Saturday, March 17, 2012

22nd BCS Preliminary Question


76.  সূর্যে শক্তি উৎপন্ন হয়-
      পরমানুর ফিশন পদ্ধতিতে
      পরমানুর ফিউশন পদ্ধতিতে
      রাসয়নিক বিক্রিয়ার ফলে
      তেজস্ক্রিয়তার ফলে
77.  ডেঙ্গু জ্বরের বাহক
      এডিস
      এনোফিলিস
      কিউলেক্স
      সকল ধরনের মশা
78.  পেনিসিলিয়াম আবিস্কার করেন -
      রবার্ট হুক
      টমাস এডিসন
      আলেকজান্ডার ফ্লেমিং
      জেমস ওয়াট
79.  গ্রীন হাউজ প্রতিক্রিয়া এ দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে-
      সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
      বৃষ্টিপাতের পরিমান কমে যেতে পারে
      নদ নদীর পানি কমে যেতে পারে
      ওজন স্তরের ক্ষতি নাও হতে পারে
80.  আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। কারণ-
      গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
      গাছ পালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে
      দেশের অর্থনৈতির উন্নয়নে কোন অবদান নেই
      ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
81.  বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ -
      ১০ বৎসর
      ২০ বৎসর
      ২৫ বৎসর
      ৩০ বৎসর
82.  বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মূদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
      পাট
      তৈরি পোষাক
      চা
      মাছ
83.  কুমিল্লা বোর্ড এর প্রতিষ্ঠাতা কে?
      মোহাম্মাদ আইউব খান
      আখতার হামিদ খান
      আব্দুল হামিদ খান ভাসানী
      এ
      কে ফজলুল হক
84.  ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়?
      ঢাকায়
      লাহোরে
      করাচিতে
      নারায়নগঞ্জে
85.  বাংলায় চির স্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবতর্ন করেন?
      কর্নওয়ালিস
      ক্লাইভ
      জন মেয়ার
      ওয়ারেন হেস্টিংস
86.  বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
      দিনাজপুর
      ঠাকুরগা
      লালমনির হাট
      পঞ্চগড়
87.  সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
      আড়িয়াল খাঁ
      সুরমা
      চন্দনা
      রুপসা
88.  বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
      ময়নামতি
      সোনার গাঁ
      ঢাকা
      পাহাড়পুর
89.  বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
      রাঙ্গামাটি
      রংপুর
      কুমিল্লা
      সিলেট
90.  মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
      আট
      দশ
      এগার
      পনের 

No comments:

Post a Comment

Thanks for visiting.