Thursday, March 15, 2012

21st BCS Preliminary Question

91.  বায়ুমন্ডলের ওজন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বচ্চো? 
      কার্বন ডাই অক্সাইড 
      জলীয় বাষ্প
      CFC বা ক্লোরফ্লোর কার্বন
      নাইট্রিক অক্সাইড
92.  ড্রাই আইস হলো- 
      কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড
      কঠিন অবস্থায় সালফার ডাই অক্সাইড
      শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ
      হাইড্রোজেন পার অক্সইডের কঠিন অবস্থা
93.  কোন জলজ জীবটি বাতাশে নিঃশ্বাস নেয়? 
      শূশূক 
      তিমি
      ইলিশ
      হাঙ্গর
94.  ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হল - 
      চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
      এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমান বৃদ্ধি পায়
      এ রোগ মানব দেহের কিডনি নষ্ট করে
      ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এ রোগ হয়
95.  কম্পিউটার ভাইরাস হলো - 
      এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
      কম্পিউটার যন্ত্রাংশে কোথায় শর্টসার্কিট
      কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে কোথাও জমে থাকা ধূলা
      কম্পিউটারের কোথায় যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন
96.  এনজিও প্লাস্টি হচ্ছে- 
      হৃৎপিন্ডের মৃত টিসু কেটে ফেলা দেয়া
      হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
      হৃৎপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
      হৃৎপিন্ডে নতুন শিরা সংযোজন
97.  দূষিত বাতাশের কোন গ্যাসটি মানব দেহের রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? 
      কার্বন ডাই অক্সাইড
      কার্বন মনোঅক্সাইড
      নাইট্রিক অক্সাইড 
      সালফার ডাই অক্সাইড
98.  স্বাভাবিক আদর্শ পরিবেশে যে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো- 
      ০˚ সেন্ট্রিগ্রেট
      ১০০˚ সেন্ট্রিগ্রেট
      ৪˚ সেন্ট্রিগ্রেট
      ২৬৩˚ সেন্ট্রিগ্রেট
99.  যে সব নিউক্লিয়াসের প্রোটর সংখ্য সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কে বলা হয়? 
      আইসোবার
      আইসোটোপ
      আইসোটোন
      আইসোমার
100.  মাধ্যকর্ষন জনিত ত্বরন সর্বোচ্চ কোথায়? 
      ভূকেন্দ্রে
      ভূপৃষ্ঠে
      ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নীচে
      ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উপরে 

No comments:

Post a Comment

Thanks for visiting.