Sunday, March 18, 2012

25th BCS Preliminary Question


46.  ১+২+৩+৪+...............+৯৯=কত?
      ৪৬৫০
      ৪৭৫০
      ৪৮৫০
      ৪৯৫০
47.  log2+log4 +log8+…………
      45 log2
      55 log2
      65 log2
      75 log2
48.  একটি 48 মিটার লম্বা খুটি ভেঙে গিয়ে সম্পূর্নভাবে বিছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোন উৎপন্ন করে ।খুটিটি কত উচুতে ভেঙেছিল?
      14 মিটার
      16 মিটার
      18 মিটার
      20 মিটার
49.  একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুন ।এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
      98 মিটার
      96 মিটার
      94 মিটার
      92 মিটার
50.  y=3x+2,y=-3x+2 এবং y=-2দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?
      একটি সমকোনী ত্রিভুজ
      একটি সমদ্বিবাহু ত্রিভুজ
      একটি সমবাহু ত্রিভুজ
      একটি বিষম বাহু ত্রিভুজ
51.  জোট নিরপেক্ষ দেশ সমুহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
      দিল্লী
      কায়রো
      বেলগ্রেড
      জাকার্তা
52.  পানামা খাল কোন কোন মহাসাগরকেযুক্ত করেছে?
      আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
      আটলান্টিক ও ভূমধ্যসাগর
      ভারত ও প্রশান্ত মহাসাগর
      প্রশান্ত ও ভূমধ্যসাগর
53.  কে লৌহ মানবী বলিয়া পরিচিত?
      ইন্দিরা গান্ধী
      বেগম খালেদা জিয়া
      মার্গারেট থ্যাচার
      আং সাং শুকী
54.  আবু গারিব বলিতে কি বুঝায়?
      একজন বিখ্যাত দার্শনিক
      একটি জাদুঘর
      একটি জেলখানা
      একজন বৈঞ্জানিক
55.  বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
      পেলে
      জিদান
      বেকেন বাওয়ার
      ম্যারাডোনা
56.  ইউনেস্কোর প্রধান কার্যালায় কোথায় অবস্থিত?
      নিউইয়র্ক
      প্যারিস
      রোম
      জেনেভা
57.  রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যাক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?
      ইয়াসির আরাফাত
      ওসামাবিন লাদেন
      কফি আনান
      অ্যারিয়েল শ্যারন
58.  ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচিয়িতা কে?
      সালমান রুশদী
      কুলদীপ নায়ার
      হ্যান্স ব্লিক্স
      হিলারী ক্লিনটন
59.  এ উপমহাদেশ থেকে এ যাবত কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
      চারজন
      পাঁচজন
      ছয়জন
      সাতজন
60.  নেপালের বর্তমান প্রধান মন্ত্রীর নাম কি?
      মাধব কুমার নেপাল
      মি: খাপা
      মি: রানা
      মি: দেউবা 

No comments:

Post a Comment

Thanks for visiting.