- ...ফরাসি জ্যোতিষী নসট্রাদামুস সেপ্টেম্বর ১১, ২০০১ এর হামলা সম্পর্কে কয়েক শত বছর পূর্বেই ভবিষ্যতবাণী করেছিলেন বলে ধারণা করা হয়?
- ...হিন্দুধর্মে সন্ন্যাসজীবন আদর্শ হলেও বৈষ্ণব রুদ্র সম্প্রদায় পুরোহিতদের সংসারধর্ম পালনে উৎসাহিত করে?
- ...মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণসত্ত্বা থাকার বিপুল সম্ভাবনা সত্ত্বেও এখনো পর্যন্ত এর কোন নিদর্শন খুঁজে না পাওয়ার বিভ্রান্তিটি ফার্মি হেঁয়ালি নামে পরিচিত?
- ...বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী কোনো দেশের সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশু জন্মের হার, মোট জন্মহারের ১৫ শতাংশের বেশি হওয়া অনুচিত?
- ...যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের টাইম ১০০-এ সর্বাধিক সাত বার বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিয়েছেন মার্কিন টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে?
- ...১৯৪২ সালে মহম্মদ আতাউল গণি ওসমানী যখন মেজর পদে উন্নীত হন, তখন তিনিই ছিলেন তৎকালীন ব্রিটিশ সম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর?