11th BCS Preliminary Question (61-75)
61. ওডার নীচ নদী-
পূর্ব জামার্নী ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জামার্নী ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানী ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নিধারক
62. হারারে এর পুরাতন নাম-
সলসবেরী
ফরমুজা
পেট্রোগ্রাড
রোডেসিয়া
63. পরিত্র ভুমি কোনটিকে বলা হয়?
প্যালেস্টাইন
জেরুজালেম
জেদ্দা
তায়েফ
64. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ইয়েমেন
কাতার
ওমেন
ইরাক
65. মালদ্বীপের মুদ্রার নাম কি?
রুপী
ডলার
পাউন্ড
রুপাইয়া
66. ১৯৯২ সালে বিশ্ব অলম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
বার্সিলোনা
জুরিখে
বার্লিন
ব্রাসেলস
67. এফটা (EFTA)বলতে বুঝায়?
একটি বানিজ্যিক গোষ্ঠী
পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা
একটি বিমান সংস্থা
একটি সামরিক চুক্তি
68. আন্তজার্তিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা?
W.Wilson
Paul Harris
Badel pawel
H.Wilson
69. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
৭৫০ টাকা
৭২০ টাকা
৭৭৫ টাকা
৭৫ টাকা
70. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ বিস্তারের ৩ গুন।দৈর্ঘ ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?
১২৮মিটার
১৪৪ মিটার
৬৪ মিটার
৯৬ মিটার
71. ক ঘন্টায় ১০ কিঃ মিঃ এবং খ ঘন্টায় ১৫ কিঃ মিঃ একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দুরত্ব কত কিঃ মিঃ ?
২০
২৫
১৫
২৮
72. ১৯,৩৩,৫১,৭৩ পরবর্তী সংখ্যাটি কত?
৮৫
১২১
৯৯
৯৮
73. একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হল তার দেড়গুন কটআউট হলো এবং মোট উয়িকেটের অর্ধেক বোল্ড আউট হলো।এই দলের কত জন কটআউট হলো?
৪ জন
৩ জন
২ জন
৫ জন
74. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্য ভেদ করে।এক ব্যাক্তি বন্দুক ছুরবার ৩ সেকেন্ড পরে লক্ষ্য ভেদেরে শব্দ শুনতে পায়।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট।লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
২০২৫ ফুট
১৯২৫ ফুট
১৯৭৫ ফুট
১৮৭৫ ফুট
75. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি থেকে r বৃদ্ধি করে করা হয়,তবে তার ক্ষেত্রফল দ্বিগুন হয় ।তবে r-মান কত?




Back Next
No comments:
Post a Comment
Thanks for visiting.