Tuesday, March 13, 2012

11th BCS Preliminary Question




Back                                                                                                                                                   Next 
11th BCS Preliminary Question (46-60) 

46.  বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? 
      রংপুর
      ময়মনসিংহ
      ময়মনসিংহ
      ফরিদপুর
47.  বাংলাদেশে মোট আবাদ যোগ্য জমির পরিমান কত? 
      ২ কোটি ৪০ লক্ষ একর
      ২ কোটি একর
      ২ কোটি ৫০ লক্ষ একর
      ২ কোটি ২৫ লক্ষ একর
48.  উপকুল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 
      ২৫০ নটিক্যাল মাইল
      ২০০ নটিক্যাল মাইল
      ২২৫ নটিক্যাল
      ১০ নটিক্যাল মাইল
49.  মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? 
      করতোয়া
      গংগা
      মহানন্দা
      ব্রহ্মপুত্র
50.  ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি? 
      অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
      ঔষধ শিল্পে দেশীয় কাচামালের ব্যবহার নিশ্চিত করা
      ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া
      বিদেশী শিল্পপতিদের দেশীয় কাচামাল ব্যবহারে বাধ্য করা
51.  বি.কে.এস.পি. হলো- 
      একটি ক্রীড়া সংস্থার নাম
      একটি সংবাদ সংস্থার নাম
      একটি ক্রীড়া প্রতিযোগীতার নাম
      একটি গরীব মা ও মেয়ের গল্প কাহিনী
52.  মা ও মনি হলো- 
      একটি উপন্যাসের নাম
      একটি প্রসাধনী শিল্পের নাম
      একটি গরীব মা ও মেয়ের গল্প কাহিনী
      একটি ক্রীড়া প্রতিযোগীতার নাম
53.  আন্তজার্তিক আনবিক শক্তি সংস্থা - এর সদর দপ্তর অবস্থিত? 
      ভিয়েনা
      বন
      জেনেভা
      রোম
54.  জাপানের পার্লামেন্টের নাম- 
      ডায়েট
      পিনসাস
      নেসেট
      সোরা
55.  আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রনালী? 
      ফ্লোরিডা
      পক
      জিবরালটার
      বেরিং
56.  সাউথ কমিশনের চেয়ারম্যান- 
      জেনারেল সুহার্তো
      রবার্ট মুগাবে
      জুলিয়াস নায়ারে
      ফিডেল ক্যাষ্ট্রো
57.  আন্তজার্তিক পরিবেশ দিবস পালিত হয়- 
      ৭ জুলাই
      ৯০ মার্চ
      ২১ মে
      ৫ জুন
58.  জাতিসংঘ দিবস পালিত হয়- 
      ২৪ অক্টোবর
      ২৪ আগষ্ট
      ২৪ ডিসেম্বর
      ২৪ নভেম্বর
59.  নামিবিয়ার রাজধানী- 
      করাভু
      উইন্ডহুক
      প্রিটোরিয়া
      কোটাভি
60.  ইসলামী উন্নয়ন ব্যাংক ঋন প্রদান করে- 
      স্বাভাবিক সুদে
      বিনা সুদে
      অতি অল্প সুদে
      অতি সামান্য সুদে 


Back
                                                                                                                                                   Next  

1 comment:

  1. visit amarpathshala.com for model test, free learning video, past question paper and solution.

    ReplyDelete

Thanks for visiting.