- ...বর্তমানে বাংলাদেশের কিশোরী-তরুণীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ক্যাপ্রি প্যান্ট, ছেলেদের ক্ষেত্রে যাকে ম্যানপ্রি ডাকা হয়?
- ...একাডেমি পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, ১৪ বছর বয়সে তাঁর অভিনয়ের পাঠ ছেড়ে দিয়ে একজন অন্তেষ্টিক্রিয়া পরিচালক হবার স্বপ্ন দেখতেন?
- ...২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র বৃত্তের বাইরে ৮২তম একাডেমি পুরস্কারের বিদেশি ভাষা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে?
- ...২০০৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত জার্মান ঔপন্যাসিক হ্যারতা ম্যুলার, গুন্টার গ্রাসের সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া দ্বিতীয় জার্মান নাগরিক?
- ...ইথিওপিয়ার আফার অঞ্চলে আর্ডিপিথেকাস গোত্রের র্যামিডাস ও কাব্বাডা নামে দুটি জীবাশ্ম পাওয়া গেছে, যাদের বয়স যথাক্রমে ৪৪ ও ৫৬ লক্ষ বছর?