Sunday, March 18, 2012

28th BCS Preliminary Question


61.  রেফ্রিজারেটরের কমপ্রেসরের কাজ কি?
      ফ্রেয়নকে ঘনিভূত করা
      ফ্রেয়নকে বাস্পে পরিনত করা
      ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ত্ত তাপমাত্রা বৃদ্ধি করা
      ফ্রেয়নকে ঠান্ডা করা
62.  এক গ্রাম পানির তাপমাত্রা ২০ থেকে ৩০ degree সেলসিয়াসে বৃদ্ধির জন্য কত তাপ প্রয়োজন?
      ১০ ক্যালরি
      ২ ক্যালরি
      ৩ ক্যালরি
      ৪ ক্যালরি
63.  কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিকে থাকে?
      ১ সেকেন্ড
      ০.১ সেকেন্ড
      ০.০১ সেকেন্ড
      ০.০০১ সেকেন্ড
64.  টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহার হয়?
      স্থায়ী চুম্বক
      অস্থায়ী চুম্বক
      সংকর চুম্বক
      প্রাকৃতিক চুম্বক
65.  টেলিভিশনে রংঙ্গিন ছবি তৈরি করার জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
      ১ টি
      ২ টি
      ৩ টি
      ৪ টি
66.  পৃথিবিতে কখন ল্যপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
      কমপ্যাক ১৯৮৫
      এসপন ১৯৮১
      আইবিএম ১৯৮৩
      অ্যাপল ১৯৭৭
67.  যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তরিত করা হয়?
      ট্রান্সফরমার
      মোটর
      জেনারেটর
      ডায়নামো
68.  বিদ্যুত বিলের হিসাব কিভাবে করা হয়?
      ত্তয়াট আত্তয়ারে
      ত্তয়াটে
      ভোল্টে
      কিলোত্তয়াট ঘন্টায়
69.  কোনটি পানিতে দ্রভিভুত হয় না?
      গ্লিসারিন
      ফিটকিরি
      সোডিয়াম ক্লোরাইড
      ক্যালসিয়াম কার্বনেট
70.  পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়?
      সোডিয়াম
      পটাশিয়াম
      ম্যগনেসিয়াম
      কোনটিই নহে
71.  চা পাতায় কোন ভিটামিন থাকে?
      ভিটামিন-ই
      ভিটামিন-কে
      ভিটামিন-বি কমপ্লেক্স
      ভিটামিন-এ
72.  উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে?
      নাইট্রোজেনের
      ফসফরাসের
      ইউরিয়ার
      পটাসিয়ামের
73.  মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
      ১৫ ইঞ্চি(প্রায়)
      ১৭ ইঞ্চি(প্রায়)
      ১৮ ইঞ্চি(প্রায়)
      ২০ ইঞ্চি(প্রায়)
74.  ক্যান্সার রোগের কারন কি?
      কোষের অস্বাভাবিক মৃত্যু
      কোষের অস্বাভাবিক বৃদ্ধি
      কোষের অস্বাভাবিক জমাট বাধা
      কোষের অস্বাভাবিক জমাট বাধা
75.  ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে?
      অগ্ন্যশয় হতে
      প্যানক্রিয়াস হতে
      লিভার হতে
      পিটুইটারি গ্ল্যান্ড হতে 

No comments:

Post a Comment

Thanks for visiting.