Thursday, March 15, 2012

17th BCS Preliminary Question

46.  বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বুঝায়- 
      সুইডেন- নরওয়ে- ফিনল্যান্ড
      চেক প্রজাতন্ত্র- পোল্যান্ড- জার্মানী
      বেলজিয়াম- নেদার্ল্যা ন্ড- লুক্সেমবুর্গ
      ইংল্যান্ড- আইরিশ প্রতাতন্ত্র- ফিনল্যান্ড
47.  বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে- 
      গোয়ালন্দ
      বাহাদুর বাদ
      ভৌরব বাজার
      নারায়নগঞ্জ
48.  ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়- 
      সদরঘাটে
      চাঁদনীঘাটে
      পোস্তাগোলায়
      শ্যাম বাজারে
49.  ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত- 
      চকবাজার 
      সদরঘাট
      লালবাগ
      ইসলামপুর
50.  পর্তুগীজ শব্দ থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলাভাষায় আত্তীকরণ করা হয়েছে- 
      টেবিল
      চেয়ার
      বালতি
      শরবত
51.  করনার স্টোন অব পিচ এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে- 
      ম্যাকাও
      হাইতি
      ওকিনাওয়া
      ভিয়েতনাম
52.  বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম- 
      রাজ কাঁকরা
      গন্ডার
      পিপীলিকাভুক্ত ম্যানিস
      স্নো লোরিস
53.  Browning was the composer of any of the following poems- 
      Two voices
      The scholar Gipsy
      Andtea del Sarto
      Oenone
54.  The right word to fit in the gaps of the flowing sentence- Give her a telephone number to ring …..she gets lost’. 
      Whether
      Incase
      Unless
      Perhaps
55.  The synonym of ‘Franchise’- 
      Privilege 
      Utility
      French
      Frankness
56.  The opposite word of ‘sluggish’--- 
      Animated
      Dull
      Heavy
      Slow
57.  The correct spelling is- 
      Humourous
      Humourious
      Humorous
      Humorious
58.  Equivocation’ means- 
      A true statement
      Equal opportunity to get a job
      Free expression of opinions
      Two contrary things in the same statement
59.  Natural protein-এর কোড নাম- 
      Protein-p 53
      Protein-p 51
      Protein-p 54
      Protein-p 49
60.  উত্তর আটল্যান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল- 
      ৪ এপ্রিল ১৯৪৯
      ৩ জানুয়ারী ১৯৫৪
      ২৬ মে ১৯৫৫
      ১ ফ্রেব্রুয়ারী ১৯৫৬ 

1 comment:

Thanks for visiting.