1. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন?
সুকুমার সেন দিনেশচন্দ্র সেন মুহম্মদ শহীদুল্লাহ অসিত কুমার বন্দোপাধ্যয় 2. বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে? প্যারিদাশ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী 3. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্য নিষিদ্ধ হয়? বিদ্রোহী আনন্দময়ীর আগমনে প্রলয়োল্লাস রক্তাম্বয়ধারিনী মা 4. মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি দেনাপাওনা পোষ্টমাষ্টার মধ্যবর্তিনী 5. উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? শওকত ওসমান জহির রায়হান শহীদুল্লাহ কায়সার রশীদ করিম 6. কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা? নাটক উপন্যাস ছোট গল্প কাব্য 7. কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা? ভায়ার ইতিবৃত্ত আধুনিক ভাষাতত্ত্ব মনীষা মঞ্জুষা বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান 8. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবতক কে? মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ সেন মোহিত লাল মজুমদার 9. জসীমউদ্দিনের কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তত্ববোধিনী পত্রিকা ধুমকেতু কল্লোল কালি ও কলম 10. ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি? বৃহৎ বর্ধিষ্ঞ বর্ধমান দ্ধিপ্রাপ্ত 11. নষ্ট হওয়ার অভাব যার’ এক কথায় হবে- নিদাঘ নশ্বর নষ্টমান বিনশ্বর 12. যে সমাসের পূর্বাপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে- দ্বন্ধ সমাস রুপক সমাস বহুব্রিহি সমাস দ্বিগু সমাস 13. কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়পূর্ন তাহার জীবন সংশয়ময় তাহার জীবন সংশয়াপূর্ন তাহার জীবন সংশয়ভরা 14. চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো- চাঁদ মুখের ন্যায় চাঁদের মত মুখ চাঁদ মুখ যার চাঁদরুপ মুখ 15. সবাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্ম কারকে শূন্য সম্পাদনে সপ্তমী অধিকরনে শূন্য কতৃকারকে শূন্য |
No comments:
Post a Comment
Thanks for visiting.