Sunday, March 11, 2012


bcs

আন্তর্জাতিক বিষয়াবলি এক

১. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক. এশিয়া খ. ইউরোপ  গ. আফ্রিকা ঘ. ওশেনিয়া
২. কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি?
ক. জাপানে খ. চীনে  গ. ব্রিটেনে ঘ. ইন্দোনেশিয়ায়
৩. পৃথিবীর বৃহত্তম অরণ্য কোনটি?
ক. ককেশাস খ. তৈগা  গ. গোবি ঘ. সুন্দরবন
৪. ইউরোপের দ্বার বলা হয় কাকে?
ক. ইতালিকে খ. গ্রিসকে  গ. ভিয়েনাকে ঘ. তুরস্ককে
৫. বৃহদাকার চিডিয়াখানা বলা হয় কাকে?
ক. আফ্রিকাকে খ. মিসরকে গ. ভারতকে ঘ. আমেরিকাকে
৬. চিলির মুদ্রার নাম কী?
ক. কোরনা খ. রুবল  গ. লিরা ঘ. পেসো
৭. ফ্রান্সের আইনসভার নাম কী?
ক. সিনেট খ. চেম্বার গ. সিম ঘ. গ্রেস
৮. যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কোনটি?
ক. শাপলা খ. স্বর্ণদণ্ড  গ. ক্যাঙ্গারু ঘ. গোলাপ
৯. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী কোনটি?
ক. হংকং খ. ঢাকা  গ. লন্ডন ঘ. টোকিও
১০. চির বসন্তের নগরী—
ক. রোম খ. কিটো  গ. সিডনি ঘ. ভেনিস
১১. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
ক. ১০টি খ. ১২টি গ. ১৪টি ঘ. ১৬টি
১২. ‘লাডোলা’ হ্রদটি কোথায় অবস্থিত?
ক. চীন খ. ভারত  গ. কানাডা ঘ. রাশিয়া
১৩. ‘ওয়াফা’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ভারত খ. ফিলিস্তিন গ. ইরান ঘ. ইসরায়েল
১৪. চীনে কত সালে প্রজাতান্ত্রিক বিপ্লব ঘটে?
ক. ১৯৩৫ সালে খ. ১৯৫০ সালে  গ. ১৯৪৯ সালে, ঘ. ১৯৬০ সালে
১৫. উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
ক. তিন বছর খ. চার বছর  গ. পাঁচ বছর ঘ. ছয় বছর
১৬. মাদার তেরেসা প্রতিষ্ঠিত ‘মিশনারি অব চ্যারিটিজ’ প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯৪০ সালে খ. ১৯৫০ সালে  গ. ১৯৬০ সালে ঘ. ১৯৭০ সালে
১৭. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
ক. আবুল আহসান খ. মনমোহন সিং  গ. শওকত আজিজ  ঘ. চেনকিয়ার দোর্জি
১৮. লন্ডন কোন নদীর তীরে অবস্থিত?
ক. টেমস খ. সিন  গ. ক্লাইভ ঘ. দানিয়ুব
১৯. ইউরোপের একক মুদ্রা ‘ইউরো’ চালু করা হয় কবে?
ক. ১৯৯০ সালে খ. ১৯৯৩ সালে  গ. ১৯৯৬ সালে ঘ. ১৯৯৯ সালে
২০. এডিবির সর্বশেষ সদস্য কোন দেশ?
ক. জাপান খ. থাইল্যান্ড  গ. পূর্বতিমুর ঘ. বাংলাদেশ।
সঠিক উত্তর
১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. গ।

No comments:

Post a Comment

Thanks for visiting.