Wednesday, March 07, 2012


...রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সংঘটিত আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজীব গান্ধী ছাড়াও আরো ১৪ জন মানুষ নিহত হয়েছিলেন?
... হরপ্পা রবি নদী তীরবর্তী বিস্তৃত এলাকার কারণে প্রত্নবিদদের কাছে বেশ পরিচিত ছিল, কিন্তু ১৯২২ সালে মহেঞ্জোদড়ো আবিস্কাররের পূর্বে সিন্ধু সভ্যতার এই গুরুত্বপূর্ণ শহরের প্রকৃত তাৎপর্য সবার কাছে অজ্ঞাত ছিল?
...কারো কারো মতে মার্কিন সুপারমডেল জিয়া কারাঞ্জি বিশ্বের প্রথম সুপারমডেল?
...বর্তমান বিশ্বে মুসলমান জনসংখ্যার হার মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ?
...১৭৭০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল বাংলার ইতিহাসে সব থেকে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি এবং বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু ঘটেছিল ১৭৭০ এবং তার পরবর্তী বছরগুলিতে?
...হিন্দু প্রেমের দেবতা কামদেব কৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করেন বলে পুরাণে কথিত আছে?
... কিছু ঝুমঝুমি সাপ আছে যেগুলো ডিম পাড়ার বদলে সরাসরি বাচ্চা সাপের জন্ম দেয়?

No comments:

Post a Comment

Thanks for visiting.