর ক্ষুদ্রত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর? 
      লাল
      নীল
      সবুজ
      বেগুনী
22.  কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? 
      শূন্যতায়
      কঠিন পদার্থে
      তরল পদার্থে
      বায়বীয় পদার্থে
23.  বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন ।নিজকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহন করবেন? 
      গাড়ির মধ্যই বসে থাকবেন
      কোন গাছের তলায় আশ্রয় নিবেন
      বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকবেন
      বাইরে এসে আকাশে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
24.  কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়? 
      প্রতিফলন
      প্রতিধ্বনি
      প্রতিসরন
      প্রতিসরাঙ্ক
25.  দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অংক অপেক্ষা ৩ বেশি।সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশি সংখ্যাটি কত? 
      ৪৭
      ৩৬
      ২৫
      ১৪
26.  একটি ঘড়িতে ৬টার ঘন্টাধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে,ঐ ঘড়িতে ১২টার ঘন্টাধ্বনি বাজতে কত সময় লাগবে?ঘন্টা ধ্বনি সমান সমান ব্যবধানে বাজে? 
      ১১ সেকেন্ড
      ১২ সেকেন্ড
      ১০ সেকেন্ড
      ১৩ সেকেন্ড
27.  এক গোয়ালা তার ভ-সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিলঃ প্রথম পুত্রকে 1/2 অংশ দ্বিতীয় পুত্রকে 1/4 অংশ; তৃতীয় পুত্রকে 1/5 অংশ এবং বাকি 7 টি গাভীকে চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল? 
      100
      140
      180
      200
28.  ১৮ ফুট উচু একটি খুটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোন স্পর্শ করলো। খুটিটে মাটি থেকে কত ফুট উচুতে ভেঙে গিয়েছিল? 
      ১২ ফুট
      ৯ ফুট
      ৬ ফুট
      ৩ ফুট
29.  বাংলাভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? 
      দশম থেকে চতুর্দশ শতাব্দী
      একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
      দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
      ত্রয়োদশ থেকে শপ্তদশ শতাব্দী
30.  যৌগিক বাক্যের অন্যত্তম গুন কি? 
      একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
      একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
      দু ‘টি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
      দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন 
Back                                                                                                                    Next  

No comments:

Post a Comment

Thanks for visiting.