Saturday, March 17, 2012

23rd BCS Preliminary Question


76.  তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
      তরল পদার্থ
      বায়বীয় পদার্থ
      কঠিন পদার্থ
      নরম পদার্থ
77.  পরমানুর নিউক্লিয়াসে কি কি থাকে?
      নিউট্রন ও প্রোটন
      ইলেক্ট্রন ও প্রোটন
      নিউটন ও পজিটন
      ইলেকট্রোন ও পজিটন
78.  মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
      মাটির পাত্র পানি হতে তাপ শোষন করেয্য করে
      মাটির পাত্র পানি হতে তাপ শোষন করে
      মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
      মাটির পাত্র তাপ কুপরিবাহী
79.  আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
      মেঘ উত্তম তাপ পরিবাহক
      সূর্যালোকের অতিবেগুনী রশ্মিন প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
      বর্জপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
      মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ন তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
80.  প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
      সাগর
      হ্রৃদ
      নদী
      বৃষ্টি
81.  রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
      কিডনীর পাথর গলাতে
      পিত্ত পাথর গলাতে
      গলগন্ড রোগ নির্নয়ে
      নতুন পরমানু তৈরিতে
82.  যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -
      চন্দ্রগ্রহন
      সূর্যগ্রহন
      অমাবশ্যা
      পূর্নিমা
83.  বিষধর সাপে কামরালে ক্ষতস্তানে থাকে-
      পাশাপাশি দুটো দাতের দাগ
      অনেকগুলো ছোট ছোট দাতের দাগ
      ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে
      ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
84.  লোকভর্তি হল ঘরে শুন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীন হয়, কারন-
      লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
      শূন্য ঘর নীরব থাকে
      শূন্য ঘরে শব্দের শোষন কম হয়
      শূন্য ঘরে শব্দের শোষন বেশি হয়
85.  পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না , কারন-
      পেট্রোলের সাথে পানি মিশে যায়
      পেট্রোল পানির সাথে মিশে না
      পেট্রোল পানির চেয়ে হালকা
      খ ও গ উভয়ই
86.  কম্পিউটারে কোনটি নেই?
      স্মৃতি
      বুদ্ধি বিবেচনা
      দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
      নির্ভুল কাজ করার ক্ষমতা
87.  পিসিকালচার বলতে কি বুঝায়?
      হাঁস মুরগী পালন
      মৌমাছি পালন
      মৎস চাষ
      রেশম চাষ
88.  উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র-
      ক্রনমিটার
      ওডোমিটার
      ট্যাকোমিটার
      ক্রোসকোগ্রাফ
89.  মানব দেহের রক্তচাপ নির্নায়ক যন্ত্র--
      স্ফিগমোম্যানোমিটার
      স্টেথস্কোপ
      কার্ডিওগ্রাফ
      ইকোকার্ডিওগ্রাফ
90.  বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরালে বৈদ্যুতিক খরচ-
      কম হয়
      বেশি হয়
      একই হয়
      খুব কম হয় 

No comments:

Post a Comment

Thanks for visiting.