31. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজীতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে।কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে।যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
৪০০ জন ৫০০ জন ৫৬০ জন ৬০০ জন 32. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চন্ডীমঙ্গল মনসামঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল 33. ইউসুফ জোলেখা’ প্রনয় কাব্য অনুবাদ করেছেন- দৌলত উজির বাহরাম খান মাগন ঠাকুর আলাওল শাহ মুহাম্মদ সগীর 34. কখনো উপন্যাস লেখেননি? কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাশ সুধীন্দ্রনাথ দত্ত 35. দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িত? শওকত ওসমান জ্যোতিপ্রকাশ দত্ত আখতারুজ্জামান ইলিয়াস হাসান আজিজুল হক 36. রোহিনী-বিনোদিনী-কিরনময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন কৃষ্ঞকান্তের উয়িল-যোগাযোগ-পথের দাবি দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ কৃষ্ঞকান্তের উয়িল-চোখের বালি-চরিত্রহীন 37. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- এই প্রাথনাটি করেছে? ভাঁড় দত্ত চাঁদ সওদাগর ঈশ্বরী পাটনী নলকুবের 38. হ্ম’-এর বিশিষ্ট রুপ কোনটি? ক+ষ ক+ষ+ণ ক+ষ+ম হ্+ম 39. নারীকে সম্মোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে- কল্যাণীয়েষু সুচরিতেষু শ্রদ্ধাস্পদাসু প্রীতিভাজনেসষু 40. পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ? হিন্দি উর্দু পর্তুগিজ গ্রীক 41. সমার্থক শব্দ গুচ্ছ শনাক্ত করুন- দীর্ঘিকা-নদী-প্রনালী শৈবলিনী-তরঙ্গনী-সরিৎ গাং-তটিনী-অর্নব স্রোতস্বিনী-নির্ঝরিনী-সিন্ধু 42. শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ সনাক্ত করুন- ভবিষ্যত-ভৌগলিক-যক্ষ্মা যশলাভ-সদ্যোজাত-সম্বর্ধনা স্বায়ত্তশাসন-আভ্যান্তর-জন্মবাষির্ক ঐক্যতান-কেবলমাত্র-উপরোক্ত 43. প্রাতরাশ’ এর সন্ধি- প্রাত+রাশ প্রাতঃ+রাশ প্রাতঃ+আশ প্রাত+আশ 44. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুন, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতি গত অবস্থা বোঝায়, তাকে বলা হয়- ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়াবিশেষণ ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ ক্রিয়াবিভক্তি 45. রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ- কাল্পনিক জন্তু গোমরামুখো লোক মুরগী পুরাণোক্ত পাখি |
No comments:
Post a Comment
Thanks for visiting.