15th BCS Preliminary Question (76-90)
-1/2
1/2
1/3
2/3
77. কোন সংখ্যাটি বৃহত্তম?
78. শুদ্ধ বানানটি নির্দেশ করুন?
মুহুর্মুহু
মূহুর্মুহু
মুর্হমূর্হু
মুর্হুর্মুহু
79. দ্যুলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি?
দুঃ + লোক
দিব্ + লোক
দ্বি + লোক
দ্বিঃ + লোক
80. তাপ শব্দের বিপরীতার্থক শব্দ –
শৈত্য
শীতল
উত্তাপ
হিম
81. আলট্রাসনোগ্রাফী কি?
নতুন ধরনের এক্সরে
ছোট তরঙ্গদৈর্ঘের শব্দের দ্বারা ইমাজিং
শরীরের অভ্যান্তরের শব্দ বিশ্লেষন
শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথল বিচূর্ণীকরন
82. বাংলাদেশের তরিৎ কম্পংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল এর তাৎপর্য কি?
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ অতিক্রম করে
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠা-নামা করে
83. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
যথাযথ হাল ঘুরায়ে
নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
গুন টানার সময় টানটি সামনের দিকে রেখে
পাল ব্যবহার করে
84. নিচের কোন দেশটি (GROUP OF EIGHT) এর সদস্য নয়?
কানাডা
ইটালী
সুইডেন
জাপান
85. বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত?
লাসা
উলানবাতার
পিয়ংইয়ং
কাবুল
86. LEAGUE OF ARAB STATES- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
তিইনিস
কায়রো
রাবাত
জেদ্দা
87. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
১৯৭৮-৭৯
১৯৭৯-৮০
১৯৭৯-৮০
১৯৮১-৮২
88. THE UNITED NATIONS UNIVERSITY কোন শহরে অবস্থিত?
লন্ডন
ব্রাসেলস
নিউইয়র্ক
টোকিও
89. বাংলাদেশের মোট রপ্তানী আয়ের রেডিমেট গার্মেন্ট এর অংশ কত?
৫৬%
৫৯%
৭৫.১৩%
৬০%
90. বাংলাদেশে জাতীয় সংসদে মহিলা সদস্যের সংরক্ষিত আসন কত?
৩৫
৫০
৪৫
৪২
Back
No comments:
Post a Comment
Thanks for visiting.