46. গাছের খাদ্য তালিকায় আছে
N-P-K-S ও Zn Na-P-K-S ও Zn N-B-K-S ও A1 N-P-K-S ও A1 47. নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস? ইউরাসিল গোয়ানিন পিরিডক্সিন এ্যাসপারাজিন 48. নিচের কোনটি পরমানুর নিউক্লিয়াসে থাকেনা? Meson Neutron Proton Electron 49. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিন বা দক্ষিন পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে? ডেনিস ক্যাটারিনা আইভান রিটা 50. কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তভুক্ত নয়? ডেনমার্ক ফিনল্যান্ড নেদারল্যান্ড যুক্তরাষ্ট্র 51. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? নাইজেরিয়া লেবানন নাইজারনুমো উগান্ডা 52. কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্টের প্রেসিডেন্ট কে ছিলেন? রিজার্ড এম নিক্সন জন এফ কেনেডি লিন্ডন বেইনস জনসন হ্যারি এস ট্রুম্যান 53. মার্কিন যুক্তরাষ্টের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? হ্যারি এস ট্রুম্যান ফ্রাঙ্কলিন রুজভেল্ট জেমস মনরো তথ্যটি সঠিক নয় 54. ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? ৫৪৩ ৫৪৫ ৪১৫ ৫৪০ 55. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? মার্কিন যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড বাহামা সুইজারল্যান্ড 56. Chemical Weapons Convention কোন সালে সাক্ষরিত হয়? ১৯৯০ ১৯৯৬ ১৯৯৩ ১৯৯৯ 57. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহন করা হয়? অছি পরিষদ সাধারন পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ 58. কোন মুসলিম মনিষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? ইয়াসির আরাফাত নাগীব মাহফুজ আনোয়ার সাদাত প্রফেসর আব্দুস সালাম 59. বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন? খালেদ আবদুল্লাহ ফয়সাল আব্দুল আজিজ 60. অক্সফাম(Oxfam)এর সদর দপ্তর কোথায়? নিউইয়র্ক ক্যামেনিক্স লন্ডন হেগ |
No comments:
Post a Comment
Thanks for visiting.