Monday, July 30, 2012

34th Preliminary Model Test



1. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ------- পরবর্তী সংখ্যাটি কত?

 ১০২ 
 ১০১ 
 ৭৫ 
 ৫৯ 

2. বার্ষিক পরীক্ষায় এক জন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫ টি নির্ভুল উত্তর দিল। বাকী যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান এবং শতকরা ৭৫ ভাগ নম্বর পেলে প্রশ্নের সংখ্যা কত?

 ২০ 
 ১৫ 
 ২৫ 
 ১৮ 

3. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি। নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?

 ১০ ঘন্টা 
 ৯ ঘন্টা 
 ১৮ ঘন্টা 
 ১২ ঘন্টা 

4. f(x) = x 1/x 2 হলে f(o) = ?

 
 ধ্রুবক 
 
 

5. x সংখ্যক আমের দাম y টাকা হলে x টাকায় কতটি আম পাওয়া যাবে?

 y/x2 
 x2/y 
 ax/y 
 x/y 

6. ৫:১৮, ৭ : ২ এবং ৩ : ৬-এর মিশ্র অনুপাত কত?

 ৩৫:৭২ 
 ৭২:৩৫ 
 ৭২:১০৫ 
 ১০৫:৭২ 

7. রহিমের বেতন করিমের বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশী হলে, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা শতকরা কত টাকা?

 ২৫.৯০ 
 ২৫.৫০ 
 ৩০.২৫ 
 ২৫ 

8. একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?

 ২০০ 
 ৫০০ 
 ৩০০ 
 ৪০০ 

9. ১২ কোন সংখ্যার ১৫০%?

 ১৬ 
 ২৪ 
 ৮ 
 ১৮ 

10. ফারদিন ঘন্টায় ৩ কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং ১৫ মিনিট বিলম্বে পৌছে। যদি সে ঘন্টায় ৪ কিলোমিটার বেগে ভ্রমণ করে তাহলে ১৫ মিনিট আগে পৌছায়। তাকে কত দূরত্ব ভ্রমণ করতে হবে?

 ৩১৫/৮ 
 ৮/৩১৫ 
 ৩২০/৮ 
 ৪২০ 

11. মাশুকের দরবার কার গল্পগ্রন্থ?

 মোঃ ওয়াজে আলী 
 সৈয়দ শামসুল হক 
 শওকত ওসমান 
 এস. ওয়াজেদ আলী 

12. নিচের কোনটি সঠিক?

 জেগে আছি (কাব্যগ্রন্থ) 
 নয়ন চারা (উপন্যাস) 
 ক্রীতদাসের হাসি (গল্পগ্রন্থ) 
 গালিভারের সফরনামা (রম্যরচনা) 

13. চর্যাপদের ভাষা রীতি-

 কথ্য 
 সাধু
 চলিত 
 লিখিত 

14. অপরাজিতা কোন ধরনের রচনা?

 কাব্যগ্রন্থ 
 প্রবন্ধগ্রন্থ 
 উপন্যাস 
 গল্পগ্রন্থ 

15. কথোপকথন গ্রন্থের রচয়িতা-

 রাজা রামমোহন রায় 
 শওকত ওসমান 
 ফররুখ আহমদ 
 উইলিয়াম কেরী 

16. কহিনুর পত্রিকা কবে প্রকাশিত হয়?

 ১৮৯৮ সালে 
 ১৮৯৯ সালে 
 ১৯১০ সালে 
 ১৯০০ সালে 

17. কেদার বাবু চরিত্রটি শরৎ চন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত?

 চরিত্রহীন 
 শ্রীকান্ত 
 দেনা-পাওনা 
 গৃহদাহ 

18. পদাবলী-র প্রথম কবি কে?

 শ্রী চৈতন্য 
 বিদ্যাপতি 
 চণ্ডীদাস 
 জ্ঞানদাস 

19. জাতীয় সংগীত বাংলা কত সালে প্রকাশিত হয়?

 ১৩১২ সালে 
 ১৪১২ সালে 
 ১২১৫ সালে 
 ১৩১৫ সালে 

20. Folk-Iore Society কী?

 লোক সাহিত্য চর্চা কেন্দ্র 
 একটি ক্লাবের নাম 
 ইংল্যান্ডের একটি ক্লাব 
 বাংলা একাডেমির পূর্ব নাম 

21. কোনটি কাব্যগ্রন্থ?

 শেষপশ্ন 
 শেষের কবিতা 
 শেষ লেখা 
 শেষের পরিচয় 

22. ফুল্লুরা কোন কাব্যের চরিত্র -

 চন্ডিমঙ্গল 
 মনসা মঙ্গল 
 অন্নদা মঙ্গল 
 শ্রী কৃষ্ণ কীর্তন 

23. বাংলা সাহিত্যের বিকাশ কবে-

 ১৬০১-১৮০০ 
 ১৮০১-১৮৫০ 
 ১৯০১-১৯৫০ 
 ১৮৫১-১৯০০ 

24. ১১-ই জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কোন কারক-

 কর্তৃকারক 
 অপাদান কারক 
 অধিকরণ কারক 
 করণ কারক 

25. লম্বা দেয়া- কথাটির অর্থ কি?

 সটান শুয়ে পড়া 
 পালিয়ে যাওয়া 
 ধরা দেওয়া 
 চুরি করা 

26. কোন বানানটি সঠিক-

 দন্দ 
 দন্ধ 
 দ্বন্দ 
 দ্বন্দ্ব 

27. উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ?

 সন্ধি জনিত 
 প্রত্যয় জনিত 
 উপসর্গ জনিত 
 বিভক্তি জনিত 

28. দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

 দুল্‌ না 
 দোলনা আ 
 দোল না 
 দোল অনা 

29. যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করিলাম-এটি কোন জাতীয় বাক্য?

 সরলবাক্য 
 যৌগিকবাক্য 
 মৌলিক বাক্য 
 মিশ্র বাক্য 

30. না রবে প্রাসাদগুন না হবে রসাল 
অতএব কহি কথা যাবনী মিশাল- কোন কবির রচনা?

 ভারত চন্দ্র রায় গুনাকর 
 নজরুল ইসলাম 
 রবীন্দ্র নাথ ঠাকুর 
 জসিম উদ্দীন 

31. নিচের কোনটি সঠিক?

 ধানভাতি > ভেসালি > আরাকান > বার্মা > মায়ানমার 
 ভেসালি > বানভাতি > আরাকান > বার্মা > মায়ানমার 
 গাকুদা > আরাকান > ভেসালি > বার্মা > মায়ানমার 
 আরাকান > গাকুদা > ভেসালি > বার্মা > মায়ানমার 

32. ১ম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর চ্যান্সেলর কে ছিলেন?

 প্রিন্স ম্যাক্সিমিলাম 
 প্রিন্স ম্যাক্সিমিলিয়ান 
 প্রিন্স অটোভন বিসমার্ক 
 প্রিন্স ওয়াল্টার 

33. পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগার অবস্থান -

 রাশিয়ায় 
 জাপানে 
 ব্রাজিলে 
 চীনে 

34. ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ-এর সদস্য হলো -

 মায়ানমার 
 জিম্বাবুয়ে 
 আয়ারল্যান্ড 
 রুয়ান্ডা 

35. USA-র প্রেসিডেন্টদের মধ্যে এযাবৎকাল ইমপিচমেন্টের শিকার হয়েছেন -

 ১০ জন 
 ১২ জন 
 ১৪ জন 
 ১৬ জন 

36. স্ট্যানলি ও লিভিংস্টোন হলো -

 বিখ্যাত জলপ্রপাত 
 বিখ্যাত সমুদ্রসৈকত 
 বিখ্যাত চিত্রকর্ম 
 বিখ্যাত উপন্যাস 

37. এ পর্যন্ত কোন দেশে সবচেয়ে বেশি সামরিক অভ্যুত্থান হয়েছে?

 পাকিস্তানে 
 থাইল্যান্ডে 
 কঙ্গোতে 
 গিনিতে 

38. বর্তমানে বিশ্বে সর্বাপেক্ষা এইডস আক্রান্ত দেশ কোনটি?

 লেসেথো 
 ইউ.এস.এ 
 সোয়াজিল্যান্ড 
 কঙ্গোতে 

39. সর্বাপেক্ষা দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?

 সোমালিয়া 
 বাংলাদেশ 
 কেনিয়া 
 পাকিস্তান 

40. East Indias বলতে কোন দেশকে বুঝায়?

 মালদ্বীপ 
 মালয়েশিয়া 
 ইন্দোনেশিয়া 
 পাপুয়া নিউগিনি 

41. আইসল্যান্ডের পার্লামেন্টের নাম কি?

 আলপিনি 
 আলপিঙ্গি 
 আলমাস 
 ডগাস ব্যাংক 

42. IAEA-এর সদর দপ্তর কোথায়?

 জেনেভা 
 প্যারিস 
 মন্ট্রিল 
 ভিয়েনা 

43. CIRDAP-এর বর্তমান চেয়ারম্যান কে?

 শেখ হাসিনা 
 সৈয়দ আশরাফুল ইসলাম 
 ড. দেবপ্রিয় ভট্টাচার্য 
 মোবাশ্বের হোসেন 

44. ১৭তম SAARC সম্মেলন কোথায় হবে?

 নেপাল 
 ভুটান 
 বাংলাদেশ 
 মালদ্বীপ 

45. নিচের কোনটি সঠিক?

 ড. শীলকান- শর্মা (ভারত) 
 ড. কমলেশ শর্মা (নেপাল) 
 সুলতান হাফিজ রহমান (ECO) 
 বব হক (ওপেক) 

46. অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্ম কে কাজে লাগানো হয়?

 প্রতিফলন 
 প্রতিসরণ 
 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন 
 কোনটিই নয় 

47. পারমাণবিক চুল্লীতে ক্যাডমিয়াম রড কি কাজে ব্যবহৃত হয়?

 নিউট্রনকে দ্রুতগতি সম্পন্ন করতে 
 নিউট্রনকে মন্থর করতে 
 নিউট্রনকে ছড়িয়ে দিতে 
 নিউট্রন শোষণ করতে 

48. পাহাড়ে উঠা বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশী হয় কারণ-

 পাহাড়ী ভুমি ও সিঁড়ি শক্ত বলে 
 অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে 
 অনুভূমিক সরণ কম হওয়ায় 
 উপরোল্লেখিত কারণগুলোর কোনটাই সত্য নয় 

49. থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়,কারণ-

 গলনাঙ্ক কম 
 ফুটাঙ্ক বেশী 
 বাকমাত্র তরল ধাতু 
 অল্প তাপে আয়তন অনেক বেশী বৃদ্ধি পায় 

50. চাঁদে কোন বিস্ফোরণ ঘটানো হলে তার শব্দ পৃথিবীতে -

 খুব জোরে শোনা যায়
 মোটেই শোনা যায় না 
 চাঁদের অন্য প্রান্ত থেকে শোনা যায় 
 আস্তে শব্দ শোনা যায় 

51. মানব দেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

 স্ফিগমোম্যানোমিটার 
 স্টেথস্কোপ 
 কার্ভিওগ্রাফ 
 ইস্কোকাডিওগ্রাফ 

52. দেহকোষে অক্সিজেন বহন করে-

 ক্যালসিয়াম 
 সোডিয়াম 
 হরমোন 
 লৌহ 

53. পেঁচা দিনে দেখতে পায় না, কিন্তু রাতে দেখতে পায়, কারণ পেঁচার চোখের রেটিনাতে -

 রডস্‌-এর সংখ্যা বেশী
 কোনস্‌ এর সংখ্যা বেশী 
 উভয়ের সংখ্যা সমান 
 রডস্-এর সংখ্যা বেশী কিন্তু কোনস্‌ এর সংখ্যা কম 

54. কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?

 ম্যাগনেশিয়াম 
 ফসফরাস 
 লৌহ 
 পটাশিয়াম 

55. কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?

 মিথাইল অ্যালকোহল 
 ইথাইল অ্যালকোহল 
 ভিনেগার 
 কার্বনিক এসিড 

56. মহাজাগতিক রশ্মি আবিস্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

 হেস 
 পোল্ডস্টাইন 
 রাদার ফোর্ড 
 আইন স্টাইন 

57. অ্যালকোহলে কি আছে?

 নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন 
 কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 
 অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন 
 হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন 

58. সমুদ্র স্রোতের অন্যতম কারণ-

 সমুদ্রের ঘূর্ণিঝড় 
 বায়ু প্রবাহের প্রভাব 
 সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য 
 সমুদ্রের পানিতে তাপের পরিচালনা 

59. আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে -

 বৃহৎ স্মৃতি 
 দ্রুত গতি 
 ভ্রমশূন্য ফলাফল 
 সবগুলিই 

60. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)-এর আবিষ্কারক হলেন -

 টমি নি জোন্স 
 টিম বার্ণারস-লি 
 টিম হেনম্যান 
 গ্যাব্রিয়েল ব্রিগেজডা 

61. সাবানের চেয়ে ডিটারজেন ব্যবহার করার সুবিধা হল -

 ডিটারজেন্টে সুগন্ধিযুক্ত 
 ডিটারজেন্ট সহজে পানিতে দ্রবণীয় 
 ডিটারজেন্টে কাপড় বেশী পরিষ্কার হয় 
 ডিটারজেন্ট খর ও মুদৃ উভয় পানিতেই সমান কার্যকরী 

62. স্থায়িত্ব বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত হয় -

 হাইড্রোজেন 
 হিলিয়াম 
 লিথিয়াম 
 নাইট্রোজেন 

63. বার্ড-ফ্লুর কারণ হল -

 ককসিডিওসিস ভাইরাস 
 H5N1ভাইরাস 
 ভিব্রিত্ত ব্যাকটেরিয়া 
 H1N5ভাইরাস 

64. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে থাকে -

 ক্যালসিয়াম অক্সালেট 
 ক্যালসিয়াম কার্বনেট 
 ক্যালসিয়াম সালফেট 
 ক্যালসিয়াম নাইট্রেট 

65. জাতীয় স্মৃতিসৌধ এলাকার জমির পরিমাণ -

 ১২৫ একর 
 ১২৬ একর 
 ১২৭ একর 
 ১০৮ একর 

66. বাংলাদেশের সব থেকে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

 কুসুম্বা মসজিদ 
 বড় সোনা মসজিদ 
 সাত গম্বুজ সমজিদ 
 ষাট গম্বুজ মসজিদ 

67. ফকির-সন্ন্যাসী-বিদ্রোহ হয় কত সালে?

 ১৮০০ সালে 
 ১৭৬৩ সালে 
 ১৮১৮ সালে 
 ১৮৫৭ সালে 

68. নাগরিক ও কর্মজীবীর দায়িত্ব বাংলাদেশ সংবিধানে কততম অনুচ্ছেদে বর্ণিত?

 ১৩ তম 
 ২১ তম 
 ৭৭ তম 
 ১৭ তম 

69. বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্ত একমাত্র নদী -

 হালদা 
 সাংগু 
 নাফ 
 ফেনী 

70. মুহম্মাদ ঘুরী ও পৃথীরাজের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল -

 তারাইনের প্রথম যুদ্ধ 
 তারাইনের ২য় যুদ্ধ 
 কলিঙ্গের যুদ্ধ 
 কোণৌজের যুদ্ধ 

71. তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?

 ১৯৯৬ সালে ৫ জানুয়ারি 
 ১৯৬৬ সালের ৭ জানুয়ারি 
 ১৯৯৬ সালের ৮ জানুয়ারি 
 ১৯৬৬ সালে ১০ জানুয়ারি 

72. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন?

 ক্যাপ্টেন মনসুর আলী
 তাজউদ্দীন আহমেদ 
 খন্দকার মুশতাক আহমদ 
 শাহ আব্দুল হামিদ 

73. ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয় -

 ৮ জুলাই, ১৯৭২ সালে
 ১২ জুলাই, ১৯৭২ সালে 
 ১৯ জুলাই, ১৯৭২ 
 ২২ জুলাই, ১৯৭২ 

74. বাংলাদেশের বীরত্ব পুরস্কার -

 বীর প্রতীক 
 বীর বিক্রম 
 বীর উত্তম ও বীর শ্রেষ্ঠ 
 সব গুলোই 

75. বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে কবে?

 ১৫ জুন, ১৯৯৭ 
 ১৫ জুন, ১৯৯৮ 
 ১৫ জুন, ১৯৯৬ 
 ১৫ জুন, ১৯৯৫ 

76. বাংলাদেশে প্রথম মহিলা বিচারপতি -

 বেগম রওশন আরা 
 নাজমুন আরা সুলতানা 
 সুমাইয়া বেগম 
 কামরুন নাহার 

77. বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ করে গঠন করা হয়?

 ২০মে, ২০০২ সালে 
 ২০ জুন, ২০০৩ সালে 
 ১৪ জুন, ২০০১ সালে 
 ১৪ জুলাই, ২০০৪ সালে 

78. চা কন্যা ভাস্কর্যটির স্থপতি কে?

 সঞ্চিত রায় 
 অখিল পাল 
 মৃনাল হক 
 নিতুন কুন্ডু 

79. কাপ্তাই বাঁধ কত সালে নির্মিত হয়?

 ১৯৬০ সালে 
 ১৯৬২ সালে 
 ১৯৬৩ সালে 
 ১৮৬২ সালে 

80. Whom did they accuse?Whoose the right passive voice.

 Who was accused by them? 
 Who had been accused by them? 
 Who was being accused by them? 
 Who has been accused by them? 

81. Nobody but you _______ present.

 was 
 were 
 have 
 has 

82. The letter posted by you several days ago came late.

 Noun phrase 
 Adjective phrase 
 Adverb phrase 
 Prepositional phrase 

83. I finally killed the fly _____ a rolled up newspaper.

 by 
 with 
 through 
 from 

84. He desisted _____ his doing this.

 on 
 to 
 of 
 from 

85. These days everybody complains _____ pollution.

 for 
 against 
 about 
 on 

86. Complete the sentence. I will phone you when I ____ the news.

 am getting 
 get 
 will get 
 will be getting 

87. Choose the best alternative to complete the sentence. A new house ___ at the corner of the road recently.

 been built 
 has been built 
 is building 
 had being built 

88. Choose the correct word. Selim is absent because he _____ a cold.

 is having 
 have 
 is doing 
 had 

89. The Parthenon is said _____ erected in the age of pericles.

 to have become 
 to have begun 
 to have been 
 to have had begun 

90. The Olympic Games were watched by ____ billions of people all over the world.

 Exactly 
 Literally 
 Truly 
 Usually 

91. ‘All at once’ means -

 Quickly 
 Slowly 
 Suddenly 
 Gradually 

92. Which of the following is a correct sentence?

 Here goes he. 
 There goes he. 
 There goes Karim. 
 There Karim goes. 

93. The Olympic Games were watched by ____ billions of people all over the world.

 Exactly 
 Literally 
 Truly 
 Usually 

94. Taslima found it difficult to cope with the loss of her job. What is the synonym of ‘To cope with’?

 Anticipate 
 Think about 
 Deal with 
 Confirm 

95. It is imperative that he ________ on time for the lecture.

 arrive 
 will arrive 
 arrived 
 arrives 

96. Correct the antonym of the word ‘Obese’.

 Fat 
 Slim 
 Thickest 
 Goal 

97. Let’s have a party, _________?

 shall we 
 do they 
 don’t we 
 is it 

98. FORMATE : NEWSPAPER

 binding : book 
 design : building 
 catalogue : library 
 market : commodity 

99. The word ‘Geriatric’ means –

 Adults 
 Children 
 Old people 
 Women 

100. Would you mind if I _______ your mobile.

 using 
 use 
 used 
 can use 



সঠিক উত্তর

প্রশ্নঃ ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ------- পরবর্তী সংখ্যাটি কত?

সঠিক উত্তরঃ ১০১

প্রশ্নঃ বার্ষিক পরীক্ষায় এক জন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫ টি নির্ভুল উত্তর দিল। বাকী যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান এবং শতকরা ৭৫ ভাগ নম্বর পেলে প্রশ্নের সংখ্যা কত?

সঠিক উত্তরঃ ২০

প্রশ্নঃ নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি। নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?

সঠিক উত্তরঃ ১২ ঘন্টা

প্রশ্নঃ f(x) = x 1/x 2 হলে f(o) = ?

সঠিক উত্তরঃ ধ্রুবক

প্রশ্নঃ x সংখ্যক আমের দাম y টাকা হলে x টাকায় কতটি আম পাওয়া যাবে?

সঠিক উত্তরঃ x2/y

প্রশ্নঃ ৫:১৮, ৭ : ২ এবং ৩ : ৬-এর মিশ্র অনুপাত কত?

সঠিক উত্তরঃ ৩৫:৭২

প্রশ্নঃ রহিমের বেতন করিমের বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশী হলে, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা শতকরা কত টাকা?

সঠিক উত্তরঃ ২৫.৯০

প্রশ্নঃ একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?

সঠিক উত্তরঃ ৪০০

প্রশ্নঃ ১২ কোন সংখ্যার ১৫০%?

সঠিক উত্তরঃ ৮

প্রশ্নঃ ফারদিন ঘন্টায় ৩ কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং ১৫ মিনিট বিলম্বে পৌছে। যদি সে ঘন্টায় ৪ কিলোমিটার বেগে ভ্রমণ করে তাহলে ১৫ মিনিট আগে পৌছায়। তাকে কত দূরত্ব ভ্রমণ করতে হবে?

সঠিক উত্তরঃ ৩১৫/৮

প্রশ্নঃ মাশুকের দরবার কার গল্পগ্রন্থ?

সঠিক উত্তরঃ এস. ওয়াজেদ আলী

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?

সঠিক উত্তরঃ গালিভারের সফরনামা (রম্যরচনা)

প্রশ্নঃ চর্যাপদের ভাষা রীতি-

সঠিক উত্তরঃ কথ্য

প্রশ্নঃ অপরাজিতা কোন ধরনের রচনা?

সঠিক উত্তরঃ উপন্যাস

প্রশ্নঃ কথোপকথন গ্রন্থের রচয়িতা-

সঠিক উত্তরঃ উইলিয়াম কেরী

প্রশ্নঃ কহিনুর পত্রিকা কবে প্রকাশিত হয়?

সঠিক উত্তরঃ ১৮৯৮ সালে

প্রশ্নঃ কেদার বাবু চরিত্রটি শরৎ চন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত?

সঠিক উত্তরঃ গৃহদাহ

প্রশ্নঃ পদাবলী-র প্রথম কবি কে?

সঠিক উত্তরঃ চণ্ডীদাস

প্রশ্নঃ জাতীয় সংগীত বাংলা কত সালে প্রকাশিত হয়?

সঠিক উত্তরঃ ১৩১২ সালে

প্রশ্নঃ Folk-Iore Society কী?

সঠিক উত্তরঃ লোক সাহিত্য চর্চা কেন্দ্র

প্রশ্নঃ কোনটি কাব্যগ্রন্থ?

সঠিক উত্তরঃ শেষ লেখা

প্রশ্নঃ ফুল্লুরা কোন কাব্যের চরিত্র -

সঠিক উত্তরঃ চন্ডিমঙ্গল

প্রশ্নঃ বাংলা সাহিত্যের বিকাশ কবে-

সঠিক উত্তরঃ ১৮৫১-১৯০০

প্রশ্নঃ ১১-ই জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কোন কারক-

সঠিক উত্তরঃ অধিকরণ কারক

প্রশ্নঃ লম্বা দেয়া- কথাটির অর্থ কি?

সঠিক উত্তরঃ পালিয়ে যাওয়া

প্রশ্নঃ কোন বানানটি সঠিক-

সঠিক উত্তরঃ দ্বন্দ্ব

প্রশ্নঃ উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ?

সঠিক উত্তরঃ প্রত্যয় জনিত

প্রশ্নঃ দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

সঠিক উত্তরঃ দুল্‌ না

প্রশ্নঃ যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করিলাম-এটি কোন জাতীয় বাক্য?

সঠিক উত্তরঃ মিশ্র বাক্য

প্রশ্নঃ না রবে প্রাসাদগুন না হবে রসাল
অতএব কহি কথা যাবনী মিশাল- কোন কবির রচনা?


সঠিক উত্তরঃ ভারত চন্দ্র রায় গুনাকর

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?

সঠিক উত্তরঃ ধানভাতি > ভেসালি > আরাকান > বার্মা > মায়ানমার

প্রশ্নঃ ১ম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর চ্যান্সেলর কে ছিলেন?

সঠিক উত্তরঃ প্রিন্স ম্যাক্সিমিলিয়ান

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগার অবস্থান -

সঠিক উত্তরঃ চীনে

প্রশ্নঃ ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ-এর সদস্য হলো -

সঠিক উত্তরঃ আয়ারল্যান্ড

প্রশ্নঃ USA-র প্রেসিডেন্টদের মধ্যে এযাবৎকাল ইমপিচমেন্টের শিকার হয়েছেন -

সঠিক উত্তরঃ ১২ জন

প্রশ্নঃ স্ট্যানলি ও লিভিংস্টোন হলো -

সঠিক উত্তরঃ বিখ্যাত উপন্যাস

প্রশ্নঃ এ পর্যন্ত কোন দেশে সবচেয়ে বেশি সামরিক অভ্যুত্থান হয়েছে?

সঠিক উত্তরঃ গিনিতে

প্রশ্নঃ বর্তমানে বিশ্বে সর্বাপেক্ষা এইডস আক্রান্ত দেশ কোনটি?

সঠিক উত্তরঃ সোয়াজিল্যান্ড

প্রশ্নঃ সর্বাপেক্ষা দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?

সঠিক উত্তরঃ পাকিস্তান

প্রশ্নঃ East Indias বলতে কোন দেশকে বুঝায়?

সঠিক উত্তরঃ মালদ্বীপ

প্রশ্নঃ আইসল্যান্ডের পার্লামেন্টের নাম কি?

সঠিক উত্তরঃ আলপিঙ্গি

প্রশ্নঃ IAEA-এর সদর দপ্তর কোথায়?

সঠিক উত্তরঃ ভিয়েনা

প্রশ্নঃ CIRDAP-এর বর্তমান চেয়ারম্যান কে?

সঠিক উত্তরঃ সৈয়দ আশরাফুল ইসলাম

প্রশ্নঃ ১৭তম SAARC সম্মেলন কোথায় হবে?

সঠিক উত্তরঃ মালদ্বীপ

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?

সঠিক উত্তরঃ ড. শীলকান- শর্মা (ভারত)

প্রশ্নঃ অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্ম কে কাজে লাগানো হয়?

সঠিক উত্তরঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

প্রশ্নঃ পারমাণবিক চুল্লীতে ক্যাডমিয়াম রড কি কাজে ব্যবহৃত হয়?

সঠিক উত্তরঃ নিউট্রন শোষণ করতে

প্রশ্নঃ পাহাড়ে উঠা বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশী হয় কারণ-

সঠিক উত্তরঃ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে

প্রশ্নঃ থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়,কারণ-

সঠিক উত্তরঃ অল্প তাপে আয়তন অনেক বেশী বৃদ্ধি পায়

প্রশ্নঃ চাঁদে কোন বিস্ফোরণ ঘটানো হলে তার শব্দ পৃথিবীতে -

সঠিক উত্তরঃ মোটেই শোনা যায় না

প্রশ্নঃ মানব দেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

সঠিক উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার

প্রশ্নঃ দেহকোষে অক্সিজেন বহন করে-

সঠিক উত্তরঃ লৌহ

প্রশ্নঃ পেঁচা দিনে দেখতে পায় না, কিন্তু রাতে দেখতে পায়, কারণ পেঁচার চোখের রেটিনাতে -

সঠিক উত্তরঃ রডস্-এর সংখ্যা বেশী কিন্তু কোনস্‌ এর সংখ্যা কম

প্রশ্নঃ কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?

সঠিক উত্তরঃ ফসফরাস

প্রশ্নঃ কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?

সঠিক উত্তরঃ ইথাইল অ্যালকোহল

প্রশ্নঃ মহাজাগতিক রশ্মি আবিস্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

সঠিক উত্তরঃ হেস

প্রশ্নঃ অ্যালকোহলে কি আছে?

সঠিক উত্তরঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন

প্রশ্নঃ সমুদ্র স্রোতের অন্যতম কারণ-

সঠিক উত্তরঃ বায়ু প্রবাহের প্রভাব

প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে -

সঠিক উত্তরঃ সবগুলিই

প্রশ্নঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)-এর আবিষ্কারক হলেন -

সঠিক উত্তরঃ টিম বার্ণারস-লি

প্রশ্নঃ সাবানের চেয়ে ডিটারজেন ব্যবহার করার সুবিধা হল -

সঠিক উত্তরঃ ডিটারজেন্ট খর ও মুদৃ উভয় পানিতেই সমান কার্যকরী

প্রশ্নঃ স্থায়িত্ব বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত হয় -

সঠিক উত্তরঃ নাইট্রোজেন

প্রশ্নঃ বার্ড-ফ্লুর কারণ হল -

সঠিক উত্তরঃ H5N1ভাইরাস

প্রশ্নঃ কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে থাকে -

সঠিক উত্তরঃ ক্যালসিয়াম অক্সালেট

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধ এলাকার জমির পরিমাণ -

সঠিক উত্তরঃ ১০৮ একর

প্রশ্নঃ বাংলাদেশের সব থেকে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

সঠিক উত্তরঃ কুসুম্বা মসজিদ

প্রশ্নঃ ফকির-সন্ন্যাসী-বিদ্রোহ হয় কত সালে?

সঠিক উত্তরঃ ১৭৬৩ সালে

প্রশ্নঃ নাগরিক ও কর্মজীবীর দায়িত্ব বাংলাদেশ সংবিধানে কততম অনুচ্ছেদে বর্ণিত?

সঠিক উত্তরঃ ২১ তম

প্রশ্নঃ বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্ত একমাত্র নদী -

সঠিক উত্তরঃ হালদা

প্রশ্নঃ মুহম্মাদ ঘুরী ও পৃথীরাজের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল -

সঠিক উত্তরঃ তারাইনের প্রথম যুদ্ধ

প্রশ্নঃ তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?

সঠিক উত্তরঃ ১৯৬৬ সালে ১০ জানুয়ারি

প্রশ্নঃ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন?

সঠিক উত্তরঃ খন্দকার মুশতাক আহমদ

প্রশ্নঃ ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয় -

সঠিক উত্তরঃ ৮ জুলাই, ১৯৭২ সালে

প্রশ্নঃ বাংলাদেশের বীরত্ব পুরস্কার -

সঠিক উত্তরঃ সব গুলোই

প্রশ্নঃ বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে কবে?

সঠিক উত্তরঃ ১৫ জুন, ১৯৯৭

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম মহিলা বিচারপতি -

সঠিক উত্তরঃ নাজমুন আরা সুলতানা

প্রশ্নঃ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ করে গঠন করা হয়?

সঠিক উত্তরঃ ১৪ জুন, ২০০১ সালে

প্রশ্নঃ চা কন্যা ভাস্কর্যটির স্থপতি কে?

সঠিক উত্তরঃ সঞ্চিত রায়

প্রশ্নঃ কাপ্তাই বাঁধ কত সালে নির্মিত হয়?

সঠিক উত্তরঃ ১৯৬২ সালে

প্রশ্নঃ Whom did they accuse?Whoose the right passive voice.

সঠিক উত্তরঃ Who was accused by them?

প্রশ্নঃ Nobody but you _______ present.

সঠিক উত্তরঃ was

প্রশ্নঃ The letter posted by you several days ago came late.

সঠিক উত্তরঃ Adjective phrase

প্রশ্নঃ I finally killed the fly _____ a rolled up newspaper.

সঠিক উত্তরঃ with

প্রশ্নঃ He desisted _____ his doing this.

সঠিক উত্তরঃ from

প্রশ্নঃ These days everybody complains _____ pollution.

সঠিক উত্তরঃ about

প্রশ্নঃ Complete the sentence. I will phone you when I ____ the news.

সঠিক উত্তরঃ get

প্রশ্নঃ Choose the best alternative to complete the sentence. A new house ___ at the corner of the road recently.

সঠিক উত্তরঃ has been built

প্রশ্নঃ Choose the correct word. Selim is absent because he _____ a cold.

সঠিক উত্তরঃ is having

প্রশ্নঃ The Parthenon is said _____ erected in the age of pericles.

সঠিক উত্তরঃ to have been

প্রশ্নঃ The Olympic Games were watched by ____ billions of people all over the world.

সঠিক উত্তরঃ Literally

প্রশ্নঃ ‘All at once’ means -

সঠিক উত্তরঃ Suddenly

প্রশ্নঃ Which of the following is a correct sentence?

সঠিক উত্তরঃ There goes Karim.

প্রশ্নঃ The Olympic Games were watched by ____ billions of people all over the world.

সঠিক উত্তরঃ Literally

প্রশ্নঃ Taslima found it difficult to cope with the loss of her job. What is the synonym of ‘To cope with’?

সঠিক উত্তরঃ Deal with

প্রশ্নঃ It is imperative that he ________ on time for the lecture.

সঠিক উত্তরঃ arrive

প্রশ্নঃ Correct the antonym of the word ‘Obese’.

সঠিক উত্তরঃ Slim

প্রশ্নঃ Let’s have a party, _________?

সঠিক উত্তরঃ shall we

প্রশ্নঃ FORMATE : NEWSPAPER

সঠিক উত্তরঃ design : building

প্রশ্নঃ The word ‘Geriatric’ means –

সঠিক উত্তরঃ Old people