Wednesday, March 14, 2012

16th BCS Preliminary Question

16.  গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধান মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন? 
      ৮ জুলাই ১৯৯৪
      ১০ জুলাই ১৯৯৪
      ৯ জুলাই ১৯৯৪
      ১১ জুলাই ১৯৯৪
17.  Hubble Telescope এর ত্রুটি সংশোধনের জন্য নভচারীগনকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরন করা হয়েছিল? 
      Endeavour
      Challenger
      Pathfinder
      Apollo
18.  রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহন করে? 
      ৮ জুলাই ১৯৯৪
      ১৯ জুলাই ১৯৯৪.
      ২৪ জুলাই ১৯৯৪
      ২৭ জুলাই ১৯৯৪
19.  পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছাড়িয়া স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গাজা ভূ খন্ডে আসেন? 
      ১১ জুলাই ১৯৯৪
      ১২ জুলাই ১৯৯৪
      ১৩ জুলাই ১৯৯৪
      ১ জুলাই ১৯৯৪
20.  উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো- 
      প্রায় ১২ ঘন্টা
      প্রায় ৬ ঘন্টা
      প্রায় ২৪ ঘন্টা
      চাঁদের তিথি অনুশারে ভিন্ন
21.  নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়- 
      ধমনীর ভিতর দিয়ে
      শিরার ভিতর দিয়ে
      স্নায়ুর ভিতর দিয়ে
      ল্যাকটিয়ারের ভিতর দিয়ে
22.  চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন? 
      চাঁদে কোন জীব নাই তাই
      চাঁদে কোন পানি নাই তাই
      চাঁদে কোন বায়ুমন্ডল নাই তাই
      চাঁদের মধ্যাকর্ষনজনিত ত্বরন পৃথিবীর মধ্যাকর্ষনজনিত ত্বরন অপেক্ষা কম তাই
23.  বৃত্তের পরিধী ও ব্যাসের অনুপাত – 
      ৩
      ২২/৭
      ২৫/৯
      প্রায় ৫
24.  রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? 
      মৃদু রঞ্জন রশ্মি
      গামা রশ্মি
      কসমিক রশ্মি
      বিটা রশ্মি
25.  যা চিরস্থায়ী নয়- 
      অস্থায়ী
      ক্ষনিক
      ক্ষনস্থায়ী
      নশ্বর
26.  Intellectual শব্দের বাংলা অর্থ- 
      বুদ্ধিমান
      মননশীল
      বুদ্ধিজীবি
      মেধাবী
27.  কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? 
      গৌড় 
      সোনারগাও
      ঢাকা
      হুগলী
28.  অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? 
      শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
      শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহার হয়েছে
      দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
      দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলে আসলে এক
29.  ঞ্জান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকত? 
      সওগাত
      মোহাম্মদী
      সমকাল
      শিখা
30.  একজন দোকানদার (15/2)% ক্ষতিতে একটি দ্রব বিক্রয় করিল।যদি দ্রবটির ক্রয়মুল্য ১০% কম হত এবং বিক্রয় মূল্য ৩১ টাকা বেশি হত, তাহা হলে তার ২০% লাভ হত।দ্রবটির ক্রয় মূল্য কত? 
      ১০০ টাকা
      ২০০ টাকা
      ৩০০ টাকা
      ৪০০ টাকা 

No comments:

Post a Comment

Thanks for visiting.