Tuesday, March 13, 2012

12th BCS Preliminary Question


Back                                                                                                                                                  
12th BCS Preliminary Question (91-100) 


91.  গ্রীন হাউজ ইফেক্ট বলতে বুঝায়-
      সূর্যলোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি
      তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
      প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
      উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মন্ডল অবলোকন
92.  রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-
      রেডিও ট্রান্সমিটার সংযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
      রাডারের সাহায্যে চারিদিকের পরিবেশের অবলোকন
      কোয়াসার প্রভৃতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন
      উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-পন্ডলের অবলোকন
93.  পালতোলা নৌকা সম্পুর্ণ অন্যদিকের বাতাশকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারন-
      ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত
      সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা যায়
      পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাশকে কার্যকর করে
      পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
94.  সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সংগে যে তরলটি ব্যবহৃত হয় তা হল-
      নাইট্রিক এসিড
      সালফিউরিক এসিড
      এমোনিয়াম ক্লোরাইড
      হাইড্রোক্লোরাইড এসিড
95.  ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেড়িয়ে যাবার সংগে সংগে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সংগে এর মিল আছে?
      বাষ্পীয় ইঞ্জিন
      অর্ন্তদহন ইঞ্জিন
      স্টারলিং ইঞ্জিন
      রকেট ইঞ্জিন
96.  ফিউশন প্রকিয়ায় –
      একটি পরমানু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করে
      একাধিক পরমানু যুক্ত নতুন পরমানু গঠন করে
      ভারী পরমানু ভেঙ্গে দুটি পরমানু গঠিত করে
      একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি করে
97.  প্রবল জোয়ারের কারন এ সময়-
      সূর্য ও পৃথিবীর সংগে সমকোন করে থাকে
      চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
      পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
      সূর্য চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
98.  নিচের কোন উক্তিটি সঠিক?
      বায়ু একটি যৌগিক পদার্থ
      বায়ু একটি মৌলিক পদার্থ
      বায়ু একটি মিশ্র পদার্থ
      বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রজেনকেই বুঝায়
99.  ভৌগলিক ভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে,সেটি হচ্ছে-
      মূল মধ্যরেখা
      কর্কটক্রান্তি রেখা
      মকরক্রান্তি রেখা
      আন্তজার্তিক তারিখ রেখা
100.  যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়?
      আয়ন বায়ু
      প্রত্যয়ন বায়ু
      মৌসুমি বায়ু
      নিয়ত বায়ু 

Back      

No comments:

Post a Comment

Thanks for visiting.