Thursday, March 15, 2012

18th BCS Preliminary Question

1.  সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষন সময় লাগে? 
      ৮.৩২ মিনিট
      ৯.১২ মিনিট
      ৭.৯৬ মিনিট
      ১০.৫৬ মিনিট
2.  কোনটি স্তন্যপায়ী প্রানী নয়? 
      হাতি
      কুমির
      তিমি
      বাদুর
3.  এই শতাব্দীর সবচেয়ে উজ্জল ধূমকেতু কোনটি? 
      হেইলির ধুমকেতু
      হেল-বপ-ধূমকেতু
      শূমেকার লেভী ধূমকেতু
      কোনটি নয়
4.  বিদ্যুৎকে সাধারন মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি? 
      বেজ্ঞামিন ফ্রাঙ্কলিন
      আইজ্যাক নিউটন
      টমাস এডিসন 
      ভোল্টা
5.  ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে? 
      ছায়াবৃত্ত
      গুরুবৃত্ত
      উষা
      গোধূলী
6.  সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? 
      ৭.৬ সেঃ মিঃ
      ৭৬ সেঃ মিঃ
      ৭২ সেঃ মিঃ
      ৭৭ সেঃ মিঃ
7.  ভূ-মধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রনালীর অবস্থান? 
      হরমুজ
      জিব্রাল্টার
      বসফরাস
      দার্দানেলিস
8.  আকাশে উজ্জলতম নক্ষত্র কোনটি? 
      ধ্রুবতারা
      প্রক্সিমা সেন্টারাই
      লুব্ধক
      পুলহ
9.  জোয়ার ভাটার তেজকটাল কখন হয়? 
      অমাবস্যায়
      একাদশীতে
      অষ্টমীতে
      পঞ্চমীতে
10.  একটি সংখ্যার তিনগুনের সাথে দুইগুন যোগ করলে ৯০ হয় সংখ্যাটি কত? 
      ১৬
      ১৮
      ২০
      ২৪
11.  পরপর ১০ টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫ টির যোগফল কত? 
      ৫৮৫
      ৫৮০
      ৫৭৫
      ৫৭০
12.  কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? 
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
13.  ১২ ও ৯৬ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? 
      ২১
      ২৩
      ২৪
      ২২
14.  ৬,৮,১০ এর গানিতিক গড়, ৭,৯ এবং কোন সংখ্যার গানিতিক গড় সমান? 
      ৫
      ৮
      ৬
      ১০
15.  যদি x+5y=16 এবং x=3y হয় y=? 
      -24
      -2
      8
      2 

No comments:

Post a Comment

Thanks for visiting.