Thursday, March 15, 2012

17th BCS Preliminary Question

61.  ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ- 
      ইন্দ্রোনেশিয়া 
      মালয়শিয়া
      থাইল্যান্ড
      ফিলিপাইন
62.  persona-non-grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যাক্তির ক্ষেত্রে প্রযোজ্য- 
      রাজনীতি বিদ
      ক্রীয়াবিদ
      ব্যবসায়ী
      কূটনীতিবিদ
63.  যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারন পরিষদে Uniting for peace resolution” গৃহীত হয়েছিল- 
      সুয়েজ যুদ্ধ
      কোরীয় যুদ্ধ
      পাক ভারত যুদ্ধ ১৯৬৫
      ফকল্যান্ড যুদ্ধ
64.  কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা- 
      ৪৮
      ৫০
      ৫২
      ৫৬
65.  লাঠালাঠি শব্দটির সমাস – 
      দ্বন্ধ
      বহুব্রীহি
      কর্মধারয়
      তৎপুরুষ
66.  বাংলাভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে- 
      সংস্কৃত
      পালি
      প্রাকৃত
      অপভ্রাংশ
67.  শব্দার্থ অনুশারে বাংলাভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়- 
      দুই ভাগে
      তিন ভাগে
      চার ভাগে
      পাচ ভাগে
68.  মানব জীবন, মহৎজীবন, উন্নতজীবন, প্রভৃতি গ্রন্থের রচয়িতা- 
      এস ওয়াজেদ আলী
      ইয়াকুব আলী চৌধুরী
      মোঃ লুৎফর রহমান
      মোঃ ওয়াজেদ আলী
69.  দক্ষিন এশিয় সহযোগীতা সার্কের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- 
      মালেতে 
      দিল্লিতে 
      কাঠমুন্ডতে 
      কলম্বোতে
70.  When a person say he’s ‘all in’ it means 
      He is very tired
      He has arrived
      He has finished packing
      He has got everything
71.  Bill of fair’is- 
      A chart of bus fair 
      A price list
      A valuable document
      A list of dishes at a restaurant
72.  A ‘bull market’menas, that share prices are- 
      Falling
      Rising
      Moving
      Statistic
73.  Blue chips’ are- 
      Securities issues by the government
      Industrial shares consideted to be a save investment
      Industrial shares considered to be a risky investment
      Flat plastic countets used as money token
74.  Razzmatazz’ means- 
      A musical instrument
      A well-planned programme
      A noisy activity
      A musical drama
75.  সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম- 
      তালিম হোসেন
      গোলাম মোস্তফা
      আবুল হোসেন
      ফররুখ আহম্মেদ 

No comments:

Post a Comment

Thanks for visiting.