- ...আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল ইবন মুবারক আকবরেরই পুত্র শাহজাদা সেলিমের ষড়যন্ত্রে নিহত হয়েছিলেন?
- ...৫২৫ পুত্র ও ৩৪২ কন্যা সন্তানের পিতা মরক্কোর সাবেক সুলতান ইসমাইল ইবনে শরীফ এখন পর্যন্ত বিশ্বের সর্বাধিক সংখ্যক সন্তানের পিতা?
- ...মধ্যযুগের ইউরোপীয় কামান সদৃশ বন্দুক একটি কার্টুওয়েকে টেনে নিয়ে যেতে ২০টি ঘোড়ার প্রয়োজন হতো?
- ...মানুষের লৈঙ্গিক পার্থক্য বিষয়ক গবেষণায় দেখা গেছে যে, প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ যথাক্রমে প্রায় ৫২ ও ৪৬ লক্ষ?
- ...মহাভারতের বনপর্বে ‘রামোপাখ্যান’ নামে যে অধ্যায়টি সংযোজিত হয়েছে, তা আসলে রামায়ণের একটি সারাংশ?
- ...বর্তমান বিশ্বে এখনো প্রায় ২ কোটি ৭০ লক্ষ মানুষ দাসত্বের বেড়াজালে বন্দী?