Tuesday, March 13, 2012

12th BCS Preliminary Question

Back                                                                                                                    Next                                                                                                                                          
12th BCS Preliminary Question (76-90) 
76.  একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
77.  চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না।ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? 
      ২২%
      ২৫%
      ২০%
      ৩০%
78.  বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫ টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার 1/3 অংশ সে নির্ভূল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাত্র শতকরা ২৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল? 
      ১৫ টি
      ২০ টি
      ২৫ টি
      ১৮ টি
79.  নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কি. মি.।নদী পথে ৪৫ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? 
      ৯ ঘন্টা
      ১২ ঘন্টা
      ১৮ ঘন্টা
      ১০ ঘন্টা
80.  ৮,১১,১৭,২৯,৫৩ –।পরবর্তী সংখ্যাটি কত? 
      ১০১
      ১০২
      ৭৫
      ৬৯
81.  ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম? 
      ২.০৫৭৩৪
      ০.২০৫৭৩৪
      ০.০২০৫৭৩৪
      ২০.০৫৭৩৪০
82.  একটি স্কুলের ছাত্রদের ড্রিলকরাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে? 
      ৩৬০০
      ২৪০০
      ১২০০
      ৩০০০
83.  ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত? 
      ৭২:১০৫
      ৭২:৩৫
      ৩৫:৭২
      ১০৫:৭২
84.  সুষম চতুভুজের একটি অন্তঃকোনের পরিমান ১৩৫° হলে এর বাহুর সংখ্যা কত? 
      ৪
      ৭
      ৯
      ৬ 
85.  অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে? 
      অফসেট মুদ্রন পদ্ধতিতে
      ডিজিটাল মুদ্রন পদ্ধতিতে
      পোলারয়েড ফটোগ্রাফ পদ্ধতিতে
      স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
86.  কোন বস্তুকে পানিতে সম্পূন্য ভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারন- 
      বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
      বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
      বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
      বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক্য বিদ্যমান
87.  আকাশে বিজলী চমকায়- 
      দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
      মেঘের অসংখ্যা পানি ও বরফ কনার মধ্যে চার্য সঞ্চিত হলে
      মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
      মেঘ বিদ্যুৎ পারিবাহী অবস্থায় এলে
88.  যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে – 
      ৭৫ ডি বি
      ১০৫ ডি বি
      ৯০ ডি বি
      ১২০ ডি বি
89.  পানিতে নৌকার বৈঠা বাকা দেখা যায় কারন, আলোর – 
      পূর্ণ অভ্যান্তরীন প্রতিফলন
      প্রতিসরণ
      বিচ্ছুরন
      পোলারায়ন
90.  রান্না করার হাড়ি পাতিল সাধারনত এলমুনিয়ামের তৈরি হয় –এর প্রধান কারন- 
      এটি হাল্কা ও দামে সস্তা
      এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্য দ্রব তাড়াতাড়ি সিদ্ধ করে
      এটি সবদেশেই পাওয়া যায়
      এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে 


Back                                                                                                                    Next                                                                                                                                            

No comments:

Post a Comment

Thanks for visiting.