- ...২০০৭ সালের ফোর্বস ম্যাগাজিনের জরিপ অনুসারে ব্রাজিলীয় সুপারমডেল জিযেলি বিন্ডচিন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত মডেল?
- ...মাত্র ৭ বছর বয়সে, সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে ডাকোটা ফ্যানিং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন?
- ...প্রাচীনকালে জাপানে কনডম তৈরি হতো কচ্ছপের খোলস বা জন্তুর শিং দিয়ে?
- ...১৭৫৬ সালে সিরাজদ্দৌলা কলকাতা আক্রমণের সময় কলকাতার বাঙালি-অধ্যুষিত সুতানুটি অঞ্চলের কোনো ক্ষতিসাধন করেননি?
- ...২০০৯ সালে প্রায় ৫৬০ কোটি ডলার আয়করা ভিক্টোরিয়া’স সিক্রেট উত্তর আমেরিকার সর্ববৃহৎ ল্যানজারি নির্মাতা প্রতিষ্ঠান?
- ...প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির, উৎসব ইত্যাদির তথ্যপ্রমাণ থেকে জানা যায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে নৃসিংহের পূজা প্রচলিত রয়েছে