Wednesday, March 14, 2012

16th BCS Preliminary Question

61.  রোহিনী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? 
      চরিত্রহীন
      গৃহদাহ
      কৃষ্ণকান্তের উইল
      সংশপ্তক
62.  বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? 
      বাংলার প্রকৃতির কথা
      বাংলার মানুষের কথা
      বাংলার ইতিহাসের কথা
      বাংলার সংস্কৃতির কথা
63.  চতুর্ভুজে চার কোনের অনুপাত ১:২:২:৩ হলে বৃহত্তম কোনের পরিমান হবে? 
      ১০০ ডিগ্রী
      ১৩৫ ডিগ্রী
      ১১৫ ডিগ্রী
      ২২৫ ডিগ্রী
64.  দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হতে পারে? 
      দুটি বাহু ও অন্তভুক্ত কোণ
      দুই কোন ও এক বাহু
      তিন কোন 
      তিন বাহু
65.  a : b = 4 : 7 এবং b : C = 5 : 6 হইলে a : b : c =কত? 
      4 : 7 : 6
      20 : 35 : 24
      20 :35 : 42
      24 : 35 : 30
66.   
      (a+b+c)
      (a+b-c)/(a-b+c)
      (a-b+c)/(a+b-c)
      (a+b-c)/(a+b+c)
67.   
      ৫২
      ৪৬
      ২৬
      ২২
68.  বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত? 
      নেপাল ও ভুটান
      পশ্চিমবঙ্গ- মেঘালয় ও আসাম
      পশ্চিমবঙ্গ ও কুচবিহার
      পশ্চিমবঙ্গ ও আসাম
69.  উপমহাদেশের সর্বশেষ গভর্নর কে ছিলেন? 
      লর্ড মিন্টো
      লর্ড কার্জন
      লর্ড মাউন্ট ব্যাটেন
      লর্ড ওয়্যাভেল
70.  অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? 
      চট্টগ্রাম ও ঢাকা
      খুলনা
      সিলেট
      মংলা
71.  জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান- 
      সপ্তম
      অষ্টম
      নবম 
      দশম
72.  কর্কটক্রান্তি রেখা- 
      বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়া গিয়েছে
      বাংলাদেশের দক্ষিন সীমান্ত দিয়া গিয়েছে
      বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়েছে
      বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত
73.  পানির জীব হয়েও বাতাশে নিঃশ্বাস নেয়- 
      পটকা মাছ
      হাঙ্গর 
      শুশুক
      জেলি ফিস
74.  পীট কয়লার বৈশিষ্ট হলো- 
      মাটির অনেক গভীরে থাকে
      ভিজা ও নরম
      পাহাড়ী এলাকায় পাওয়া যায়
      দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
75.  আধুনিক মুদ্রন ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার বড় কারন- 
      কম্পিউটার 
      অফসেট পদ্ধতি
      ফটো লিথোগ্রাফী
      প্রসেস ক্যামেরা 

No comments:

Post a Comment

Thanks for visiting.